রাত ৮:৫১
শুক্রবার
২৯ শে মার্চ ২০২৪ ইংরেজি
১৫ ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
১৯ শে রমজান ১৪৪৫ হিজরী
spot_img

রুয়েট ছাত্রলীগের ৩ জনকে বহিষ্কারের সুপারিশ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের তিনজন নেতাকর্মীকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

গত ৭ মার্চ রুয়েট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইশফাক ইয়াসশির ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহাফুজার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় রাকিব শাহরিয়ার (সহ-সম্পাদক, রুয়েট শাখা ছাত্রলীগ), নাহিদ মাশুক (কর্মী) ও সুজন দাস (কর্মী)-কে বাংলাদেশ ছাত্রলীগ রুয়েট শাখা থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হলো এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সংগঠনের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হলো।

এসএইচ-১১/১২/২২ (শিক্ষা ডেস্ক)

ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় আবেদা খাতুন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরের দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের পাশে কেবিনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবেদা ওই উপজেলার গোপালপুর বাজারের আবু হোসেনের মেয়ে।

জানা গেছে, বাড়ি পাশের রেল লাইন পাড় হয়ে বাড়ি ফিরছিল আবেদা। এ সময় চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নাটোরের আজিম নগর রেলওয়ে স্টেশনে কর্মরত মাস্টার মো. জিয়াউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ-১০/১২/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)

পদ্মার তীরে ‘জয় বাংলা এভিনিউ‘

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের ওপর তৈরি করা হচ্ছে ৮ কিলোমিটার দীর্ঘ পাকা সড়ক। যার নামকরণ করা হয়েছে ‘জয় বাংলা এভিনিউ, নড়িয়া’। নির্মাণ শেষে জয় বাংলা এভিনিউটি হয়ে উঠবে পর্যটনের এক বিশেষ এলাকা।

পর্যটকদের সুবিধার্থে সড়কের পাশে তৈরি হবে বিশ্রামাগার। থাকবে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাও। রাতে জয় বাংলা এভিনিউ থাকবে সোডিয়াম লাইটে আলোকিত।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ‘জয় বাংলা এভিনিউ, নড়িয়া‘ উদ্বোধনের জন্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।

ইতোমধ্যে পদ্মার ডান তীরঘেঁষে নির্মাণ সম্পূর্ণ হয়েছে প্রায় ২ কিলোমিটার সড়ক। শনিবার (১২ মার্চ) সকালে সড়কটির কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

এ সময় তিনি কাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২৬ মার্চের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিদুল আলম, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেদ উজ্জামান, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ নড়িয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

১ হাজার ৪১৭ কোটি টাকা ব্যয়ে চলমান শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের অধীনেই নির্মাণ হচ্ছে ৮ কিলোমিটার পায়ে হাঁটার এই পাকা আরসিসি সড়ক।

এ সময় পানিসম্পদ উপমন্ত্রী বলেন, এখন নড়িয়া নদীভাঙনের ঝুঁকিমুক্ত। এটা একটা পর্যটন এলাকায় রূপ নিয়েছে। নড়িয়া উপজেলার পদ্মার ডান তীরকে আমরা ‘জয় বাংলা এভিনিউ, নড়িয়া‘ নামকরণ করেছি। স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে জাতীয় স্লোগানের প্রতি শ্রদ্ধা রেখে এ সড়ক উদ্বোধন করা হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতো কাজ করায় সারা দেশে নদীভাঙন কমে এসেছে।

এসএইচ-০৯/১২/২২ (আঞ্চলিক ডেস্ক)

সোমবার থেকে রাশিয়ায় নিষিদ্ধ ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম ও এর মালিক মেটার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে রাশিয়া। ক্ষুব্ধ রাশিয়া এবার ইনস্টাগ্রাম নিষিদ্ধ করার কথাও ভাবছে।

সম্প্রতি মেটার পক্ষ থেকে ফেসবুকের হেট স্পিচ নিয়ে করা নতুন আইনের জবাবে এমন সিদ্ধান্তে এলো রাশিয়া। ইতোমধ্যে মস্কো টুইটারে প্রবেশাধিকার সংরক্ষিত করেছে এবং ফেসবুক ব্লক করেছে।

রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান রস্কমাডজর জানিয়েছে, তারা ব্যাপক জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামে ঢোকার পরিসর কমিয়ে আনছে। তাদের দাবি, অ্যাপটি রাশিয়ার নাগরিকদের এবং সামরিক কর্মকর্তাদের হত্যার প্ররোচনাকে প্রচার করছে।

তারা জানিয়েছে, সোমবার থেকে এই ব্যান কার্যকর হবে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের তাদের ছবি ও ভিডিও সংরক্ষণের সুযোগ দেওয়া এবং ফলোয়ারদের জানানোর জন্য এই সময় পর্যন্ত সুযোগ দেওয়া হয়।

এদিকে মেটার ঊর্ধ্বতন কর্মকর্তা নিক ক্লেগ বলেছেন, এটা একটা বিশেষ সময়ে নেওয়া বিশেষ সিদ্ধান্ত।

শুক্রবার মেটাকে উগ্রপন্থি সংস্থা হিসেবে ঘোষণা করতে আদালতের কাছে আহ্বান জানিয়েছেন রুশ কৌঁসুলি। এ ছাড়াও দেশটিতে ফেসবুকের মূল কোম্পানিকে নিষিদ্ধ করতে আবেদন করা হয়েছে।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মেটা তাদের বিদ্বেষ প্রচারনীতিতে অস্থায়ী পরিবর্তন এনেছে।

নতুন নীতি অনুযায়ী, রাশিয়া, ইউক্রেন ও পোল্যান্ডের মতো দেশগুলোয় পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মৃত্যু কামনাও করা যাবে। অর্থাৎ, সহিংসতা ও উসকানি নীতিতে পরিবর্তন এনে অস্থায়ীভাবে ব্যবহারকারীদের রাশিয়াবিরোধী ঘৃণা প্রচারের সুযোগ দিচ্ছে মেটা।

ইউক্রেনে অভিযান নিয়ে কোনো পোস্ট দিলে সেখানে রাশিয়ার নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার প্রচার করা যাবে। মেটা বলছে, রুশ সেনাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া যাবে। কারণ, তারা রাশিয়ার সামরিক বাহিনীর ছায়া হিসেবে কাজ করছে। কিন্তু যুদ্ধবন্দিদের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে না।

এসএইচ-০৮/১২/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

সাবেক কৃষি কর্মকর্তা একাই মজুত করেন ৫১২ লিটার তেল

বাজারে ভোজ্যতেলের সংকটকে কাজে লাগিয়ে রমজানে বাড়তি লাভের আশায় অবৈধভাবে ৫১২ লিটার তেল মজুত করেন লায়েকুজ্জামান নামের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তা।

ব্যক্তিগতভাবে ৬ দিন ধরে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে রাজধানীর লালমাটিয়ার একটি বাসায় এই পরিমাণ তেল মজুত করেন তিনি।

অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে মজুত করা তেলসহ লায়েকুজ্জামানকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এই কর্মকর্তা লালমাটিয়ার একটি ফ্ল্যাটে থাকেন। এর পাশেই তার শ্বশুরের বাসাটিও তিনি দেখাশোনা করেন। সেই বাসাতেই তিনি বিভিন্ন সময়ে সংগ্রহ করা তেলের মজুত করেন।

লায়েকুজ্জামানকে জিজ্ঞাসাবাদের তথ্য উদ্ধৃত করে বিপ্লব কুমার সরকার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে লায়েকুজ্জামান জানিয়েছেন, বর্তমানে তেলের বাড়তি দামের বিষয়টি মাথায় রেখে রমজানে অতিরিক্ত লাভের আশায় তিনি এত তেল মজুত করেন।’

ডিসি বিপ্লব জানান, লায়েকুজ্জামানের কাছে তেল কেনার রসিদ দেখতে চাইলে তিনি কেবল ৪০ লিটার তেলের রসিদ দেখাতে পেরেছেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ-০৭/১২/২২ (ন্যাশনাল ডেস্ক)

রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়াচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের লাগামহীন মূলবৃদ্ধির পরিস্থিতি এখন দেশটির রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠেছে। বিরোধীদল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করছে।

বিএনপি নেতারা অভিযোগ করেছেন, ভোজ্য তেল, চাল-ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির অস্বাভাবিক পরিস্থিতিকে সরকার স্বীকার করছে না এবং সে কারণে সংকট বাড়ছে।

কমিউনিস্ট পার্টিসহ বামপন্থী কয়েকটি দলের একটি জোট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার’ অভিযোগ তুলে ২৮শে মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে।

তবে সরকার ব্যর্থতার এ অভিযোগ মানতে রাজি নয়।

নিত্য-প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে বিরোধীদল বিএনপি এবার এই ইস্যুতে চুপ থাকেনি।

দলটি পরিস্থিতির সুযোগ নিয়ে মাঠে কর্মসূচি দেয়া অব্যাহত রেখেছে।

বিএনপি এখন ঢাকা এবং জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত সমাবেশ বা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এক সপ্তাহ ধরে।

দলটি দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়কে রাজনৈতিকভাবে দেখছে এবং সেজন্য তারা ব্যর্থতার অভিযোগ তুলেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেলেও রাজনৈতিক চিন্তা থেকে সরকার পরিস্থিতিটাকে স্বীকার করছে না।

“সংকটটাকে স্বীকার না করা-এটা বড় সমস্যা।”

একই সাথে আলমগীর অভিযোগ করেন, ব্যবসায়ীদের যারা বাজারে কৃত্রিম সংকট র্সষ্টি করছে, তাদের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই।

“বাজারে বেশিরভাগ ক্ষেত্রে সিন্ডিকেট তৎপরতা চালাচ্ছে। এই সিন্ডিকেটগুলোর সাথে ক্ষমতাসীন দলের লোকজন জড়িত রয়েছে” বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি মনে করেন, জবাবদিহিতা না থাকায় পরিস্থিতি খারাপ হয়েছে।

বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও এখন দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যুতে সোচ্চার হয়েছে। বামপন্থী দলগুলো বিক্ষোভ বা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

কমিউনিস্ট পার্টি সহ কয়েকটি বামপন্থী দলের একটি জোট হরতালের কর্মসূচিও নিয়েছে।

কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অভিযোগ করেন, পরিস্থিতিটাকে গুরুত্ব না দিয়ে সরকারের মন্ত্রীদের অনেকে এনিয়ে উপহাস করছেন।

“মন্ত্রীদের কেউ বলছেন, জিনিসপত্রের দাম বাড়লে কী হবে-মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আবার কেউ বলছেন, মানুষ না খেয়ে নাই। এ ধরনের উপহাস মন্ত্রীরা করছেন” – বলেন রুহিন হোসেন প্রিন্স।

তিনি উল্লেখ করেন, তাদের বামপন্থী জোট দ্রব্যমূল্য বৃদ্ধির কিছু কারণ চিহ্নিত করেছেন।

প্রথমত: নিত্যপণ্যের চালসহ যে অংশ দেশে উৎপাদিত হয়, এগুলো চাতাল ব্যবসায়ী বা চালকল মালিক বা সিন্ডিকেটের খপ্পরে পড়ে যায়। এরসাথে পরিবহনে চাঁদাবাজিসহ নানা অব্যবস্থাপনার কারণে পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় দাম বৃদ্ধি পায়।

সরকার এটি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন কমিউনিস্ট পার্টির নেতা।

দ্বিতীয় কারণ হিসাবে তিনি উল্লেখ করেন কিছু পণ্যের বাজারে এক শ্রেণির আমদানিকারকের নিয়ন্ত্রণকে। “আমদানি নির্ভর তেল চিনির রাজত্বের মধ্যে আমরা আছি। এক্ষেত্রে কয়েকজন খাদ্য বিধাতা আছেন। তারা যেভাবে বলেন, সেভাবেই দাম নিয়ন্ত্রণ হয়” বলেন রুহিন হোসেন প্রিন্স।

বাজার পরিস্থিতির কারণে দরিদ্র, নিম্ন আয়ের এবং এমনকি মধ্যবিত্তরা যখন অসহায় অবস্থায় রয়েছেন, তখন ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের সরকারি পদক্ষেপ নিয়েও নানা অভিযোগ রয়েছে।

সরকার টিসিবির মাধ্যমে ট্রাকে করে ভোজ্যতেলসহ যে সব পণ্য বিক্রি করছে, সেই ট্রাকগুলোকে ঘিরে অসহায় মানুষের লাইন দীর্ঘ হচ্ছে।

কিন্তু অভিযোগ উঠেছে, এসব ট্রাক থেকে পর্যাপ্ত পণ্য পাওয়া যাচ্ছে না।

বিশ্লেষকরা মনে করেন, পরিস্থিতি যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, তাতে এই বাজার সংকট দেশের রাজনীতিতে একটি বড় ইস্যু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়দা নাসরিন বলেন, “যেহেতু সাধারণ মানুষ ভূক্তভোগী এবং সমাজে দাপটে মধ্যবিত্তকেও আঘাত করছে। সেকারণে এটি বড় আকারে রাজনৈতিক ইস্যু হতে পারে। যদি সরকার এখনই নজর না দেয়” বলেন মিজ নাসরিন।

এদিকে, সরকারের মন্ত্রীদেরও অনেকেই দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যু নিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। তাদের কেউ এমন অভিযোগও তুলেছেন যে, বিএনপি সমর্থক ব্যবসায়ীদের একটা চক্র নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।

তবে সরকার এবং আওয়ামী লীগের অনেকে মনে করেন, সাধারণ মানুষের মদ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, সে বিষয়টিও বিবেচনা করা উচিত।

সিনিয়র মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড: আব্দুর রাজ্জাক বলেছেন, তারা সমস্যাটিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।

তিনি উল্লেখ করেন, “আন্তর্জাতিক বাজারের দাম অনেক বেড়ে যাওয়ায়, এবার কৃষিপণ্য সার এর জন্য ২৮ হাজার কোটি টাকা ভর্তূকি সরকারকে দিতে হচ্ছে। এই ভর্তূকির পরিমাণ এতদিন সাত থেকে আট হাজার কোটি টাকা ছিল। সারে ভর্তূকির কারণে অনেক নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আছে।”

তবে বিভিন্ন রাজনৈতিক দল সরকারের ব্যর্থতা বা সিন্ডিকেটের তৎপরতার যে সব অভিযোগ করেছে. মন্ত্রী ড: রাজ্জাক এসব অভিযোগ নাকচ করে দেন।

তিনি বলেন, “কোন সিন্ডিকেট নেই।”

তিনি মনে করেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে অল্প সময়ের মধ্যে বাজার নিয়ন্ত্রণে আসবে।

কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো তাতে সন্দেহ প্রকাশ করছে।

এসএইচ-০৬/১২/২২ (কাদির কল্লোল, বিবিসি)

অবশেষে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব

কয়েদিন আগেই বোর্ডকে জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকছেন না সাকিব। তাই দেশ যখন আফ্রিকায় উড়াল দিয়েছে, তার আগেই সাকিব আরব আমিরাতে উড়াল দিয়েছিলেন। তবে গত বৃহস্পতিবার  দেশে ফিরে শনিবার বোর্ডের সঙ্গে বৈঠক শেষে নতুন সিদ্ধান্তে এসেছেন সাকিব। ৩০ এপ্রিল পর্যন্ত বোর্ড তাকে ছুটিতে পাঠালেও দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন তিনি।

সাকিব আগেই জানিয়েছিলেন, নিয়মিত তিন ফরম্যাটে খেলতে চান না। তারপরও সাকিবকে তিন ফরম্যাটেই কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শনিবার বোর্ডের সঙ্গে বৈঠক শেষে জানা গেল, সাকিব বেশ কিছুদিন ধরে মানসিকভাবে সুস্থ নন। তাই তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে প্রথমে রাজি ছিলেন না।

তবে সাকিবের সঙ্গে বোর্ডের মিটিং শেষে নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে যাচ্ছেন সাকিব। আগামীকাল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

সাংবাদমাধ্যমকে পাপন জানান, ‘সে (সাকিব) দক্ষিণ আফ্রিকায় তিন ফরম্যাটের জন্যই এভেইলেবল। সে কাল যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। যদি সেখানে গিয়ে সে বিশ্রাম নিতে চায় তা নেবে। তবে সে দক্ষিণ আফ্রিকার সিরিজে থাকছে এটা নিশ্চিত।’

এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল শুক্রবারও। শনিবারও কথা হয়েছে। আমরা পুরো বছরের প্ল্যানটা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি (চুক্তিতে), তিনটা ফরম্যাটেই অ্যাভেইলেবল থাকব। বোর্ড ডিসাইড করবে আমার কখন খেলা দরকার আর কখন বিশ্রাম নেওয়া দরকার। সেটা এ দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। এই সিরিজেও আমি থাকব।’

রোববার রাতে সাকিব দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন। প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। সাকিব দুই সিরিজেই খেলবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে বিশ্রামের প্রয়োজন হলে সবগুলো ম্যাচ না-ও খেলতে পারেন।

দক্ষিণ আফ্রিকা সফরে ১৮ মার্চ থেকে শুরু হবে প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে ২০ আর ২৩ মার্চ। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে।

এসএইচ-০৫/১২/২২ (স্পোর্টস ডেস্ক)

গাছে বেঁধে নির্যাতনের পর যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

রংপুরে রাস্তা নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবককে হত্যার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

নগরীর বাহারকাছনা এলাকায় বাড়ির পাশের রাস্তা নিয়ে শাহজাহানের সঙ্গে প্রতিবেশী আজিজুলের বিরোধ চলছিল অনেক দিন ধরেই। এর জেরে শুক্রবার রাতে দুপক্ষের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে আজিজুলের লোকজন শাহজাহানের ছেলে আশরাফুল ও সিয়ামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

স্থানীয়রা জানান, গুরুতর অবস্থায় তাদের রংপুর মেডিকেলে নেওয়ার পথে মারা যান আশরাফুল। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত ছোট ভাই সিয়াম।

হাসপাতালে চিকিৎসাধীন সিয়াম জানান, বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে দীর্ঘক্ষণ ধরে তার বড় ভাই আশরাফুলকে গাছের সঙ্গে বেঁধে তারা নির্যাতন করে। বড় ভাইয়ের আর্তনাদে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

শনিবার দুপুরে রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগে নিহত আশরাফুলের ময়নাতদন্ত হচ্ছিল। বিকেলের আগেই মরদেহ হস্তান্তরের কথা।

এ ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হলে রাতেই আজিজুলের দুই ছেলেসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। মহানগর পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএইচ-০৪/১২/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)

নায়িকা আইরিন উধাও!

সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০০৮ সালে শোবিজে পা রাখেন আইরিন সুলতানা। মডেল থেকে চিত্রনায়িকা বনে গিয়েছিলেন তিনি। দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ দিয়ে ঢালিউড ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর অভিনয় করেছেন কয়েক ডজন সিনেমায়।

নতুন খবর হলো, এ নায়িকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই নেটওয়ার্কের বাইরে চলে গেছেন তিনি। দূরে আছেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও। কিন্তু হঠাৎ কোথায় হারিয়ে গেলেন আইরিন? এ প্রশ্ন অনেকের মনে।

ফিল্মপাড়ার অনেকে মনে করছেন, আইরিন উধাও হয়ে গেছেন! এর সত্যতা অবশ্য খানিকটা পাওয়া গেল। নায়িকার ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে।

নায়িকাদের ‘উধাও’ হওয়া ঢালিউডে নতুন কিছু নয়। অপু বিশ্বাস থেকে বুবলী, অনেক নায়িকাই বিভিন্ন সময় বিভিন্ন কারণে ‘উধাও’ হয়েছেন। কেউ কেউ আবার ফিরে এসেছেন। জানিয়েছেন, তাদের নেটওয়ার্কের বাইরে যাওয়ার কারণ।

চিত্রনায়িকা পপি তো লম্বা সময় ধরে নেটওয়াকের বাইরে। তার কোনো খোঁজ পাচ্ছেন না কেউ, তবে শিল্পী সমিতির নির্বাচনের আগে হঠাৎ করেই নিজের অবস্থান জানান দিয়েছিলেন পপি। ভিডিওবার্তায় প্রকাশ করেছিলেন কিছু তথ্য।

‘উধাও’ হওয়া নায়িকার খাতায় নাম লিখিয়েছেন আইরিন। সিনেমাপাড়ার মানুষদের সঙ্গে যোগাযোগ রাখছেন না তিনি। এমনকি শিল্পী সমিতির নির্বাচনেও দেখা মেলেনি এ নায়িকার। সবশেষ তিনি অভিনয় করেছেন জুলফিকার জাহেদীর ‘কাগজ’ সিনেমায়।

আইরিনের খবর জানতে যোগাযোগ করা হয়েছিল এ নির্মাতার সঙ্গে। তিনি জানান, অনেক আগে নায়িকার সঙ্গে তার সবশেষ কথা হয়েছে। তার সিনেমার ডাবিং শেষ করেছেন। তারপর থেকে আইরিনের সঙ্গে যোগাযোগ নেই তার।

সবশেষ ২০২১ সালের ৫ সেপ্টেম্বর নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আইরিন। তার জন্মদিনে যারা শুভেচ্ছা পাঠিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করে ছিল সেই পোস্ট।

এসএইচ-০৩/১২/২২ (বিনোদন ডেস্ক)

সাকিবের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত আসছে

সাকিব আগেই জানিয়েছিলেন নিয়মিত তিন ফরম্যাটে খেলতে চান না। তারপরও সাকিবকে তিন ফরম্যাটেই কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তিনি কি তিন ফরম্যাটে খেলবেন? সে জন্যই আজ পাপনের সঙ্গে বৈঠকে বসেছেন সাকিব। তাদের সঙ্গে আছেন বোর্ডের পরিচালকরাও।

গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এক মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের কাজ সেরে দেশে ফিরে অবশ্য সাংবাদিকদের এড়িয়ে গেছেন সাকিব। আজ অবশ্য বোর্ডের সঙ্গে বসেছেন তিনি। যেখানে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তার সঙ্গে বৈঠকে রয়েছেন সাজ্জাদুল আলম ববি, ইসমাইল হায়দার মল্লিক ও তানভীর আহমেদ টিটু। এ ছাড়াও ডিসিপ্লিনারি কমিটির ভাইস চেয়ারম্যানও এসেছেন বৈঠকে।

ভবিষ্যতে সাকিব কোন ফরম্যাটে খেলতে চান আর কোনটিতে খেলতে চান না, তা নিয়েই জানতে চায় বোর্ড। এদিকে শুক্রবার সাকিবকে তিন ফরম্যাটে রাখার কারণ জানিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক মিনহাজুল নান্নু।

তিনি বলেছেন, ‘এ বছর আমাদের অনেক খেলা আছে। আগামী এক বছর আমরা সাকিবের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স চাচ্ছি। ২০২২ সালে আমাদের অনেক খেলোয়াড় লাগবে। সেরা খেলোয়াড়কে আমরা সবসময়ই তিন ফরম্যাটে চাই। আশা করছি, রিফ্রেশ হয়ে ফিরে এসে সাকিব তিন ফরম্যাটেই খেলবে।’

এদিকে সাকিব বিশ্রাম চাইলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন খেপে যান। প্রিয় শিষ্যের এমন আচরণে চটেন বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। তিনি বলেছিলেন, বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে এমনটা করতে পারেন না কোনো খেলোয়াড়ই। তাই খেলতে না চাইলে অবসর নাও।

এসএইচ-০২/১২/২২ (স্পোর্টস ডেস্ক)