ইতালি ভেনিসের একটি হাসপাতালের মর্গে চৌধুরী এম.ডি জিয়াউল ইসলাম নামে পরিচয়বিহীন বাংলাদেশির লাশ পড়ে আছে।
পরিচয় পেতে লাশের সন্ধানে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা চান সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু।
জানা গেছে, দীর্ঘ ২৫ দিন ধরে ইতালির ভেনিসে মারা যাওয়ার পর হাসপাতালের মর্গে লাশ পড়ে আছে। কেউ কোন খোঁজ খবর নিচ্ছেনা। তার দেশের বাড়ি লক্ষীপুর।
এ ব্যাপারে মিলান কনসাল জেনারেল অফিসে ফোন করে জানা যায়, এ লাশের খবর তারা এখনো জানেননা।
অফিসে কর্তব্যরত কর্মকর্তা জানান খোঁজ নিয়ে তিনি জানাবেন মর্গে থাকা লাশের খবর।
এসএইচ-০৬/২২/১৯ (প্রবাস ডেস্ক)