প্রবাসি বাংলাদেশি প্রকৌশলী সম্মেলন ফেব্রুয়ারিতে

আগামী বছরের ২৬ ও ২৭ ফেব্রুয়ারিতে ‘ব্রিজ টু বাংলাদেশি’ বা বাংলাদেশের সঙ্গে সেতুবন্ধন এমন ব্যানারে প্রবাসি বাংলাদেশি প্রকৌশলীদের সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায়। ওয়াশিংটন ডিসিতে গত সপ্তাহে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য দেন ব্রিজ টু বাংলাদেশের চেয়ারম্যান প্রকৌশলী আজাদুল হক।

এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। ফিনান্সিয়াল এক্সপ্রেস

এ সম্মেলনে ব্রিটেন, কানাডা, সিঙ্গাপুর, সুইডেন, জাপান, অস্ট্রেলিয়া, আমিরাত, ফিলিপাইন, কাতার, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রবাসি প্রকৌশলীরা অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এ প্রসঙ্গে বলেছেন, কৃতি শিক্ষার্থীরা এখন দেশে ফিরতে শুরু করেছে। ফলে মেধাপাচার এখন মেধাস্থানান্তরে পরিণত হবে। এটা বাংলাদেশের জন্যে হবে আশীর্বাদ।

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সম্মেলন উপলক্ষে প্রকৌশলীদের লেখা জমা দিতে বলা হয়েছে যা পরবর্তীতে একটি জার্নাল আকারে প্রকাশিত হবে।

এসএইচ-১৩/১৩/‘১২ (প্রবাস ডেস্ক)