লাল সবুজের পতাকা হাতে হনলুলু ম্যারাথনে শিব শংকর

জার্মানির মিউনিখে বসবাসরত বাংলাদেশের শিব শংকর পাল এবার মার্কিন যুক্তরাষ্ট্রের হনলুলু ম্যারাথনে যোগ দিয়ে ক্যারিয়ারের ১০১তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া পূর্ণ করলেন। নভেম্বর মাসে তিনি নিউইয়র্কে ১০০তম ম্যারাথনে অংশ নিয়েছিলেন।

বাংলাদেশের এ আন্তর্জাতিক দৌড়বিদ ৯ ডিসেম্বর, রোববার যুক্তরাষ্ট্রের হনলুলুর ৪৬তম ম্যারাথনে অংশ নিয়েছেন। এটি জার্মানির মিউনিখ প্রবাসী শিব শংকর পালের ক্যারিয়ারের ১০১তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ।

হনলুলু থেকে তিনি জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরের পাড় ঘেঁষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পথে বাংলাদেশের পতাকা হাতে বিজয়ের মাসে ম্যারাথনে দৌড়ানো ছিল এক অন্যরকম অনুভূতি। জানা গেছে, শিব শংকর পাল এ ম্যারাথনে একমাত্র বাংলাদেশি দৌড়বিদ হিসেবে অংশগ্রহণ করেছেন।

শিব শংকর পাল জানান, ম্যারাথনের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করানোই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, কঠোর পরিশ্রম ও স্বপ্নই তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।

জার্মানি প্রবাসী সফল এ দৌড়বিদ এবং ব্যবসায়ী মিউনিখে স্ত্রী শিখা শংকর পাল, দুই ছেলে ম্যাক্সিমিলিয়ান ও দিব্য আর মেয়ে ত্রয়ীকে নিয়ে বসবাস করেন।

এসএইচ-০৬/১২/১২ (প্রবাস ডেস্ক)