সন্ধ্যা ৬:৫৪
বৃহস্পতিবার
২৮ শে মার্চ ২০২৪ ইংরেজি
১৪ ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
১৮ ই রমজান ১৪৪৫ হিজরী
spot_img

ছাড়া পেলেন পশ্চিমবঙ্গে আটক ৮৮ বাংলাদেশি জেলে

দীর্ঘ আইনি লড়াই শেষে দেশে ফেরার সুযোগ পেলেন ভারতের পশ্চিমবঙ্গে আটক ৮৮ বাংলাদেশি জেলে। সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ দিয়ে এ মৎস্যজীবীদের বাংলাদেশে ফিরিয়ে দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। এ সময় দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশি ৩টি মাছ ধরার ট্রলার আন্তর্জাতিক নৌসীমানা অতিক্রম করায়, ওই ট্রলারগুলোতে থাকা ৮৮ জেলেকে আটক করে ভারতীয় নিরাপত্তারক্ষীরা।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ভুল করে ভারতীয় নৌসীমান্তে অনুপ্রবেশ করেছিলেন তারা। ‌ এরপর আদালতের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সংশোধনাগারে রাখা হয় তাদের।

পরে আটক ওই ৮৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফিরিয়ে আনার তৎপরতা শুরু করেন কলকাতা ডেপুটি হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।‌ তারা জানান, কলকাতা ডেপুটি হাইকমিশনারের কাউন্সিলর রিয়াজুল ইসলামের দীর্ঘ চেষ্টার পর সম্প্রতি বাংলাদেশি নিরীহ জেলেদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত হয়।

ফ্রেজারগঞ্জ এলাকার স্থানীয় মৎস্যজীবীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে জব্দ ট্রলারসহ ৮৮ বাংলাদেশি মৎস্যজীবীকে ফিরিয়ে দেয়া হয়।

এদিকে, গত ১৮ আগস্ট বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বহু বাংলাদেশি মৎস্যজীবী নিখোঁজ হন। তাদের মধ্যে ১১৪ জনকে ভারতীয় কোস্টগার্ড এবং ভারতীয় মৎস্যজীবীরা উদ্ধার করেন। এদের মধ্যে ৩২ জনকে বাংলাদেশে ফেরানো সম্ভব হলেও বাকিরা দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ক্যানিং এবং বারুইপুরে আটকা রয়েছেন।

তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দুদেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী সংগঠনের নেতা বিজন কুমার মাইতি জানান, শুধু কাকদ্বীপ এলাকাতেই এখন ৮৯ জন বাংলাদেশি জেলে আটকে রয়েছেন।

এসএইচ-১৭/২৯/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে সন্ধ্যায় সব ধরনের জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত জানায় জ্বালানি বিভাগ।

এদিকে দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছিলেন, জ্বালানি তেলের ওপর আমদানি শুল্ক কমানোর পরিপ্রেক্ষিতে মূল্য সমন্বয় করা হতে পারে।

মূল্যের ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে, তবে এ ব্যাপারে হিসাব নিকাশ চলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য আবারও বেড়ে যাওয়ায় কতটা সমন্বয় করা যাবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেছিলেন, ‘আমাদের অ্যাডভান্সড আয় করের ব্যাপারে তেল আমদানির সময় কিছু সুবিধা পাওয়া যেত। সেই সুবিধার কারণে আমরা চিন্তা করছি যে, হয়তো তেলের মূল্য কিছুটা সমন্বয় করতে পারব। সে বিষয়ে এখনও হিসাবটা যাচাই-বাছাই চলছে। আমরা আশা করছি, এখানে একটা পরিবর্তন আসতে পারে।’

এসএইচ-১৬/২৯/২২ (ন্যাশনাল ডেস্ক)

প্রভা বললেন, একসময় তাদের কাছে ভালো ছিলাম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ক্যারিয়ারের সুসময়ে থাকা অবস্থায় একটি ঘটনাকে কেন্দ্র করে অনেকটা আড়ালে চলে যান। তবে এই অভিনেত্রী দমে যাননি, বেঁচে থেকে লড়াই করে যাচ্ছেন। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে এখনও নিজেকে ধরে রেখেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব প্রভা। নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। তবে অনেকদিন ভক্তরা তার ছবিতে কোনো মন্তব্য করার সুযোগ না পেলেও এবার ভক্তদের জন্য সেই অপশন চালু রেখেছেন। মাঝেমাঝে আবার ভক্তদের মন্তব্যের জবাবও দেন এই অভিনেত্রী।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন প্রভা। মাথায় ওড়না প্যাঁচানো তার স্নিগ্ধ লুক নেটনাগরিকদের মন জয় করেছে। অভিনেত্রীর মিষ্টি হাসিতে কুপোকাত করে রেখেছেন নেটিজেনদের।

পোস্টের ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘আপনি যদি আমার সম্পর্কে খারাপ কথা শুনে থাকেন, তবে জেনে রাখুন একসময় তাদের কাছে আমি ভালো ছিলাম। কিন্তু আপনাকে তারা তা বলবে না।’

২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি এ অভিনেত্রী।

এসএইচ-১৫/২৯/২২ (বিনোদন ডেস্ক)

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অলক কাপালির অবসর

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার অলক কাপালি।

নিজের ফেসবুক পেজে সোমবার একটি পোস্টে অবসরের কথা জানান কাপালি।

তিনি লেখেন, ‘আমি ২০০০/০১ মৌসুম থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে আসছি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে অংশগ্রহণ করেছি। এ দীর্ঘ পথ চলায় অনেকেই আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর কাছে আমি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেও, সব ধরনের ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক ম্যান। তিনি খেলা চালিয়ে যেতে চান সীমিত ওভারের ক্রিকেটে। অর্থাৎ ডিপিএল, বিপিএলে আগের মতোই দেখা যাবে কাপালিকে। মূলত তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতে ও পরিবারকে সময় দিতে তিনি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে কাপালি বলেন, ‘আমি মনে করি, তরুণ ক্রিকেটারদের জন্য এখন আরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশি সময় দেয়ার লক্ষ্যে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি ২০২২/২৩ মৌসুম থেকে শুধুমাত্র লিমিটেড ওভার ক্রিকেট (ওয়ানডে, টি-টোয়েন্টি) অংশগ্রহণ করব।’

দেশের হয়ে ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখানো কাপালি সবশেষ লাল সবুজ জার্সিতে মাঠে নামেন ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে। ২৯.৬৭ গড়ে প্রথম শ্রেণির ১০২ ম্যাচে তার রান সংখ্যা ৫০৭৫ রান। ১০ সেঞ্চুরি ও ২১ অর্ধশতকের মালিক অলকের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস ১৭৩।

এসএইচ-১৪/২৯/২২ (স্পোর্টস ডেস্ক)

জ্বালানি তেলের দাম কমাল সরকার

ডিজেলে, অকটেন, পেট্রোল ও কোরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ।

সোমবার রাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে এদিকে সোমবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, জ্বালানি তেলের ওপর আমদানি শুল্ক কমানোর পরিপ্রেক্ষিতে মূল্য সমন্বয় করা হতে পারে।

মূল্যের ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে তবে এ ব্যাপারে হিসাব নিকাশ চলছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য আবারও বেড়ে যাওয়ায় কতটা সমন্বয় করা যাবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ‘আমাদের অ্যাডভান্সড আয় করের ব্যাপারে তেল আমদানির সময় কিছু সুবিধা পাওয়া যেত। সেই সুবিধার কারণে আমরা চিন্তা করছি যে, হয়তো তেলের মূল্য কিছুটা সমন্বয় করতে পারব।

সে বিষয়ে এখনো হিসাবটা যাচাই-বাছাই চলছে। আমরা আশা করছি, এখানে একটা পরিবর্তন আসতে পারে।’

এসএইচ-১৩/২৯/২২ (ন্যাশনাল ডেস্ক)

রাজশাহীতে অটো রিকশা ধর্মঘট প্রত্যাহার

দুই দিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা ধর্মঘটের পর মানুষের দুর্ভোগ ও ভোগান্তির কথা চিন্তা করে রাজশাহী মহানগরীতে সোমবার সকাল থেকে হঠাৎ করেই চলতে শুরু করেছে সিটি সার্ভিস বাস। সকাল থেকে অন্তত পাঁচটি বাস মহানগর এলাকায় চলাচল করছে।

বাস চলাচল শুরু করায় কোনো সমঝোতা বৈঠক ছাড়াই সোমবার বিকেল থেকে আবার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শুরু করেছেন চালকরা।

যাত্রী না পাওয়ার আশঙ্কায় তার চলমান ধর্মঘট প্রত্যাহারের জন্য আর কোনো শর্ত বা কোনো আনুষ্ঠানিকতার অপেক্ষা করেননি।

আকস্মিক ডাকা এই রিকশা ধর্মঘট ডাকা নিয়ে তারা এরই মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। এরই মধ্যে নিজেরা নিজেরাই কোন্দলে জড়িয়েছেন।

একদিন পর ধর্মঘট প্রত্যাহার প্রশ্নে রাজশাহী মহানগর ইজিবাইক চালক শ্রমিক সমিতির সভাপতি মফিজ উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, অটোরিকশা আর বন্ধ রাখা সম্ভব নয়। আর সিটি মেয়রও বর্তমানে বাইরে আছেন। তাই তারা আপাতত অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুরোদমে চলবে। পরে ভাড়া বাড়ানোর বিষয়ে সিটি মেয়রের কাছে সবাই যাবেন।

এসএইচ-১২/২৯/২২ (নিজস্ব প্রতিবেদক)

ম্যাচ ফিক্সার থেকে বিশ্বকাপ জয়ের মহানায়ক

খলনায়ক থেকে মহানায়ক। ভূত থেকে দেবতা! বিশেষণগুলো শুধু পাওলো রসির। ম্যাচ ফিক্সার থেকে যিনি বনে গিয়েছিলেন ইতালির ১৯৮২’র বিশ্বকাপ জয়ের কারিগর। বিশ্বের একমাত্র ফুটবলারও তিনি, যার দখলে একই বছরে বিশ্বকাপ, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও ব্যালন ডি’অর জয়ের কীর্তি রয়েছে।

অমরত্ব ধুলোয় কুড়িয়ে পাওয়া যায় না। ইতিহাসের পাতায় ঠাই করে নিতে অবশ্যই করতে হয় অতি মানবীয় কিছু। ১৯৮২’র বিশ্বকাপে তাই করেছিলেন পাওলো রসি। অথচ সেবার তাকে কিছুতেই স্কোয়াডে দেখতে চায়নি সমালোচকরা। আর চাইবেই বা কী করে? ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দুই বছর ফুটবলের বাইরে থাকা কাউকে তো আর হুট করেই বিশ্বকাপে খেলিয়ে দেয়া যায় না! তবুও সেই ঝুঁকিটাই নিয়েছিলেন কোচ এনজো বিয়ারজট।

স্পেন বিশ্বকাপে মোটেও ফেভারিট ছিল না ইতালি। বরং সক্রেটিস, জিকো, ফ্যালকাওদের নিয়ে গড়া ব্রাজিল স্কোয়াড ছিল অপ্রতিরোধ্য। এই দলটাই হেরে গিয়েছিল পাওলো রসির কাছে। সেই রূপকথা অমরত্বের আসনে বসিয়েছে কিংবদন্তিকে। তবে এর পেছনের গল্পটাও জানা দরকার।

১৯৭৭ সালে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতালির হয়ে অভিষেক হয় পাওলো রসির। পরের বছর বিশ্বকাপে তিন গোল করে তিনি জিতেছিলেন সিলভার বল। ক্লাব ফুটবলে তখন তার ঠিকানা ভিসেঞ্জা। কিন্তু পরের মৌসুমে তার ক্লাব সেরি আ থেকে রেলিগেটেড হলে টপ টিয়ারে খেলার আশায় তিনি পাড়ি জমান পেরুজিয়ায়। এখানে খেলতে গিয়েই তার ক্যারিয়ারে নেমে আসে অন্ধকার।

ইতালির ফুটবল ১৯৮০ সালে টালমাটাল করে দেয় টটেনেরো বা ব্ল্যাক লটারি অধ্যায়। সেবার সেরি আ’র অন্তত সাতটি ম্যাচ পাতানো হয়েছিল। যার মধ্যে ছিল পেরুজিয়া-অ্যাভেলিনো ম্যাচ। এই ঘটনায় অভিযুক্ত হন পাওলো রসি। তার বিপক্ষে সাক্ষ্য দেয়া হয় দুই মিলিয়ন লিরা ঘুস গ্রহণের। অভিযোগ অস্বীকার করলেও ইতালি ফুটবল তাকে নিষেধাজ্ঞা দেয় তিন বছরের।

কেটে যায় দুই বছর। দরজায় কড়া নাড়ছে তখন স্পেন বিশ্বকাপ। এনজো বিয়ারজট গো ধরে বসেন দলে লাগবেই রসিকে। এক বছর কমানো হয় নিষেধাজ্ঞা। বিশ্বকাপ শুরুর আগে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পান তিনি য়্যুভেন্তাসে। কোচের এই সিদ্ধান্তে বয়ে যায় সমালোচনার ঝড়। কিন্তু এনজো ছিলেন সিদ্ধান্তে অটল।

অবশ্য কোচের আস্থার প্রতিদান গ্রুপ পর্বে দিতে পারেনি রসি। প্রথম রাউন্ডে তার পা থেকে আসেনি কোনো গোল। ইতালির অবস্থাও যাচ্ছে তাই। গ্রুপ পর্বের তিন ম্যাচে কোনো জয় ছাড়াই দ্বিতীয় রাউন্ডে উঠে ইতালি। গণমাধ্যমে শুরু হয় সমালোচনা। একটা ভূত উদ্দেশ্যহীনভাবে মাঠে দৌড়াদৌড়ি করছে। পাওলো রসিকে নিয়ে এমন কথা লেখা হয় ইতালির পত্রিকায়।

সেবার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড ছিল ভিন্ন নিয়মে। আর্জেন্টিনাকে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নেয় ইতালি। তবে গোল পাননি রসি। পরের ম্যাচে ব্রাজিল আলবিসেলেস্তেদের আরও বড় ব্যবধানে হারালে কঠিন হয়ে উঠে ইতালির সেমিফাইনাল সম্ভাবনা। সে ম্যাচেই জ্বলে উঠেছিলেন মহানায়ক। পাঁচ মিনিটে গোল করেন পাওলো রসি। ১২ মিনিটে সক্রেটিসের গোলে সমতায় ফেরে ব্রাজিল। ২৫ মিনিটে আবারও গোল রসির। এবার ব্রাজিলকে ম্যাচে ফেরান ফ্যালকাও। ড্র ম্যাচে তখনো ব্রাজিলের সম্ভাবনা। তবে ৭৪ মিনিটে রসি নিজের হ্যাটট্রিক পূরণ করলে আর ম্যাচে ফেরা হয়নি সেলেসাওদের।

রাতারাতি দৃশ্যপট বদলে যায়। ভৎর্সনার বদলে পাওলো রসিকে নিয়ে শুরু হয় বন্দনা। সেটা আরও বহুগুণে বেড়ে যায় সেমিফাইনালে তার জোড়া গোলে ইতালি পোল্যান্ডকে হারালে। ফাইনালে পশ্চিম জার্মানি বাধা হতে পারেনি ইতালির তৃতীয় শিরোপা জয়ে। ৩-১ ব্যবধানের সে ম্যাচে প্রথম গোল করেছিলেন পাওলো রসি। ৪৪ বছর পর বিশ্বকাপ আসে ইতালির ঘরে। ছয় গোল করে গোল্ডেন বুট ও গোল্ডেন বল দুটোই জেতেন রসি। একই বছর তার হাতে উঠে ব্যালন ডি’অর।

এসএইচ-১১/২৯/২২ (স্পোর্টস ডেস্ক)

পাকিস্তানি নাটকে ঝুঁকছে বাংলাদেশি দর্শক

আশি ও নব্বইয়ের দশকে শুধুমাত্র বিটিভি থাকার কারণে বাংলা নাটকের দর্শকের সংখ্যা ছিল বেশি। ২০০০ সালের পর থেকে ডিশ লাইন বা ক্যাবল কানেকশন সহজলভ্য হতে শুরু করলে বিদেশি ভাষার নাটকের প্রতি সবার আকর্ষণ জন্মাতে শুরু করে। বর্তমানে পাকিস্তানি ড্রামা সিরিয়ালের প্রতি চরমভাবে ঝুঁকেছে বাংলাদেশি দর্শকরা।

২০০০ সালের পর থেকে ভারতীয় সিরিয়ালের বেশ বড় ধরনের প্রভাব দেখা যায়। প্রথমে হিন্দি সিরিয়াল, পরবর্তীতে ভারতীয় বাংলা সিরিয়াল। পাশাপাশি কয়েক বছর আগে বিভিন্ন চ্যানেলে বাংলায় ডাবিংকৃত তুর্কি সিরিয়াল প্রচার শুরু হলে অনেক দর্শক সেদিকেও ঝুঁকেছেন। আর ২০২০ সালে করোনার লকডাউনের সময় হতে নতুন এক ইন্ডাস্ট্রির নাটকে মজেছে দর্শকরা, আর তা হলো পাকিস্তানি ড্রামা সিরিয়াল।

রাজনৈতিক কারণে বাংলাদেশের কোনো চ্যানেলে পাকিস্তানি নাটক প্রচারের অনুমতি নেই। ক্যাবল মালিক-সমিতিরও পাকিস্তানি স্যাটেলাইট চ্যানেল ব্রডকাস্টিংয়ের পারমিশন নেই। কিন্তু ইউটিউবে এদেশের অসংখ্য মানুষ পাকিস্তানি ড্রামা দেখছেন, যার নমুনা দেখা যায় সেখানে তাদের করা কমেন্টে। আর পাকিস্তানি ড্রামা বেইসড একাধিক বাংলাদেশি ফেসবুক গ্রুপের ব্যাপক এক্টিভিটিতে বোঝা যায় কতটা ‘আসক্ত’ হয়েছে দেশের মানুষ।

পাকিস্তানি ড্রামা সিরিয়ালের প্রতি আসক্ত হওয়ার কারণ অনেক। ভালো গল্প, সুশ্রী নায়ক নায়িকা, ন্যাচারাল লুক, শালীন, স্টাইলিশ পোশাক, সংলাপ, কালার গ্রেডিং, সুন্দর লোকেশন, ক্যামেরার কাজ এবং বড় বাজেট ও নির্মাণশৈলী।

পাকিস্তানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করে আর বাংলাদেশেরও অধিকাংশ মানুষ মুসলিম। তাই পাকিস্তানি সিরিয়ালের প্রতি এক ধরনের মনস্তাত্ত্বিক নৈকট্য তারা বোধ করে। সেটা থেকে এক ধরনের আগ্রহ তৈরির কারণে এর দর্শক বেড়েছে। মেরে হামসাফার, দিওয়াঙ্গী, ক্যায়সে তেরা খুদগার্জি, ইয়ে দিল মেরা, খামোশি সহ অসংখ্য পাকিস্তানি সিরিয়ালের প্রচুর দর্শক তৈরি হয়েছে বাংলাদেশে।

এমনিতেই দেশের নাটক ইন্ডাস্ট্রি অনেক বছর ভুগেছে ভারতের সিরিয়ালগুলোর দৌরাত্ম্যের কারণে। বর্তমানে নতুন করে যুক্ত হয়ে পাকিস্তানি নাটক। দেশেও এখন প্রচুর নাটক তৈরি হচ্ছে, ভালো নাটকও হচ্ছে অনেক, কিন্তু দর্শক টানতে পারছে না। পাকিস্তানি নাটকগুলো ইউটিউবে সহজেই দেখা যায় বলে কেউ টিভিতে আর দেশের নাটক দেখছেন না।

হিন্দি সিরিয়াল, কলকাতার বাংলা সিরিয়াল আর এখন পাকিস্তানি সিরিয়াল। সন্দেহাতীতভাবে বিদেশি এই সিরিয়ালগুলো নেতিবাচক প্রভাব তৈরি করছে। যদিও বিদেশি সিরিয়ালের নেতিবাচক দিক নিয়ে বহুদিন ধরে চলছে আলোচনা-সমালোচনা। কিন্তু এতে পরিবর্তন হয়নি, বরং বেড়েছে এর দর্শক সংখ্যা। এর পেছনের কারণ কী?

বাংলাদেশে ভালো সিরিয়াল নির্মিত না হওয়া…? কারণ বহুবিধও হতে পারে। এখন প্রয়োজন সমাধানের পথে যাওয়া, তবে কোনপক্ষ সেটি শুরু করতে পারে, তা অবশ্য অজানা।

এসএইচ-১০/২৯/২২ (বিনোদন ডেস্ক)

সিংহের খাঁচায় ঢুকে প্রাণ হারালেন

চিড়িয়াখানার নিরাপত্তা বেষ্টনীর ওপর দিয়ে লাফ মেরে সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। এরপর সিংহের আক্রমণে জখম হয়ে মারা গেছেন ওই ব্যক্তি। রোববার ঘানার রাজধানী আক্রার একটি চিড়িয়াখানায় এ ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আক্রার চিড়িয়াখানায় কোনো কারণ ছাড়া সিংহের খাঁচায় লাফ দেন ওই ব্যক্তি। ওই খাঁচায় একটি সিংহ, সিংহী ও দুটি সিংহ শাবক ছিল। খাঁচার ভেতর ওই ব্যক্তিকে দেখে তার ওপর ঝাঁপিয়ে পড়ে একটি সিংহ। যার আক্রমণে প্রাণ হারান ওই ব্যক্তি।

ঘানার বন্যপ্রাণীর দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় সংস্থা ফরেস্ট্রি কমিশন জানিয়েছে, রাজধানী আক্রাতে চিড়িয়াখানার নিরাপত্তা বেষ্টনীর ওপর দিয়ে লাফ দেওয়ার পর সিংহের আক্রমণের শিকার হন ওই ব্যক্তি।

নিরাপত্তা বেষ্টনী টপকে কীভাবে সিংহের খাঁচার ভেতরে ওই ব্যক্তি ঢুকলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। ঘটনার পর আক্রা চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

পুলিশের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লোকটি কীভাবে সীমাবদ্ধ এলাকায় ঢুকেছে তা নিশ্চিত হতে আমরা মামলাটি তদন্ত করছি।

১৯৬০ এর দশকের প্রথম দিকে ঘানার প্রথম রাষ্ট্রপতি কোয়ামে এনক্রুমাহ ব্যক্তিগত সংগ্রহশালা হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন এই চিড়িয়াখানা। পরে ১৯৬৬ সালে তার উৎখাতের পর জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হয়।

এসএইচ-০৯/২৯/২২ (অনলাইন ডেস্ক)

পেট্রোল পাম্প ধর্মঘট নিয়ে নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন চেয়ারম্যান এ বি এম আজাদের আশ্বাসের পরিপেক্ষিতে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছেন পেট্রোল পাম্প মালিকরা। তবে ৫ দফা দাবি মেনে নেয়ার জন্য আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

সোমবার পেট্রল পাম্প মালিকদের সঙ্গে বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন চেয়ারম্যান এ বি এম আজাদের আশ্বাসে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হলো। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১৩ সেপ্টেম্বর থেকে ধর্মঘট পালন করা হবে।

এর আগে পাঁচ দফা দাবিতে বাংলাদেশে পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বুধবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দেয়।

গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. নাজমুল হক এ ঘোষণা দেন।

সংগঠনটির ৫ দফা দাবি হচ্ছে:

১) জ্বালানি মন্ত্রণালয়, বিপিসি ও অ্যাসোসিয়েশন নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তেল বিক্রির কমিশন তেলের মূল্যের ওপর শতকরা হার বা পার্সেন্টেজ ভিত্তিতে করতে হবে।

২) তেলের পরিমাপে কারচুপি রোধে নিয়মিত মনিটরিং বা অভিযান পরিচালনা করতে হবে এবং জ্বালানি মন্ত্রণালয়ের ২০১১ সালের ৯ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিপিসি বা বিপণন কোম্পানি প্রতিনিধি ছাড়া ভোক্তা অধিদফতর, বিএসটিআইর অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা যাবে না। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক কারচুপি রোধে নিয়মিত মনিটরিংয়ের জন্য অনতিবিলম্বে তেল কোম্পানি, বিএসটিআই এবং অ্যাসোসিয়েশন প্রতিনিধি সমন্বয়ে গঠিত মনিটরিং সেলের কার্যক্রম শুরু করতে হবে।

৩) বিপিসি, বিপণন কোম্পানি এবং জ্বালানি মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো দফতর বা প্রতিষ্ঠান পাম্পের কাগজপত্র চেক করার নামে পাম্প মালিকদের হয়রানি করতে পারবে না। পাম্প পরিদর্শনকালে সঠিক ও ভুল উভয় তথ্য লিপিবদ্ধ এবং প্রচার করতে হবে। তার কপি মালিককে সরবরাহ করা বাধ্যতামূলক করতে হবে।

৪) সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের ইজারা মাশুল যৌক্তিক হারে নির্ধারণ করতে হবে। বিপিসি, বিপণন কোম্পানি এবং বিএসটিআই ও অ্যাসোসিয়েশনের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিবারেশন (যার সঙ্গে ভোক্তার কোনো স্বার্থ জড়িত নেই) সার্টিফিকেট নবায়ন প্রথা বাতিল করতে হবে।

৫) জ্বালানি মন্ত্রণালয়ের ২০১১ সালের ৯ ফেব্রুয়ারির সিদ্ধান্ত অনুযায়ী রাস্তায় ট্যাংক লরির কাগজপত্র চেকিংয়ের নামে ট্যাংকলরি চালককে পুলিশের হয়রানি করা যাবে না। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ট্যাংক লরির কাগজপত্র ডিপোগেটে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং মন্ত্রণালয়ের ২০১৬ সালের ৩ অক্টোবরের সিদ্ধান্ত মোতাবেক সব ডিপোতে পার্কিং স্ট্যান্ড নির্মাণ করতে হবে। ট্যাংক লরি চালকদের জন্য বিআরটিএ কর্তৃক আলাদা কাউন্টার করার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। শোধনাগার সুবিধা সমন্বিত বিভিন্ন গ্যাসফিল্ডের শোধনাগার আগের মতো চালু করতে হবে।

এসএইচ-০৮/২৯/২২ (ন্যাশনাল ডেস্ক)