বাংলাদেশিদের উদ্যোগে প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল

ইতালিতে প্রথমবারের মতো বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম স্কুল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত‌‌ মো. শামীম আহসান। এ সময় তিনি শুধু শিক্ষিত নয়, আগামী প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

ইতালির রাজধানী রোমে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মানের এই ইংলিশ মিডিয়াম স্কুল ‘দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ যাত্রা শুরু করল। রোমের একটি পাঁচ তারকা হোটেলে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। অনুষ্ঠানে ভারত, মালয়েশিয়া, শ্রীলংকা দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

স্কুলশিক্ষার্থীদের বর্ণাঢ্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মো. শামীম আহসান, স্কুলের চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিনসহ আরও অনেকে। এ সময় স্কুলটি একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপ নেবে বলেও আশা করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেন, আমি আশা করব এটি গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠান হবে না। একজন ছাত্র বা ছাত্রীকে ভালো মানুষ হওয়ার শিক্ষাও তারা দেবেন। এই শিক্ষাপ্রতিষ্ঠান একদিন আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

স্কুলটিতে ইংরেজির পাশাপাশি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান উদ্যোক্তারা।

স্কুলের চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন বলেন, আপনারা যদি দোয়া করেন এবং পাশে থাকেন খুব দ্রুত আমরা এটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে পারব।

স্কুলটির একজন উদ্যোক্তা বলেন, আমরা শিশুদের চিন্তা-চেতনা নিয়ে কাজ করব। আমাদের ভালো লাগছে যে, এখানে আমরা ভালো যোগ্যতাসম্পন্ন শিক্ষক আনতে পেরেছি।

সিনিয়র শিক্ষক সুস্মিতা সুলতানের পরিচালনায় অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসএইচ-০৪/০৩/২২ (প্রবাস ডেস্ক)