দুপুর ২:৫৩
শনিবার
২০ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
৭ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১১ ই শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

খুলে দেওয়া হচ্ছে থাইল্যান্ডের পর্যটনকেন্দ্রগুলো

অবশেষে ১৮ মাস পরে খুলে দেওয়া হচ্ছে থাইল্যান্ডের পর্যটনকেন্দ্রগুলো। ইতোমধ্যে যারা দুই ডোজ টিকা নিয়েছে এমন ৬০টি দেশ থেকে পর্যটকরা থাইল্যান্ডে আসতে পারবে বলে জানিয়েছে দেশটির সরকার।

নিষেধাজ্ঞা তুলে দেওয়ার প্রথম দিনেই সোমবার ১০ হাজার ভ্রমণপিপাসু পর্যটকের থাইল্যান্ড পৌঁছানোর কথা রয়েছে। থাইল্যান্ডে চলতি বছরের থেকে পর্যটক সংখ্যা দেড় কোটি বৃদ্ধি পাবে বলে ধারণা করা যাচ্ছে। এতে করে পর্যটন খাতে দেশটির আয় দাঁড়াবে ৩০ বিলিয়ন ডলার। যদিও এখন পর্যন্ত বিশ্বে মাত্র ৪২ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতাভুক্ত হয়েছে তারপরেও পর্যটনখাত সংশ্লিষ্ট দেশগুলো ইতোমধ্যে পর্যটকদের জন্য তাদের দরজা খুলে দিতে শুরু করেছে।

এখনো প্রতিদিন থাইল্যান্ডে প্রায় ১০ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। দেশটির ট্যুরিস্ট গাইড চাইয়াগোরং বুনিয়াপাং এক সাক্ষাৎকারে বলেন, ”দুই বছর ধরে আমাদের ব্যবসা-বাণিজ্য সব বন্ধ হয়ে আছে। এখন আমরা আশার আলো দেখতে শুরু করেছি। যদিও আমরা জানি না সবকিছু পুরোপুরি কীভাবে ঠিক হবে। তবে আমরা আশাবাদী।”

করোনাভাইরাস পূর্ববর্তী সময়ে থাইল্যান্ড প্রতিবছর প্রায় ৪০ মিলিয়ন পর্যটকদের পদচারণায় মুখরিত হতো। গত দুই বছরে এই সংখ্যা ৮০ শতাংশের নিচে নেমে এসেছে। ইতোমধ্যে ব্যাংকক এবং ফুকেটের এয়ারপোর্টগুলোতে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। এদের সিংহভাগই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় দেশগুলি থেকে আগত।

থাইল্যান্ডের সরকার আশা করছে ২০২৩ সালের ভেতরে দেশটি অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সক্ষম হবে। যদিও দেশটি অর্থনৈতিক বিশ্লেষকরা অর্থনৈতিক সংকটের জন্য চীনের সীমান্ত বন্ধ রাখাকে দুষছে। মহামারির আগে থাইল্যান্ডে সব থেকে বেশি পর্যটক আসতো চীন থেকে। ২০১৯ সালের চীন থেকে প্রায় ১২ মিলিয়ন পর্যটক থাইল্যান্ডে আসে যা দেশটির অর্থনীতির জন্য ইতিবাচক।

উইয়ান শ্রিয়াসরি ব্যাংককের একজন হোটেল মালিক। তিনি বলেন, “আমার মনে হয় না আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারব। পর্যটকদের আনাগোনায় আবারও নতুন করে করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে বলে আমার শঙ্কা হচ্ছে। তখন আবার লকডাউনের মতো অবস্থায় ফিরে যেতে হবে আমাদের। আমি নিশ্চিত না, আমরা হয়তো এত জলদি আগের অবস্থায় ফিরে যেতে পারব না।”

একসময়ের জনবহুল পর্যটনকেন্দ্র ফুকেট করোনাসংক্রমণের সময়ে একরকমের জনশূন্য হয়ে পড়ে। ফুকেটের একজন জুস ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায় করোনাপূর্ববর্তী সময়ে ২০১৯ সালে প্রতিদিন তাদের ১৫০ ডলারের মতো জুস বিক্রি হতো। এখন সেই আয় নেমে এসেছে মাত্র ৩০ ডলারে।

তবে ধারণা করা যাচ্ছে, থাইল্যান্ড স্বাস্থ্যবিধি এবং পর্যটন খাত দুটি পাশাপাশি সামলাতে পারলে অচিরেই তাদের সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।

এসএইচ-০৭/০১/২১ (আন্তর্জাতিক ডেস্ক)

পাকিস্তানের বিপক্ষে দলে ফিরছেন তামিম

দীর্ঘদিন ধরে মাঠের বাইরে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে এবার তাকে নিয়ে পাওয়া গেল সুখবর। বিশ্বকাপের পর আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজেই দলে দেখা যাবে তাকে।

যদিও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে পাওয়া যাবে না। দেশসেরা ওপেনারের চোখ আপাতত টেস্ট সিরিজে। এর আগে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে মাঠে ফিরবেন তিনি। এরপরই পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাদা পোশাকে দেখা যাবে তাকে।

বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, এই সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্ব শুরু করবে লাল-সবুজ জার্সিধারীরা। এর আগে ২০১৫ সালে সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। এরপর আর বাংলাদেশে আসা হয়নি তাদের।

জানা গেছে, এবার বাংলাদেশে এসে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নভেম্বরে বাংলাদেশে আসবে পাকিস্তান।

টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ১৯ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরের দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

টি-টোয়েন্টি শেষে দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এদিকে, অনেক দিন টি-টোয়েন্টি না খেলায় নতুনদের জায়গা করে দিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটো সিরিজেও ছিলেন না তিনি।

তবে চোট কাটিয়ে কদিন আগে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলেছিলেন। যদিও তেমন পারফর্ম করতে পারেননি। এ ছাড়া জানা গেছে, নেপালে গিয়ে নতুন করে আবারও আঙুলে ফ্রাকচার হয়েছে তার।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে তামিম বলেন, ‘আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে ৭ নভেম্বর থেকে স্পিনের বিপক্ষে অনুশীলনের পরামর্শ দিয়েছেন। এখন আমি এনসিএলের পঞ্চম রাউন্ড দিয়ে মাঠে ফেরার কথা ভাবছি। আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে উঠিনি আমি। তবে আমি পুনর্বাসনের তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছি। অনুশীলনে ফেরার আগে আরও এক সপ্তাহ সময় আছে আমার হাতে।’

এসএইচ-০৬/০১/২১ (স্পোর্টস ডেস্ক)

স্ত্রীকে ছাড়বেন, তবু গোঁফ কাটবেন না

স্বামীর আশঙ্কা ঘুমের মধ্যে হয়তো স্ত্রী কেটে দিতে পারেন তার সাধের গোঁফখানা। বাড়িতে তাই কাঁচি প্রবেশ ‘নিষিদ্ধ’। এমন ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী দেশ ভারতের বর্ধমানে।

পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বড়বেলুন গ্রামের বাসিন্দা দাশরথী ভট্টাচার্য। বয়স ৬০ বছর। তার ওপর মুখে পেল্লাই সাইজের গোঁফ, যার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দৈর্ঘ্য তিন ফুট! গৃহ শিক্ষকতার পাশাপাশি পুরোহিতের কাজও করে থাকেন দাশরথী। তার এই গোঁফের কারণে এলাকায় সকলেই চেনেন ‘গোঁফমাস্টার’ নামে।

দাশরথী ভট্টাচার্যের আশঙ্কা, হয়তো ঘুমের মাঝে তার সাধের গোঁফে কারও ‘কুনজর’ পড়তে পারে। কেউ কেটে দিতে পারেন দীর্ঘদিন ধরে যত্নেলালিত গোঁফ। তিন ফুট দীর্ঘ সাধের গোঁফ নিয়ে খোশমেজাজে থাকেন ‘গোঁফমাস্টার’ দাশরথী ভট্টাচার্য।

দাশরথী জানান, তার এই গোঁফ রাখার শখ সেই ছোটবেলা থেকেই। তিনি বলেন, ‘যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি, তখন এক পুলিশ কর্মীর টাঙ্গি গোঁফ দেখেছিলাম। তখন থেকেই মনে মনে ঠিক করেছিলাম, আমিও ওই রকম গোঁফ রাখব। তারপর গোঁফ গজানো শুরু হলে আর হাত দেইনি। কিন্তু দু-একবার বাধ্য হয়ে গোঁফ কাটতে হয়েছিল আত্মীয়ের মৃত্যুর কারণে, অন্ত্যেষ্টিক্রিয়ার সময়।’

অবিবাহিত থাকাকালীন দাশরথীর এই গোঁফ নিয়ে প্রতিবেশিরা হাসিঠাট্টা করলেও হেসে উড়িয়ে দিতেন। কিন্তু একটু চাপে পড়তে হয় বিয়ের পর। ‘গোঁফমাস্টার’ বলছেন, ‘প্রথম প্রথম আমার স্ত্রীকে স্থানীয় মহিলারা পরামর্শ দিতেন, গোঁফ কেটে দিতে। সেজন্য স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে মনোমালিন্য হতো।’

এদিকে, স্ত্রী রেণুকাদেবী বলছেন, ‘অনেক চেষ্টা করেছি। কিন্তু আমার স্বামী জানিয়ে দেন, তিনি আমাকে ছাড়বেন, তবু গোঁফ কাটবেন না। এ কথা শোনার পর রেণুকাদেবী খানিকটা বাধ্য হয়েই স্বামীর শখ মেনে নিয়েছেন।’

কিন্তু গোঁফ রাখতে হলে তার তো পরিচর্যা করতেই হয়। সেটাও তিনি করেন। তিন ফুটের গোঁফের পরিচর্যার জন্য দাশরথী ব্যবহার করেন সরিষার ও নারকেল তেল। এর বাইরে কোনো বাজারের তেল দেন না। তবে এখনো দাশরথীবাবু কিছুটা আশঙ্কায় থাকেন, যদি তার সহধর্মিণী কারও প্ররোচনায় পড়ে ঘুমন্ত অবস্থায় স্বামীর গোঁফে কাঁচি চালিয়ে দেন, তাই বাড়িতে তিনি কাঁচিই রাখতে দেন না।

এসএইচ-০৫/০১/২১ (অনলাইন ডেস্ক)

লুঙ্গি পরা নিয়ে যা বলছেন পরীমনি

চিত্রনায়িকা পরীমনির জন্মদিনের পার্টি গত কয়েকদিন ধরেই শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে পার্টিতে পরীর পোশাক নিয়ে অনেকেই আলোচনা-সমালোচনা করছেন। এর প্রমাণ মেলে নেটদুনিয়াতেও। এবার সেই সমালোচনার জবাব দিলেন পরী।

এই অভিনেত্রী বলেন, ‘এই যে আমি “গুণিন”র শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারাদিন বাচ্চাদের নিয়ে হই-হুল্লোড়, সন্ধ্যা থেকে লেটনাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম।

দারুণ একটি সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। দিনের বেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কাটেন এই চিত্রনায়িকা। আর রাতে জন্মদিন উদযাপন করেন পাঁচ তারকা হোটেলে। রাতের সেই পার্টিতে পরীর পরনে ছিল লাল রঙের শার্ট ও সাদা লুঙ্গি। কাছা দেওয়ার ভঙ্গিমায় আপনজনদের সঙ্গে নেচে-গেয়ে জন্মদিন উদযাপন করেন পরী।

এদিকে, পরী ব্যস্ত আছেন ‘গুনিন’ সিনেমার কাজে। এটি নির্মাণ করেছেন মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এতে পরীর বিপরীতে আছেন শরিফুল রাজ।

এসএইচ-০৪/০১/২১ (বিনোদন ডেস্ক)

সাজা থেকে বাদ যাবে গ্রেপ্তারের পরের হাজতবাস

সাজাপ্রাপ্ত আসামি যেদিন গ্রেপ্তার হয়েছেন সেদিন থেকে সাজার রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন কারাগারে ছিলেন (হাজতবাস), তা মোট সাজা থেকে বাদ যাবে। প্রতিটি মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য বলে মতামত দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

পরে অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ইউনুছ আলী নামে এক আসামিকে নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ইউনুছ আলীর আইনজীবী আপিল বিভাগকে জানান, এরই মধ্যে ইউনুছ আলী ২৬ বছর হাজত খেটেছেন।

একটা কারণে প্রচলিত সিআরপিসির ৩৫ (ক) ধারায় বলা হয়েছে, বিচারকালীন আসামি যতদিন হাজতবাস করবে, হাজতবাসের এ সময় মূল সাজা থেকে বাদ যাবে। এক্ষেত্রে ইউনুছ আলীর রায়ে ৩৫ (ক) ধারা উল্লেখ করা ছিল না। পরে উচ্চ আদালতে আতাউর রহমান মৃধার রায়ে উল্লেখ করা হয়েছে, ৩৫ (ক) ধারার সুযোগটা আসামিরা পাবেন।

আপিল বিভাগ বলেছেন, হাজতবাস কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ যাবে। আদালত আসামি ইউনুছ আলী হাজতকালীন ও কারাদণ্ড ভোগের সময় যোগ করে যদি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ শেষ হয়ে যায়, তাহলে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন।

এসএইচ-০৩/০১/২১ (ন্যাশনাল ডেস্ক)

ক্ষুধার তাড়নায় নাতনিদের বিক্রি করতে চান দাদি

খাবার এবং দৈনন্দিন খরচ জোটাতে না পেরে নিজের দুই নাতনিকে বিক্রি করতে চেয়েছেন এক বৃদ্ধা। আফগানিস্তানের পার্বত্য হিন্দুকুশ অঞ্চলের ঘোর প্রদেশে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি।

ওই এলাকার রুহসানা সামিমি (৫৪) নামে এক বৃদ্ধা তার দুই নাতনিকে বিক্রি করে দিতে চান। শিশু দুটির বয়স মাত্র চার ও ছয় বছর। জেনেত ও জিবা নামে দুই নাতনিকে বিক্রি করে ছেলের চিকিৎসা ও পরিবারের সদস্যদের জন্য খাবার জোটাতে চান সামিমি।

তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি হলো সামিমির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরিবারটি এখন পথে এসে দাঁড়িয়েছে। এদিকে টাকার অভাবে ধুঁকে ধুঁকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তিনি।

রুহসানা সামিমি জেনেতকে ২ লাখ আফগানি মুদ্রা (২২০০ মার্কিন ডলার) এবং জিবাকে ১ লাখ আফগানি মুদ্রায় (১১০০ মার্কিন ডলার) বিক্রি করতে চান বলে জানানো হয়েছে। সামিমি বলেন, গত দুই সপ্তাহ ধরে তাদের বিক্রির চেষ্টা করছেন তিনি কিন্তু এখন পর্যন্ত একজন ক্রেতাও আসেনি তাদের কিনতে।

চরম হতাশা নিয়ে রুহসানা সামিমি গণমাধ্যমকে জানান, পরিবার-পরিজন নিয়ে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। কিন্তু আত্মীয়স্বজন থেকে শুরু করে সরকারি লোকজন কেউ তাদের এক মুঠো চাল বা খাবার দিয়ে সাহায্য করতে আসেনি। এই অবস্থায় নিজের নাতনিদের বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই তার কাছে।

দুর্ভিক্ষের কবলে এখন গোটা আফগানিস্তানের অধিবাসীরা। কয়েক বছরের নজিরবিহীন খরায় সৃষ্টি হয়েছে এ দুর্ভিক্ষ। পরিবারের সদস্যদের দু’বেলা দু’মুঠো খাবারের ব্যবস্থা করতে পারছে না পরিবারগুলো। খাবার কেনার জন্য নিজের সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছে বাবা-মায়েরা। জাতিসংঘের মতে, তীব্র খরায় শুধুমাত্র ২০১৮ সালেই ঘরবাড়ি ছেড়েছেন অন্তত ২ লাখ ৭৫ হাজার মানুষ। আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ ২ কোটি ২৮ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে।

এর মধ্যে তালেবান ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানের ৯৫০ কোটি ডলার জব্দ করেছে। বিশ্বব্যাংক ও আইএমএফসহ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো সহায়তা বন্ধ করে দেওয়ায় ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে আফগানিস্তান।

এসএইচ-০২/০১/২১ (অনলাইন ডেস্ক)

দেশে সাংবাদিকতায় ‘বড় বাধা’ ডিজিটাল নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আবারো উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের গণমাধ্যমের সম্পাদকেরা৷ তাদের মতে এই আইনের কারণে বাংলাদেশে সংবাদমাধ্যম এবং সাংবাদিকতা ‘নজিরবিহীন চ্যালেঞ্জের’ মুখে রয়েছে৷

ঢাকায় ‘৫০ বছরের বাংলাদেশ, গণমাধ্যমের অর্জন ও আগামীর চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনায় দেশের শীর্ষ গণমাধ্যমের সম্পাদকেরা কথা বলেন৷ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে আইনের ব্যত্যয় ঘটিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে৷’’ তিনি আদালত বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারকদের কাছে অনুরোধ করে বলেন, ‘‘আপনারা দয়া করে একটু দেখুন, কিছু কিছু আইন আছে সেগুলো কীভাবে প্রয়োগ করা হচ্ছে৷’’ ডিজিটাল নিরাপত্তা আইন, মানহানির মামলার আইনসহ স্বাধীন সাংবাদিকতার জন্য বাধা তৈরি করে এমন সব আইন সংশোধনের দাবি জানান তিনি৷

দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, ‘‘বিশ্বজুড়েই সংবাদমাধ্যমের পথচলা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এখনো নেই৷ এই সময়ে গণমাধ্যমের সংখ্যা ও গুণগত সম্প্রসারণ হয়েছে সত্য, কিন্তু পেশাগত ঐক্যের স্বপ্ন ক্রমেই ফিকে হয়েছে৷ শুধু তাই নয়, সাংবাদিকতার যে সুমহান ব্রত শত বছরের সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছিল, তাতেও চিড় ধরেছে৷’’

সম্পাদক পরিষদের আয়োজিত এই আলোচনা সভায় ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বক্তব্য রাখেন৷ তিনি রোববার ডয়চে ভেলের কাছে ওই দিনের আলোচনার সারাংশ তুলে ধরেন৷ বলেন, ‘‘সাংবাদিকতায় বাংলাদেশের ৫০ বছরের অর্জনের সাথে আমরা চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেছি৷ অনেক চ্যালেঞ্জই আছে৷ কিন্তু এই সময়ে ডিজিটাল সিকিউরিটি আইন মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা৷ আমরা মনে করি এটা এখন খড়গের মতো চেপে আছে৷ বাংলাদেশে বিশেষ করে তৃণমূলে বহু সাংবাদিক এই আইনটির শিকার হচ্ছেন৷ গ্রেপ্তার হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন৷ এই আইনটি সাংবাদিকদের বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে বলে আমরা মনে করি৷ এই আইনে কখন কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হবে, কে গ্রেপ্তার হবে তা বলা যায় না৷’’

আইনটি করার সময় এর কিছু ধারার বিরোধিতা করেছিলেন সাংবাদিকরা৷ তখন আইনমন্ত্রী বলেছিলেন, কিছু ধারা সংশোধন হবে৷ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তিনি নিজে আইনজীবী হিসেবে তাদের পক্ষে দাঁড়াবেন বলেও জানান৷ শ্যামল দত্ত বলেন, ‘‘আইনমন্ত্রীর ওই কথার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না৷ তথ্য প্রযুক্তি আইনের সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিলো পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়া মামলা নেয়া যাবে না৷ তাও কার্যকর হয়নি৷’’

বিভিন্ন সময় ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী৷ এ বিষয়ে সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী আনিসুল হক আইনটির ‘অপব্যবহারের’ কথা স্বীকার করেন৷ এই বিষয়ে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের সঙ্গে সরকার আলোচনা করছে বলেও জানান৷

আইনের কয়েকটি ধারা নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সচিব পর্যায়ের বৈঠকে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশে৷ পরে এর প্রতিক্রিয়া ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘‘আমরা আমাদের দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করি৷ কে কী আপত্তি করল না করল, সেটা গৌণ বিষয়৷’’

এর জবাবে শ্যামল দত্ত বলেন, ‘‘এটা কোনো গৌণ বিষয় নয়৷ তিনি যদি বলেন এটা অপব্যবহার হচ্ছে না তাহলে যারা সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করেন তাদের ইনডেক্সগুলো দেখতে পারেন বাংলদেশের অবস্থান সেখানে কোথায়৷’’

সংবাদমাধ্যম ও বাক স্বাধীনতা নিয়ে কাজ করা আর্টিক্যাল-১৯ এর হিসাবে, ২০২০ সালে অনলাইনে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে ৪১টি মামলা হয়েছে৷ এসব মামলায় ৭৫ জন সাংবাদিককে আসামি করা হয়েছে৷ কারাগারে পাঠানো হয়েছে ৩২ জনকে৷ এই সময়ে ডিজিটাল আইনে মোট মামলা হয়েছে ১৯৭টি৷ আসামি করা হয়েছে ৩৬৮ জনকে৷

চলতি বছরের প্রথম নয় মাসে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়েছে ২৫টি৷ আসামি করা হয়েছে ৪৮ জনকে৷ গ্রেপ্তার হয়েছেন ১১ জনকে৷ এই সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে মোট মামলা হয়েছে ১৮৮টি৷ আসামি করা হয়েছে ৩৫৩ জনকে৷

আর্টিক্যাল-১৯ তথ্য বিশ্লেষণ করে জানায়, সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ৫১টি করেছে পুলিশ ও র‌্যাব৷ ৭৯টি করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সদস্যরা৷ ১৩০টি মামলা ভুয়া তথ্যের ওপর করা হয়েছে৷ ওইসব মামলার কোনো ধরনের ভিত্তি নেই৷ শতকরা হিসেবে এই ধরনের মামলা ৬৯ ভাগ৷

আর্টিক্যাল-১৯ এর দক্ষিণ এশিয়ার পরিচালক ফারুক ফয়সাল বলেন, ‘‘(ডিজিটাল নিরাপত্তা) আইনটি করাই হয়েছে ভয় দেখানোর জন্য৷ যাদের প্রতিকার পাওয়া দরকার তাদের জন্য নয়৷ আইনের দরকার আছে৷ কিন্তু সেটা করতে হবে ভুক্তভোগীদের জন্য৷ আমাদের লন্ডন অফিস এই আইনের একটা বিশ্লেষণ করেছে৷ সেটা আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতিসংঘে পাঠিয়েছি৷ আমার ধারণা সরকার এটা নিয়ে জাতিসংঘের সাথে কথা বলছে৷ কিন্তু সরকার এরমধ্যে আরো দুইটি আইন করার কথা বলছে৷ একটি হলো স্যোসাল মিডিয়া কন্ট্রোল করার আইন৷ আরেকটি হলো ডিজিটাল ডাটা প্রটেকশন আইন৷ এই দুইটি আইনও সাধারণ মানুষের বিপক্ষে যাবে৷’’

তিনি বলেন, ‘‘সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলাগুলো হয়রানিমূলক৷ তাই যারা সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ করে তাদের শাস্তির জন্য আলাদা আইনের দাবী করছি আমরা৷’’

আরেক প্রশ্নের জবাবে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস এর প্রকাশিত গ্লোবাল ইমপিউনিটি ইনডেক্স বা সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়মুক্তি সূচকের প্রসঙ্গ তুলে ধরেন৷ তাদের সদ্য প্রকাশিত ২০২১ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১১তম৷ ফারুক ফয়সাল মনে করেন, ‘‘বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা এখন তলানীতে৷’’

এসএইচ-০১/০১/২১ (হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে)

নিউজিল্যান্ডের জয় : ভারতের বিশ্বকাপ মিশন শেষ!

বোলিং তাণ্ডবের পর সহজ টার্গেট তাড়া করে ব্যাটিংয়েও টিম ইন্ডিয়াকে গুঁড়িয়ে দিল নিউজিল্যান্ড।

রোববার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিউইউরা ৮ উইকেট ও ৩৩ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

এর আগে, ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ে নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রানের বেশি করতে পারেনি বিরাট কোহলির দল।

পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর এবার নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডুবলো বিরাট কোহলির ভারত।

নিউজিল্যান্ডে বিপক্ষে বিরাটদের আজকের ম্যাচ যেন পাকিস্তান ম্যাচের পুনঃসম্প্রচার। গত রোববারের মতো এই সপ্তাহে ফের অস্তাচলে ভারতীয় ব্যাটিং। বল হাতে নিউজিল্যান্ডকেও চাপে ফেলতে পারলেন না যশপ্রীত বুমরারা। টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা কার্যত শেষ ভারতের।

ফেবারিটের তকমা গায়ে নিয়ে বিশ্বকাপে খেলতে এসে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে বিশাল এক হোঁচট খেলো বিরাট কোহলির দল। সুপার টুয়েলভ শুরুর পরদিনই পাকিস্তানের মোকাবেলা করে টানা এক সপ্তাহের বিরতি। আইপিএল খেলে আসা ভারতীয় ক্রিকেটারদের জন্য এই বিরতিটা খুবই প্রয়োজন ছিল।

কিন্তু সেই বিরতি কোনো কাজেই লাগলো না। ভারতীয় ব্যাটসম্যানরা হাত খুলে খেলতেই পারলো না। মাত্র ১১০ রানের মধ্যে থেমে যেতে হলো। অথচ তাদের ছুঁড়ে দেয়া এই মামুলি লক্ষ্য নিউজিল্যান্ড পার হয়ে গেলো মাত্র ১৪.৩ ওভারেই।

১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিল ঝড় তোলেন। ১৭ বল খেলে তিনি ২০ রান করে আউট হন। জুটি গড়েন ২৪ রানের। এরপর ড্যারিল মিচেল ঝড় তোলেন। ৪টি বাউন্ডারি আর ৩ ছক্কায় ৩৫ বলে ৪৯ রান করেন মিচেল।

অধিনায়ক কেন উইলিয়ামসন ছিলেন বেশ হিসেবি। তাড়াহুড়োর কোনো লক্ষ্মণই তার মধ্যে দেখা গেলো না। যে কারণে ৩১ বলে তিনি অপরাজিত ছিলেন ৩৩ রানে। ডেভন কনওয়ে মাঠে নামলেও ৪ বল মোকাবেলায় ২ রান করে অপরাজিত থাকেন তিনি।

ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রিত বুমরাহই কেবল কিছুটা সমীহ আদায় করতে সক্ষম হন। ৪ ওভারে ১৯ রান দিয়ে তিনি নেন ২ উইকেট।

দুই ম্যাচ খেলে নিউজিল্যান্ডের এটা প্রথম জয়। তারাও ভারতের মত প্রথম ম্যাচে হেরেছিল পাকিস্তানের কাছে। ভারতের হলো টানা দ্বিতীয় হার।

এসএইচ-৩১/৩১/২১ (স্পোর্টস ডেস্ক)

মঙ্গলবার থেকে ফের মালয়েশিয়া যাবে বিমান

আগামী ২ নভেম্বর মঙ্গলবার থেকে মালয়েশিয়ায় ফের ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে মালয়েশিয়া সরকার বিধিনিষেধ শিথিল করায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। সেই অনুযায়ী ঢাকা-কুয়ালালামপুর রুটে পুনরায় যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান। এছাড়া ২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটেও ফ্লাইট চালু করছে সংস্থাটি। এর পাশাপাশি ৩ নভেম্বর থেকে সৈয়দপুর-কক্সবাজার রুটে ফ্লাইটে সংখ্যা বাড়াতে যাচ্ছে তারা।

সংস্থাটি জানায়, আগামী ২ নভেম্বর থেকে সপ্তাহে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কুয়ালালামপুরের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং কুয়ালালামপুর থেকে প্রতি বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। গত ৭ মে থেকে বাংলাদেশ থেকে কুয়ালালামপুর রুটে যাত্রী পরিবহন বন্ধ ছিল। তবে মালয়েশিয়া থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারতেন।

অন্যদিকে সিলেট থেকে সপ্তাহে প্রতি মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ও বৃহস্পতিবার দুপুর ১২টায় বিমানের ফ্লাইট কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে সপ্তাহে প্রতি রোববার দুপুর দেড়টায় ও মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

শীতকালীন সূচিতে ৩ নভেম্বর থেকে সৈয়দপুর-কক্সবাজার রুটে সপ্তাহে একদিনের পরিবর্তে সৈয়দপুর থেকে সপ্তাহে প্রতি বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে সপ্তাহে প্রতি শনিবার ও রোববার দুপুর ২টায় সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এসএইচ-৩০/৩১/২১ (ন্যাশনাল ডেস্ক)

‘হাড় নেই, চাপ দেবেন না’

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদী জে আকিবের জ্ঞান ফিরেছে। তিনি হাসপাতালের আইসিইউ বেডে এখন নড়াচড়া করছেন।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আকিবের চিকিৎসার তত্ত্বাবধানে থাকা স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান।

তিনি বলেন, শক্ত কিছুর আঘাতে আকিবের মাথায় রক্ত জমাট বেঁধেছিল। অস্ত্রোপচার করে সেগুলো অপসারণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় তার জ্ঞান ফিরেছে। তবে এখনও তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে আকিবের বাবা গোলাম ফারুক বলেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে। মেডিকেলের ছাত্রদের আমি বলবো, তারা যেন রাজনীতির নামে নিজেরা মারামারি না করে।

এর আগে চিকিৎসাধীন আকিবের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ছবিতে আকিবের মাথায় ব্যান্ডেজ দেখা যায় এবং ওই ব্যান্ডেজের ওপর লেখা- ‘হাড় নেই, চাপ দেবেন না।’

গত শুক্র এবং শনিবার চমেক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আকিবকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার রাতে চমেকের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. তৌফিকুর রহমান বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার আসামিরা হলেন- সাদ মোহাম্মদ গালিব (২১), আহসানুল কবির রুমন (২১), জাহিদুল ইসলাম জিসান (২১), মাহাদি বিন হাশিম (২৪), আসিফ বিন তাকি (২৫), ইমতিয়াজ উদ্দিন চৌধুরী (২১), মাহতাব উদ্দিন রাফি (২১), জাহিদুল আলম জিসান (২১), সৌরভ বেপারী (২১), মো. আনিস (২১), রক্তিম দে (২১), এইচ এম আসহাব উদ্দিন (২১), তানভীর ইসলাম (২১), নাজমুস সাদাত আসিফ (২১), এনামুল হাসান সীমান্ত (২১) ও রিজওয়ান আহমেদ (২১)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চমেকে এককভাবে আধিপত্য বিস্তার করে আসছিল আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগের গ্রুপ। নাছির চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতিও ছিলেন দীর্ঘদিন। গত বছরের ২০ আগস্ট এ পদে আসেন ব্যারিস্টার নওফেল। সে থেকে ধাপে ধাপে চমেক ক্যাম্পাসে সক্রিয় হওয়ার চেষ্টা করে নওফেল গ্রুপ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়ায়। ছোটখাটো সংঘর্ষের পর গত ২৭ এপ্রিল সিএমসি ক্যান্টিনে এক ছাত্রলীগ নেতাকে কটূক্তির ঘটনায় উভয় পক্ষের মধ্যে বড় সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হন। এ ঘটনার পর পাঁচলাইশ থানায় উভয় গ্রুপ পাল্টাপাল্টি মামলা করে। একইসঙ্গে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট ডাকেন। পরে প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা হলে ধর্মঘট প্রত্যাহার করেন ইন্টার্ন চিকিৎসকরা।

সর্বশেষ গত শুক্র ও শনিবার সংঘর্ষের পর জরুরি বৈঠকে বসে প্রশাসন। বৈঠক শেষে মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এসএইচ-২৯/৩১/২১ (আঞ্চলিক ডেস্ক)