রাত ১০:১০
মঙ্গলবার
২৩ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১০ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১৪ ই শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

মাসকাটে রুম কোয়ারেন্টাইনে টাইগাররা

সব কিছু ঠিকই ছিলো। তবে বিপত্তির কারণ হয়ে দেখা দিয়েছিলো ঘূর্ণিঝড় শাহীন। রোববার বিকেলে শোনা গেলো, বাংলাদেশ ক্রিকেট দলের ওমান যাওয়া অনিশ্চিত। কারণ ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে মাসকাটের বিমানবন্দর বন্ধ হয়ে যেতে পারে।

এ চিন্তায় রোববার রাতের মাসকাটের ফ্লাইট বন্ধ করে দেয়ার চিন্তা ছিলো বিমান কর্তৃপক্ষের। আবার সন্ধ্যার পর শোনা গেলো, হ্যাঁ! বাংলাদেশ দলকে বহনকারী বিমান ওমান যাবে! সেই অনুযায়ী রাত ১টার পর শুরু হয় যাত্রা। শেষপর্যন্ত বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৬টা নাগাদ মাসকাটের আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় জাতীয় দলের বহর।

এভাবেই কেটেছে টিম বাংলাদেশের গতকাল রাত থেকে আজ ভোরের সময়। এখনকার খবর হলো মাসকাটের সমুদ্র ঘেরা সাংগ্রিলা লা বার হোটেলে রুম কোয়ারেন্টাইনে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকাররা।

রাতে বিমানে ওঠার পর থেকে আজ সারাদিন কীভাবে কাটলো টাইগারদের? দলের সঙ্গে ওমান যাওয়া বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম আজ বাংলাদেশ সময় বিকেল ৫টার পরে জাগো নিউজের সঙ্গে আলাপে জানিয়েছেন, পুরো দল আজ হোটেলে রুম কোয়ারেন্টাইনে। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার দুপুরে প্রথম প্র্যাকটিসে নামবে টাইগাররা।

ঘূর্ণিঝড় শাহীনের খবর কী? ওমানের আবহাওয়া ও আকাশের অবস্থা কী? মঙ্গলবারের অনুশীলন কি সম্ভব? নাকি ঘূর্ণিঝড় শাহীন বাধা হয়ে দাঁড়াবে? রাবিদের উত্তর, নাহ! এখন মাসকাটের আবহাওয়া বেশ ভাল। রোদ ঝলমলে চারপাশ। বলে রাখা ভালো, রাবিদ যখন জাগো নিউজের সঙ্গে কথা বলছিলেন, মাসকাটের সময় তখন বিকেল সোয়া ৩টা।

রাবিদ আরও জানান, সোমবার ভোরে যখন মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টাইগারদের বহনকারী বিমান, তখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছিলো। এমনকি হোটেল সাংগ্রিলা বারে চেক ইনের সময়ও এক-আধটু বৃষ্টি ছিলো। তারপর সকালের পর থেকে আর বৃষ্টি নেই, দুপুর থেকে ঝলমলে রোদ।

বিসিবি মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, বাংলাদেশের সব বিদেশি কোচ নির্ধারিত সময়েই নিজ নিজ দেশ থেকে ছুটি কাটিয়ে দলের সঙ্গে এসে যোগ দিয়েছেন এবং আগামীকাল প্রথম প্র্যাকটিস সেশনেও থাকবেন। এছাড়া আইপিএল খেলতে আরব আমিরাতে থাকা সাকিব ও মোস্তাফিজ ৯ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন।

মঙ্গলবার থেকে আগামী শনিবার (৯ অক্টোবর) পর্যন্ত টানা মাসকাটে অনুশীলনের পর আইসিসি অনুমোদিত দুটি প্র্যাকটিস ম্যাচ খেলতে আরব আমিরাত যেতে হবে বাংলাদেশ দলকে।

রিয়াদ বাহিনীর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দুইটি প্রস্তুতি ম্যাচই আমিরাতে। সে লক্ষে টাইগাররা ওমান থেকে আরব আমিরাত যাবে ৯ অক্টোবর। যার প্রথমটি ১২ অক্টোবর আর পরের ম্যাচটি ১৪ অক্টোবর। পরে ১৫ অক্টোবর আবার ওমান ফিরে আসবে টাইগাররা।

এসএইচ-১৮/০৪/২১ (স্পোর্টস ডেস্ক)

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা কমছে না!

করোনার সময়ে ১৫ মাসে বাংলাদেশে ১৫১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এই প্রবণতা কমছে না বলে মনে করছে এনিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান।

মনোবিশ্লেষকেরা বলছেন,, এই পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর জোর দিতে হবে।

তরুণদের দিয়ে পরিচালিত একটি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আঁচল ফাউন্ডেশন বলছে গত বছরের মার্চ থেকে শুরু করে জুন পর্যন্ত সারাদেশে ১৫১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই সংখ্যা হলেও বাস্তবে তা আরো বেশি হতে পারে। সংগঠনটির প্রধান তানসেন রোজ জানান, গত মার্চ মাসে তারা আরেকটি জরিপ প্রকাশ করেছিলেন।

তাতে দেখা গেছে করোনার এক বছরে ১৪ হাজার ৪৩৬ জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে তরুণ-তরুণী। ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে তাদের বয়স। এর কারণ খুঁজতে গিয়ে তারা দেখেছেন, অনিশ্চয়তাই প্রধান কারণ। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হতাশায় আক্রান্ত হন। আর চাকরি চলে যাওয়াও অনেক তরুণের হতাশার কারণ।

তিনি জানান,”তরুণ শিক্ষার্থীরা এই সময়ে অনলাইনে ঝুঁকে পড়ে, বিশেষ করে ফেসবুক তারা বেশি সময় কাটায়। এটাও তাদের মধ্যে অবসাদ তৈরি করে। আর এই সময়ে ডমেস্টিক ভায়োলেন্স বেড়ে যাওয়ায় তার প্রভাবও পড়ে তাদের ওপর।”

যেসব শিক্ষার্থীরা আত্মহত্যা করেছেন তাদের মধ্যে ৭৩ জন স্কুল শিক্ষার্থী, ২৭ জন কলেজ শিক্ষার্থী,২৯ জন মাদ্রাসার এবং ৪২ জন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থী রয়েছেন। গত মাসের শেষ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা করেন৷

তানসেন বলেন,” আমরা নতুন আরেকটি জরিপ করেছি। এই মাসেই তা প্রকাশ করব। তাতেও আমরা দেখছি শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কমছে না। এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে। করোনার সময় শিক্ষার্থীরা ঠিকমত পড়াশুনা করতে পারেনি। পরীক্ষার চাপ আসছে। ফলে তাদের মধ্যে হতাশা দূর হচ্ছে না।”

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীর পরীক্ষার হলে ঢোকার আগে চুল কেটে দেয়া এবং তাদের মধ্যে একজনের আত্মহত্যার চেষ্টা এই সময়ে শিক্ষার্থীদের সাথে কেমন আচরণ করতে হবে তা বলে দেয় বলে মনে করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ।

তিনি বলেন,” এই সময়ে শিক্ষার্থীদের ওপর পড়াশুনা বা পরীক্ষার চাপের চেয়ে তাদের মানসিক স্বাস্থ্যের দিকে বেশি নজর দিতে হবে। তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে হবে। এটা শিক্ষকদের যেমন দায়িত্ব তেমনি পরিবারের সদস্যদেরও দায়িত্ব।”

তিনি বলেন, সারাবিশ্বেই করোনার সময় মানসিক বিষন্নতাসহ মানসিক রোগ তিন থেকে পাঁচ গুণ বেড়ে গেছে। তাই সাধারণ স্বাস্থ্যের চেয়েও মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি জানান, বাংলাদেশের এক লাখ ২৪ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান আছে। প্রতিটি প্রতিষ্ঠানে কমপক্ষে একজন করে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ থাকা দরকার, অধিকাংশ প্রতিষ্ঠানেই যা নেই। তিনি বলেন,”তাই শিক্ষকদের সতর্ক থাকতে হবে। তাদের আনন্দের মধ্যে শিক্ষা দিতে হবে। তাদের আচরণ হতে হবে শিক্ষার্থী বান্ধব। তাদের ওপর পড়া লেখা চাপিয়ে দেয়া যাবেনা। তাদের মনের যত্ন বেশি নিতে হবে।”

আর এখন একদিন নয় সপ্তাহে পাঁচদিনই শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে নেয়ার ব্যবস্থা করা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক সিদ্দিকুর রহমান। তিনি বলেন,”যারা মারা গেছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু নতুন করে কেউ যাতে আত্মহত্যা না করে তার ব্যবস্থা নিতে হবে। করোনার সময় ঘরে বসে থেকে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। আর এখনো যদি তারা একদিন স্কুলে যায় আর বাকি সময় ঘরে বসে থাকে তাহলে একই অবস্থা হবে।”

তার মতে,”সব দিন স্কুলে যাবে তবে অল্প সময় এক-দেড় ঘন্টা তারা স্কুলে থাকবে। পড়বে, খেলাধুলা করবে। বন্ধুদের সাথে দেখা হবে। শিক্ষাকে আনন্দময় করতে হবে। আনন্দ মানে শুধু খেলাধুলা নয়। শিক্ষক ঠিক মতো পড়াতে পারলে তাও আনন্দময় হয়। তাই শিক্ষককে এখন হতে হবে অনেক বেশি দক্ষ। অভিভাবকদেরও তা জানতে হবে।”

এসএইচ-১৭/০৪/২১ (হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে)

নবীর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত

ইসলাম ধর্মের নবীর ব্যঙ্গচিত্র এঁকেছিলেন যে সুইডিশ কার্টুনিস্ট, সেই লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে সেখানকার স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে।

ওই খবরে বলা হয়েছে যে মি. ভিকস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন এবং সেই সময় একটি ট্রাকের সাথে গাড়িটির সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে পুলিশের দু’জন কর্মকর্তাও নিহত হন। আর আহত হন ট্রাকটির ড্রাইভার।

পচাত্তর বছর বয়সী ভিকস তার আঁকা ব্যঙ্গচিত্রের কারণে হত্যার হুমকির পেয়েছিলেন। এ কারণে তাকে পুলিশী নিরাপত্তা দেয়া হত।

২০০৭ সালে তার আঁকা ছবি প্রকাশিত হলে বহু মুসলমান ক্ষুব্ধ হন। নবীর ছবি আঁকা ইসলামের দৃষ্টিতে ব্লাসফেমি হিসেবে গণ্য হয়।

রবিবারের এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ প্রকাশ করেনি। তবে ভিকসের সঙ্গী স্টকহোম থেকে প্রকাশিত ডাগেন নাইটার পত্রিকার কাছে খবরটি নিশ্চিত করেছেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষটি কীভাবে হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অন্য কোন পক্ষের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

লার্স ভিকসের আঁকা সেই ব্যঙ্গচিত্র মুসলিম বিশ্বে এতটাই ক্ষোভ তৈরি করে যে সুইডেনের তখনকার প্রধানমন্ত্রী ফ্রেডরিক রাইনফেল্ট পরিস্থিতি সামাল দিতে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছিলেন।

এর পরপরই ইরাকের আল-কায়েদা লার্স ভিকসকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে।

২০১৫ সালে ভিকস কোপেনহেগেনে বাক স্বাধীনতার উপর একটি বিতর্কে যোগ দেন, যে অনুষ্ঠানটি বন্দুকধারীদের হামলার লক্ষ্যে পরিণত হয়।

ভিকসের বক্তব্য যে তিনি ছিলেন ওই হামলার লক্ষ্য – যে হামলায় একজন চলচ্চিত্র পরিচালক নিহত হন।

এসএইচ-১৬/০৪/২১ (আন্তর্জাতিক ডেস্ক)

জামিন মেলেনি শাহরুখপুত্রের

সম্প্রতি মাদককাণ্ডে গ্রেফতার বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন মঞ্জুর করেননি আদালত। ফলে তাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরেই থাকতে হচ্ছে।

এনসিবির আইনজীবীরা দাবি করেন, আরিয়ানের ফোন থেকে প্রামাণ্য নথি পাওয়া গেছে। যে কারণে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে আরিয়ানকে রাখা প্রয়োজন।

প্রমোদতরীর পার্টি থেকে গত শনিবার আটকের পর সোজা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে নিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে টানা ১৬ ঘণ্টা জেরা করা হয়।

সোমবার আদালত জানিয়ে দেয়, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে রাখবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

ছেলের পক্ষে আইনি লড়াই চালাতে মুম্বাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ দিয়েছেন শাহরুখ খান।

আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার হয়ে জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানশিণ্ডে।

গ্রেফতারের পর বলা হয়েছিল, এক দিনের জন্য আরিয়ানকে এনসিবির হেফাজতে রাখা হবে। কিন্তু সোমবার সকালে জানা যায়, আদালতের কাছে শাহরুখপুত্রকে আরও কয়েক দিন হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে এনসিবি।

কারণ হিসেবে বলা হয়, মুম্বাইয়ের মাদকযোগের তদন্তে কিছু তথ্যের জন্য আরিয়ানকে আরও কিছু দিন নিজেদের হেফাজতে রাখতে হবে। সেই মতো এনসিবি আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখবে।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গোয়াগামী এক প্রমোদতরীতে তল্লাশি চালান এনসিবি কর্মকর্তারা। পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। আরিয়ান মাদক লুকিয়ে রেখেছিলেন লেন্স রাখার বক্সে। এরপর আরিয়ানসহ ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনের নাম মুনমুন ধমেচা ও আরবাজ শেঠ মার্চান্ট।

এসএইচ-১৫/০৪/২১ (বিনোদন ডেস্ক)

ভারতকে রুখে দিল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর সোমবার (৪ অক্টোবর) প্রবল প্রতিপক্ষ ভারতকেও রুখে দিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

সাম্প্রতিক ফর্ম কিংবা দলীয় শক্তি সব দিক থেকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। তবু প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাসটাই দারুণভাবে কাজে লাগালেন জামাল ভূঁইয়ারা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শতভাগ সফল না হলেও, মূল্যবান এক পয়েন্ট ঠিকই আদায় করে নিয়েছে বাংলাদেশ। সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে পড়লেও, দ্বিতীয়ার্ধে ইয়াসিন আরাফাতের সমতাসূচক গোলে ড্র নিয়েই মাঠ ছেড়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

বাংলাদেশের এ ড্রটা যেন জয়েরই সমানই। কারণ, এদিন পিছিয়ে থেকেই বিরতির পর শুরু করছিল জামাল ভূঁইয়ারা। এরপর মরার ওপর খাড়ার ঘাঁ-এর মতো যোগ হয় বিশ্বনাথ ঘোষের লালকার্ড। তবে শেষমেশ দশ জনের দল নিয়েই সমতায় ফিরে বাংলাদেশ। জামাল ভূঁইয়ার একটি কর্নার থেকে উড়ে আসা বলে ইয়াসিন আরাফাতের দারুণ হেড প্রতিপক্ষের জাল ভেদ করতে ভুল করেনি।

সোমবারের ম্যাচটিতে প্রথম থেকেই দারুণ খেলছিল বাংলাদেশ। আক্রমণ পাল্টা আক্রমণে সুনীল ছেত্রীদের প্রতিরক্ষাব্যুহ কাঁপিয়ে দিচ্ছিল তারা। তবে ম্যাচের বয়স যত বেড়েছে, আক্রমণের ধার তত শানিয়েছে ভারত।

প্রথম সুযোগটা পেয়েছিল বাংলাদেশই। ষষ্ঠ মিনিটে দলীয় কাণ্ডারি জামাল ভূঁইয়ার পাস থেকে বাম পায়ের লং রেঞ্জ শট নিয়েছিলেন ইয়াসিন আরাফাত। কিন্তু সেটি পোস্টের বাম পাস দিয়ে চলে যায় বাইরে। পরে ম্যাচের ২৫ মিনিটের সময় বিপলু আহমেদের ক্রস থেকে পাওয়া বলে ডি-বক্সের মাঝামাঝি দাঁড়িয়ে ডান পায়ের শট নেন জামাল। কিন্তু সেটিও ছিলৎ লক্ষ্যভ্রষ্ট।

ঠিক পরের মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ২৭ মিনিটের মাথায় উদান্ত সিং-এর দুরন্ত পাস থেকে ভারতকে লিড এনে দেন দলীয় কাপ্তান সুনীল ছেত্রী। ১-০ গোলে এগিয়ে যায় ভারত। আন্তর্জাতিক ফুটবলে সুনীলের এটি ৭৬তম গোল।

তবে ভারতের এগিয়ে যাওয়ার পরও গোল শোধে মরিয়া চেষ্টা ছিল বাংলাদেশের। কিন্তু অধরা গোলের দেখা পায়নি তারা। এদিকে, প্রথম গোলের পর ম্যাচের ৩৭ মিনিটের মাথায় আবারও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সুনীল ছেত্রীরা। বক্সের বাইরে থেকে দূরপাল্লার একটি শট নেন ভারত কাপ্তান। তবে এ যাত্রায় বলটি বাঁচাতে ভুল করেননি বাংলাদেশের কিপার আনিসুর রহমান জিকো।

বিরতির আগে সমতা ফেরানোর দুর্দান্ত সুযোগ এসেছিল বাংলাদেশ দলের সামনে। সাদ উদ্দিনের পাস ডি-বক্সের মধ্যে ফাঁকায় পেয়েছিলেন বিপলু। কিন্তু তার গোলরক্ষক বরাবর নেওয়া শটে কাজের কাজ কিছুই হয়নি, বেড়েছে হতাশা। ফলে পিছিয়ে থেকেই যেতে হয়েছে বিরতিতে।

বিরতির পর দেড় মিনিটের মাথায় দুই কার্ড খেল বাংলাদেশ। প্রথমে রাকিব হলুদ কার্ড দেখেন, এরপরই বড় দুঃসংবাদ। লাল কার্ড দেখেন বিশ্বনাথ ঘোষ। এমনিতেই এক গোলে পিছিয়ে তার ওপর দশজন নিয়ে খেলতে হয়েছে দলকে। বাংলাদেশ পরপর দুই কার্ড দেখলেও মতিন মিয়াকে ফাউল করেও ভারতের খেলোয়াড়রা কোনো কার্ড না দেখায় প্রশ্ন উঠছে।

এসএইচ-১৪/০৪/২১ (স্পোর্টস ডেস্ক)

দেওয়ালে প্রস্রাব করায় যুবক খুন!

বগুড়ায় গত বৃহস্পতিবার সুমন নামে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

সোমবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুমন হত্যার রহস্য তুলে ধরেন।

সুদীপ কুমার চক্রবর্তী জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টায় বগুড়া শহরের কানুছগাড়ী ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেনশন সেন্টারের গ্যারেজে ৩ /৪ জন যুবক সুমনকে ছুরিকাঘাতে হত্যা করে।

পরে বাবু নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে ঘটনার রহস্য উদঘাটন করে। বাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেনশন সেন্টারের গ্যারেজের দেওয়ালে প্রস্রাব করেছিলেন খাইরুল ইসলাম সুমন।

এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয় এবং পরে তাকে গ্যারেজের ভেতরে নিয়ে উপযুর্পরি ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ব্যাপারে সুমনের বাবা রংপুর পুলিশ সুপার কার্যালয়ের প্রধান সহকারি আব্দুল খালেক বাদী হয়ে বগুড়া সদর থানায় দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে বলেও জানান এসপি।

এসএইচ-১৪/০৪/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)

নির্বাচন কমিশন কীভাবে গঠন করা হবে, জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সার্চ কমিটি করেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। মানুষের আস্থা-বিশ্বাস নিয়েই আওয়ামী লীগ ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায়। নির্বাচনকে নির্বাচনের মতো করেই দেখে দলটি।

সোমবার বিকেলে গণভবনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি উল্লেখ করেন, নির্বাচনে কোন দল প্রতিযোগিতা করবে, সে বিষয়ে ভাবে না আওয়ামী লীগ। আদর্শগতভাবে শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষই আসা করে যে কোনো রাজনৈতিক দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের কাছাকাছি থাকার জন্য আওয়ামী লীগে সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে। দল হিসেবে আওয়ামী লীগ সব সময় দেশ গড়া ও নির্বাচনের প্রস্তুতি, দুটোই একই সাথে চালিয়ে নিয়ে যায়।

নানান রাজনৈতিক দল ও একাত্তরের অপশক্তির ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব জেনেই এ পথে চলছেন তিনি। যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ দেশের জন্য কাজ করে যাবেন।

নিজের ওপর বার বার হত্যাচেষ্টার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, এতবার মারার চেষ্টা হয়েছে, মরি নাই৷ এটাই তাদের দুঃখ। আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, নিয়ম অনুসারে রাষ্ট্রপতির আদেশে সার্চ কমিটি করেই নতুন নির্বাচন কমিশন গঠিত হবে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। ‘নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে নির্বাচনও নিরপেক্ষ থাকবে’ বলে মন্তব্য করেন তিনি। রোববার (০৩ অক্টোবর) বেলা ১২টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর টোল প্লাজায় লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এদিকে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। সাংবিধানিক বাধ্যবাধকতায় দরকার হবে নতুন কমিশন গঠনের। নতুন কমিশনের অধীনেই হবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। পরবর্তী নির্বাচন কমিশন গঠনের এখনো চার মাসের বেশি সময় অবশিষ্ট থাকলেও রাজনৈতিক-অরাজনৈতিক অঙ্গনে এনিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন কমিশন গঠনের আগাম প্রস্তুতি হিসেবে কিছু প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের নিয়োগকর্তা রাষ্ট্রপতি। ‘সার্চ কমিটি’র সুপারিশের মাধ্যমে বিগত দুটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে। ওই দুটি কমিশন নিয়োগের আগে রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ আদালতের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে দুটি সার্চ কমিটি গঠন করেছিলেন। ওই দুটি সার্চ কমিটির সুপারিশে গঠিত হয়েছিল রকিবউদ্দিন কমিশন ও নুরুল হুদা কমিশন।

এসএইচ-১৩/০৪/২১ (ন্যাশনাল ডেস্ক)

আরিয়ানের সঙ্গে গ্রেফতার কে এই মুনমুন?

মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে ভারতের মাদকবিরোধী সংস্থা (এনসিবি)। এদিকে আরিয়ানের সাথে আলোচিত হচ্ছে আরো একটি নাম। পার্টিতে গিয়ে মাদকসহ আরিয়ানের সাথেই ধরাশায়ী হয়েছেন মুনমুন ধমেচা।

কিন্তু কে এই মুনমুন? তার স্যানিটারি প্যাডে আরিয়ান লুকিয়ে রেখেছিল মাদক। শাহরুখ-তনয়ের সঙ্গে তার ‘গাঢ় বন্ধুত্ব’ নিয়ে ফিসফাস শুরু ইতিমধ্যেই।

জানা গেছে, মধ্য প্রদেশের এক ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন। পেশায় মডেল। পেশার সূত্রেই বলিউড তারকাদের সঙ্গেও তার ওঠাবসা।

ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মুনমুন। সেখানে তার অনুগামীর সংখ্যা দশ হাজারেরও কিছু বেশি। ২০১৪ সাল থেকে এই অ্যাপটি তিনি ব্যবহার করছেন। এখনও পর্যন্ত তাঁর পোস্টের সংখ্যা ১৩৪। তবে সেগুলোর মধ্যে কোনও ছবিতেই শাহরুখ-পুত্রের সঙ্গে দেখা যায়নি তাকে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে কোনো সময় অভিযান পরিচালনা করা হতে পারে শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’-এ।। অভিযান চালানোর জন্য গঠন করা হয়েছে বিশেষ টিম।

শাহরুখ পুত্র আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট কোথা থেকে মাদক পেতেন তার সন্ধানও পেয়ে গেছে এনসিবি। এখনো বিভিন্ন স্থানে এনসিবির অভিযান চলছে। আরো অনেকে গ্রেফতার হওয়ার আশঙ্কা আছে বলেও জানা গেছে।

শনিবার গ্রেফতার হওয়া আরিয়ান খান জানিয়েছেন গত ৪ বছর তিনি নিয়মিত মাদক সেবন করেন। গ্রেফতার হওয়ার পর সোমবার বাবার সঙ্গে ২ মিনিট কথা বলার সুযোগ পান আরিয়ান। এ সময় বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর এটাই ছিল পিতা-পুত্রের প্রথম দেখা।

শাহরুখের ছেলেকে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।

শনিবার রাতে মুম্বাইয়ের কর্ডেলিয়া নামে একটি প্রমোদতরীতে এক পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান। সেখান থেকে তাকে আটক করে মাদকবিরোধী সংস্থা এনসিবি। এদিন রাত থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় আরিয়ানকে। ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান।

আরিয়ান অনুশোচনা প্রকাশ করে জানিয়েছেন, মাদক সেবন করে তিনি ভুল করেছেন। এর আগে কখনো এমন কিছু করেননি তিনি। ইতোমধ্যেই ছেলের জন্য বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা এনসিবির দফতরে পৌঁছে গিয়েছেন।

এনসিবি সূত্রে জানা যাচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন— এসব কিছুই এখন আতশকাচের নিচে। কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তা-ও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন তিনি, তা-ও এখন নজরে তদন্তকারীদের। বেশ কয়েক ঘণ্টা জেরার মধ্যেই আরিয়ান স্বীকার করে নেন, তিনি মাদক নিয়েছেন।

এনসিবির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, শনিবার রাতে মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে একটি বিলাসবহুল ক্রুজ যাত্রা করে। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে যাত্রা করেন তারাও। ক্রুজ মুম্বাই থেকে ছাড়ার কিছুক্ষণের মাঝেই শুরু হয় পার্টি।

এনসিবির কাছে খবর ছিল, মাঝ সমুদ্রে কর্ডেলিয়াতে পার্টি হবে এবং সেখানে মাদক সেবন করা হবে। পার্টির মাঝপথে অনেকেই যখন মাদক সেবনে টালমাটাল অবস্থা ঠিক সেই অবস্থাতেই হাতেনাতে ধরে ফেলেন এনসিবির সদস্যরা।

বাজেয়াপ্ত হয় প্রচুর টাকার নিষিদ্ধ মাদক। তার মধ্যে কোকেন, হাশিশ, এমডিএমএর মতো মাদকও রয়েছে। অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির সদস্যরা।

আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। শুধু বলিউড নয়, ফ্যাশন জগতের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে।

গত বছর ভারতীয় সুপারস্টার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মধ্য দিয়ে বেরিয়ে আসে তারকামহলে মাদক সেবনের কাহিনী। বাদ ছিলেন না সুশান্তও। এরপরেই মাদককাণ্ডে উঠে আসতে থাকে একের পর এক নাম। জেরার মুখে পড়তে হয় দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীতসহ আরো খ্যাতিমান তারকাদের। সুশান্তের মৃত্যুর পর থেকে এনসিবি যথেষ্ট তৎপর তাদের কাজের প্রতি।ৎ

এসএইচ-১২/০৪/২১ (বিনোদন ডেস্ক)

যেকোনো সময় শাহরুখের বাড়িতে পুলিশের অভিযান!

মাদককাণ্ডে আটক শাহরুখপুত্র আরিয়ান খানকে ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে ভারতের মাদকবিরোধী সংস্থা (এনসিবি)। এসবের ধারাবাহিকতায় এবার এনসিবি অভিযান চালাতে পারে শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’-এ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে কোনো সময় এ অভিযান পরিচালনা করা হতে পারে। অভিযান চালানোর জন্য গঠন করা হয়েছে বিশেষ টিম।

এদিকে শাহরুখপুত্র আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট কোথা থেকে মাদক পেতেন তার সন্ধানও পেয়ে গেছে এনসিবি। এখনো বিভিন্ন স্থানে এনসিবির অভিযান চলছে। আরো অনেকে গ্রেফতার হওয়ার আশঙ্কা আছে বলেও জানা গেছে।

শনিবার গ্রেফতার হওয়া আরিয়ান খান জানিয়েছেন, গত ৪ বছর তিনি নিয়মিত মাদক সেবন করেন। গ্রেফতার হওয়ার পর সোমবার বাবার সঙ্গে ২ মিনিট কথা বলার সুযোগ পান আরিয়ান। এ সময় বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর এটাই ছিল পিতা-পুত্রের প্রথম দেখা।

শাহরুখের ছেলেকে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।

শনিবার রাতে মুম্বাইয়ের কর্ডেলিয়া নামে একটি প্রমোদতরীতে এক পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান। সেখান থেকে তাকে আটক করে মাদকবিরোধী সংস্থা এনসিবি। এদিন রাত থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় আরিয়ানকে। ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান।

আরিয়ান অনুশোচনা প্রকাশ করে জানিয়েছেন, মাদক সেবন করে তিনি ভুল করেছেন। এর আগে কখনো এমন কিছু করেননি তিনি। ইতোমধ্যেই ছেলের জন্য বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা এনসিবির দপ্তরে পৌঁছে গিয়েছেন।

এনসিবি সূত্রে জানা যাচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন— এসব কিছুই এখন আতশকাচের নিচে। কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তা-ও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন তিনি, তা-ও এখন নজরে তদন্তকারীদের। বেশ কয়েক ঘণ্টা জেরার মধ্যেই আরিয়ান স্বীকার করে নেন, তিনি মাদক নিয়েছেন।

এনসিবির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, শনিবার রাতে মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে একটি বিলাসবহুল ক্রুজ যাত্রা করে। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে যাত্রা করেন তারাও। ক্রুজ মুম্বাই থেকে ছাড়ার কিছুক্ষণের মাঝেই শুরু হয় পার্টি।

এনসিবির কাছে খবর ছিল, মাঝ সমুদ্রে কর্ডেলিয়াতে পার্টি হবে এবং সেখানে মাদক সেবন করা হবে। পার্টির মাঝপথে অনেকেই যখন মাদক সেবনে টালমাটাল অবস্থা ঠিক সেই অবস্থাতেই হাতেনাতে ধরে ফেলেন এনসিবির সদস্যরা।

বাজেয়াপ্ত হয় অনেক টাকার নিষিদ্ধ মাদক। তার মধ্যে কোকেন, হাশিশ, এমডিএমএর মতো মাদকও রয়েছে। অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির সদস্যরা।

আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। শুধু বলিউড নয়, ফ্যাশন জগতের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে।

গত বছর ভারতীয় সুপারস্টার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মধ্য দিয়ে বেরিয়ে আসে তারকামহলে মাদক সেবনের কাহিনী। বাদ ছিলেন না সুশান্তও। এরপরেই মাদককাণ্ডে উঠে আসতে থাকে একের পর এক নাম। জেরার মুখে পড়তে হয় দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীতসহ আরো খ্যাতিমান তারকাদের। সুশান্তের মৃত্যুর পর থেকে এনসিবি যথেষ্ট তৎপর তাদের কাজের প্রতি।

এসএইচ-১১/০৪/২১ (বিনোদন ডেস্ক)

টিকা তৈরির জন্য বাংলাদেশ প্রস্তুত: প্রধানমন্ত্রী

মহামারিতে কিছু শ্রেণি আছে তারা তাদের আর্থিক লাভ লোকসানটার দিকে যতবেশি তাকায়, ঠিক মানুষের দিকে অত তাকায় বলে আমার মনে হয় না। এটা শুধু আমার দেশে বলে না, আন্তর্জাতিক পর্যায়েও এটা আমরা লক্ষ্য করি। যে কারণে এটাকে (টিকা) আমি সার্বজনীন করার জন্য বলেছি। শুধু তাই না, আমি এটাও বলেছি বাংলাদেশ টিকা তৈরি করতে প্রস্তুত।

সোমবার বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করোনার টিকাকে সার্বজনীন করা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে ১০ একর জায়গা নিয়ে রেখেছি। সার্বিক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে গাভির (টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট) সঙ্গে আলোচনা করেছে, ডব্লিউএইচও’র সঙ্গে আলোচনা করেছি। আমরা বলেছি আমরা ফুলা চাই। আমরা সিড চাই এবং আমরা বাংলাদেশে এটা (টিকা তৈরি) প্রস্তুত করতে পারবো।

বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণের সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, আমি এইটুকু বলবো যে বাংলাদেশ, হ্যাঁ আমরা চেষ্টা করেছি। আমি বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ এই কারণে যে, যখনই আমরা আহ্বান করেছি যে, করোনা মোকাবিলা করার জন্য যা যা করণীয় তারা যেন সেটা পালন করে। অনেক সময়, প্রথমদিকে দ্বিধা-দ্বন্দ্ব ছিল। কিন্তু এখন সবাই অন্তত সেটা মেনে চলে। মেনে চললে পরে, এমনকি টিকা নেওয়ার পরও কিন্তু মাস্কটা পরে রাখা বা একটু দূরত্ব রাখা বা হাতট পরিষ্কার রাখা। এটা কিন্তু করা উচিত। এটা করতে হবে। এটা করলে পরে আরও অনেকটা এগোতে পারব।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান এবং বিভিন্ন উচ্চপর্যায়ের ইভেন্টে অংশগ্রহণের জন্য গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করেন। পরে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে অবস্থান শেষে ১ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

এসএইচ-১০/০৪/২১ (ন্যাশনাল ডেস্ক)