ইয়েল ইউনিভার্সিটিতে বাংলাদেশি তরুণের সাফল্য

বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রিয়ান তরুণ পল বশির যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির গ্লোবাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এতে করে প্রবাসে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হলো।

অস্টিয়া প্রবাসী বাংলাদেশি নেয়ামুল বশির এবং বেথিনা বশিরের বড় সন্তান পল বশির ভিয়েনা ইউনিভার্সিটি থেকে চার্টার্ড একাউন্টিং ব্যাচেলর ডিগ্রি সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন।

এরপর হংকং ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে এমএসসি সম্পন্ন করেন। এছাড়াও পল বশির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কাজ করেছেন।

ছেলের সাফল্যে বাবা নেয়ামুল বশির বলেন, পল বশির আমাদের বাংলাদেশের মান মর্যাদা অস্ট্রিয়া ও যুক্তরাষ্ট্রে আরও উপরের দিকে নিয়ে গেছে।

ধারাবাহিকভাবে তরুণ বাংলাদেশি প্রজন্ম বিভিন্ন দেশের শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। পল বশিরের এই সাফল্যে অস্ট্রিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা গর্বিত ও আনন্দিত।

উল্লেখ্য, পল বশিরের বাবা চট্রগ্রামের নেয়ামুল বশির বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বহু বার নির্বাচিত সভাপতি ছিলেন এবং তিনি অভিবাসীদের নিয়ে কাজ করে থাকেন।

এসএইচ-০৭/২৭/১৯ (প্রবাস ডেস্ক)