রাত ২:৫০
শুক্রবার
২৬ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১২ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১৭ ই শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

মাঝমাঠ থেকে চোখ জুড়ানো গোল

আক্রমণের পর আক্রমণ, ‍সুযোগের পর সুযোগ। কিন্তু প্রতিপক্ষ গোলকিপার ও ভাগ্য সহায় হলো না। ফুটবলদেবতা স্কটল্যান্ডের দিক থেকে মুখ ফিরিয়ে দুহাত ভরে দিলেন পাত্রিক শিখ নামের বছর পঁচিশের এক তরুণকে। যার সৌজন্যে ফুটবল বিশ্বের চোখ জুড়ালো অসাধারণ এক গোলে।

মাঝমাঠ থেকে উড়ে মারা বলে জাল খুঁজে পাওয়ার আগের শিখ গোল পেয়েছিলেন আরেকটি। তার জোড়া লক্ষ্যভেদেই চেক প্রজাতন্ত্র ইউরো অভিযান শুরু করেছে স্কটিশদের ২-০ গোলে হারিয়ে।

গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে স্কটল্যান্ড নেমেছিল নিজেদের সমর্থকদের সামনে। ঘরের মাঠে দর্শকদের অনুপ্রেরণায় একের পর এক আক্রমণ চালিয়ে চেক প্রজাতন্ত্রের রক্ষণ কাঁপিয়ে দিলো তারা। তবে সুন্দর ফুটবলের ফুল ফুটিয়ে জয়ের হাসি হাসলো চেকরা। দলবেঁধে আক্রমণে ওঠার সঙ্গে বুদ্ধিদীপ্ত ফুটবলে দারুণ একটি টুর্নামেন্টের ইঙ্গিত তারা দিলো গ্লাসগোর ম্যাচে।

যে ম্যাচের সবটুকু আলো নিজের ওপর ফেললেন শিখ। বেয়ার লেভারকুসেনের এই ফরোয়ার্ড সেভাবে হয়তো আলোচনায় ছিলেন না। থাকার কথাও নয়। তবে স্কটল্যান্ড ম্যাচের একটি গোলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইউরোর মতো বড় মঞ্চে মাঝমাঠ থেকে গোল করা, তাকে নিয়ে কথা তো হবেই! ৫০ গজ দূর থেকে তার উড়িয়ে মারা বলের জালে জড়ানোর দৃশ্যটা বহুদিন চোখে লেগে থাকবে ফুটবলপ্রেমীদের।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটের খেলা চলছিল তখন। স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেন্ড্রির শট প্রতিহত করেন এক চেক খেলোয়াড়। ফিরে আসা বলটি পেয়ে যান শিখ। মাঝমাঠে বল নিয়ে সামান্য এগোতেই দেখলেন স্কটল্যান্ডের গোলকিপার অনেকটা এগিয়ে। বুঝলেন এটাই সুযোগ।

৫০ গজ দূর থেকে বাঁ পায়ের ভাসানো শটে মারলেন ত্রেকাঠি লক্ষ্য করে। উড়তে উড়তে বল জড়িয়ে যায় জালে। স্কটিশ গোলকিপার অনেকটা দৌড়ে চেষ্টা করলেন বল ঠেকানোর, কিন্তু বল তার মাথার ওপর দিয়ে খুঁজে নেয় জাল।

চমৎকার গোলটির আগে বিরতিতে যাওয়ার আগে এই শিখের লক্ষ্যভেদেই লিড নিয়েছিল চেক ‍প্রজাতন্ত্র। ৪২ মিনিটে ডান প্রান্ত থেকে ভ্লাদিমির কোউফালের বাড়ানো চমৎকার ক্রস লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন শিখ।

এসএইচ-২৮/১৪/২১ (স্পোর্টস ডেস্ক)

নাম না করে নুসরতের পাশেই তসলিমা

সম্পর্ক নিয়ে টানাপোড়েন, বিস্ফোরক বিবৃতি নিয়ে শিরোনামে নুসরত জাহান। এই প্রেক্ষাপটে নারী-পুরুষের বহুগামিতা নিয়ে ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট তসলিমা নাসরিনের। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে তবে কি তিনি অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের পাশে দাঁড়ালেন, সেই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। যদিও তসলিমা নাসরিনের দাবি, কোনও ব্যক্তি ওই পোস্টটির বিষয় নন।

বহুগামিতা নিয়ে পোস্ট করেন তসলিমা নাসরিন। নারীর পাশাপাশি পুরুষের বহুগামিতাতে কী সমানভাবে সরব হন সকলে, সে প্রশ্ন তুলে ধরেন। উত্তম কুমার গৌরী দেবী এবং সুপ্রিয়া দেবীর সঙ্গে থাকতেন বলেও উল্লেখ করেছেন ফেসবুক পোস্টে।

এছাড়া তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, সমরেশ বসুও একসঙ্গে দুই বোনকে বিয়ে করেছিলেন। তাঁদের নিয়ে কেন কিছু কেউ বলে না, সেই প্রশ্ন তোলেন আন্তর্জাতিক লেখিকা। তারপরই তিনি লেখেন, “যে মেয়েটির নিন্দে করছো, সেও তো একজনকে ছেড়ে আরেকজনকে নিয়ে থেকেছে। যা করেছে প্রকাশ্যে, লুকিয়ে নয়, কাউকে ঠকিয়ে নয়। তাহলে তার নিন্দে করছো কেন?” তসলিমার পোস্টের এই লাইনগুলি দেখেই প্রশ্ন উঠছে, তবে কি ফেসবুক পোস্টের মাধ্যমে নাম না করে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের পাশেই দাঁড়ালেন তিনি।

এর আগেও নুসরত প্রসঙ্গে ফেসবুক পোস্ট করেছিলেন তসলিমা নাসরিন। সেবার অবশ্য তাঁর ফেসবুক পোস্টে সরাসরি নুসরতের নাম উল্লেখ করেছিলেন তিনি। একজন স্বাধীন নারী একাই সন্তান মানুষ করতে পারেন বলেই পরামর্শ দেন তসলিমা।

একজনকে ত্যাগ করে অন্যজনকে বিয়ে করলেই জীবন সুখের হয় না সেকথাও উল্লেখ করেছিলেন। পোস্টে লিখেছিলেন, নিখিল, যশ দুইই সমান। একজন স্বাধীনচেতা নারী বাস্তবে কখনই আকাঙ্ক্ষিত পুরুষ পেতে পারেন না বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেছিলেন তসলিমা।

এসএইচ-২৭/১৪/২১ (বিনোদন ডেস্ক)

সাকিবকে নিয়ে উসমান খাওয়াজার হাস্যরস

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে স্টাম্পে লাথি মেরেছিলেন সাকিব আল হাসান। এরপর দ্বিতীয়বার স্টাম্প তুলে নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি। এই ঘটনায় ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাকিবকে। সেই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে।

অজি ওপেনার উসমান খাওয়াজা নিজের ইউটিউবে এক ভিডিওতে সাকিবের এই ঘটনা নিয়ে হাস্যরস করেছেন। খাওয়াজা বলেন, ‘অবশ্যই আম্পায়ারের সিদ্ধান্ত নেয়ার জন্য সময় লাগে। ক্রিকেট যথেষ্ঠ কঠিন একটি খেলা। কেউ আপনার সামনে এসে স্টাম্পে লাথি মারছে।

এটা আপনি করতে পারেন না। অবশ্যই তাঁর গত বছর অনেক কঠিন সময় গেছে। তবুও এ নিয়ে কোনো অযুহাত দাঁড় করানো যাবে না। আমি দুঃখিত, এটা নিয়ে আমার হাসাহাসি করা উচিত না। তবে এটাতে হাস্যরস খুঁজে পেয়েছি। এটা খুবই বাজে কাজ হয়েছে। এটা একটা হাস্যকর ব্যাপার।’

সাকিব আম্পায়ারের দিকে তেড়ে গেলেও আম্পায়ার যেভাবে শান্ত ছিলেন তিনি তাঁর প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমি বলতে চাই এটা আপত্তিজনক ব্যাপার। আম্পায়ারের মুখের দিকে তেড়ে গেলেও তিনি শান্ত ছিলেন, এটা বেশ ভালো ব্যাপার। সত্যিই এটা লঞ্ছনার মতো, কোনো কোনো ক্ষেত্রে হয়রানিও।

আম্পায়ার এটার যোগ্য না। আমি এখনও বুঝতে পারছি না এটা কি ঘটেছে। আমি জানি না খেলায় কি হয়েছে। এর আগে কি এমন হয়েছে? যাই হোক এটা অগ্রহণযোগ্য। আমি দেখলাম সে ক্ষমা চেয়েছে। কিন্তু এটার কোনো যুক্তিকতা নেই।’

ঘটনাটি ডিপিএলের সপ্তম রাউন্ডের ম্যাচে তখন আবাহনীর ইনিংসের পঞ্চম ওভার চলছিল। যেখানে নিজের প্রথম ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউয়ের আবেদন করেছিলেন সাকিব। তবে আম্পায়ার আউট না দেয়ায় লাথি মেরে স্টাম্প ভাঙেন তিনি। এরপর ষষ্ঠ ওভারের এক বল বাকি থাকতেই বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ করে দেয় আম্পায়াররা। সেই সময় বল করছিলেন শুভাগত হোম।

ওভার শেষ হওয়ার এক বল বাকি থাকতেই বৃষ্টির কারণে আম্পায়ারা খেলা বন্ধ করে দেয়ায় আবারও মেজাজ হারান তিনি। যা নিয়ে সাকিব আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান এবং তিন স্টাম্প উঠিয়ে আম্পায়ারের সামনে আছাড় মারেন। এরপর আম্পায়ারের দিকে তেড়েও যান। এরপর ড্রেসিং রুমে যাওয়ার পথে আবাহনীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

এসএইচ-২৬/১৪/২১ (স্পোর্টস ডেস্ক)

১৯ জুন থেকে ফের শুরু হচ্ছে গণটিকা

সরবরাহ না থাকায় বেশ কিছুদিন করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম বন্ধ রাখার পর আবার তা শুরু করতে যাচ্ছে সরকার। যে পরিমাণ টিকা এসেছে তা দিয়ে আগামী ১৯ জুন থেকে আবার টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। মায়ের মৃত্যুতে মহাখালীতে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের হাতে কিছু টিকা চলে আসছে। চীনে থেকে রোববার ছয় লাখ ডোজ টিকা হাতে এসেছে। ফাইজারের টিকাও রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আমাকে অবহিত করেছেন। আগামী ১৯ জুন থেকে এই টিকা কার্যক্রমণ শুরু হবে। আগের নিবন্ধনকারীরা এই টিকা পেতে অগ্রাধিকার পাবেন।’

মন্ত্রী বলেন, ‘করোনা প্রতিরোধে আমরা টিকাদান কার্যক্রম আবার শুরু করেছি। এক কোটি টিকা দেয়া হয়ে গেছে। আরও কয়েক কোটি টিকা লাগবে। সেই টিকার অনেক সংকট রয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে করোনা আবার বাড়ছে। সেই সঙ্গে বেড়েছে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। এখন থেকেই সবাইকে আবার সচেতন হতে হবে। হাসপাতালে শয্যা কম। বেশি বাড়লে সেবাও ব্যাহত হবে।’

বাংলাদেশকে মোট ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দিয়েছে চীন। এর মধ্যে ৩০ হাজার ডোজ এ দেশে কর্মরত নিজেদের কর্মীদের জন্য নিয়ে চীন। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের পাঁচ লাখ ৩৫ হাজার মানুষকে দেয়া যাবে। এছাড়া ফাইজারের এক লাখ ছয় হাজার ডোজ টিকা এসেছে বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের মাধ্যমে। সরকারের হাতে সব মিলিয়ে প্রথম ডোজ শুরু করার জন্য টিকা রয়েছে ১২ লাখ ৬২০ ডোজ।

দেশে করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ অক্সফোর্ডের টিকা পাওয়ার চুক্তিতে এটা করা হয়েছিল। কিন্তু দুই দফায় ৭০ লাখ ডোজ দেয়ার পর তারা বন্ধ করে দেয়। টিকা সংকট দেখা দেয়ায় ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ দেয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২ মে’র পর থেকে বন্ধ করে দেয়া হয় টিকার জন্য নিবন্ধনও। ইতিমধ্যে যারা প্রথম ডোজ পেয়েছেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেয়ার মতো অ্যাস্ট্রাজেনেকার টিকাও হাতে নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, রবিবার পর্যন্ত দেশে ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন সুরক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করেছেন। টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৫০ হাজার ১৬৭ জন।

এসএইচ-২৫/১৪/২১ (ন্যাশনাল ডেস্ক)

তিন নারী সঙ্গী নিয়ে অমির বাসায় লুকিয়ে ছিলেন নাসির

চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত আসামি শিল্পপতি ও ঢাকা বোট ক্লাবের এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল মেম্বার নাসির উদ্দিন মাহমুদ তিন নারী সঙ্গীসহ অমির বাসায় লুকিয়ে ছিলেন।

সোমবার দুপুরে ঢাকার উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার বাকি চারজন হলেন অমি, অমির গার্লফ্রেন্ড স্নিগ্ধা, নাসিরের সঙ্গী লিপি ও সুমি।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। তিনি বলেন, ‘এটা পরীমনির কস্টিউম ডিজাইনার অমির বাসা। পরীমনির সংবাদ সম্মেলনের পর থেকে তিনজন নারী সঙ্গী নিয়ে এই বাসায় নাসির লুকিয়ে ছিলেন। মাদক রাখার অভিযোগে সেই তিনজনকেও গ্রেফতার করেছি।’

তিনি বলেন, ‘পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা নিয়ে রবিবার রাতে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। সংবাদ সম্মেলনের পরপরই আমরা অভিযানের প্রস্তুতি নিয়েছিলাম। তবে রাতে মামলা না হওয়ার কারণে গোয়েন্দা পুলিশ অ্যাকশনে যায়নি। সাভার থানায় দায়ের করা মামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা অভিযুক্তদের গ্রেফতার করি।’

অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ প্রসঙ্গে এই পুলিশ কর্মকর্তা বলেন, নাসিরের বিরুদ্ধে আগেও মাদক ও নারী নির্যাতনের মামলা হয়েছে। নানা অভিযোগে তাকে উত্তরা ক্লাব থেকে বহিষ্কারও করা হয় বলে তথ্য রয়েছে। তার বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করে, তবে আমরা সেগুলোও তদন্ত করব।

এসএইচ-২৪/১৪/২১ (ন্যশনাল ডেস্ক)

যেভাবে টিকা দেয়ার পরিকল্পনা হচ্ছে

আগামী সপ্তাহ থেকে বাংলাদেশে ফাইজার ও সিনোফার্মের টিকা প্রথম ডোজ হিসেবে একসাথে দেয়া শুরু হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ এবিএম খুরশীদ আলম জানিয়েছেন, “আমরা আর একটা একটা করে দেব না। সব ধরনের টিকা দেয়ার কাজ একসাথে শুরু করা হবে আগামী সপ্তাহ থেকে।

যিনি প্রথম ডোজ হিসেবে ফাইজার পাবেন তাকে দ্বিতীয় ডোজ হিসেবে সেটাই দেয়া হবে। অন্য ধরনের টিকার ক্ষেত্রেও তাই।”

তিনি বলেছেন, এক্ষেত্রে টিকা গ্রহীতার কোন সিদ্ধান্ত থাকবে না। তাকে যে ধরনের টিকা দেয়া হবে সেটিই নিতে হবে।

ফাইজারের টিকা সংরক্ষণে জটিলতার কারণে শুধু ঢাকাতেই কয়েকটি নির্ধারিত হাসপাতালে সেটি দেয়া হবে।

ডাঃ এবিএম খুরশীদ আলম জানিয়েছেন, যারা নিবন্ধন করে ফেলেছেন কিন্তু প্রথম ডোজও পাননি তাদের ফাইজারের যে চালান এখন রয়েছে সেগুলো দেয়া হবে।

সিনোফার্মের টিকা পাচ্ছেন শুধু মেডিকেল শিক্ষার্থীরা। আর এর আগেই সিদ্ধান্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনের সিনোফার্ম টিকা দেয়া হবে।

যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পাওয়ার পর টিকার যোগান না থাকায় দ্বিতীয় ডোজ পাননি তাদের কোভ্যাক্স ও যুক্তরাষ্ট্র থেকে সহায়তা হিসেবে যে টিকা আসবে সেগুলো দেয়া হবে।

এগুলো শীঘ্রই আসবে কিনা সেটি অবশ্য নিশ্চিত নয়।

আলম বলছেন, বিভিন্ন সময়ে নানা সংখ্যায় তিন প্রকারের টিকার চালান আসার কারণে টিকা কর্মসূচি নিয়ে পরিকল্পনা করা একটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলছেন, “আমাদের বারবার টিকার হিসেব মেলাতে হচ্ছে, ডাবল, ট্রিপল চেক করতে হচ্ছে। যেহেতু বিভিন্ন লটে এসেছে তাই টিকার মেয়াদ সম্পর্কে আলাদা করে হিসেব রাখতে হচ্ছে”

তিনি আরও জানিয়েছেন টিকা সংরক্ষণে তাপমাত্রার ভিন্নতার কারণেও সমস্যা হচ্ছে। ফাইজারের টিকা মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। এত কম তাপমাত্রায় টিকা সংরক্ষণের হিমাগার ঢাকার বাইরে নেই তাই শুধু ঢাকাতেই এটি দেয়া যাবে।

যেগুলোর চালান এসেছে বিভিন্ন সংখ্যায়, বিভিন্ন সময়ে।

প্রথম দফায় জানুয়ারির শেষের দিকে ভারত থেকে সিরাম ইন্সটিটিউটের উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকা টিকা আসা শুরু হয়।

ভারতের উপহার হিসেবে শুরুতে ২০ লাখ ডোজের চালান পৌছায়। এরপর বাংলাদেশ সরকারে কেনা সিরাম ইন্সটিটিউটের প্রথম চালানে ৫০ লাখ ডোজ সহ ৭০ লাখ ডোজ হাতে নিয়ে দেশব্যাপী টিকা কর্মসূচি শুরু হয় ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে।

কিন্তু সিরাম ইন্সটিটিউট নতুন করে আর কোন টিকা না পাঠানোর কারণে প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা নেয়ার পর সবার জন্যে দ্বিতীয় ডোজের যোগানে ঘাটতি দেখা দেয়।

মে মাসের শুরুতে প্রথম ডোজ টিকা দেয়া এবং টিকার জন্য নতুন নিবন্ধন স্থগিত করে দেয়া হয়।

প্রথম ডোজ গ্রহণকারী ১৪ লাখ মানুষ এখনো দ্বিতীয় ডোজ পাননি এবং কবে পাবেন তার নিশ্চয়তা এখনো নেই।

শুধুমাত্র একটি উৎস থেকে টিকা কেনার সিদ্ধান্ত ভুল ছিল বলে সরকারকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়।

এমন পরিস্থিতিতে রাশিয়া ও চীন থেকে টিকা আনার জন্য চেষ্টা শুরু করে বাংলাদেশ।

কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স কর্মসূচি থেকে ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। তিনি আরও জানিয়েছেন নিজেদের মজুদ থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা টিকা দেবে।

মে এবং জুন মাসে দুই দফায় চীনের কাছ থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা এসেছে। জুনের শুরুতে এসেছে ফাইজারের ১ লাখ ডোজ।

এসএইচ-২৩/১৪/২১ (অনলাইন ডেস্ক, তথ্যসূত্র : বিবিসি)

জিম্বাবুয়েতে খেলাধুলা বন্ধ, শঙ্কায় বাংলাদেশের সফর

করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সব ধরনের ক্রীড়া কার্যক্রম বন্ধে সরকারের নতুন নির্দেশনায় জিম্বাবুয়ের ক্রীড়াখাত আরেকটি ধাক্কা খেলো। দেশটিতে সামনে স্থানীয় ও আন্তর্জাতিক নানা ইভেন্ট হওয়ার কথা।

ভাইস প্রেসিডেন্ট কনস্ট্যান্টিনো চিভেঙ্গা শনিবার ঘোষণা দেন, করোনার নতুন ঢেউয়ে সব ধরনের জনসমাগম ও ক্রীড়া কার্যক্রম নিষিদ্ধ করা হলো।

ক্রীড়া কমিশন রোববার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যাচ্ছে।

এই নিষেধাজ্ঞার কারণে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার এ দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ক্রিকেট আর হচ্ছে না। এছাড়া আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের কথা ছিল তাদের।

২০১৯ সালের মার্চের পর প্রথমবার মাঠে ফেরা ঘরোয়া ফুটবল চিবুকু সুপার কাপেও এই নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে।

এসএইচ-২২/১৪/২১ (স্পোর্টস ডেস্ক)

পরীমনি বললেন ‘এখন বাঁচতে পারব’

অভিনেত্রী পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে ঢাকার উত্তরার বাসা থেকে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে আটক করা হয়।

এ ঘটনায় স্বস্তি প্রকাশ করে পরীমনি বলেন, ‘এত দ্রুতই প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এখন ভরসা পাচ্ছি। নিশ্চিন্ত হলাম। বাঁচতে পারব। বাকি অভিযুক্ত ব্যক্তিদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক।’

এর আগে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে সোমবার বেলা ১১টার দিকে সাভার থানায় নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমণি।

রোববার রাতে প্রথমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চান পরীমনি।

ফেসবুক পেজে পরীমনি লেখেন, ‘বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকার বনানীর নিজ বাসায় এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেন। এ সময় নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন তিনি। এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন এই চিত্রনায়িকা।

সংবাদ সম্মেলনে পরীমনি বলেন, ‘বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসির উদ্দিন নামে একজন তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।’ সাংবাদিকরা নাসির উদ্দিন মাহমুদের পরিচয় জানতে চাইলে পরীমনি বলেন, ‘সে পরিচয় দিছে সে নাকি বেনজীর আহমেদ’র (পুলিশ মহাপরিদর্শক) বন্ধু ভাই, কাছের মানুষ। সে বারবার এটাও আমাকে বলছিল, যখন আমাকে গায়ে হাত তুলছিল…।’

পরীমনি বলেন, ‘আমার সাথে যা হয়েছে আমি এর বিচার চাই। আমি সুইসাইড করার মতো মেয়ে নই। কিন্তু কোনো কারণে আমি যদি মারা যাই, ধরে নেবেন আমাকে মারা হয়েছে।’ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘কে নেবে মামলা, আমার মামলা কে নেবে? তাকে কেউ এ ব্যাপারে হুমকি দিচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোনো সিকিউরিটি নেই। আমি ভয় পাচ্ছি।’

এসএইচ-২১/১৪/২১ (বিনোদন ডেস্ক)

পরীমণি মদ্যপ ছিল, বোতল নিতে বাধা দেওয়ায় অভিযোগ’

পরীমণি ও তার সঙ্গীরা মদ্যপ অবস্থায় ঢাকা বোট ক্লাবে ঢুকেছিলেন। মদের বোতল বাইরে নিয়ে যেতে চাইলে বাধা দেওয়ায় পরীমণি ‘ধর্ষণ ও হত্যাচেষ্টা’র অভিযোগ এনেছেন বলে দাবি করেছেন ক্লাবটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। আজ সোমবার গ্রেপ্তার হওয়ার আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় এ দাবি করেন তিনি।

নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘আমি কম্প্লিটলি ভিকটিম। এখানে যে ঘটনা বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। ঘটনার দিন ছিলাম। আমি ওই ক্লাবের একজন পরিচালক। আমি যখন বের হয়ে যাচ্ছি ওরা (পরীমণি ও তার বন্ধুরা) ঢোকে। তখন আমাদের সিকিউরিটি, আমাদের অফিসার, সেক্রেটারি কেউ উপস্থিত ছিলেন না। তারা না থাকার কারণে তারা (পরীমণি ও তার বন্ধুরা) যখন ঢোকে তখন খুব উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। তাদের সঙ্গে একটা ছেলে ছিল, তারা সবাই মদ্যপ অবস্থায় ক্লাবের ভেতর ঢোকে। ঢোকার পরে আমাদের বারের কাউন্টারে খুব দাবি ড্রিংকস ছিল, তারা জোর করে নেওয়ার চেষ্টা করে।’

নাসির উদ্দিন মাহমুদ আরও বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ, কারণ ওইযে আমি বাধা দিয়েছি। তারা তো নিতে পারেনি। তারা তো মেম্বার না। আমি জাস্ট তাদের বাধা দিয়েছি, এটা (ড্রিংকস) নেওয়া যাবে না। নিতে হলে তোমাদের কোনো অ্যাকাউন্টের অ্যাগেইন্সটে নিতে হবে, কারণ এটা বিক্রি যোগ্য না। এটা সাথে করে নিয়ে যাওয়ার জিনিস না। এটা এখানে বসে খেতে হবে। বাই দিস টাইম আমাদের বার এখন ক্লোজড।

এরপরই সে উত্তেজিত হয়ে পড়ে। একটার পর একটা গ্লাস ভাঙতে শুরু করে। সে গালিগালাজ শুরু করে। আমাদের স্টাফরা তাকে (পরীমণি) থামানোর চেষ্টা করে। তাকে ওই ঘটনার আগ পর্যন্ত আমি চিনতাম না। ওই সময় আমি তাকে থামানোর চেষ্টা করি। তখন তার সঙ্গে যে ছেলেটা ছিল, সে এসে আমাকে চড়-থাপ্পড় দেয়। একটা গ্লাস মারে, আমার ঘাড়ে লাগে। এ অবস্থায় আমি আমার সিকিউরিটিদের নির্দেশ দেই, তারা তাদের (পরীমণিদের) উঠিয়ে নিয়ে যায়।’

নাসির বলেন, ‘বাই দিস টাইম সে অনেক ড্রিংকস করে ফেলেছিল। এটা আমাদের সিসিটিভি ক্যামেরায় দেখবেন (সাংবাদিকদের উদ্দেশ করে বলেন) যে, সে ড্রিংকস করা অবস্থায় গাড়িতে উঠতে পারছিল না। আর এটা পরের দিনই আমাদের ক্লাবের নিয়ম অনুযায়ী মাস্ট বি রেকর্ডেড। আমাদের কর্মকর্তারা বিষয়টি লিখিতভাবে দিয়েছে। রিপোর্টে পরিষ্কারভাবে লেখা আছে। কিন্তু আমার সাথে তার কিছুই হয়নি।’

এর আগে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে সোমবার বেলা ১১টার দিকে সাভার থানায় নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমণি।

মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার দুপুরে ঢাকার উত্তরার বাসা থেকে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে মদ উদ্ধার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

ওসি কাজী মাইনুল ইসলাম বলেন,পরীমণি নিজে বাদী হয়ে মোট ছয়জনের নামে এ মামলা করেছেন। মামলা নম্বর- ৩৮।

রোববার রাতে প্রথমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চান পরীমণি।

এসএইচ-২০/১৪/২১ (বিনোদন ডেস্ক)

মুসলিম বৃদ্ধকে রাস্তায় ফেলে পিটুনি, কেটে নেওয়া হলো দাড়ি

আবদুল সামাদ নামাজ শেষে বাসায় ফিরছিলেন। রাস্তা থেকে ‍কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে যায় নির্জন স্থানে। এরপর মাধরর করা হয় এই মুসলিম বৃদ্ধকে। পরে ‘জয় শ্রীরাম’ বলতে বললে তিনি অস্বীকার করেন। এ কারণে রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটানো হয়। শুধু তাই নয়, তার দাড়িও কেটে নেওয়া হয়।

ভারতের উত্তর প্রদেশের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, গত ৫ জুন গাজিয়াবাদের লোনি এলাকার মসজিদ থেকে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন আবদুল সামাদ। অভিযোগ উঠেছে, কয়েকজন যুবক তাকে অটোরিকশা থেকে তুলে নিয়ে যায়। ঝোপঝাড়ে ঢাকা এলাকায় নিয়ে গিয়ে বৃদ্ধকে বেধড়ক মারধর করে অভিযুক্ত যুবকরা। ‘জয় শ্রীরাম’ বলতেও বাধ্য করা হয়। আবদুল সামাদ তাদের কথা না মানায় রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারা হয়।

আবদুল সামাদ বলেন, ‘লাল টিশার্ট পরা এক যুবক তার গলায় ছুড়ি রেখে “জয় শ্রীরাম” বলতে বাধ্য করে। তিনি ওই ধ্বনি দিতে অস্বীকার করলে দাড়ি কেটে নেওয়া হয়। এমন কী তাকে পাকিস্তানি চর বলেও কটাক্ষ করে ওই যুবকেরা।’

ওই ঘটনার আতঙ্ক এখনো কাটেনি আবদুল সামাদের। আতঙ্কিত ওই প্রৌঢ় কাঁপা কাঁপা গলায় তার অভিজ্ঞতা শুনিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন, ‘অটোয় চেপে বাড়ি ফিরছিলাম। সেই অটোতে আরও দুই যুবকও ওঠেন। তারা আমাকে জোর জবরদস্তি করে একটি ঘরে নিয়ে যায়। সেখানে আমাকে মারধর করে।

জোর করে স্লোগান বলতে বাধ্য করা হয়। দাড়ি কেটে নেওয়া হয়। এমন কী ওই যুবকেরা আমাকে বলেছিল, তারা এর আগেও একাধিক মুসলিমকে মারধর করেছে। খুন করতেও ভয় পায় না তারা।’

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয় করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পরবেশ গুজ্জর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এসএইচ-১৯/১৪/২১ (অনলাইন ডেস্ক)