সন্ধ্যা ৬:৩৩
শনিবার
২০ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
৭ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১১ ই শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

সব দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়ছে না শিক্ষার্থীরা

ইতিমধ্যে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। তবে এরপরও সড়কে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নিরাপদ সড়কের জন্য দেওয়া ৯ দফা দাবির বাকিগুলো মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে।

মঙ্গলবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ ঘোষণা দেন, কাল বুধবার থেকে বেসরকারি মালিকানাধীন বাসে অর্ধেক ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা। এরপর ধানমন্ডিতে রাপা প্লাজার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভরত শিক্ষার্থীদের বিষয়টি জানায় পুলিশ।

এর জবাবে শিক্ষার্থীরা বলেন, নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবির একটি অর্ধেক ভাড়া কার্যকর করা। বাকি দাবিগুলোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাকি দাবিগুলো মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুবাইয়াত জামান বলেন, পুলিশের পক্ষ থেকে অন্তত জনদুর্ভোগের কথা বিবেচনা করে সড়কের একটি লেন ছেড়ে দিতে শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সহনশীল ও মানবিক আচরণ করতে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। অন্যান্য দিন কাগজপত্র দেখে যান চলাচল করতে দিলেও আজ শিক্ষার্থীরা কোনো গাড়িই চলাচল করতে দিচ্ছিলেন না। এতে মিরপুর সড়কে তীব্র যানজট দেখা দেয়। এরপর পুলিশ শিক্ষার্থীদের অন্তত একটি লেনে গাড়ি চলাচল করতে দেওয়ার অনুরোধ করে।

পুলিশের অনুরোধের পর শিক্ষার্থীরা কাগজপত্র যাচাই করে একটি লেনে গাড়ি চলতে দিচ্ছে। তবে সড়কে গাড়ি আটক করে কাগজপত্র যাচাই ও অল্পসংখ্যক গাড়ি চলাচল করতে দেওয়ায় সড়কে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে।

এদিকে শিক্ষার্থীদের দাবিগুলো ছিল, নাঈমসহ সড়ক দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর ঘটনায় মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা; নাঈমসহ দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ প্রদান; দুর্ঘটনায় আহত সব যাত্রী ও পরিবহনশ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা; ঢাকাসহ সারা দেশে সড়ক, নৌ ও রেলপথে ভাড়ায় শিক্ষার্থীদের হাফ পাস প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিশ্চিত করা; বৈধ-অবৈধ যানবাহনের চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনা ও বিআরটিএর সব কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং জবাবদিহি নিশ্চিত করা; সারা দেশে ট্রাফিক ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় ও আধুনিক এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা; গণপরিবহনে নারীর প্রতি যৌন হয়রানি ও সহিংসতা বন্ধ করা; জনসাধারণের জন্য ফুটপাত, পদচারী–সেতুসহ নিরাপদ চলাচল ব্যবস্থা নিশ্চিত করা; পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং নির্মাণ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা।

এসএইচ-০৯/৩০/২১ (ন্যাশনাল ডেস্ক)

ভার‌তের লাল তা‌লিকা থেকে বাংলাদেশ বাদ : পররাষ্ট্রমন্ত্রী

ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার এক বার্তায় এই তথ্য জানান তিনি।

এর আগে গত রোববার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মহারাষ্ট্রে ফিরে আসা এক ব্যক্তি করোনাভাইরাস পজিটিভ হন।

আর এরপরই ভারত সরকার বাংলাদেশসহ প্রায় অনেকগুলো দেশকে ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করার বিষয়ে নির্দেশিকা জারি করে।

তবে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর হালনাগাদ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের নাম। আজ ৩০ নভেম্বর নতুন তালিকা দিয়েছে ভারত।

বিশ্বব্যাপী সরকারগুলো নতুন ওমিক্রন নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। সেই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরও (ডিজিএইচএস) রোববার ভেরিয়েন্ট নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য একটি নির্দেশিকা ঘোষণা করেছে।

এসএইচ-০৮/৩০/২১ (ন্যাশনাল ডেস্ক)

আইপিএল থেকে বাদ পড়লেন সাকিব ও মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব দলের রিটেনশন লিস্ট চূড়ান্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়েলস তাদের লিস্ট চূড়ান্ত করেছে।

এই প্রক্রিয়ায় দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। মোট চারজনকে ধরে রাখছে কেকেআর। অপরদিকে রাজস্থান রয়েলস রাখছে শুধু একজনকে।

নিয়ম অনুযায়ী শুধুমাত্র চারজন ক্রিকেটারকেই রাখতে পারবে যেকোনো ফ্র্যাঞ্চাইজি। এই চারজনের মধ্যে সর্বাধিক দুজন বিদেশি ক্রিকেটার হতে পারবে। নাইট শিবির সেই নিয়মে দুজন ভারতীয় এবং দুজন বিদেশি ক্রিকেটারকে ধরে রাখছে।

২০২১ আইপিএলে দ্বিতীয় পর্যায়ে নাইটদের নায়ক ভেঙ্কটেশ আইয়ার প্রথম পছন্দ হিসেবে দলে থাকছেন। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের এই অলরাউন্ডার ভারতীয় জার্সিতে অভিষেক ঘটিয়ে ফেলেছেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে কেকেআর রাখছে বরুণ চক্রবর্তীকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেভাবে দাগ কাটতে না পারলেও মিস্ট্রি স্পিনারকে রাখছে কিং খানের দল। বিদেশি ক্রিকেটার হিসেবে থাকছেন ক্যারিবিয়ান দুই তারকা। আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। এদিকে রাজস্থান রয়েলস তাদের অধিনায়ক সানজু স্যামসনকে রেখেছেন। বাকি সবাইকে ছেড়ে দিয়েছেন।

এসএইচ-০৭/৩০/২১ (স্পোর্টস ডেস্ক)

দেড় বছর ধরে মর্গে পচছে করোনারোগীর মরদেহ

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর প্রায় দেড় বছর পর একটি পরিবার জানতে পেরেছে, তাদের স্বজনের মরদেহ সৎকার হয়নি বরং তা হাসপাতালের মর্গে পচছে। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর পর রোগীর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার বদলে নিজেরাই সৎকার করেছে ভারতের প্রশাসন।

গত বছর জুলাই মাসে ৪০ বছরের দুর্গা সুমিতা এবং ৫০ বছরের মণিরাজু কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সে সময় কোভিড আক্রান্তের সংখ্যা অনেক বেশি থাকায় হাসপাতালে মিলছিল না শয্যা। অনেক হাসপাতাল ঘোরার পর তারা ভর্তি হয়েছিলেন বেঙ্গালুরুর রাজাজিনগরে অবস্থিত ইএসআই হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাদের।

সরকারি নিয়ম অনুযায়ী সে সময় বেঙ্গালুরু মহানগর পালিকা (বিবিএমপি) এবং হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদের মরদেহ তাদের দেয়নি বলে জানান দুর্গার পরিবারের লোকেরা। কোভিড সংক্রমণের ভয় থাকায় দেহ সৎকার করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল হাসপাতালের তরফে।

এই ঘটনার পর প্রায় দেড় বছর পেরিয়ে গিয়েছে। সম্প্রতি দুর্গার আত্মীয়রা ফোন পেয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। সেখানে তখন জানানো হয়েছে দুর্গা এবং মণিরাজুর দেহ সৎকার হয়নি। মৃত্যুর পর থেকে তা মর্গেই রয়েছে।

দুর্গার বোন সুজাতা বলেছেন, ‘গত বছর দুর্গার কোভিড হয়েছিল। আমরা অনেক খুঁজেও হাসপাতাল খালি পাইনি। কেবলমাত্র ইএসআই হাসপাতালে খালি শয্যা ছিল। সেখানে ভর্তির চার দিন পর মৃত্যু হয় তার।’’

তিনি বলেছেন, ‘করোনায় মৃত্যু হওয়ায় আমাদের মরদেহ দেওয়া হয়নি। বিবিএমপি-র পক্ষ থেকে তখন আমরা ফোন পেয়েছিলাম। বলা হয়েছিল দেহের সৎকার হয়ে গিয়েছে। তিন দিন আগে ফোনে আমাদের জানানো হয়, দেহ মর্গে রয়েছে এবং তা পচে যাচ্ছে। আমার ভয় করছে। বুঝতে পারছি না এটা ঠিক না ভুল।’

মণিরাজুর ছেলে সতীশও ফোন পেয়ে চমকে গিয়েছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

এসএইচ-০৬/৩০/২১ (অনলাইন ডেস্ক)

বিপাকে প্রবাসী রেস্তোরাঁ ব্যবসায়ীরা

মালয়েশিয়ায় করোনার কারণে দীর্ঘদিন রেস্তোরাঁ ব্যবসায় ব্যাপক ধস দেখা দেওয়ার পর বিপাকে পড়েছিলেন প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীরা।

বিধিনিষেধ উঠে যাওয়ায় লোকসান কাটিয়ে উঠতে শুরু করেছেন ব্যবসায়ীরা। ক্ষতি কাটিয়ে ভালোভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যশা তাদের।

মালয়েশিয়ায় সরগরম হচ্ছে প্রবাসী বাংলাদেশীদের হোটেল-রেস্তোঁরা। বাড়ছে ভিড়। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মালিকরা।

করোনার কারণে দীর্ঘদিনের লকডাউনে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায় ব্যাপক ধস নেমেছিল। বিপাকে পড়েন এ খাতের ব্যবসায়ীরা। কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ায় ঘুরে দাঁড়াচ্ছে বিপুল কর্মসংস্থানের এই খাত।

মালয়েশিয়ায় হোটেল-রেস্তোরাঁ ব্যবসায় জড়িতদের বড় একটি অংশই বাংলাদেশি। এ খাতে কাজ করছেন অন্তত১০ হাজার বাংলাদেশি। রাজধানী কুয়ালালামপুরের ছোট-বড় প্রতিটি হোটেল-রেস্তোরাঁয় বেচাকেনা চলছে বেশ। দ্রুতই ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের।

দেশটিতে বিভিন্ন আইনি জটিলতায় প্রায় দেড় শতাধিক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ হলেও অনেকে আবার নতুন করে শুরু করেছেন হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা। আর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনাসহ নানাভাবে সহযোগিতা করছে মালয়েশিয়া সরকার।

এসএইচ-০৫/৩০/২১ (প্রবাস ডেস্ক)

কুবি স্নাতক ভর্তির আবেদনের সময় ৫ দিন বাড়িয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির আবেদনের সময়সীমা পাঁচ দিন বাড়ানো হয়েছে। কারিগরি ত্রুটির কারণে এ সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভা শেষে সময় নিউজকে সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

অধ্যাপক তাহের বলেন, ভর্তির আবেদনের ক্ষেত্রে সার্ভার সমস্যা থাকার কারণে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেনি। তাদের বিষয় বিবেচনা করে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

উল্লেখ্য, এর আগে ভর্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের বিড়ম্বনা সম্পর্কে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে গত ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সঙ্গে জরুরি ভিত্তিতে সভা করেন উপাচার্য ড. এমরান কবির চৌধুরী। সভায় দ্রুতসময়ে কারিগরি ত্রুটি সমাধানের নির্দেশ দেন উপাচার্য।

এরপর জরুরি ভিত্তিতে পুরনো সার্ভার পরিবর্তন করে এক মাসের জন্য ডেডিকেটেড সার্ভার কিনে টেকনিক্যাল কমিটি। এজন্য প্রায় এক দিন সম্পূর্ণ বন্ধ থাকে আবেদন প্রক্রিয়া। পরবর্তীতে নতুন সার্ভারে ‘ডাটা ইন্ট্রিগেশন’র পর গতকাল রাত ৯টায় আবার সচল হয় স্নাতকে ভর্তির আবেদনের ওয়েবসাইট।

এসএইচ-০৪/৩০/২১ (শিক্ষা ডেস্ক)

ব্যালন ডি’অর পেয়ে যা বললেন মেসি

২০২০ সালের ব্যালন ডি’অর করোনার কারণে বাতিল করা হয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস! সে বছর ফুটবল বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক এই পুরস্কারটির জন্য সবচেয়ে যোগ্য ছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেওয়ানডোস্কি।

এদিকে, রেকর্ড সপ্তমবার ব্যালন ডি’অর জেতা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটে দাঁড়িয়ে সে কথাই বললেন। ক্ষুদে এই ফুটবল জাদুকর প্রত্যাশা করছেন গত বছরের পুরস্কারটি যেন দেওয়া হয় লেওয়ানডস্কিকে।

লেওয়ানডোস্কি, জর্জিনহো এবং করিম বেনজেমার মতো আলোচনায় থাকা তারকাদের পেছনে ফেলে রেকর্ড সংখ্যক ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। এ বছরের আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ এবং ২০১৯ সালে পুরস্কারটি জিতেছিলেন তিনি।

কিন্তু গেল বছর পারফরম্যান্সের বিচারে মেসি এবং অন্যদের এগিয়ে ছিলেন লেওয়ানডোস্কি। বায়ার্ন মিউনিখের হয়ে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, জার্মান কাপসহ ট্রেবল জয়ের অনন্য কীর্তি গড়েন। এছাড়া বু্ন্দেসলিগায় সেরা গোলদাতা হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি।

আর তাই করোনার পেটে যাওয়া বছরটিতে ব্যালন ডি’অরের জন্য লেভাকে সবচেয়ে যোগ্য মনে করে মেসি বলেন, ‘আমি রবার্টকে কিছু বলতে চাই। ওর সঙ্গে লড়াইয়ে থাকা ছিল দারুণ সম্মানের ব্যাপার। সবাই জানে এবং আমরা সবাই মানি গত বছর সে সেরা খেলোয়াড় ছিল। আমার মনে হয় ফ্রান্স ফুটবল তাকে ২০২০ সালের জন্য এই পুরস্কার দিতে পারে।

এরপর লেওয়ানডোস্কিকে উদ্দেশ্য করে মেসি বলেন, ‘তুমি ব্যালন ডি’অরের প্রাপ্য। আমি বিশ্বাস করি তোমার বাড়িতেও এটা থাকা উচিত।’

গত দুই মৌসুম ধরে ক্লাব এবং জাতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করেও ব্যালন ডি’অর না পাওয়ায় কষ্ট পেতেই পারেন লেওয়ানডোস্কি। তবে এই কষ্টের মধ্যেও কিছুটা হাসি ফুটেছে পোলিশ এই তারকার। বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার জেতেন তিনি।

২০২০ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছিলেন লেওয়ানডোস্কি। এদিকে, বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতেছে চেলসি। আর ইয়াসিন ট্রফি গেছে পিএসজির ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার হাতে। ইতালির হয়ে ইউরো জেতার পাশাপাশি এসি মিলানে নিজের সর্বশেষ মৌসুমেও সিরি আ সেরা গোলকিপারের পুরস্কার জেতেন তিনি।

মেয়েদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ জেতানো স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেল্লাস। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন বার্সেলোনার ১৯ বছর বয়সী মিডফিল্ডার পেদ্রি।

এসএইচ-০৩/৩০/২১ (স্পোর্টস ডেস্ক)

শিক্ষার্থীদের দাবি মেনে নিলেন বাস মালিকরা

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস ( অর্ধেক ভাড়া) দাবি মেনে নিয়েছেন পরিবহন মালিকরা। এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।

তিনি বলেন, ভ্রমণকালে বিআরটিসি বাসের মতোই ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।

বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে। তবে ব্যক্তি মালিকানাধীন বাসে এ সুবিধা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৮টা পর্যন্ত।

এছাড়াও ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকায় সীমাবদ্ধ, অন্যান্য জেলার জন্য নয় বলে জানিয়েছেন খন্দকার এনায়েত উল্যাহ।

এসএইচ-০২/৩০/২১ (ন্যাশনাল ডেস্ক)

বাংলাদেশের হারে এগিয়ে গেল পাকিস্তান

শেষ পর্যন্ত পঞ্চম দিনে কোন চমক দেখাতে পারল না বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের দেয়া ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। তবে দিনের শুরুতেই সাফল্যের দেখা পায় তাইজুল এবং মিরাজ। এই জয়ের ফলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচন হয়েছেন আবিদ আলি।

মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে অর্ধশতকের দেখা পেয়েছেন দুই ওপেনার আবিদ আলি এবং আব্দুল্লাহ শফিক। ৯১ রান করে তাইজুলের বলে এলবিডব্লিউ হন তিনি। ফলে সেঞ্চুরির আক্ষেপ রয়ে গেল তার।

এর আগে লিটন দাস ব্যাটিংয়ে থাকতেই দুইশ পেরিয়ে যায় বাংলাদেশের লিড। সবচেয়ে সফল এই ব্যাটার আউট হওয়ার পর স্কোরবোর্ডে আর একটি রানও যোগ করতে পারেনি বাকি ব্যাটাররা। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫ রানের মাথায় চারটি উইকেট পড়ে যাওয়ার পর দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন লিটন-রাব্বিরা। তবে তারাও বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি।

প্রথম ইনিংসে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিপদে দলের হাল ধরেছিলেন, দ্বিতীয় ইনিংসেও কার্যকর ইনিংস খেলেছেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনে (২৯ নভেম্বর) ব্যাট করতে নেমে ফিফটির দেখা পেয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। রাউন্ড দ্য উইকেট থেকে আসা শাহিনের বলে এলবিডব্লু হয়ে গেছেন। রিভিউ নিয়েছিলেন, কিন্তু তাতে বাঁচতে পারেননি। সাজঘরে ফেরার আগে তবুও জ্বলজ্বল করছিল তার ৮৯ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংসটা।

এদিকে বিপর্যয় কাটিয়ে প্রথমে ইয়াসির আলী রাব্বির মহামূল্যবান ৩৬ রানের ইনিংস এবং লিটনের ৫৯ রান ছাড়া আর কোনো ব্যাটারের উল্লেখযোগ্য অবদান নেই।

এর আগে দ্বিতীয় সেশনে লিটনকে সঙ্গ দেওয়া কনকাশন খেলোয়াড় নুরুল হাসান সোহান ভালো শুরু পেয়েও সাজিদ খানের বলে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। আউট হওয়ার আগে ৩৩ বলে করেছিলেন ১৫ রান। এছাড়া শেষ দিকে ব্যাট করতে নামা তাইজুল এবং আবু জায়েদ রাহী কোনো রান না করেই ফিরে গেছেন।

চতুর্থ দিনের শুরুতে মুশফিক আউট হয়ে যাওয়ার পরেও বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু ইয়াসিরের ইনজুরি এবং হাসপাতালে ভর্তি হওয়ার খবরে চট্টগ্রামের সাগরিকার পাড়ে যেন অন্ধকার নেমে আসে। চাপা আতঙ্ক আর উদ্বেগ টিম ডাগ আউটে।

এর আগে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুমিনুলরা। টপ অর্ডারের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৯ রান যোগ করতেই চার চারটি উইকেট হারায় টিম টাইগার্স। চতুর্থ দিনে সোমবার বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ভর করছিল অভিজ্ঞ টাইগার সদস্য মুশফিকের ওপর। দিনের প্রথম ওভারের প্রথম বলেই হাসান আলিকে বাউন্ডারি মেরে দাপুটে শুরুও পেয়েছিলেন তিনি। কিন্তু তৃতীয় বলেই বোল্ড হন মুশি। সমর্থকদের হতাশা বাড়িয়ে ৩৩ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে গেছেন তিনি।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার শাহিন শাহ আফ্রিদি। ১৫ ওভার বল করে ৩২ রান দিয়ে মূল্যবান ৫টি উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া সাজিদ খান ৩টি এবং হাসান আলী ২টি করে উইকেট লাভ করেন।

এসএইচ-০১/৩০/২১ (স্পোর্টস ডেস্ক)

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন লিন্ডসে লোহান

জনপ্রিয় হলিউড তারকা ও সংগীতশিল্পী লিন্ডসে লোহান তার প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন। দুই বছর প্রেম করার পর বাদের শাম্মাসের সঙ্গেই আংটি বদল করেন তিনি।

রোববার লিন্ডসে তার ইনস্টাগ্রাম একাউন্টে নিজেই এই সুখবর তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘আমার ভালোবাসা। আমার জীবন। আমার পরিবার। আমার ভবিষ্যৎ।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, লিন্ডসের হবু বর বাদের পেশায় একজন অর্থ ব্যবস্থাপক। দুবাইভিত্তিক একটি আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করেন।

দুই বছর আগে থেকেই লিন্ডসে লোহান ও বাদের প্রেম করেন বলে জানা যায়। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে তাদের প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুবাইয়ের একটি মিউজিক ফেস্টিভ্যালে। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। গুঞ্জনকে শেষ পর্যন্ত সত্যিতে পরিণত করলো এই দুই লাভ বার্ড।

লিন্ডসে লোহানের জন্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন ছোটবেলা থেকেই। বড় হয়ে তিনি অভিনয় করেছেন ‘মিন গার্লস’, ‘দ্য প্যারেন্ট ট্র্যাপ’, ‘ফ্রিকি ফ্রাইডে’, ‘জাস্ট মাই লাক’, ‘দ্য ক্যানিয়নস’ ইত্যাদি সিনেমায়।

এসএইচ-৩২/২৯/২১ (বিনোদন ডেস্ক)