সন্ধ্যা ৬:৩৪
শুক্রবার
২৯ শে মার্চ ২০২৪ ইংরেজি
১৫ ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
১৯ শে রমজান ১৪৪৫ হিজরী
spot_img

গ্রামের নাম থাকলেও নেই জনবসতি

প্রায় ১০০ বছরের পুরনো পঞ্চগড় সদর উপজেলার গড়িনা বাড়ির ইউনিয়নের চান্দাপাড়া জামে মসজিদ এখন শুধুই কালের সাক্ষী। মসজিদে নেই মুসল্লি। দেওয়া হয় না মুয়াজ্জিনের কণ্ঠে আযান। খোলা হয় না মসজিদের দরজা।

জরাজীর্ণ অবস্থা আর ভঙ্গুর দশা নিয়ে কোনোরকমে তার অস্তিত্ব ধরে রেখেছে। অথচ দেশ স্বাধীনের পরও ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গড়ে ওঠা মসজিদটি উভয় দেশের মুসলিম সম্প্রদায়ের মিলন কেন্দ্র ছিল। একসাথে নামাজ আদায় করত সীমান্তের এপার-ওপারের মানুষ। বেঁধেছিল সম্প্রীতির বন্ধন।

শিশু কিশোরের কোলাহল আর দর্জিবাড়ির সেলাই মেশিনের শব্দে মাতানো সেই গ্রামে চারপাশের বিশাল একটা এলাকা জুড়েই এখন বাঁশঝাড়, বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজবৃক্ষ আর সবুজ চারাগাছে নানান ফসলের ক্ষেত। ক্ষেতের মাঝ দিয়ে চলে গেছে একটি কাঁচা সড়ক। কৃষিকাজে নিয়োজিত গুটি কয়েক মানুষ রাস্তাটি ব্যবহার করছে। পাশেই ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ বড় কয়েকটি চা বাগান। সবুজ প্রকৃতির সুনসান নীরবতায় মোহাবিষ্ট করে সীমান্তের এপার-ওপার উড়ে চলা হরেক রকম পাখির কলকাকলি।

এ যেন সবুজ প্রকৃতি আর প্রতিবেশী দুদেশের একসাথে পাশাপাশি চলার একটি ছবির মতোই দৃশ্য।

জনবসতিহীন সবুজ প্রকৃতির চমৎকার এ দৃশ্যটি পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষে গড়ে ওঠা দুই দশক আগে বিলুপ্ত হওয়া চান্দাপাড়া গ্রামের।

গত দুই দশক আগেও গ্রামটিতে বংশপরম্পরায় কৃষক, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন পেশার মানুষ বাস করতো। বিভিন্ন উৎসবে হতো নানান আয়োজন। গ্রামের সবাই ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় গ্রামের ঠিক মাঝ বরাবর নির্মাণ করা হয় একটি জামে মসজিদ। স্থানীয়দের মতে আশপাশের কয়েক গ্রামের মধ্যে এটিই প্রথম আধাপাকা মসজিদ। সরেজমিনে গিয়ে দেখা গেছে মসজিদটি।

মসজিদটি প্রাত্যহিক নামাজের পাশাপাশি ধর্মীয় পাঠশালা হিসেবেও সমধিক প্রসিদ্ধ ছিল। মসজিদটি ঠিক কবে কে নির্মাণ করেছেন সে সম্পর্কে পার্শ্ববর্তী এলাকার লোকজনদের কাছে সুনির্দিষ্ট তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

ওই গ্রামে এক সময় বাস করতেন বয়োবৃদ্ধ আফাজউদ্দীন (৯০)। তিনি সময় নিউজকে বলেন, ২০০০ সালের কথা। হঠাৎই সবুজ গাছপালা আর কৃষি ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রামটি ভারতীয় গরু চোর ও ডাকাতদের রোষানলের শিকারে পরিণত হয়। সন্ধ্যা নামতেই ভারতীয় চোর-ডাকাতের দল গ্রামটিতে হানা দিত। লুটে নিয়ে যেত গ্রামের গরু, মহিষসহ সর্বস্ব।

‘কখনও কখনও নারীদের ওপরও চালাত বর্বরতা। ওই সময়ই জমি নিয়ে গ্রামবাসীর দুপক্ষের সংঘর্ষে আব্দুস সালাম নামে এক ব্যক্তি নিহত হলে গ্রামে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। যে কারণে স্থানীয়রা যে যার মতো পার্শ্ববর্তী গ্রামে ঠাঁই খুঁজে নেয়।’

একই কথা জানালেন, গ্রাম ছেড়ে যাওয়া মানিক হোসেন ও আলেমা বেগম। তারা জানান, গ্রামটিতে বংশপরম্পরায় তারা বেশ সুখে দিন কাটাচ্ছিল। কিন্তু ভারতীয় চোর—ডাকাতের অত্যাচার আর গ্রামে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পর সবাই গ্রাম ছেড়ে চলে যায়। বর্তমানে পার্শ্ববর্তী গ্রামের সাথে লাগানো চান্দাপাড়া গ্রামের প্রান্ত সীমায় কয়েকটি পরিবার বসতি স্থাপন করলেও অধিকাংশ পরিবারই অন্যত্র চলে যাওয়ায় চান্দাপাড়া গ্রাম বলতে কাগজে কলমে থাকলেও বাস্তবে সেই এলাকায় কোনো জনবসতিই নেই।

পার্শ্ববর্তী মীরগড় গ্রামের স্কুল শিক্ষক নূর আজম ও শাহাজুল ইসলাম সময় নিউজকে জানান, স্বাধীনতা পরবর্তী সময় কাপড় সেলাই করার জন্য একমাত্র চান্দাপাড়াতেই ইয়াছিন আলী নামের একজন দর্জি ছিলেন। পার্শ্ববর্তী কয়েক গ্রামের মানুষ যেতেন সেই গ্রামে কাপড় সেলাই করতে। তিনিও তার বাবার হাত ধরে অনেক বার গেছেন সেই গ্রামে। কয়েক বছরের ব্যবধানে একসময়ের ব্যস্ত সেই চান্দাপাড়া এখন বিরানভূমি। দেখে বুঝার উপায় নেই এক সময় এখানে গ্রাম ছিল।

গ্রামবাসীরা গ্রামটি ছেড়ে চলে গেলেও এখনও কালের সাক্ষী হিসেবে নিজের অবস্থানেই রয়ে গেছে চান্দাপাড়ার সেই আধাপাকা জামে মসজিদটি। গ্রামের মানুষেরা ধর্মীয় ইবাদত করার জন্য মসজিদটি নির্মাণ করেন। তবে মসজিদটি ঠিক কবে কে নির্মাণ করেছেন সে সম্পর্কে তেমন কোনো তথ্য বলতে পারেনি স্থানীয়রা।

ওই মসজিদে দীর্ঘদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসা রুহুল আমিন সময় নিউজকে জানান, গ্রাম ছেড়ে সবাই চলে গেলে মসজিদে লোক যাওয়া-আসা বন্ধ হয়ে যায়। লোকজন না থাকায় এলাকাটি নীরব নিস্তব্ধ ও ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে একসময় মসজিদটি পরিত্যক্ত হয়ে যায়।

সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু সময় নিউজকে বলেন, গ্রামটিতে ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠী শতবছর ধরে বাস করতো। গ্রামে থাকা মসজিদে ছোট ছেলেমেয়ের ধর্মীয় শিক্ষাদানও করা হতো। ভারতীয় চোর—ডাকাতের উপদ্রবে গ্রামের মানুষেরা অন্যত্র চলে যাওয়ায় চান্দাপাড়ায় পরিত্যক্ত থাকা শত বছরের পুরনো মসজিদটি গ্রামের স্মৃতি ধরে রেখেছে।

সীমানা প্রাচীর ও দেয়ালে ফাটল ধরা কালের সাক্ষী সেই মসজিদটির একপাশে মৃত ব্যক্তি সৎকারে ব্যবহৃত কাঠের পুরনো একটি খাটিয়া, সামনে অব্যবহৃত অকেজো একটি নলকূপ আর দেয়ালের বাইরে ওযু করার পানির জন্য নির্মিত পুরনো একটি কুয়াও রয়েছে।

স্থানীয়দের প্রয়োজন আর কালের ধারায় গ্রামটি হারিয়ে গেলেও স্বারক হিসেবে চান্দাপাড়া জামে মসজিদটি তার অস্তিত্ব টিকিয়ে রাখুক এমনটাই প্রত্যাশা করেন স্থানীয়রা।

এসএইচ-২৪/১২/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)

পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে ধরা

ঢাকার খিলগাঁওয়ে ছিনতাই করে পালানোর সময় মোহাম্মদ মামুন (৩৪) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে খিলগাঁও ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। মামুনের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে, ওই মামলায় একদিনের রিমান্ড নিয়েছে পুলিশ।

ছিনতাইকারীকে আটক করা খিলগাঁও থানার উপপরিদর্শক আব্দুর রহমান জানান, শাওন নামের একজন ইন্টারনেট কর্মচারী সংযোগ মেরামতের জন্য রাত তিনটার দিকে রিকশাযোগে যাচ্ছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে একটি মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার গতিরোধ করে মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেয়।

তিনি বলেন, মোটরসাইকেলে থাকা দুজন পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী যুবক কাছাকাছি খিদমাহ হাসপাতালের পাশে থাকা পুলিশ টহল টিমকে জানায়।

এসময় আমি আমার টিম নিয়ে ছিনতাই করে পালিয়ে যাওয়া মোটরসাইকেলটিকে ধাওয়া করি। মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তিকে ধরতে সক্ষম হই। কিন্তু যিনি চালাচ্ছিলেন তিনি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, মামুনকে আটক করার পর তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী শাওন বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় মামুনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে একদিনের রিমান্ড দিয়েছেন।

এসএইচ-২৩/১২/২২ (ন্যাশনাল ডেস্ক)

বাংলাদেশ থেকে ১১০০ নার্স নেবে কুয়েত

বাংলাদেশ থেকে ১ হাজার ১০০ নার্স নেবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। এ নিয়ে দেশটির দুটি কোম্পানি ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী জুনে ৩৫০ নার্সের প্রথম দল কুয়েতে যাবে বলে আশা করা হচ্ছে।

গত শনিবার (০৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বোয়েসেলের একটি প্রতিনিধি দল কুয়েত সফরে আসে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নুর এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বুধবার কুয়েতে অবস্থিত বাংলাদেশ প্রেসক্লাবের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় সহস্রাধিক নার্স নিয়োগের চুক্তির কথা জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন।

তিনি বলেন, কুয়েতের শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশলীসহ গুরুত্বপূর্ণ খাতে প্রচুর জনশক্তির চাহিদা রয়েছে। দেশটিতে পরিশ্রম ও কাজের দক্ষতার দিক থেকে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা রয়েছে।

মোহাম্মদ বিল্লাল হোসেন আরও বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসে কুয়েতের দুটি কোম্পানির প্রতিনিধি দল। সে সময় যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ৭৫০ জনকে নির্বাচন করে বোয়েসেল।

এর মধ্যে জুনে ৩৫০ নার্সের একটি দল কুয়েতে আসবে। এর মধ্যদিয়ে দেশটিতে আগামীতে নার্স, চিকিৎসক, প্রকৌশলীসহ অন্য পেশায় বাংলাদেশিদের কাজের সুযোগ ও সম্ভাবনা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বোয়েসেলের সহকারী জেনারেল ম্যানেজার নোমান চৌধুরী, কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈনউদ্দিন সুমন, সাধারণ সম্পাদক আ. হ জুবেদ, যুগ্ম সম্পাদক সাদেক রিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেব্জু মিয়া ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদার।

এসএইচ-২২/১২/২২ (প্রবাস ডেস্ক)

মাহিন্দা রাজাপাকসে ও সহযোগীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার সহযোগীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক নির্দেশনায় মাহিন্দা রাজাপাকসে, তার ছেলে নামাল রাজাপাকসে ও তার অন্তত ১৫ জন ঘনিষ্ঠ সহযোগীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির একটি আদালত।

মাহিন্দা বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালি শহরের নৌঘাঁটিতে সেনা হেফাজতে রয়েছেন। দেশজুড়ে চলমান বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মাহিন্দা রাজাপাকসে। কিন্তু এরপরও জনরোষ একটুও কমেনি।

ওইদিন রাতেই কলম্বোয় রাজাপাকসের বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন হাজারো বিক্ষোভকারী। এর ফলে পরিবারের সদস্যদের নিয়ে আটকা পড়েন মাহিন্দা। পরদিন মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই সেনা পাহারায় হেলিকপ্টারে করে সপরিবারে সরকারি বাসভবন ছাড়েন মাহিন্দা। আশ্রয় নেন ত্রিঙ্কোমালি শহরের নৌঘাঁটিতে।

বুধবার মাহিন্দা রাজাপাকসেকে নিরাপত্তা দেওয়ার কথা জানান শ্রীলঙ্কার প্রতিরক্ষাসচিব কমল গুণারত্নে। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে বিদায়ী প্রধানমন্ত্রী যেখানে যেতে চান, সেখানে তাকে সরিয়ে নেওয়া হবে।

এরপর মাহিন্দা পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার অনুষ্ঠিত একাধিক শান্তিপূর্ণ বিক্ষোভে হামলার ঘটনা নিয়ে তদন্ত চলছে। চলমান এই তদন্তের কারণেই এ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন ফোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট।

গত সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন রাজধানী কলম্বোর একটি আদালত। ওই হামলার জেরে অন্তত নয়জন নিহত হন। আহত হন অন্তত ২০০ জন।

আদালতের এক কর্মকর্তা জানান, ওই ঘটনায় মাহিন্দা রাজাপাকসে এবং তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে আদালতে আবেদন জানানো হয়। তবে বিচারক ওই আবেদন বাতিল করে দেন।

শ্রীলঙ্কায় গত এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। গত সোমবারের বিক্ষোভও শান্তিপূর্ণই ছিল। কিন্তু মাহিন্দা রাজাপাকসে ও তার ঘনিষ্ঠ সহযোগীরা বাসে করে প্রায় তিন হাজার সমর্থক রাজধানীতে নিয়ে আসেন। এরপর শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতে উসকানি দেন।

সরকার সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে রাজাপাকসের বাড়ির বাইরে সমবেত বিক্ষোভকারীদের ওপর হামলে পড়েন। হামলার পর অন্তত ২২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার জেরে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন স্থানে রাজাপাকসে অনুগত নেতাকর্মীদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এসএইচ-২১/১২/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

রাজশাহীতে গাছ থেকে আম নামানোর সময় নির্ধারণ

আমের শহরখ্যাত রাজশাহীতে চলতি মৌসুমে আমে আমে ছেয়ে গেছে বাগানগুলো। এরই মধ্যে গাছ থেকে আম নামানোর সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা প্রশাসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আম নামানোর তারিখ ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার থেকে শুরু হয়ে মৌসুম চলবে ২০ আগস্ট পর্যন্ত।

১৩ মে গুটিআম, ২০ মে গোপালভোগ, ২৫ মে লক্ষণভোগ, ২৫ মে রানিপছন্দ, ২৮ মে খিরসাপাত/হিমসাগর, ৬ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি ও ফজলি, ১০ জুলাই বারি-৪ ও আশ্বিনা, ১৫ জুলাই গোলমতী এবং ২০ আগস্ট থেকে ইলমতি নামানো হবে।

জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগে কেউ আম নামিয়ে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজশাহীর আম উত্তরাঞ্চলের মানুষের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। দেশের মানুষও মুখিয়ে থাকে রাজশাহীর আমের স্বাদ নিতে। তাই সুমিষ্ট এসব আম বাজারে নামার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে রাজশাহী জেলা প্রশাসন।

এসএইচ-২০/১২/২২ (নিজস্ব প্রতিবেদক)

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভুক্তভোগীর বাড়িতে এসে তাকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী লোকমান হোসেন শাওন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযুক্ত আনাস একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। উভয়েরই বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার জমিদার নগরে।

ঘটনাসূত্রে জানা গেছে, পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে ভুক্তোভোগীর পরিবারের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্ত আনাসের পরিবার। এতে ভুক্তভোগীর বড়ভাই ও মা গুরুতর আহত হয়।

বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি জেনেছি। এখনো থানায় এসে কেউ অভিযোগ দেইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।

এসএইচ-১৯/১২/২২ (শিক্ষা ডেস্ক)

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে। তিনি দেশটির ইউএনপি দলের নেতা। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তিনি শপথ নিতে পারেন। তার দল এ তথ্য নিশ্চিত করেছে। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল দেশটিতে।

জানা গেছে, শপথ গ্রহণ করে তিনি কলম্বোর একটি মন্দিরে যাবেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার কার্যক্রম শুরু করবেন।

এর আগে চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানান প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। চলমান সহিংস আন্দোলনের মধ্যেই তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় দেশটির মন্ত্রিসভা।

এক বিবৃতিতে গোতাবায়ে রাজাপাকসে জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দেশের কার্যক্রম পরিচালনায় নতুন সরকার গঠনে আমি পদক্ষেপ নিচ্ছি। সংসদের হাতে আরও ক্ষমতা দেওয়ার জন্য কিছু সাংবিধানিক সংস্কার করা হবে বলেও জানান রাষ্ট্রপতি।

গত ২০ বছরের মধ্যে ১২ বছরই শ্রীলঙ্কার সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকেছেন রাজাপাকসে পরিবারের সদস্যরা। এসময় তারা স্বৈরতন্ত্রের তকমা পেয়েছেন। মাহিন্দা রাজাপাকসে দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন। তাছাড়া তার অন্য দুই ভাই দেশটির বন্দর ও কৃষি ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন। এভাবে পাকসে পরিবারের কয়েক ডজন সদস্য সরকারের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।

এসএইচ-১৮/১২/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

হাজি সেলিমের কারাবাস এড়ানোর সর্বাত্মক চেষ্টা

আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিম আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন। তবে কারাবাস এড়াতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

এই কারণে আইনি প্রস্তুতির পাশাপশি রাজনৈতিক খুঁটিগুলোও ব্যবহারের চেষ্টা করছেন। তবে তার প্রধান অস্ত্র হবে শারীরিক অসুস্থতা। তিনি থাইল্যান্ড থেকে চিকিৎসার “শক্তিশালী কাগজপত্র” নিয়ে এসেছেন বলে জানা গেছে।

আর দুদক তার শাস্তি ১০ বছরের কারাদণ্ডের সাথে আরো তিন বছর বাড়াতে হাইকোর্টে নতুন একটি আপিল করেছে ৯ মে।

অবৈধ সম্পদের মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েও বিদেশ সফরের পর দেশে ফিরে পুরনো ঢাকার বাড়িতেই অবস্থান করছেন হাজি সেলিম। ফের তিনি বিদেশ গেলে তা ঠেকাতে আইনগত কোনো ব্যবস্থা এখনো নেয়া হয়নি। তবে দুদকের আইনজীবী বলেছেন তার “অবৈধভাবে” বিদেশ যাওয়ার বিষয়টি আদালতকে জানানো হবে।

দুদক ওই একই মামলার আরেকটি ধরায় তথ্য গোপনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড থেকে খালাসের বিরুদ্ধে আপিল করেছে।

হাজি সেলিমের ব্যক্তিগত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বেলাল জানান, “হাজি সেলিম এখন তার বাসাতেই অবস্থান করছেন। তিনি চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন। তিনি তার নির্বাচনি এলাকায়ও নিয়মিত বের হচ্ছেন। তার আইনজীবী তাকে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে আত্মসমর্পণ করানোর প্রস্তুতি নিচ্ছেন। আত্মসমর্পণের পর তিনি রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করবেন।”

হাজি সেলিমকে আগামী ২৪ মের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। সে হিসেবে তার হাতে সময় আছে দুই সপ্তাহের মত। এরমধ্যে তিনি আবার বিদেশ যাবেন কী না জানতে চাইলে বেলাল বলেন,” প্রশ্নই ওঠে না। তিনি এখন ভালো আছেন এবং নিয়মিত চেকআপের মধ্যে আছেন।”

হাজি সেলিম ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলাটি দায়ের করে দুদক ২০০৭ সালে লালবাগ থানায়। এরপর বিচারিক আদালত ওই মামলায় হাজি সেলিম ও তার স্ত্রী গুলশান আরাকে মামলার দুইটি ধরায় মোট ১৩ বছরের কারাদণ্ড দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১০ বছর এবং তথ্য গোপনের অভিযোগে তিন বছর। তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ২০১৩ সালে তাদের দুইজনেরই ১৩ বছরে সাজা বাতিল করে দেয়। দুদক এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করলে ২০১৫ সালে হাইকোর্টের আদেশ বাতিল করে হাইকোর্টকে ফের শুনানি করতে বলেন। হাইকোর্ট শুনানি শেষ করে গত বছরের ৯ মার্চ হাজি সেলিমকে অবৈধ সম্পদ অর্জনের অপরাধে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করে। আর এরইমধ্যে তার স্ত্রী মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়।

হাজি সেলিমকে একই সঙ্গে রায়ের নথি পাওয়ার ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়, অন্যথায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করতে বলা হয়।

হাজি সেলিমের আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা বলেন,” আদালত আদেশে বলেছেন তাদের রায়ের কপি গ্রহণের ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। আমরা ২৫ এপ্রিল কপি পেয়েছি। সেই হিসেবে ২৪-২৫ মে এর মধ্যে আত্মসমর্পণ করতে হবে। আগামী ১৬ মে হাইকোর্ট খুলবে। এরপর যেকোনো দিন তিনি আত্মসমর্পণ করবেন।”

তার দাবি,” হাজী সেলিম চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন এবং এতে আইনের কোনো লঙ্ঘন হয়নি।”

তবে তার ঘনিষ্ট সূত্র জানায়, তিনি দেশের বাইরে যাওয়ার পর ব্যাপক সমালোচনা হওয়ায় রাজনৈতিক নির্দেশেই তিনি ফিরে আসেন। ফিরে আসার আগে তিনি আইনজীবীর পরামর্শে জামিন আবেদনের সাথে দেয়ার জন্য “শক্ত মেডিকেল প্রতিবেদন” নিয়ে এসেছেন ব্যাংকক থেকে। করোনার কারণে গত দুই বছরে তার কাছে স্বাস্থ্য সংক্রান্ত কোনো হালনাগাদ বিদেশি কাগজপত্র ছিল না। তিনি সেই কাগজপত্রের সাথে ছয় মাসের ওষুধও নিয়ে এসেছেন। সাঈদ আহমেদ রাজা বলেন,” হাজি সেলিম আত্মসর্পণের আগে আর দেশের বাইরে যাবেন না। আমরা তার জামিন আবেদনে হেলথ গ্রাউন্ডকে প্রাধান্য দেব।”

১০ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে হাজি সেলিম গত ৩০ এপ্রিল বিনা বাধায় ব্যাংকক যান। ৫ মে দুপুরে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে তিনি পুরোমাত্রায় রাজনৈতিক এবং সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তবে দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেন,”তিনি বেআইনিভাবে দেশের বাইরে গেছেন। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত ও তাকে আদালত আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। এই অবস্থায় আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারেন না। আমরা বিষয়টি আদালতকে জানাব।”

অন্যদিকে হাজী সেলিমের আরো তিন বছরের দণ্ড বহাল করার জন্য আপিলের পর দুদক মনে করছে এটা বহাল করানো সম্ভব হবে। কারণ যে অবৈধ সম্পদের দায়ে হাজী সেলিমের দণ্ড হয়েছে সেই সম্পদের তথ্যই তিনি গোপন করেছেন। এটা আলাদা একটি অপরাধ। খুরশিদ আলম বলেন,” তার দণ্ড বাড়ানো এবং বহাল রাখার জন্য আমরা সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবো।”

এসএইচ-১৭/১২/২২ (হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে)

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট দেখা যাবে ৫০ টাকায়

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজটি মাঠে বসেই উপভোগ করতে পারবেন দর্শকরা। এর জন্য এই সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ৫০ টাকায় এবং সর্বোচ্চ ৫০০ টাকায় দেখা যাবে এ সিরিজ।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা করে বিসিবি। সে অনুষ্ঠানে টিকিটের নির্ধারিত মূল্যের বিষয়ে বিস্তারিত জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

ম্যাচের আগের দিন থেকে বিসিবির নির্ধারিত বুথে পাওয়া যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিকিট। এছাড়া পাওয়া যাবে অনলাইনেও। আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে ২৩ মে থেকে।

প্রথম ম্যাচের জন্য চট্টগ্রামের গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দিন প্রতি ৫০০ টাকা। এছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা এবং ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০ টাকা।

দ্বিতীয় ম্যাচে মিরপুরের গ্র্যান্ড স্ট্যান্ডে খেলা দেখতে হলে গুনতে হবে ৫০০ টাকা। এছাড়া ভিআইপি গ্যালারী ৩০০ টাকা, শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০ টাকা।

এসএইচ-১৬/১২/২২ (স্পোর্টস ডেস্ক)

আকাশ থেকে পড়ছে পাখি

ভারতে বইছে তীব্র তাপদাহ, বিশেষ করে গুজরাটে। কমে গেছে পানির উৎস। সেখানে পানি শূন্যতায় ভুগছে পাখিরা। এমন পরিস্থিতিতে প্রতিদিন আকাশ থেকে উড়ন্ত পাখি মাটিতে পড়ছে। রাজ্যটির উদ্ধারকর্মীরা এরই মধ্যে কয়েকডজন পাখি উদ্ধার করেছে। বৃহস্পতিবার  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মে দক্ষিণ এশিয়ার বড় অংশ শুকিয়ে যাচ্ছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগুন ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন।

আহমেদাবাদের অলাভজনক জীবদয়া চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা পরিচালিত একটি পশু হাসপাতালের চিকিৎসকারা বলেছেন, গত কয়েক সপ্তাহে তারা হাজার হাজার পাখির চিকিৎসা করেছেন। তাছাড়া উদ্ধারকারীরা প্রতিদিন আকাশের বেশি ওপরে উড়ে এমন কয়েক ডজন পাখি নিয়ে আসছেন বলেও জানান তারা।

মনোজ ভাবসার বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চলতি বছরের পরিস্থিতি বেশি খারাপ। এই সময়ে প্রচণ্ড তাপদাহে আক্রান্ত পাখির সংখ্যা ১০ শতাংশ বেড়েছে। মনোজ এক দশকেরও বেশি সময় ধরে পাখিদের উদ্ধার করছেন ও ট্রাস্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

বুধবার ট্রাস্ট পরিচালিত হাসপাতালের পশু চিকিৎসকদের পাখিদের মাল্টি-ভিটামিন ট্যাবলেট খাওয়ানো ও সিরিঞ্জ ব্যবহার করে মুখে পানি দিতে দেখা গেছে।

গুজরাটের স্বাস্থ্য কর্মকর্তারা তাপমাত্রা বৃদ্ধির কারণে হিট স্ট্রোক ও অন্যান্য তাপ-সম্পর্কিত রোগের জন্য হাসপাতালগুলোতে বিশেষ ওয়ার্ড স্থাপনের পরামর্শ দিয়েছেন।

এসএইচ-১৫/১২/২২ (অনলাইন ডেস্ক)