সাবরা বাজার একখন্ড বাংলাদেশ

লেবাননের সাবরা বাজার। শাক-সবজি থেকে শুরু করে নানা রকাম মাছ এবং নিত্যপণ্য পাওয়া যায় এখানে। রয়েছে অস্থায়ী চায়ের দোকানও। তবে এাটি বাংলাদেশের কোনো বাজার নয়, প্রায় ১০ হাজার কি. মি. দূরের দেশ লেবাননের একখন্ড বাংলাদেশ। রোববার সাপ্তাহিক ছুটিতে এখানে আসেন কয়েক হাজার বাংলাদেশী শ্রমিক। তবে পুলিশি হয়রানির অভিযোগ এনে সরকারের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশী ব্যবসায়ীরা।

দূর দূরান্ত থেকে বাংলাদেশী পণ্য নিয়ে আসেন খন্ডকালীন ব্যবসায়ীরা। আছে অস্থায়ী মুদি দোকানও। দাম বেচা-কেনা হয় বালাতেই। সাবারা বাজারে ব্যবসা করেন ৪০ জন ব্যবসায়ী। মাঝে মধ্যেই তাদেরকে পড়তে হয় পুলিশি হয়রানির মুখে। লেবাননে বাংলাদেশী শ্রমিকরা আসেন মূলত গৃহ ও পরিচ্ছন্নতাকর্মীর ভিসায়। রাষ্ট্রপতি বলছেন, ব্যবসায়ী ভিসায় বৈধভাবে ব্যবসর সুযোগও আছে এখানে।

লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদুত আবদুল মোতালেব সরকার বলেন, পরিচ্ছন্নতার কর্মীর ভিসায় এসে তো কেউ ব্যবসা করতে পারবেনা। এদেশে ব্যবসায় ভিসার ব্যবস্থা আছে, সেটা নিয়েই তাকে ব্যবসা করতে হবে।

তারা যদি এ ভিসা নিয়ে এদেশে আসেন, তাহলে অবশ্যই এদেশের সরকার তাদরে ব্যবসা করার সুযোগ দিবেন। এখানে ছোট-বড় যেকোনো ব্যবসা করতে হলে তাকে পারমিট নিতে হবে। অন্যথায় তারা ব্যবসা করতে পারবেনা।

বাংলাদেশী শ্রমিকদের কেন্দ্র করে সাবরা বাজার গড়ে উঠলেও এখানকার পণ্যের চাহিদা আছে লেবাননের নাগরিকদের কাছে। লেবাননের সাবর বাজার এ যেনো বাংলাদেশীদের মিলন মেলা। প্রতি রোববার বাংলাদেশী পণ্য কিনতে আসার পাশাপাশি আসেন সবার সাথে দেখা করতেও। ব্যবসায়ীদের দাবি বালাদেশের সরকার আরও সহযোগিতা করলে এখানে ঘটবে ব্যবসার প্রসার।

এসএইচ-০৬/০৪/১৯ (প্রবাস ডেস্ক, তথ্য সূত্র : ইন্ডিপেনডেন্ট টিভি)