দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের ঝুঁকিতে শতভাগ বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী শতভাগ বাংলাদেশি নাগরিক করোনাভাইরাস আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।

মার্চ মাসের ৩ তারিখ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় দেশের কোয়াজুলু নাটাল প্রদেশে। এরপর থেকে প্রতিদিন গড়ে ৫০ জন লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আসছে যা ৩ এপ্রিল পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০৫।

এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে, ৪৫ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও আক্রান্ত আরও ৭ ব্যক্তি আইসিইউতে রয়েছেন।

এদিকে সরকার করোনাভাইরাসের বিস্তার রোধে ২৬ মার্চ থেকে টানা ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে।

লকডাউন আদেশে একমাত্র সুপারশপ ছাড়া সকল ছোট ছোট মুদির দোকান বন্ধ রাখার ঘোষণা থাকলেও বাংলাদেশিরা এ আদেশের তোয়াক্কা না করে যে যার মত করে দোকান খোলা রাখছে।

সিগারেট বিক্রির অভিযোগে শতাধিক বাংলাদেশি নাগরিক পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন।

এসএইচ-০৫/০৪/২০ (প্রবাস ডেস্ক)