ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের পড়াশুনার সুযোগ

কানাডার স্বনামধন্য ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকিউলার রিসার্চ সেন্টার (বিএনসিআরসি)/বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)- এর বাংলাদেশ ম্যাকগিল ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম শীর্ষক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ হাই কমিশন, অটোয়ার সার্বিক অংশগ্রহণে ৩০ সেপ্টেম্বর এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সাথে প্রথমবারের মতো স্বাক্ষরিত এই চুক্তির অধীনে বাংলাদেশ সরকার এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের যৌথ আর্থিক সহায়তায় বাংলাদেশ থেকে প্রায় ৪০ জন উচ্চ শিক্ষার্থী ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বা পোস্ট ডক্টরেট পর্যায়ে শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবেন।

শিক্ষা শেষে এসব শিক্ষার্থী বাংলাদেশের বিএনসিআরসি-তে গবেষণা কাজে নিয়োজিত হবেন।

ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলর অধ্যাপক সুজানে ফর্টিয়ার এবং বিএনসিআরসি-এর প্রকল্প পরিচালক ডা. মাহমুদ-উজ-জাহান সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের পরিদর্শক অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মাদ নোমান সমঝোতা স্মারক স্বাক্ষরে বিশেষ সহযোগিতা প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অতিথিবৃন্দের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন।

এসএইচ-০৫/০২/১৯ (প্রবাস ডেস্ক)