মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ায় শত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। লেখক-সাংবাদিক আমিনুল ইসলাম রুবেল ফেসবুকে ইভেন্ট’র মাধ্যমে শত কণ্ঠে জাতীয় সঙ্গীত’র আয়োজন করে।
সিডনির বাংলাদেশী অধ্যুষিত এলাকা ল্যাকেম্বার রেলওয়ে প্যারেড বিকেলে প্রবাসী বাংলাদেশীরা লাল-সবুজ শাড়ি পাঞ্জাবী পরে উপস্থিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রাহিম বেলাল।
তিনি বলেন, আমাদের যুবক বয়সে আমরা যুদ্ধে যেয়ে দেশ স্বাধীন করেছি এখন যুবকদের কাজ হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করা। শত কণ্ঠে জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে বড়-ছোট সকলের বাংলাদেশী সাঁজে ল্যাকেম্বা পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে।
একসাথে বিদেশে জাতীয় সংগীত গাইতে পেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা অনেক বেশি উচ্ছসিত। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন এবং কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
এসএইচ-০৬/২৮/১৯ (প্রবাস ডেস্ক)