সকাল ১১:১৭
বুধবার
২৪ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১১ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১৫ ই শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

জন্মদিন মিথিলার ছবি জয়ার

অমিতাভ রেজা চৌধুরী একজন বিশিষ্ট বিজ্ঞাপন নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক। আয়নাবাজি চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

বুধবার  ছিল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জন্মদিন। তাকে অনেক ভক্ত-অনুরাগী জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তবে গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী একটু ভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন মিথিলাকে।

অমিতাভ রেজা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে মজার ব্যাপার হলো মিথিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পোস্টে অমিতাভ যুক্ত করেছেন অভিনেত্রী জয়া আহসানের ছবি!

জয়া আহসানের ছবি শেয়ার করে নির্মাতা অমিতাভ লিখেছেন, ‘শুভ জন্মদিন রাফিয়াত রশিদ মিথিলা। তোর ছবি ফোনে নাই, তাই আপাতত জয়া আহসানের ছবি দিলাম। বাসায় গিয়ে পাল্টে দিচ্ছি। আর একটি সিরিয়াস কথা হলো, তোর চেয়ে ভালো বন্ধু আমার ইন্ডাস্ট্রিতে নেই।’ এরপর দুটি লাভ ইমোজি দিয়ে লিখেছেন: ‘ভালোবাসা।’

এই পোস্টে আবার মন্তব্য করেছেন মিথিলাও। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ অমিতাভ। দোয়া করো, জয়া আপার মতো যেন রূপ-যৌবন ধরে রাখতে পারি। আমিন।’

বাংলাদেশ ও কলকাতায় সমান তালে কাজ করে যাচ্ছেন মিথিলা। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’। এ ছাড়া টালিউডের চারটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

বর্তমানে ‘কাজল রেখা’ নামে ঢালিউডের সিনেমার কাজ করছেন মিথিলা। ‘অমানুষ’ ও ‘জ্বলে জ্বলে তারা’ সিনেমা দুটির কাজ শেষ করেছেন এই অভিনেত্রী।

এসএইচ-১৫/২৫/২২ (বিনোদন ডেস্ক)

রাবিতে আসন কমানোর সিদ্ধান্ত

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ১৫টি বিভাগের ১৬৮টি আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শিক্ষা ও গবেষণার মান বজায় রাখতে আসন সংখ্যা কমানোর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বুধবার সন্ধ্যায় একাডেমিক শাখা-১ এর ডেপুটি রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন বিষয়টি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা থেকে জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে কোটা ছাড়া আসন সংখ্যা ছিল চার হাজার ১৭৩টি। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে তা কমিয়ে চার হাজার পাঁচটিতে নামিয়ে আনা হয়েছে।

বাংলা বিভাগে আসন কমেছে ২০টি, ইতিহাস বিভাগে ১০টি, নাট্যকলা বিভাগে ৫টি, অর্থনীতি বিভাগে ১০টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১০টি ও সমাজকর্ম বিভাগে ২০টি।

এছাড়াও সমাজবিজ্ঞান বিভাগে ২০টি, লোকপ্রশাসন বিভাগে ১০টি, নৃবিজ্ঞান বিভাগে ৬টি, ফোকলোর বিভাগে ৬টি, মনোবিজ্ঞান বিভাগে ৫টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৫টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০টি, প্রাচ্যকলা, চিত্রকলা ও ছাপচিত্র বিভাগে ১৫টি এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে আসন কমেছে ৬টি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও যথোপযুক্ত দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে দ্বিমুখী পাঠদান সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব বলে আমাদের ধারণা।

এ বিষয়ে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সরকার সুজিত কুমার বলেন, আমাদের একাডেমিক কমিটির সিদ্ধান্তে আসন কমানো হয়েছে। বিভাগের কয়েকজন শিক্ষক অবসরে যাওয়ায় আমরা সাময়িক শিক্ষক সংকটে ভুগছি।

এ কারণে বিভাগ থেকে শিক্ষার্থী কমানোর সুপারিশ করা হয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে এ সিদ্ধান্তের পক্ষে না। যদি ২০ জন ছেলে ভর্তির সুযোগ পেত, তাহলে তারাও দেশের সম্পদে পরিণত হতো।

এসএইচ-১৪/২৫/২২ (শিক্ষা ডেস্ক)

‘জিয়া অস্ত্র উঁচিয়ে বললেন, সাইন ইট, আমি কোনোমতে সই করে বাঁচলাম’

অনেক অজানা ইতিহাস দীর্ঘদিন ধামাচাপা দিয়ে রেখেছিল বিএনপি। বুধবার প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের ‘অ্যাট বঙ্গভবন: লাস্ট ফেজ’ বইটির খণ্ডাংশ তুলে ধরেন। সেই সঙ্গে এ-সংক্রান্ত এক মিনিট ৪৮ সেকেন্ডের একটি এনিমেটেড ভিডিও প্রকাশ করেন।

সাবেক রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের ‘অ্যাট বঙ্গভবন: লাস্ট ফেজ’ বইটি প্রকাশিত হয় ১৯৮৮ সালে। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার ৭ দিনের মধ্যে বইটি বাজেয়াপ্ত এবং নিষিদ্ধ করা হয়।

‘আমি কোনোমতে সাইন করে জীবন বাঁচালাম’౼এ কথাটি রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের। তার লেখা ‘অ্যাট বঙ্গভবন: লাস্ট ফেজ’ বই থেকে অনেক অজানা ইতিহাস জানা যায়, যা বিএনপি দীর্ঘদিন ধামাচাপা দিয়ে রেখেছিল বলে স্ট্যাটাসে উল্লেখ করেন সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, বইটি থেকে আরও জানা যায়, রাষ্ট্রপতি সায়েমের একটাই দুঃখ ছিল যে, তিনি বাংলাদেশে নির্বাচন করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে যেতে পারেননি।

এনিমেটেড ভিডিও প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রযুক্তিবিষয়ক এ উপদেষ্টা বলেন, ‘তৎকালীন সেনাপ্রধান জিয়া কীভাবে অস্ত্রের মুখে বাংলাদেশের সংবিধানকে অগ্রাহ্য করে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল, তা জানতে পারবেন এই ছোট এনিমেটেড ভিডিও থেকে। জিয়া রাষ্ট্রপতি সায়েম সাহেবকে কথাও দিয়েছিল, সে নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু সে নির্বাচনে জিয়া সামরিক বাহিনীর প্রধান ও সামরিক আইন প্রশাসকের পদে থেকে নিজেই নিজেকে হ্যাঁ-না ভোট আয়োজন করে প্রেসিডেন্ট নির্বাচিত করে, যা জাতির সাথে সত্যিই এক বড় রকমের তামাশা ছাড়া আর কিছুই নয়।’

সাবেক রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের বইয়ের নিচের খণ্ডাংশ তুলে ধরেন জয়: “জিয়া বঙ্গভবনে আসতেন মধ্যরাতে অস্ত্রশস্ত্র নিয়ে, তাঁর সাঙ্গোপাঙ্গরা অস্ত্র উঁচিয়ে রাখত।

আমি প্রায়ই মনে করতাম এটাই বোধহয় আমার শেষ রাত। সংবিধানের ৪টি মূল স্তম্ভ বাতিল সংক্রান্ত একটি সামরিক ফরমান আমার কাছে স্বাক্ষরের জন্য আসে। আমি ওই ফরমানে স্বাক্ষর না করে, তা রেখে দেই।

পরদিন রাত ১১টায় বুটের শব্দে আমার ঘুম ভাঙে। সেনাপ্রধান জিয়া অস্ত্রশস্ত্রসহ বঙ্গভবনে আমার শয়নকক্ষে প্রবেশ করেন। জিয়াউর রহমান আমার বিছানায় তার বুটসহ পা তুলে দিয়ে বলেন, সাইন ইট। তার এক হাতে ছিল স্টিক, অন্য হাতে রিভলভার।

আমি কাগজটা পড়লাম। আমার পদত্যাগপত্র। যাতে লেখা: ‘অসুস্থতার কারণে আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলাম।’ আমি জিয়াউর রহমানের দিকে তাকালাম। ততক্ষণে আট-দশজন অস্ত্রধারী আমার বিছানার চারপাশে অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে আছে। জিয়া আবার আমার বিছানায় পা তুলে আমার বুকের সামনে অস্ত্র উঁচিয়ে বললেন, ‘সাইন ইট’। আমি কোনোমতে সই করে বাঁচলাম।’”

এসএইচ-১৩/২৫/২২ (অনলাইন ডেস্ক, সূত্র : সময়)

হাঙ্গেরিতে জরুরি অবস্থা জারি

হাঙ্গেরিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় মঙ্গলবার এ জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান।

তিনি বলেন, প্রতিবেশী ইউক্রেনে চলমান যুদ্ধের ফলে হুমকি ও চ্যালেঞ্জের মুখে পড়েছে হাঙ্গেরি। এসব হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত পদক্ষেপের ক্ষেত্রে জরুরি ক্ষমতা প্রয়োগ করবে সরকার।

গত মাসে ৩ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ওরবান।

তিনি এর আগেও ইউরোপের অভিবাসন সংকট ও করোনা মহামারির সময় বিশেষ আইন ব্যবহার করেছেন। নতুন জরুরি অবস্থা বিভিন্ন বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণে তার সরকারকে আরও শক্তিশালী করবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। মঙ্গলবার এ অভিযানের তিন মাস পূর্ণ হয়। এদিন ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় ওরবান বলেন, ইউক্রেন যুদ্ধ হাঙ্গেরির জন্য বড় হুমকি তৈরি করেছে। এটা আমাদের জাতীয় নিরাপত্তাকে ঝুকির মুখে ফেলেছে।

তিনি আরও বলেন, বিশ্ব একটি অর্থনৈতিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছে। হাঙ্গেরিকে অবশ্যই ইউক্রেন যুদ্ধ থেকে দূরে থাকতে হবে এবং পরিবারের আর্থিক নিরাপত্তা রক্ষা করতে হবে।

এসএইচ-১২/২৫/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

গরিব রাষ্ট্রে ওষুধে আর মুনাফা করবে না ফাইজার

বিশ্বের নিম্ন আয়ের (গরিব রাষ্ট্রে ) ৪৫টি দেশে পেটেন্ট করা ওষুধ বিক্রি করে আর মুনাফা না করার কথা জানিয়েছে মার্কিন ওষুধ উৎপাদনকারী সংস্থা ফাইজার।

বুধবার  বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফাইজার বলেছে, এ পরিকল্পনায় ২৩টি পেটেন্ট করা ওষুধ এবং ভ্যাকসিন রয়েছে। এগুলো সংক্রামক ও বিরল প্রদাহজনক রোগ এবং নির্দিষ্ট কিছু ক্যানসারের চিকিংসায় ব্যবহৃত হয়। এ ছাড়া নতুন ওষুধ এবং ভ্যাকসিনও উৎপাদন খরচের মূল্যে বিক্রি করার কথা জানিয়েছে সংস্থাটি।

এর আগে করোনাভাইরাস সম্পর্কিত ভ্যাকসিনগুলো বিক্রি থেকে মুনাফা করার জন্য সংস্থাটি সমালোচিত হয়েছিল।

এদিকে অন্যান্য কোম্পানি, যেমন ব্রিটিশ ফার্ম অ্যাস্ট্রাজেনেকা, মার্কিন মালিকানাধীন জনসন অ্যান্ড জনসন মহামারি চলাকালীন তাদের করোনভাইরাস ভ্যাকসিনগুলোর উৎপাদন খরচের মূল্যে বিক্রি করেছে।

মহামারি করোনা কোম্পানিটির জন্য বেশ লাভজনক হয়ে ওঠে। কেননা গত বছর তাদের আয় দ্বিগুণ হয়ে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। জার্মানির বায়োটেক ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে তৈরি করা করোনাভাইরাসের ভ্যাকসিন এবং ভাইরাসের চিকিংসার মুখে খাওয়ার ওষুধ বিক্রি করে কোম্পানিটি আংশিকভাবে এ বছরের প্রথম তিন মাসে প্রায় ২৬ বিলিয়ন ডলার আয় করেছে।

ফাইজার জানিয়েছে, করোনাভাইরাসের ভ্যাকসিন এবং অ্যান্টি-ভাইরাল চিকিৎসা এ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।

এ পদক্ষেপটি এক বিলিয়নেরও বেশি মানুষকে উপকৃত করবে বলে সংস্থাটি জানিয়েছে।

ফাইজার বায়োফার্মাসিউটিক্যালস গ্রুপের গ্রুপ প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা হাওয়াং বলেন, আমরা জানি যে দেশগুলোকে আমাদের ওষুধ পেতে অনেক বাধা অতিক্রম করতে হবে। এ জন্য আমরা প্রাথমিকভাবে পাঁচটি দেশকে বাছাই করেছি। এরপর একটি সমাধানে আসার পর অন্যান্য দেশেও সেটি প্রয়োগ করা হবে।

বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি বিল গেটস বলেছেন, আমি আশা করি অন্যান্য সংস্থাগুলো তাদের পদক্ষেপগুলো অনুসরণ করবে। আমরা ফাইজারে সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত এবং আমরা এ ধরনের উদ্যোগ সম্পর্কে সমগ্র ফার্মাসিউটিক্যাল শিল্পের সঙ্গে কথা বলছি।

এসএইচ-১১/২৫/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

হজ সামনে রেখে বেড়ে গেছে রিয়ালের দাম

এক মাস আগেও টাকার মৌসুমে রিয়ালের দাম ছিল ২৪ টাকা। হজের মৌসুমে এসে চলতি মাসে রিয়াল বিক্রি হচ্ছে ২৬ টাকা করে।

বৈদেশিক মুদ্রা ডলারের বিপরীতে টাকার বেহাল দশা এখন পুরোনো খবর। তবে শুধু ডলার নয়, দাম বেড়েছে দিরহাম, রিয়াল ও ইউরোর।

মঙ্গলবার দেশীয় ব্যাংকগুলোর মুদ্রা বিনিময় হার পর্যবেক্ষণ করে দেখা যায়, দুবাইয়ের দিরহাম বিক্রি হচ্ছে ২৭ দশমিক ৪০ টাকায়, রিয়াল ২৬ টাকা, ইউরো ১০৪ টাকা ও ডলার ৯৮ টাকায়।

অথচ বেশ কিছুদিন আগেও দিরহাম বিক্রি হতো ২৪ টাকা, রিয়াল ২৪ টাকা, ইউরো ১০২ টাকা ও ডলার ৯১ টাকায়।

৩১ মে থেকে শুরু হচ্ছে হজের কার্যক্রম। এ সময় রিয়ালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হজযাত্রীরা। তারা বলছেন, রিয়ালের দাম বেড়ে যাওয়ায় বেড়ে যাচ্ছে হজের খরচ। বিদেশ ভ্রমণ, চিকিৎসা, কেনাকাটা, কোরবানি ও আনুষঙ্গিক খরচ বেড়ে যাচ্ছে হজযাত্রীদের।

মঙ্গলবার রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক প্রতি ডলার ৯৩ টাকা ৫০ পয়সা, পাউন্ড ১২৩ টাকা ৫০ পয়সা, ইউরো ১০৩ টাকা ৫০ পয়সা, সিঙ্গাপুর ডলার ৬৯ টাকা, ভারতীয় রুপি ১ টাকা ২৬ পয়সা, সৌদি রিয়াল ২৫ টাকা ২০ পয়সা, দুবাইয়ের দিরহাম ২৬ টাকা ২০ পয়সা দরে বিক্রি করেছে।

বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) নগদে প্রতি ডলার ৯৭ টাকা, ইউরো ১০৪ টাকা ৩৮ পয়সা ও পাউন্ড ১২২ টাকা ৭৯ পয়সায় বিক্রি করেছে।

হঠাৎ করে কেন বেড়ে গেল রিয়ালের দাম౼এমন প্রশ্নের উত্তরে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আলম খান বলেন, বাজারে ডলারের সংকট তৈরি হয়েছে। এ সুযোগে কেউ কেউ অন্যান্য মুদ্রারও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। বিষয়টা সরকারি সংস্থাগুলো খতিয়ে দেখতে পারে। এতে দাম কমবে। মানুষের ওপরও চাপ কমে আসবে।

ডলারসংকট কাটাতে করণীয় নিয়ে বৃহস্পতিবার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে সভায় বসছে বাংলাদেশ ব্যাংক। এতে রফতানি বিল নগদায়ন ও প্রবাসী আয় আনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে ডলারের দামের সীমা বেঁধে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

এসএইচ-১০/২৫/২২ (ন্যাশনাল ডেস্ক)

নেইমারকে ছাড়তে রাজি পিএসজি

এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতেই থাকার সিদ্ধান্ত জানিয়েছেন এই ফরাসি তারকা।

এবার গুঞ্জন তার ব্রাজিলিয়ান সতীর্থ নেইমারকে নিয়ে। স্প্যানিশ গণমাধ্যম মার্কা দাবি করেছে এই গ্রীষ্মে সঠিক দামের বিনিময়ে নেইমারকে ছাড়তে চায় পিএসজি।

নেইমারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে তার সাবেক ক্লাব বার্সেলোনা। আর্থিক বনিবনা হয়েগেলে আবারও বার্সেলোনার জার্সিতে দেখা যেতে পারে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে রাখতে বেশ মোটা অঙ্কের টাকাই খরচ করতে হচ্ছে পিএসজিকে। ফলে ক্লাবের আর্থিক ভারসাম্য বজায় রাখতে নেইমারকে ছাড়তে আগ্রহী তারা।

নেইমারও বার্সেলোনা ছেড়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ছায়া থেকে নিজেকে বের করে সকলের সামনে মেলে ধরতে। তবে প্যারিসে নিজেকে ঠিক সেভাবে মেলে ধরতে পারছেন না এই ব্রাজিলিয়ান। সব কিছু মিলিয়ে নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন বিশ্বস্ততা পেয়েছে সকলের কাছেই।

এসএইচ-০৯/২৫/২২ (স্পোর্টস ডেস্ক)

হানিফ সংকেত আঁতকে উঠলেন নিজের মৃত্যুর সংবাদ শুনে

জনপ্রিয় উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক ও লেখক হানিফ সংকেত আর বেঁচে নেই! মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন- এমন গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টিকে একদমই গুজব, ভুয়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন হানিফ সংকেত নিজে। এছাড়া গুজবে কান না দেয়ার আহ্বানও জানিয়েছেন হানিফ সংকেতের জনসংযোগ কর্মকর্তা গাজি কিবরিয়া মিঠু।

গাজি কিবরিয়া মিঠু সময় সংবাদকে বলেন, সব গুজব। মিথ্যা কথা। হানিফ সংকেত ভালো আছেন ও সুস্থ আছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি তার অফিশিয়াল ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেবেন।

এদিকে সংবাদ মাধ্যমকে হানিফ সংকেত বলেন, ‘গুজবটি ছড়ানোর পর থেকে আমি, আমার পরিবার, আত্মীয়স্বজন, অফিসের লোকজন সবাই একটা হয়রানির মধ্যে পড়েছে। মানুষ যে এত খারাপ! ভিউ বাড়ানোর জন্য এসব গুজব ছড়ায় কিছু মানুষ।’

মঙ্গলবার দিবাগত রাত থেকেই হানিফ সংকেতের মারা যাওয়ার সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে Asofuddowla Jewel নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘শোক এবং শ্রদ্ধা, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক, প্রযোজক ও নির্মাতা বিশিষ্ট গুণীজন হানিফ সংকেত আজ সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা গভীর শোক প্রকাশ করছি।’

Feni Page থেকে বলা হয়েছে, ‘…………….শোক সংবাদ -!! জনপ্রিয় ম্যগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক প্রযোজক ও নির্মাতা জনাব হানিফ সংকেত সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।’

‘দূর্গাপুর উপজেলা প্রচার দল’, Siyadat Raj ও Md. Ridwan Khan নামের আইডিসহ আরও অনেক পেজ ও আইডি থেকে হানিফ সংকেতের মৃত্যুর মিথ্যা খবর ছড়ানো হয়েছে।

‘অনুভূতি’ নামে একটি পেজ থেকে লেখা হয়েছে, ‘ইত্যাদির হানিফ সংকেতের ভাই নুরুজ্জামান বাচ্চু মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’ যদিও এই তথ্যটিও মিথ্যা। হানিফ সংকেতের ভাই মারা গেছেন বছর খানেক আগেই।

প্রসঙ্গত, ১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে তিনি খ্যাতি লাভ করেন। এরপর তিনি দেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে হাজির হন। এখনো তিনি স্যাটেলাইট চ্যানেলের রাজত্বেও ‘ইত্যাদি’ নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রাজত্ব করে চলেছেন। তার পরিচালিত ও উপস্থাপিত অনুষ্ঠান ইত্যাদিতে তিনি সামাজিক অসঙ্গতি, দুর্নীতিবিরোধী কার্যক্রম তুলে ধরেন।

এসএইচ-০৮/২৫/২২ (বিনোদন ডেস্ক)

ছাত্রলীগ কর্মীর থাপ্পড়ে কানে না শোনার অভিযোগ শিক্ষার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে সালাম না দেয়ায় এক জুনিয়রকে মারধরের অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাজ্জাদুল হক সাঈদী। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ প্রসঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রাধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ছাত্রলীগ কর্মীর নাম মানিকুর রহমান মানিক। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মানিক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানের ঘনিষ্ঠ বলে জানা গেছে। সিয়াম রহমান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

অভিযোগপত্রে সাজ্জাদ লিখেছেন, ‘আমি হলের ২৪৯ নম্বর রুমে অনলাইন ক্লাস করার সময় ২০১৭-১৮ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মানিকুর রহমান মানিক আমার রুমে এসে বাবা-মা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তিনি আমাকে তার কাছে যেতে বললে আমি তার কাছে যাই। ঠিক তখনই আকস্মিকভাবে তিনি আমার মুখে এবং কানে চড় মারেন এবং গায়ের সর্বশক্তি দিয়ে আমাকে এলোপাতাড়ি লাথি মারেন। আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার মাধ্যমে শারীরিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন করেন। ফলশ্রুতিতে আমি এখন কানে শুনতে পারছি না।’

হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম মানিককে নিজের অনুসারী বলে দাবি করলেও মারধরের বিষয়টি স্বীকার করেননি। তিনি বলেন, ‘তাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি মিটমাট করে দিয়েছি।’

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ প্রফেসর মো. মকবুল হোসেন ভূঁইয়াকে একাধিকবার ফোন দেওয়া হলে পাওয়া যায়নি।

এসএইচ-০৭/২৫/২২ (শিক্ষা ডেস্ক)

লিটন-মুশফিক-তামিম র‍্যাঙ্কিংয়ে আগালেন

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। দারুণ ব্যাটিং করেছিলেন লিটন কুমার দাসও। আর তার পুরষ্কারটাও পেয়েছেন তারা। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন লিটন। মুশফিক এগিয়েছেন চার ধাপ। তবে বড় লাফটা দিয়েছেন তামিম। আট ধাপ এগিয়েছেন এ ওপেনার।

আইসিসির সদ্য ঘোষিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে অবস্থান করছেন লিটন। চট্টগ্রামে ৮৮ রানের ইনিংস খেলায় তার অবস্থান এখন ১৭তম স্থানে। গত মার্চেই বাংলাদেশের সেরা র‍্যাঙ্কিং ১২তম স্থানে উঠে গিয়েছিলেন তিনি। মাঝে আট ধাপ পিছিয়ে পড়েছিলেন। তবে ঢাকা টেস্টে সেঞ্চুরি পেয়েছেন এ ব্যাটার। নিঃসন্দেহে আইসিসির পরবর্তী র‍্যাঙ্কিং ঘোষণায় ভালো কিছু অপেক্ষা করছে তার জন্য।

মুশফিক বর্তমানে আছেন ২৫তম স্থানে। ৬১৭ রেটিং পয়েন্ট তার। বড় লাফে তার খুব কাছে চলে এসেছেন তামিম। ৬০৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন এ ওপেনার। তবে লিটনের মতো ঢাকা টেস্টে দারুণ এক সেঞ্চুরি করেছেন মুশফিকও। তাই পরবর্তী র‍্যাঙ্কিং ঘোষণায় বড় দিতে পারেন তিনি।

এদিকে তামিমের মতো বড় লাফ দিয়েছেন তরুণ মাহমুদুল হাসান জয়ও। নয় ধাপ এগিয়ে ৮৩তম স্থানে এসেছেন এ ওপেনার।

বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন স্পিনার নাঈম হাসান। চট্টগ্রামে প্রথম ইনিংসে ছয় উইকেট পেয়েছিলেন তিনি। এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। ৫৭০ রেটিং পয়েন্ট নিয়ে ২৯তম স্থানে আছেন তিনি। ইনজুরির কারণে টেস্ট থেকে ছিটকে যাওয়ায় এক ধাপ পিছিয়ে ৩৫তম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ পিছিয়েছেন ইবাদত হোসেন। আগের মতোই ২২তম স্থানে আছেন তাইজুল ইসলাম।

এগিয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজও। ১৯৯ রানের ইনিংসে পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২১তম স্থানে। কুশল মেন্ডিস চার ধাপ উপরে উঠে ৪৯তম এবং দিনেশ চান্দিমাল ছয় ধাপ উপরে উঠে ৫৩তম স্থানে আছেন। বোলারদের মধ্যে কাসুন রাজিথা চার উইকেট নেওয়ার ১৪ ধাপ এগিয়ে ৬১তম স্থানে চলে এসেছেন।

এসএইচ-০৬/২৫/২২ (স্পোর্টস ডেস্ক)