নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি আব্দুল্লাহর সাফল্য

বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাপ্টেন খন্দকার আব্দুল্লাহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই প্রথমবারের মত কোনো বাংলাদেশি এমন দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাপ্টেন খন্দকার আব্দুল্লাহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই প্রথমবারের মত কোনো বাংলাদেশি এমন দায়িত্ব পেয়েছেন।

ব্রুকলিনের এনওয়াইপিডির ৬৯ প্রিসিস্কটের (পুলিশ অফিস) শীর্ষস্থানীয় পদ কমান্ডিং অফিসার হিসেবে সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) সূত্রে জানা যায়, খন্দকার আব্দুল্লাহ ২০০৫ সালে এনওয়াইপিডিতে পুলিশ ক্যাডেট হিসেবে যোগ দেন খন্দকার আব্দুল্লাহ। ২০০৭ সালে পুলিশ অফিসার হিসেবে শপথ নেন।

২০১৩ সালে সার্জেন্ট পদে পদোন্নতি লাভ করেন খন্দকার আব্দুল্লাহ। ২০১৬ সালের আগস্টে তিনি লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন। পরে নিউইয়র্ক সিটির ২৮ প্রিসিস্কটের দায়িত্ব পান।

নিউইয়র্ক সিটির হার্লেম এলাকায় তাকে স্পেশাল অপারেশনের দায়িত্ব দেওয়া হয়। ২০১৮ সালের ডিসেম্বরে নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পান তিনি।

১৯৯৩ সালে খন্দকার সিলেটের বালাগঞ্জ থানার এই সন্তান তারা বাবা খন্দকার মদব্বির আলী ও মা মুহিবুন্নেসা চৌধুরীর সঙ্গে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন ।

তিনি নিউইয়র্ক সিটির জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে মাস্টার্স সম্পন্ন করেন। তিন সন্তানের জনক খন্দকার আব্দুল্লাহ কুইন্সে বসবাস করেন।

এনওয়াইপিডিতে খন্দকার আব্দুল্লাহর কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা), এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটিসহ কমিউনিটির সর্বস্তরের লোকজন।

এসএইচ-১২/২২/২১ (প্রবাস ডেস্ক)