প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে চীন

চীনের উহান শহর থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। শত শত মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চীনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে চীনের বাংলাদেশ মিশন।

শুধু উহানেই ৩০০ থেকে ৪০০ বাংলাদেশি শিক্ষার্থী আছে। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে যোগাযোগ রাখছে।

চীনের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়ে দূতাবাস চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত চীনের কোনো বিদেশি নাগরিক এ ভাইরাসে আক্রান্ত হননি। বেইজিংয়ের বাংলাদেশি দূতাবাস একটি হটলাইন নাম্বার (+৮৬ ১৭৮-০১১১-৬০০৫) চালু করেছে। দিনরাত ২৪ ঘণ্টা জরুরি প্রয়োজনে এ নাম্বারে কল করা যাবে।

এসএইচ-০৬/২৭/২০ (প্রবাস ডেস্ক)