সুব্রত শংকর ধর।পেশায় একজন ব্যাংকার। বিশ্বব্যাংকে উচ্চপদে চাকরি করেন। তার গতকাল শুক্রবারের একটি পোস্ট থেকে জানা যায় চমকে যাওয়ার মতো একটি তথ্য। সেটি হলো আর্মেনিয়াতেও আছে ‘বাংলাদেশ’ নামের একটি জায়গা।
পোস্টটি নিচে তুলে ধরা হলো: ‘ইরেভেনেএকটা জায়গা আছে যার নাম বাংলাদেশ। আমাদের মুক্তিযুদ্ধের সময় যখন ইরেভান শহরটি সম্প্রসারিত হচ্ছিল সোভিয়েত যুগে নতুন আবাসিক প্রকল্পের মাধ্যমে, তখন একটি অঞ্চলের নামকরণ করা হয় বাংলাদেশ। সেদিন ভার্নিসাজ মার্কেটে গিয়ে দেখা হলো এই কজনের সাথে।
যখন শুনলো আমি বাংলাদেশি, ভীষণ খুশি হয়ে জানালো তারাও বাংলাদেশে থাকে। এ নিয়ে একটা মজার গল্প প্রচলিত আছে আর্মেনিয়াতে।
যখন বাংলাদেশ অঞ্চলটি গড়ে ওঠে তখন এটি শহরের কেন্দ্রস্থল থেকে বেশ খানিকটা দূরেই ছিল। সোভিয়েত আমলে সবাইকে ফ্রি বাড়ি দেয়া হতো। তো ওই অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফেরত একজন যোদ্ধাকে বাড়ি দেয়া হলো।
এত দূরে বাড়ি দেয়াতে তিনি রেগেমেগে ক্রেমলিনকে লিখলেন, “আমি দেশের জন্যে এত ত্যাগ স্বীকার করলাম, আর আমাকে কি না বাড়ি দেয়া হলো বাংলাদেশে?” চিঠি পেয়ে ক্রেমলিন দ্রুত আর্মেনীয় সরকারকে লিখলো, এই শ্রদ্ধেয় ব্যক্তিকে অবিলম্বে সোভিয়েত টেরিটরিতে বাড়ি দেয়া হোক।’
এসএইচ-১২/০৬/১৯ (প্রবাস ডেস্ক)