আরব আমিরাতের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী

শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত। পাসপোর্ট মূল্যায়নবিষয়ক বিখ্যাত প্রতিষ্ঠান ‘পাসপোর্ট ইনডেক্সে’ এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শক্তিশালী পাসপোর্ট তালিকার শীর্ষে ছিল সিঙ্গাপুর ও জার্মানি।

পাসপোর্ট ইনডেক্স জানিয়েছে, প্রতিষ্ঠানটির প্রকাশিত তালিকা অনুযায়ী, আমিরাতের পাসপোর্টধারী ব্যক্তি ভিসা ছাড়াই বিশ্বের ১৬৭টি দেশ ভ্রমণ করতে পারবেন। এর মধ্যে ১১৩টি দেশে যেতে কোনো ভিসাই লাগবে না।

৫৪টি দেশে অন অ্যারাইভাল ভিসা বা পৌঁছানো মাত্র দেয়া হয় ভিসা প্রক্রিয়ায় ভ্রমণ করতে পারবেন আমিরাত পাসপোর্টধারী ব্যক্তি।

তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর ও জার্মানি। এই দুটি দেশের পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া বিশ্বের ১৬৬টি দেশে ভ্রমণ করতে পারবেন।

এসএইচ-০৭/০৪/১২ (অনলাইন ডেস্ক)