বাংলাদেশিদের ধন্যবাদ দিলেন ইউএস সিনেটর ম্যানেন্ডেজ

মার্কিন রাজনীতিতে জড়িত হওয়ায় যুক্তরাষ্ট্র সিনেটে পররাষ্ট্র সম্পর্কিত কমিটির প্রভাবশালী সদস্য সিনেটর (ডেমক্র্যাট-নিউজার্সি) বব ম্যানেন্ডেজ বাংলাদেশিদের ধন্যবাদ দিয়েছেন।

একই সঙ্গে ‘অভিবাসী জীবনের যাবতীয় অধিকার ও মর্যাদা আদায়ের জন্যে মূলধারার রাজনীতিতে সক্রিয় হবার বিকল্প নেই’ বলেও মন্তব্য করেন তিনি।

গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ১১৬তম কংগ্রেসের বিজয়ীরা ৩ জানুয়ারি ক্যাপিটল হিলে শপথ নেন। সেখানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বাংলাদেশি-আমেরিকান গিয়াস আহমেদ এবং নাসরীন আলম রিতা।

তাদের সাথে একান্ত আলাপচারিতায় সিনেটর ম্যানেন্ডেজ প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নিউজার্সিতে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির সকলেই তার জন্যে কাজ করেছেন।

উল্লেখ্য, এবার তৃতীয় মেয়াদের সিনেটর হিসেবে শপথ নিলেন বব ম্যানেন্ডেজ।

এসএইচ-১২/০৪/১৯ (প্রবাস ডেস্ক)