৩৪টি থেকে গৃহকর্মীদের কুয়েতে প্রবেশের অনুমোদন দিয়েছে কুয়েত মন্ত্রিপরিষদ। সরকারি মুখপাত্র তারিক আল-মুজরিমের বরাত দিয়ে স্থানীয় আরব টাইমস পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে।
খবরে নিষিদ্ধ ৩৪টি দেশ থেকে গৃহকর্মীদের (খাদেম ভিসা) কুয়েতে প্রবেশের জন্য প্রস্তাবিত পরিকল্পনার কথা জানানো হয়েছিল মন্ত্রিপরিষদকে।
ওই প্রস্তাব বাস্তবায়নের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
প্রস্তাবিত পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকল নির্দেশনা মেনে কুয়েতে ফিরতে পারবেন গৃহকর্মী বা খাদেম আকামার প্রবাসীরা।
এসএইচ-১২/২০/২০ (প্রবাস ডেস্ক)