সৌদিতে কারফিউর আওতামুক্ত থাকছেন যারা

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ২১ দিনের কারফিউ ঘোষণা করেছে সৌদি সরকার।

সোমবার সন্ধ্যায় থেকে শুরু হওয়া এই কারফিউ চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এই সময়ে রোজ সন্ধ্যা ৭টা থেকে পর দিন সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ করেছে সৌদি সরকার।

কেউ কারফিউ অমান্য করলে প্রথমবার ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা, দ্বিতীয়বার ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা, তৃতীয়বার ২০ দিনের জেল এবং ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে দেয়া হবে বলে জানায় দেশটির প্রশাসন।

তবে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি, অনলাইনে পণ্য বিক্রি হোটেল, মোটেল ও বোর্ডিংয়ের কর্মীরা গণমাধ্যমকর্মীসহ অনেকেই কারফিউর আওতামুক্ত থাকছেন।

কারফিউর আওতামুক্ত থাকছেন যারা-

১. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির সুপারমার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর, মাংস, সবজি ও উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্টরা।

২. স্বাস্থ্য ও ফার্মেসি খাতের কর্মকর্তারা।

৩. গণমাধ্যমকর্মী।

৪. খাদ্যদ্রব্য ও চিকিৎসাসামগ্রী আমদানি এবং এজাতীয় পণ্য পরিবহনসংশ্লিষ্ট কর্মীরা।

৫. অনলাইনে পণ্য বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা পণ্য পৌঁছে দেয়ার জন্য।

৬. হোটেল, মোটেল ও বোর্ডিংয়ের কর্মীরা।

৭. পেট্রলপাম্প ও জরুরি বিদ্যুৎ পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা।

৮. আর্থিক পরিষেবা প্রদানকারী ও জরুরি ইন্স্যুরেন্স সেবা প্রদানকারী কোম্পানির কর্মীরা।

৯. টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানির কর্মীরা।

১০. পানি কোম্পানির কর্মীরা।

১১. নিরাপত্তা সংস্থা, স্বাস্থ্য দফতরসহ সরকারি পরিষেবা প্রদানকারী যানবাহন চলাচল করতে পারবে।

১২. জরুরি ওষুধ ও খাদ্যসামগ্রী ডেলিভারির যানবাহন চলাচল করতে পারবে।

১৩. এ সময়ে মুয়াজ্জিনরা শুধু আজান দেয়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হতে পারবেন।

১৪. কূটনৈতিক মিশনে ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কর্মরতরা জরুরি প্রয়োজনে তাদের কর্মস্থলে যেতে পারবেন।

এ ছাড়া আরও তথ্যের জন্য, সৌদি আরব সব অঞ্চলে টোল ফ্রি নম্বর ৯৯৯ এবং মক্কা অঞ্চলের জন্য ৯১১-এ যোগাযোগ করুন।

ভোক্তা অধিকার টোল ফ্রি নাম্বার ১৯০০ এবং ঘরে ঘরে খাদ্য সরবরাহের দায়িত্বপ্রাপ্ত অনলাইন কোম্পানির বিরুদ্ধে অভিযোগ জানাতে ১৯৯৬৬ এই নাম্বারে কল করতে পারবেন।

এমতাবস্থায় সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশি অভিবাসীকে কারফিউ চলাকালীন সব নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।

এদিকে সৌদি পাসপোর্ট ডিপার্টমেন্ট, যেসব ওমরাহ যাত্রী সৌদি আরব আসার পর দেশে ফিরে যেতে পারেনি, তাদের আগামী ২৮ মার্চের ২০২০-এর মধ্যে পূর্ণাঙ্গ তথ্যসহ নাম নিবন্ধনের অনুরোধ জানিয়েছে। https://t.co/2LydEZZdJh এই লিংকে নিবন্ধন করতে হবে।

করোনাভাইরাসে সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬২ জনে।

এদের মধ্যে ২৯ জন শিশুসহ ২৬৬ জন প্রাপ্তবয়ষ্ক পুরুষ ২৯৬ নারী রয়েছে।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ জন। তবে নতুন কোনো বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তা ছাড়া কোনো রোগীর মৃত্যু সংবাদ নেই।

এসএইচ-০৩/২৪/২০ (প্রবাস ডেস্ক)