মালয়েশিয়ার ডিটেনশান ক্যাম্পে তিন বাংলাদেশিসহ শতাধিক বিদেশির মৃত্যু

মালয়েশিয়ায় ডিটেনশন ক্যাম্পে ১০৫ জন বিদেশি মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে তিনজন বাংলাদেশিও রয়েছেন।

দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, ২০২০ সাল থেকে চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত অভিবাসন আটক কেন্দ্র, পুলিশ লকআপ এবং কারাগারে বন্দি অবস্থায় এসব বিদেশির মৃত্যু হয়েছে।

সম্প্রতি দেশটির সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা জয়নুদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

ক্যাম্পে সবচেয়ে বেশি মারা গেছেন ইন্দোনেশিয়ান নাগরিকরা। তারপরে ভারত, মিয়ানমার, বাংলাদেশ, কম্বোডিয়া, নাইজেরিয়া এবং ভিয়েতনামের নাগরিক রয়েছে।

জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে ৬৫ জন বন্দি মারা যান। এর মধ্যে ২০ জন ফিলিপাইনের নাগরিক, দুজন ভারতের এবং দুজন ভিয়েতনামের নাগরিক। বতসোয়ানা, ইন্দোনেশিয়া, ইরান এবং মিয়ানমারের একজন করে নাগরিক মারা গেছেন।

বন্দি শিবিরে ১০৫ জন বিদেশির মৃত্যুর ব্যাপারে গতকাল শুক্রবার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল জাজাইমি দাউদ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

এদিকে, মালয়েশিয়ায় বিভিন্ন কারণে অবৈধ হয়ে আটক এবং অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে সাজা ভোগ করছেন প্রায় এক হাজার ৬৭৮ জন বাংলাদেশি। বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে অনেকেই সাজা শেষে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তবে বন্দির সংখ্যা দুই হাজারের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসএইচ-০২/০২/২১ (প্রবাস ডেস্ক)