৫০০০ ডলারের বেশি দেশে পাঠাতে কাগজপত্র লাগছে না প্রবাসীদের

নথি বা অন্যান্য কাগজপত্রের ঝক্কি ছাড়াই এখন থেকে প্রবাসীরা ৫ হাজার ডলার বা ৫ লাখ টাকার বেশি দেশে পাঠাতে পারবে। পাশাপাশি নগদ সহায়তাও মিলবে আড়াই শতাংশ।

বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে সোমবার থেকে সিদ্ধান্তটি কার্যকর করার কথা জানিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে পরিপত্রে বলা হয়েছে।

এতদিন ধরে দেশের ৫ হাজার ডলার বা ৫ লাখ টাকার বেশি দেশে পাঠানোর জন্য প্রবাসীদের এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে নথিপত্র জমা দিতে হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে তাদের আর সেই ঝক্কি পোহাতে হবে না।

পরিপত্রে বলা হয়, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৈধ উপায়ে দেশে রেমিটেন্স প্রেরণের বিপরীতে রেমিটেন্স প্রণোদনা/নগদ সহায়তা প্রদানে রেমিটারের কোনো ধরনের কাগজপত্রাদি ব্যতীত বিদ্যমান হারে (২.৫০%) রেমিট্যান্স প্রণোদনা/নগদ সহায়তা প্রযোজ্য হবে।’

গত অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছিল ৬ দশমিক ০৩ শতাংশ। রেমিটেন্সে প্রবৃদ্ধি দেখা গিয়েছিল ৩৬ দশমিক ১০ শতাংশ। আর চলতি অর্থবছরের ১০ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ কমেছে।

এই সময়ে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৩০ কোটি ৭৭ লাখ ডলার। গত অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।

এসএইচ-২৪/২৩/২২ (প্রবাস ডেস্ক)