বিপাকে প্রবাসী রেস্তোরাঁ ব্যবসায়ীরা

মালয়েশিয়ায় করোনার কারণে দীর্ঘদিন রেস্তোরাঁ ব্যবসায় ব্যাপক ধস দেখা দেওয়ার পর বিপাকে পড়েছিলেন প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীরা।

বিধিনিষেধ উঠে যাওয়ায় লোকসান কাটিয়ে উঠতে শুরু করেছেন ব্যবসায়ীরা। ক্ষতি কাটিয়ে ভালোভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যশা তাদের।

মালয়েশিয়ায় সরগরম হচ্ছে প্রবাসী বাংলাদেশীদের হোটেল-রেস্তোঁরা। বাড়ছে ভিড়। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মালিকরা।

করোনার কারণে দীর্ঘদিনের লকডাউনে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায় ব্যাপক ধস নেমেছিল। বিপাকে পড়েন এ খাতের ব্যবসায়ীরা। কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ায় ঘুরে দাঁড়াচ্ছে বিপুল কর্মসংস্থানের এই খাত।

মালয়েশিয়ায় হোটেল-রেস্তোরাঁ ব্যবসায় জড়িতদের বড় একটি অংশই বাংলাদেশি। এ খাতে কাজ করছেন অন্তত১০ হাজার বাংলাদেশি। রাজধানী কুয়ালালামপুরের ছোট-বড় প্রতিটি হোটেল-রেস্তোরাঁয় বেচাকেনা চলছে বেশ। দ্রুতই ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের।

দেশটিতে বিভিন্ন আইনি জটিলতায় প্রায় দেড় শতাধিক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ হলেও অনেকে আবার নতুন করে শুরু করেছেন হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা। আর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনাসহ নানাভাবে সহযোগিতা করছে মালয়েশিয়া সরকার।

এসএইচ-০৫/৩০/২১ (প্রবাস ডেস্ক)