মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের নবায়ন ফি কমছে না

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের নবায়ন ফি এখনই কমছে না। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন ঘোষণা না আসা পর্যন্ত আগের আরোপিত ১০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত-ই থাকছে।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো খাইয়রুল দিজাইমি দাউদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি ১০ বছরের বেশি অভিজ্ঞ বিদেশি শ্রমিকদের নবায়ন ফি ১০ হাজার রিঙ্গিত থেকে কমিয়ে ৬ হাজার করার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার।

এ বিষয়ে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো খাইয়রুল দিজাইমি দাউদ বলেন, নতুন ফি’র বিষয়ে এখনও গেজেট হয়নি।

গেজেট না হওয়া পর্যন্ত আগের নির্ধারিত ১০ হাজার রিঙ্গিত নবায়ন ফি কাটা হচ্ছে।

এসএইচ-০৬/৩০/১৯ (প্রবাস ডেস্ক, তথ্য সূত্র: মালয়মেইল)