ইমিগ্রেশনের ফাঁদে বাংলাদেশিরা

গ্রেপ্তার যেন পিছু ছাড়ছে না অবৈধ অভিবাসীদের। গ্রেপ্তার এড়াতে জঙ্গল ও বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকেও ইমিগ্রেশন এর ফাঁদে পড়তে হচ্ছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অধিবাসীদের।

ইমিগ্রেশনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করেও ব্যর্থ হয়ে আটক হলো বাংলাদেশিসহ ৬৫ জন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় টেরেংগানু অভিবাসন বিভাগের অভিযানের সময় একজন বাংলাদেশি পালাতে যেয়ে পা ভেঙ্গে যায়। এসময় গ্রেপ্তার করা হয় ৪০ জন বাংলাদেশিকে।

এছাড়াও আটকের শিকার হয় থাইল্যান্ডের ১৩, ইন্দোনেশিয়ার ৫, পাকিস্তানের ৪ এবং নেপালের ৩ জনসহ মোট ৬৫ জনকে গ্ৰেপ্তার করে। আটককৃতদের ইমিগ্রেশন তেরেংগানু ডিপোতে রাখা হয়েছে।

উল্লেখ্য, অবৈধভাবে অবস্থান করা বিদেশি অভিবাসিদের আগামী ডিসেম্বর পর্যন্ত মালয় রিংগিত ৭০০ জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ দিয়েছেন মালয়েশিয়া সরকার।

এসএইচ-০৫/২৯/১৯ (প্রবাস ডেস্ক)