রাত ৮:৩৯
মঙ্গলবার
২৩ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১০ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১৪ ই শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

রমজান রহমতের মাস

এলো রহমতের মাস রমজান। ইসলাম ধর্ম মতে, বান্দার সমস্ত পাপ কর্মকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় বলেই এ মাসকে ‘রমজান’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীজুড়ে নেমে এলো এক আধ্যাত্মিক স্পন্দন। রুহানিয়াতের দোলায় বিশ্বের সব মুসলমানের চিত্ত হলো আলোকিত। রহমত, বরকত, নাজাতের পয়গান নিয়ে সূচিত হলো আত্মিক ও শারীরিক পরিশুদ্ধির মাস। খোশ আমদেদ মাহে রমজান।

হজরত মুহাম্মদ (সা.) দয়াভরা আবেগ উচ্ছ্বাস নিয়ে রমজানকে স্বাগত জানাতেন। উৎসাহিত করেছেন উম্মতকেও। কারণ এ মাস আল্লাহর নৈকট্য লাভের মাস। এগারো মাস জাগতিক স্বপ্ন স্বাদে ডুবে থাকা বেপথের মানুষটিও রমজানে খুঁজে পাবে আল্লাহর একান্ত রহমত। খুঁজে পাবে অতীতে পাপ মোচনের হীরকসন্ধান।

মাহে রমজান এমন কল্যাণময় মাস, যার প্রথম দশদিন রহমত, দ্বিতীয় দশদিন বরকত ও শেষ দশদিন নাজাতের আলোয় দীপ্ত। রমজানে আমলের বহুমাত্রিক সুযোগের পাশাপাশি রয়েছে অধিকতর নেকি হাসিলের নিশ্চয়তা। কারণ রমজানে প্রতিটি আমলের সাওয়াব বাড়িয়ে দেওয়া হয় আর রোজাদারের মুখের গন্ধ হয় মেশকে আম্বরের মতো সুগন্ধিময়।

পবিত্র ও বরকতময় এ রমজান মাসেই রয়েছে মহিমান্বিত লায়লাতুল কদর, যা হাজার মাসের চেয়ে উত্তম, শ্রেষ্ঠ। রয়েছে ইতিকাফের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার ইবাদতে নিবিড়ভাবে বিলীন হওয়ার অবারিত সুযোগ।

পবিত্র কোরআন নাজিলের সম্মানিত মাসও রমজান। ফলে আল্লাহর নির্দেশ সম্বলিত আল কোরআনের সঙ্গে মুমিন মুসলমানের একাত্ম হওয়ার মাসও রমজান।

অতএব রমজান মাসের প্রতিটি মুহূর্ত মহামূল্যবান। দিন ও রাতের প্রতিটি ক্ষণ রোজা, নামাজ, তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিলে পরিপূর্ণভাবে রমজানকে উদযাপন করাই প্রতিটি মুসলিম নর-নারীর অবশ্য কর্তব্য। ফরজ, ওয়াজিবের পাশাপাশি সুন্নতের অনুসরণ করে রমজানের প্রতিটি মুহূর্তকে সফল করা বিশ্বাসী মুসলমানের একান্ত দায়িত্ব।

হাদিস মতে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘রজব আল্লাহর মাস, শাবান আমার মাস আর রমজান আমার উম্মতের মাস। ‘ এ হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, রজব মাস জমি চাষ করার, শাবান মাস বীজ বপন করার আর রমজান মাসে ফল লাভ করার অফুরন্ত নেয়ামত পাওয়া যায়।

এমতাবস্থায় প্রতিটি মুসলিম নর-নারীর দায়িত্ব স্ব স্ব পরিবারের সদস্যদের নিয়ে রমজানের যাবতীয় আমল নিজ দায়িত্বে সম্পন্ন করা। রমজানে প্রত্যেকটি কাজের ভারসাম্য বজায় রেখে যার যার ক্ষেত্রে অনর্থক কথাবার্তা পরিহার করে চলতে পারলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

আর হাদিস অনুযায়ী, কারণ রমজানে নেক কাজের এত বিপুল প্রতিদান দেওয়া হয়, যা অন্য কোনো সময় মিলবে না। আর রমজানে গুনাহও অন্য যেকোনো সময়ের চেয়ে ক্ষতিকর। তাই আমাদের উচিত এ মাসটির যথাযথ ব্যবহার করে যথাসম্ভব নেকি হাসিল করা।

এসএইচ-০৩/০৩/২২ (ধর্ম ডেস্ক)

রমজানকে স্বাগত জানিয়ে নবিজীর ঐতিহাসিক ভাষণ

রমজানকে স্বাগত জানিয়ে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুরুত্বপূর্ণ এক ভাষণ দিয়েছিলেন। ইসলামের ইতিহাসে এ ভাষণ মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণা। কী ছিল নবিজীর ঐতিহাসিক সে ভাষণে? মুসলিম উম্মাহর উদ্দেশ্যে তিনি কী বলেছিলেন?

রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস রমজান। ১৪৪৩ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। রহমত ও কল্যাণ নিয়ে এসেছে রমজান। তাই রমজানে নতুন দেখেও এভাবে দোয়া করতে বলেছেন নবিজী-

اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ: আল্লাহ মহান, হে আল্লাহ! (রমজানের) এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক।’ (তিরমিজি, মিশকাত)

রমজানের রোজা পালনের নিয়তে ভোর রাতেই মুমিন মুসলমান সেহরি খাবে। সন্ধ্যা রাতে পড়বে রাতের নামাজ তারাবি। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতে মুসলিমার উদ্দেশ্যে রমজানকে স্বাগত জানিয়ে ভাষণ দিয়েছেন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ ভাষণ মুসলিম উম্মাহর জন্য আল্লাহর বিধান রমজানের ফরজ রোজা পালনে সর্বোত্তম অনুপ্রেরণা। হাদিসে এসেছে-

হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, শাবান মাসের শেষ দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে বলেন-

‘হে লোক সকল! তোমাদের কাছে একটি মর্যাদাপূর্ণ এবং বরকতময় মাস উপস্থিত। এতে রয়েছে, এমন এক রাত; যা হাজার মাসের চেয়েও উত্তম। এ মাসে আল্লাহ তাআলা সিয়াম (রোজা) ফরজ করেছেন এবং রাতে দীর্ঘ নামাজ আদায় তোমাদের জন্য পূণ্যের কাজ হিসেবে দিয়েছেন।

যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করলো। যে ব্যক্তি এ মাসে একটি নফল কাজ আদায় করলো, সে যেন অন্য মাসের একটি ফরজ কাজ আদায় করলো। এ মাস ধৈয্যের মাস, আর ধৈয্যের বিনিময় হচ্ছে জান্নাত। এ মাস হচ্ছে সহানুভূতি প্রদর্শনের মাস।’ (মিশকাত)

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ হাদিস মানুষকে রমজানের রোজা গুরুত্বের সঙ্গে পালনে নিয়োজিত করার অনুপ্রেরণা দেয়। দীর্ঘ এক মাস আল্লাহর হুকুম যথাযথ পালনের প্রতি আগ্রহী করে তোলে।

নবিজীর স্বাগত ভাষণ থেকে আরো বুঝা যায় যে, রমজান মাস হচ্ছে হেদায়েত পাওয়ার মাস। আল্লাহ তাআলার রহমত পাওয়ার মাস। গুনাহ থেকে ক্ষমা পাওয়ার মাস এবং জাহান্নাম আগুণ থেকে নাজাত পাওয়ার মাস।

সুতরাং রমজানকে স্বাগত জানানোর এ ভাষণের ওপর যথাযথ আমল করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য যথাযথভাবে রোজা রেখে এবং নফল ইবাদাত বন্দেগি করা প্রত্যেক ঈমানদারের জন্য আবশ্যক কর্তব্য।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার নির্ধারিত বিধান রমজান মাসের ফরজ রোজা পালন করার তাওফিক দান করুন। রমজানের রহমত বরকত মাগফেরাত ও নাজাত পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

এসএইচ-০২/০৩/২২ (ধর্ম ডেস্ক)

রমজানে কুয়েতের মার্কেটে বিশেষ মূল্যছাড়

মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের মতোই কুয়েতে শনিবার (০২ এপ্রিল) থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। এ রমজান উপলক্ষে দেশটির বিভিন্ন সুপারশপ ও গ্রান্ড হাইপার মার্কেটগুলোতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ওপর চলছে বিশেষ মূল্যছাড়।

স্থানীয়দের পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় যোগ দিয়েছে প্রবাসী বাংলাদেশিরাও। মূল্যছাড়ে কেনাকাটা করতে পেরে তারা মহাখুশি। সরকারের সময়োপযোগী পদক্ষেপের সাধুবাদ জানিয়েছেন তারা।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখেই কুয়েতে পালিত হয় পবিত্র মাহে রমজান। দেশটিতে রমজান মাস এলেই সরকারের নির্দেশনায় বিভিন্ন শপিংমল ও সরকারি কো-অপারেটিভ মার্কেটগুলোতে দেওয়া হয় বিশেষ মূল্যছাড়। এর ফলে স্থানীয় নাগরিকসহ প্রবাসীরা নিজেদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সুলভ মূল্যে কিনতে পারে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এদিকে পবিত্র রমজান মাসে ক্যাফে, রেস্তোরাঁ ও এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করার একটি নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। এতে বলা হয়েছে, মালিকরা তাদের বিভিন্ন কাজের জন্য ইফতারের সময়ের ২ ঘণ্টা আগে তাদের প্রতিষ্ঠান খুলতে পারবে। এ সিদ্ধান্ত রমজানের প্রথম দিন থেকেই কার্যকর হয়েছে।

এ আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কুয়েত সরকার।

এসএইচ-০১/০৩/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

পরকীয়ার জেরে কলেজছাত্রকে খুন করে মাটিচাপা দিয়েছেন ২ ভাই

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের মণিরামপুরে কলেজছাত্র একরামুল ইসলাম হত্যার মূল রহস্য উদঘাটন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে গ্রেফতারকৃত দুই ভাই আমিনুর রহমান ও কামরুল ইসলাম চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

পরকীয়ার জেরে কলেজছাত্রকে মেরে পুঁতে রাখা হয় মাটিতে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক সৈয়দ রবিউল ইসলাম পলাশ। তিনি জানান, আটক কামরুলের স্ত্রী হীরা খাতুনের সঙ্গে কলেজছাত্র একরামুলের পরকীয়া ছিল। পাঁচ মাস আগে দেশে ফেরেন হীরা খাতুনের কুয়েত প্রবাসী স্বামী কামরুল। বাড়িতে আসার পর তিনি স্ত্রীর পরকীয়ার কথা জানতে পারেন।

‘বিষয়টি জেনে ক্ষিপ্ত হয়ে ওঠেন কামরুলের ভাই আমিনুরও। তিনি পরিবারের মানসম্মান রক্ষার্থে গোপনে একরামুলের সঙ্গে দেখা করে এই পথ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। তখন একরামুল উল্টো আমিনুরকে হুমকি দেন। তাদের সম্পর্কের ধারণকৃত ভিডিও তার মোবাইল ফোনে আছে বলে জানিয়ে এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য আমিনুরকে নিষেধ করেন একরামুল। ফলে কোনো উপায় না পেয়ে একরামুলের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে ওই আপত্তিকর ভিডিও ডিলিট করে দেওয়ার পরিকল্পনা করেন আমিনুর।’

সৈয়দ রবিউল ইসলাম পলাশ আরও জানান, ‘ঘটনার দিন গত ২৮ মার্চ সন্ধ্যায় আমিনুর তার ভাতিজা মেহেদীর কাছ থেকে জানতে পারেন একরামুল নোয়ালী গ্রামের কাড়াখালী সেতুর ওপর অবস্থান করছেন। এ খবর পেয়ে তিনি গোপনে সেখানে গিয়ে তাকে দেখতে পান। এরপর বাড়ি ফিরে আসেন এবং একটি বৈদ্যুতিক তার নিয়ে ফের সেখানে যান। কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে একরামুলের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে দিতে বলেন আমিনুর। এসময় শরীর নিস্তেজ হয়ে পড়া যায় একরামুল, এতে ভয় পেয়ে যান আমিনুর। পরে মরদেহটি ব্রিজের পাশে রেখে বাড়িতে চলে আসেন তিনি এবং সব ঘটনা ভাই কামরুলকে জানান।’

‘এ কথা শুনে কামরুল ভয় পেয়ে যান। পরে দুই ভাই ঘটনাস্থলে যান এবং মরদেহ বস্তাবন্দি করে মোটরসাইকেলে উঠিয়ে পাশের মদনপুর গ্রামের লিয়াকত আলীর পুকুর পাড়ে মাটিতে পুঁতে রাখেন। ঘটনার সঙ্গে জড়িত দুই ভাই ও তাদের ভাতিজা মেহেদীকে গত বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আমিনুর ও কামরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন’ ,বলেও জানান পুলিশ কর্মকর্তা সৈয়দ রবিউল ইসলাম পলাশ।

উল্লেখ্য, নিহত একরামুল ভরতপুর গ্রামের মফিজুর মোল্লার ছেলে। গত ২৮ মার্চ রাতে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় একরামুলের মা রেশমা খাতুন ৩০ মার্চ মণিরামপুর থানায় একটি জিডি করেন। এই জিডি’র সূত্র ধরে পিবিআই কর্মকর্তারা গত বৃহস্পতিবার সকালে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমিনুর, কামরুল ও মেহেদীকে আটক করেন। পরে তাদের স্বীকারোক্তিতে মদনপুর গ্রামের লিয়াকত আলীর পুকুর পাড়ে মাটিচাপা দিয়ে রাখা একরামুলের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

এসএইচ-২২/০২/২২ (আঞ্চলিক ডেস্ক)

প্রথম ম্যাচেই মুস্তাফিজের দুর্দান্ত বোলিং

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমে ব্যাট করতে নেমে মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে গুজরাট টাইটানসের সংগ্রহ ১৭১ রানের বেশি দাঁড়ায়নি। দিল্লির হয়ে ৪ ওভার বল করে মাত্র ২৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন টাইগার পেসার।

শনিবার (০২ এপ্রিল) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসেসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভমন গিলের ৪৬ বলে ৮৪ রানের ওপর ভর করে লড়াকু সংগ্রহ পায় গুজরাট। মুস্তাফিজ ছাড়াও দিল্লির হয়ে দুটি উইকেট শিকার করেন খলিল আহমেদ। অন্য উইকেটটি শিকার করেন কুলদীপ যাদভ।

এর আগে আইপিএলে প্রথমবারের মতো দিল্লির হয়ে মাঠে নামেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। মাঠে নেমেই ইনিংস শুরুর প্রথম ওভারে অজি ব্যাটার ম্যাথু ওয়েডকে সাজঘরে ফেরান কাটার মাস্টার। নিজের প্রথম ওভারে ফিজ ৭ রানের বিনিময়ে দিল্লির হয়ে প্রথম উইকেটটি শিকার করেন। মাঝের দুই ওভারে ১২ রান দিলেও থাকেন উইকেট শূন্য। এরপর ইনিংসের শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন দুই উইকেট।

আসরের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে দিল্লি। কোভিড প্রটোকলের কারণে খেলতে পারেননি মুস্তাফিজসহ বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটার। মাত্র দুজন বিদেশি নিয়ে খেলতে নেমেছিল রিশভ পন্তের দল। তবে তাতেই বাজিমাত। আসরের হট ফেবারিট রোহিতের মুম্বাইয়ের রানের পাহাড় টপকে গেছে দিল্লি। মুম্বাইয়ের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট এবং ১০ বল হাতে রেখেই জয় পায় দিল্লি।

গুজরাট একাদশ
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, বরুন অরুন, লকি ফার্গুসন এবং মোহাম্মদ শামি।

দিল্লি ক্যাপিটালস একাদশ
পৃথ্বি শ, টিম সেইফার্ট, মানদ্বীপ সিং, রিশভ পন্ত (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ললিত যাদব, আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, খলিল আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

এসএইচ-২১/০২/২২ (স্পোর্টস ডেস্ক)

‘দাওয়াত ছাড়াই’ বিএনপির কর্মসূচিতে জামায়াত, হাতাহাতি!

‘দাওয়াত ছাড়াই’ বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। এ সময় অনশনে আসা জামায়াত নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতিরও ঘটনা ঘটে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির প্রতীকী অনশনে এসব ঘটনা ঘটে।

জামায়াতের দাওয়াত ছাড়া অনশনে অংশ্রগহণের বিষয়ে দেশের জাতীয় একটি গণমাধ্যমকে বিএনপির ঢাকা মহানগরের দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘এখানে আমন্ত্রণের কিছু নাই। সবাই যার যার মতো একাত্মতা জানাতে এসেছে। তবে জামায়াতকে আমন্ত্রণ জানাইনি।’

প্রত্যক্ষদর্শী ও বিএনপির একটি সূত্র জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অনশনে ২০ দলীয় জোটের কয়েকটি দলের প্রধানকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হলেও জামায়াতকে দাওয়াত জানানো হয়নি। তারপরও দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল অনশনে অংশগ্রহণ করেন।

সূত্রটি জানায়, এই অনশনে বিএনপির নীতিনির্ধারকদের পক্ষ থেকে জামায়াতকে অংশগ্রহণের বিষয়ে বলা হয়নি। তবে স্থায়ী কমিটির কোনো সদস্যের পরামর্শে জামায়াত নেতা বুলবুল অনশনে যেতে পারেন। এ সময় বুলবুলকে বক্তব্য দিতেও দেখা যায়। বক্তব্যে বিএনপিকে মোবারকবাদ জানিয়ে জামায়াত নেতা বুলবুল বলেন, ‘বিএনপি মাঠের কর্মসূচিতে নেমেছে। এ জন্য আমরা মোবারকবাদ জানাই।’

অনশনে আমন্ত্রণের বিষয়ে ২০ দলীয় জোটের শরীক নেতা লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান সময় টিভিকে বলেন, জামায়াত ইসলামী এমন কোনো নাম সর্বস্ব রাজনৈতিক দল নয় যে তাদেরকে আমন্ত্রণ ছাড়া বিএনপির মঞ্চে এসে বক্তব্য দিতে হবে। আমার মনে হয় না তারা দাওয়াত ছাড়া এসেছে। তবে কে দাওয়াত করেছে তা আমি জানি না। আমাকে যে দাওয়াত করেছে সে তাদেরকে নাও দাওয়াত দিতে পারে।

তিনি বলেন, তারা যদি দাওয়াত না দিত তাহলে জামায়াতের কোনো প্রতিনিধিকে বিএনপি অনশনের মঞ্চে বক্তব্য দিতে দিত না। যোগাযোগ বা দাওয়াত ছাড়া জামায়াতের কোনো প্রতিনিধি এসেছে বলে আমি মনে করি না।

এদিকে অনশনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জামায়াত নেতা বুলবুলের সঙ্গে থাকা নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও কয়েকজন গণমাধ্যমকর্মী জানান, বিএনপির অনশনে নুরুল ইসলাম বুলবুল যোগ দিতে গেলে তাকে ফুটপাতে চেয়ারে বসতে বলা হয়েছিল। এ সময় বিএনপির অনুসারী কয়েকজন বুলবুলের ওপর চড়াও হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে বুলবুলের সঙ্গে থাকা কয়েকজন আহত হন, তাদের পাশের একটি হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। তবে, ঠিক কতজন আহত হয়েছে, তা জামায়াতের পক্ষ থেকে স্বীকার করা হয়নি।

হাতাহাতির বিষয়ে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান সময় টিভিকে বলেন, আমি এ রকম কোনো ঘটনা দেখিনি বা শুনিনি। যদি এ রকম কোনো ঘটনা ঘটেও থাকে তাহলে সেটা একটা বিচ্ছিন্ন একটা ঘটনা। যদি এটা হয়েও থাকে তাহলেও বিএনপি বা জামায়াতের কোনো বিষয় না।

তবে এসব বিষয়ে জামায়াতের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এসএইচ-২০/০২/২২ (ন্যাশনাল ডেস্ক)

গরু চুরি করতে গিয়ে হার্ট অ্যাটাক

সিলেটের দক্ষিণ সুরমায় গরু চুরি করতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন এক ব্যক্তি। শনিবার (২ এপ্রিল) সকালে দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী এলাকার ধরাধর গ্রামের একটি বাড়ি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বাচ্চু মিয়া (৩১) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডেঙ্গারবন গ্রামের ছুরত আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমার খোজারখলাস্থ এরশাদ মিয়ার কলোনিতে ভাড়া থাকতেন। সিলেটে তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তিনি একটি ডাকাতি মামলায় কারাগারে ছিলেন। ৪ মাস আগে ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়েই ফের জড়িয়ে পড়েছেন চুরিকাণ্ডে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত (২ এপ্রিল) গভীর রাতে ধরাধরপুর গ্রামে একটি বাড়ির গরুর ঘরে চোরেরা হানা দেয়। বাচ্চু মিয়া ও তার সঙ্গীরা ঘরের বাইরের তালা ভেঙে ফেললেও ভেতর দিয়ে তালাবদ্ধ থাকায় ঘরে প্রবেশ করতে পারেননি। এ বাড়িতে ব্যর্থ হয়ে পাশের বাড়িতে চুরি করতে যায় চোরেরা। কিন্তু কুকুর ডাক দিলে বাড়ির লোকজন জেগে ওঠেন।

এ সময় ওই বাড়ির লোকজন শুনতে পান- গোয়ালঘরের পাশে কে যেন জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।

পুলিশ আরও জানায়, ঘরের লোকজনের ফোনে আশপাশের লোকজনও ছুটে এসে দেখতে পান, কাদামাটি গায়ে লেগে থাকা এক ব্যক্তি (বাচ্চু) মাটিতে পড়ে রয়েছেন। তাৎক্ষণিক তারা স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে খবর দেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসার আগেই বাচ্চু মারা যান। পরে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার জানান, বাচ্চু মিয়া একজন চিহ্নিত চোর ছিলেন। মোগলাবাজার থানায় তার নামে ডাকাতি মামলাও রয়েছে। ওই মামলায় ৪ বছর আগে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। চার মাস আগে ছাড়া পেয়ে তিনি আবারও ডাকাতিতে জড়িয়ে পড়েন।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাচ্চু মিয়া কারাগারে থাকাকালে আরও দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি কামরুল ইসলাম তালুকদার।

এসএইচ-১৯/০২/২২ (অনলাইন ডেস্ক)

চীন আক্রমণ করলে ভারতকে সাহায্য করবে না রাশিয়া

ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়ার বিরোধিতা না করে ভুল করছে ভারত জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিরাপত্তা-বিষয়ক উপদেষ্টা দিলীপ সিং বলেছেন, ‘চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করলে রাশিয়া বাঁচাবে না।’

দুই দিনের সফরে ভারত এসে গত বৃহস্পতিবার তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। দিলীপ সিং বেইজিং ও মস্কোর মধ্যে ‘সীমাহীন’ অংশীদারি সম্পর্কের উল্লেখ করে বলেন, ‘রাশিয়ার বিরোধিতা না করে ভুল করছে ভারত।

যদি চীন আবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে, তবে রাশিয়া যে ভারতকে সাহায্য করবে, এ আশা যেন না করা হয়। বিপদে পড়লে ভারতকে বাঁচাতে আসবে না রাশিয়া।’

সফরের শেষ দিনে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন স্রিংলা এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে বসেন আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দালীপ সিংহ। সেই বৈঠকে তিনি চীনের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন।

তারপরই সতর্কবার্তা দেন, কোনও দেশ যদি রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন বজায় রাখে, সেটাও ভাল চোখে দেখবে না আমেরিকা।

এসএইচ-১৮/০২/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

২৯৮ রানে থামল টাইগাররা, জয় ১৩৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়ের রেকর্ড সেঞ্চুরিতে ২৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে জয় ১৩৭ রান করেন।

শনিবার ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলআউট হয়েছে ২৯৮ রানে। প্রথম ইনিংসে ৬৯ রানে পিছিয়ে রইলো টাইগাররা।

সকালে তাসকিন (১) বিদায় নেওয়ার পর উইকেটে জেঁকে বসেন লিটন ও জয়। ১০১ রানে ৫ উইকেট হারানোর পর দুজনে মিলে দারুণ এক জুটিও গড়েন। তাদের জুটির কারণেই প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তোলে বাংলাদেশ।

জয় ১৭০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি তুলে নেন। অন্যপ্রান্তে লিটন দুইবার জীবন পেয়েও ফিফটি মিস করেন। প্রথমে ব্যক্তিগত ১৬ রানেই স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। তবে সেখানে দাঁড়ানো এলগার ক্যাচ মিস করেন। পরে ব্যক্তিগত ৩৯ রানে ক্যাচ মিস হয় লেগ স্লিপে। তা সত্ত্বেও দ্বিতীয় সেশনের শুরুতেই বিদায় নেন তিনি; প্রোটিয়া স্পিনার লিজাড উইলিয়ামসের বলে বোল্ড হয়ে। লিটন থামেন ৯২ বলে ৪১ রান করে।

লিটন ও জয়ের জুটিতে আসে ৮২ রান। তবে লিটন ব্যর্থ হলেও জয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সেঞ্চুরিসহ সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই ২১ বছর বয়সী প্রথম, যিনি সেঞ্চুরির দেখা পেলেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের আগের ব্যক্তিগত সর্বোচ্চ ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। ২০১৭ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের প্রথম ইনিংসে ৭৭ রান করেছিলেন তিনি।

জয়কে ভালোই সঙ্গ দিচ্ছিলেন ইয়াসির আলী রাব্বি। কিন্তু জুটিতে ৩৩ রান আসার পর ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন তিনি (২২)।

অন্যপ্রান্তে সতীর্থ ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে একমাত্র ব্যতিক্রম জয়। একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি দিনের দ্বিতীয় ভাগে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তরুণ এই ওপেনার।

সেঞ্চুরি তুলে নেওয়া জয়ের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন মিরাজ। ৮১ বলে ২৯ রানের ইনিংস খেলে ফেরেন মিরাজ; বাউন্ডারি হাঁকান ৪টি, ছক্কা ১টি। এরপর দ্রুত গুঁটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৭ বল খেলে বিদায় নেন খালেদ। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে জয় করেন ১৩৭ রান। তিনি বলে খেলেছেন ৩২৬টি; চার ১৫টি, ছক্কা ২টি।

বল হাতে দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার ৪টি, লিজাড উইলিয়ামস ৩টি এবং ডুয়ানে অলিভিয়ের ও উইয়ান মুল্ডার ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা।

এসএইচ-১৭/০২/২২ (স্পোর্টস ডেস্ক)

আইপিএলে প্রথম ওভারেই উইকেট নিলেন মুস্তাফিজ

আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। ফিল্ডিংয়ে নেমে দলীয় ও নিজের ব্যক্তিগত প্রথম ওভারই উইকেট পেয়েছেন মুস্তাফিজ।

শনিবার পুনেতে গুজরাটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি।

ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই মুস্তাফিজের হাতে বল তুলে দেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত। প্রথম দুই বলে মুস্তাফিজ দেন ১ রান। তৃতীয় বলের দুর্দান্ত এক ডেলিভারিতে অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডকে সাজঘরে পাঠান তিনি। তবে প্রথমে আউটের আবেদনে আম্পায়ার সাড়া দেননি।

বল যে ব্যাটে লেগে গেছে, বুঝতে পারেননি মুস্তাফিজ। রিভিউ নেন পান্ত। আলট্রাএজে দেখা যায়, বল ব্যাটে ছুঁয়ে গেছে। ওয়েড ফেরেন মাত্র ১ রানে। প্রথম ওভারে সবমিলিয়ে মুস্তাফিজ দিয়েছেন ৭ রান।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দিল্লির একাদশে ছিলেন না মুস্তাফিজুর রহমান। তবে আজ একাদশে ফিরে নিজের যোগ্যতার প্রমাণ দিলেন মুস্তাফিজ।

এসএইচ-১৬/০২/২২ (স্পোর্টস ডেস্ক)