পাসপোর্ট নিয়ে স্পেন বাংলাদেশি প্রবাসীদের সকল অভিযোগের অবসান হয়েছে। প্রায় বছর খানেক আটকে থাকা পাসপোর্ট হাতে পেয়েছে স্পেন প্রবাসী বাংলাদেশিরা।
১১ নভেম্বর এই পাসপোর্টগুলো বাংলাদেশ থেকে স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে এসে পৌঁছায়।
দীর্ঘদিনের সমস্যা সমাধান হচ্ছে শুনে স্পেনের বাংলাদেশি কমিউনিটির নেতারা পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
পাশাপাশি পাসপোর্ট অধিদপ্তরে দালাল হটিয়ে রেমিটেন্স যোদ্ধাদের সহযোগিতা করার জন্য আহবান জানান তারা।
স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি জানান, পাসপোর্ট জটিলতা সমাধানের জন্য প্রায় ১ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথে। এ জন্য ধন্যবাদ জানাই পররাষ্ট্রমন্ত্রীকে।
এসএইচ-১১/১৪/২০ (প্রবাস ডেস্ক)