কাউন্সিলম্যান হিসেবে ৩ বাংলাদেশি-আমেরিকানের শপথ

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন সিটি এবং আপার ডারবি সিটি কাউন্সিলে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির টিকিটে পুনরায় জয়ী হওয়া ৩ বাংলাদেশি-আমেরিকান ৬ জানুয়ারি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদের জন্যে দায়িত্ব গ্রহণ করেছেন।

মিলবোর্ন সিটি নির্বাচনে বিজয়ী কাউন্সিলম্যান বাংলাদেশি-আমেরিকান মো. নূরুল হাসান ও মাহাবুবুল আলমের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্টেট সিনেটর টিম কার্নিরসহ বিশিষ্টজনেরা অতিথি হিসেবে গ্যালারিতে উপস্থিত ছিলেন। শপথ করান বিচারক হ্যারি জে কারাপলাইডস।

এদিকে একইদিনে ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন আপারডার্বি সিটি কাউন্সিল টাউনশিপ (আমেরিকার অন্যতম বৃহত্তম) নির্বাচনে বিজয়ী শেখ মোহাম্মদ সিদ্দিকেরও শপথ একই বিচারকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগামের দক্ষিন হালিশহর এলাকার মুক্তিযোদ্ধা নুরুল হকের বড় ছেলে মো. নূরুল হাসান এবং চট্টগ্রামেরই মাহাবুবুল আলম দ্বিতীয় মেয়াদের জন্যে নির্বাচিত হয়েছেন। তাদের মেয়াদ চার বছরের।

অপরদিকে, মানিকগঞ্জের সন্তান শেখ সিদ্দিকও পুনরায় কাউন্সিলম্যান হয়েছেন ৪ বছর মেয়াদে। এই তিনজনের বিজয়ে ফিলাডেলফিয়া অঞ্চলে প্রবাসীরা আনন্দিত।

উল্লেখ্য, মার্কিন তথ্য-প্রযুক্তি সেক্টরে প্রবাসীদের উচ্চ বেতনে চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় কোর্স প্রদানকারী ‘পিপলএনটেক’র ফিলাডেলফিয়া অফিসের প্রধান কর্মকর্তা নূরুল হাসান গত টার্মে মিলবোর্ন বরোর নির্বাচিত কাউন্সিলম্যানদের ভোটে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন।

এদিকে আগামী নির্বাচনে পেনসিলভেনিয়া রাজ্যের অডিটর জেনারেল পদে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদ। ড. নীনা ইতিপূর্বে প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান বিষয়ক উপদেষ্টা ছিলেন। এছাড়া ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছেন প্রশংসার সঙ্গে।

এসএইচ-০৫/১২/২০ (প্রবাস ডেস্ক)