ব্যবসায়ীরা ব্রিটেনে আসার সুযোগ পাবেন যেভাবে (ভিডিও)

J65XP8 The Home Office UK Visas & Immigration Office at Lunar House in Croydon, London, UK.

টিয়ার ওয়ান ক্যাটাগরির নতুন স্টার্ট-আপ এবং ইনোভেটর ভিসায় ইউরোপিয়ান ইকোনমি জোনের বাইরের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা ব্রিটেনে আসার সুযোগ পাবেন।

টিয়ার-১ (গ্র্যাজুয়েট এন্ট্রোপ্রেনার) এবং টিয়ার-১ (এন্ট্রোপ্রেনার) ভিসা বিলুপ্ত করে নতুৃন এ ভিসা চালু হচ্ছে।

গ্র্যাজুয়েট এন্ট্রোপ্রেনার রুট বন্ধ হবে চলতি বছরের জুলাই মাসে। স্টার্ট আপ ভিসায় ২ বছরের ভিসা দেওয়া হবে। এই ভিসায় যারা আসার সুযোগ পাবেন তারা ইনোভেটর ক্যাটাগরিতে যেতে পারবেন।

বিজনেস ভিসার দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ইনোভেটর ক্যাটাগরি। ইনোভেটর ভিসাধারীকে শর্তপূরন সাপেক্ষে ৩ বছর পর স্থায়ীভাবে থাকার অনুমতি পাবে।

এদুটি ভিসার ব্যাপারে বিলাতে বাঙালি কমিউনিটির পরিচিত মুখ ব্যারিস্টার তারেক চৌধুরী বেশ সহজে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন।

এসএইচ-০৭/১৯/১৯ (প্রবাস ডেস্ক)