কুয়েতের পাবলিক কর্তৃপক্ষের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, ১ জানুয়ারি ২০২১ সাল থেকে যাদের ৬০ বছর বয়স পূর্ণ হচ্ছে তাদের আকামা নবায়ন না করার প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্তভাবে নেয়া হয়েছে।
সুতরাং ৬০ বছরের ওপরে প্রবাসীদের কুয়েত ত্যাগ করে নিজ দেশে ফিরতে হবে।
স্থানীয় আরবি দৈনিক আল আনবা জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করে।
সংবাদে আরও বলা হয়, কুয়েতে কর্মরত বিদেশি নাগরিকদের অবস্থানের সময়সীমা ৬০ বছর চূড়ান্তকরণ সিদ্ধান্তটি নতুন বছরের শুরু থেকে বৈধ হিসাবে বিবেচিত হবে এবং তাদের নতুন আকামা নবায়ন করা হবে না।
শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় জানায়, নির্ধারিত বসয়সীমায় ৬০ বছর পূর্ণ হলে কাজের চুক্তিটি বাতিল হয়ে যাবে এবং কুয়েত ত্যাগের জন্য প্রস্থানকারী ব্যক্তিকে এক থেকে তিন মাস পর্যন্ত সময় দেয়া হবে।
এসএইচ-০৯/১৮/২০ (প্রবাস ডেস্ক)