বাংলাদেশি গৃহকর্মীর গায়ে আয়রনের ছেঁকা

সৌদিতে গৃহকর্তীর নির্যাতন সইতে না পেরে পালাতে গিয়ে আহত হয়ে মক্কা আল নূর হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশি গৃহকর্মী মনি বেগম।

আল নূর হাসপাতালে কর্তব্যরত বাংলাদেশি নার্স তসলিমা খান বিষয়টি নিশ্চিত করে জানান, দশদিন আগে এক বাংলাদেশি ও সৌদি পুলিশ আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন।

জানা গেছে, মাস খানেক আগে ভাগ্য পরিবর্তনের আশায় গৃহকর্মীর ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লা জেলার বখরাবাদের এই নারী। তার বয়স আনুমানিক ২৫ বছর।

মনি জানান, নির্যাতন সইতে না পেতে তিনতলা বাসার বাথরুমের পাইপ দিয়ে পালানোর চেষ্টাকালে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান তিনি। তার হাতে আছে আয়রন মেশিনের ছেঁকা। কাপড় আয়রন করতে না জানায় ওই বাসার সৌদি মহিলা আয়রন দিয়ে ছেঁকা দেন।

তিনি আরো জানান, তাকে সব সময় তালা বন্দি করে রাখা হতো, যাতে পালিয়ে যেতে না পারে, ভাষা না বোঝা আর সৌদি খাবার খেতে পারতেন না বিধায় ১৫-২০ দিন খুব কষ্টে পার করেছেন তিনি।

এসএইচ-০৯/১০/১৯ (প্রবাস ডেস্ক)