ভ্যাকসিন নিয়ে ব্রিটেন প্রবাসীরা যা বললেন

করোনোর ভয়াল থাবা থেকে রক্ষা পেতে ভ্যাকসিনকেই একমাত্র ভরসা হিসেবে দেখা হলেও নানা পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল ও প্রস্তুতি নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এই ভ্যাকসিন নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির মাঝেও।

বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিনের অগ্রগতি সাফল্য দেখালেও বৃটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উপর আস্থা বেশি ব্রিটেনবাসীর। ইতোমধ্যে ব্রিটিশ সরকার মর্ডানা ভ্যাকসিনের ৫ মিলিয়ন ডোজ অর্ডার করেছে।

করোনা ভাইরাস মোকাবেলায় এটি ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকরি বলে দাবি করা হচ্ছে। তবে ভ্যাকসিন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির মাঝে।

একজন বলেন, ভ্যাকসিন পরীক্ষার অগ্রগতি অনেক দেরি করে হচ্ছে। এজন্য হয়তো ভ্যাকসিন দ্রুত আসছে না।

আরেকজন বলেন, এই ভ্যাকসিনটা কবে নাগাদ পাবো। সেই ব্যাপারে আমরা সবাই উদ্বিগ্ন।

করোনার ভ্যাকসিন এর চূড়ান্ত প্রয়োগ নিয়ে ব্রিটিশ সরকার এখনো নানা হিসেব নিকেশ করছেন। ভ্যাকসিন অনুমোদনের পর প্রয়োগের ক্ষেত্রে প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে বলে মনে করেন লন্ডনে কর্মরত বাংলাদেশি এই চিকিৎসক।

লন্ডন কুইন এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক ডা. বিশ্বজিত রায় বলেন, যুক্তরাষ্ট্র ভ্যাকসিনের বিষয়ে বেশকিছু কাজ এগিয়ে রেখেছে। ভ্যাকসিন আগে আসলে কারা আগে পাবে, সেই বিষয়টিও তারা ঠিক করে রেখেছে। ভ্যাকসিনটা কিভাবে পরিবহণ করতে হবে, কিভাবে এটা স্টোরেজ করতে হবে। এসব বিষয়ে নিয়ে ভিতরে ভিতরে যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিয়ে রাখছে।

দুই সপ্তাহ পর ব্রিটেনে চলমান লকডাউন শেষ হতে যাচ্ছে। দেশটিতে বর্তমানে গড়ে প্রতিদিন বিশ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

এসএইচ-০৫/২৩/২০ (প্রবাস ডেস্ক)