২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস।
এ বছর দিবসটির প্রতি সম্মান জানিয়ে ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার।
ঘোষণাপত্রে তিনি আরও বলেন, ২৬ মার্চ বাংলাদেশের মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদের কথা সম্মানের সঙ্গে স্মরণ করে যাদের কারণে দেশটি স্বাধীনতা পেয়েছে।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস সাংস্কৃতিক বৈচিত্র্য আনয়নে অবদান রেখেছে।
এমন মন্তব্য করেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার।
এসএইচ-০৬/২৭/১৯ (প্রবাস ডেস্ক)