বিকাল ৫:০৮
বৃহস্পতিবার
২৮ শে মার্চ ২০২৪ ইংরেজি
১৪ ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
১৮ ই রমজান ১৪৪৫ হিজরী
spot_img

বিশ্বের মানচিত্রে স্থান করে নিতে অপেক্ষা

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জনের অনন্য ও ঐতিহাসিক দিন আজ। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর। একাত্তরের রক্তক্ষরা এই দিন স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ভারত। ভারতের স্বীকৃতি বাংলাদেশের মুক্তির লড়াইয়ের গন্তব্য আরও নিশ্চিত করে দেয়। রণযুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও পরাজিত হতে থাকে হানাদাররা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নিতে প্রহর গুনতে থাকে বাংলার মুক্তিপাগল দামাল ছেলেরা।

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর চিঠিতে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের ঘোষণা দিয়ে লিখেন- ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রেক্ষাপটে ভারত সরকার আপনাদের স্বীকৃতিদানের সিদ্ধান্ত নিয়েছে। …পথ যতই দীর্ঘ হোক না কেন এবং ভবিষ্যতে আমাদের জনসাধারণের যতই ত্যাগ স্বীকার করতে হউক না কেন, বিজয়মালা আমরা বরণ করবই।’

স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে ভারতের স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনেও ছিল তাৎপর্যপূর্ণ। নিজেদের পরাজয় ঠেকাতে পাক হানাদার বাহিনী যুদ্ধের মাঠে এবং পাকিস্তান সরকার কূটনৈতিক পর্যায়ে মরণকামড় দিচ্ছিল। কিন্তু যুদ্ধের মাঠের মতো কূটনৈতিক পর্যায়েও একের পর এক পরাজয় ঘিরে ফেলে পাক জান্তাদের। অন্যদিকে সম্মুখযুদ্ধে একের পর এক জেলা জয় করে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা ঢাকা জয় করতে ক্রমশঃ এগিয়ে আসতে শুরু করে।

ভারতের স্বীকৃতি মুক্তিসেনাদের মনোবল বহুগুণে বাড়িয়ে দেয়। নতুন রাষ্ট্র তথা জন্মভূমি আদায়ের অভিলাষে শহর আর গ্রামের বাড়িঘর, মুক্তিসেনা ক্যাম্পগুলোতে উল্লাস বয়ে যায়। রক্তাক্ত ও নিষ্ঠুর একটি যুদ্ধের সূচনাকারী পাক হানাদারদের বিমান-তৎপরতা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে। বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের কাছে স্বাধীন হয় বাংলার আকাশ।

বাংলাদেশে পাক বিমানবাহিনীর প্রায় সব বিমান এবং বিমানবন্দরই তখন বিধ্বস্ত। গোটা দিন ভারতীয় জঙ্গীবিমানগুলো অবাধে আকাশে উড়ে পাক সামরিক ঘাঁটিগুলোতে প্রচ- আক্রমণ চালাল। ভারতীয় বিমানবাহিনীর হিসেব মতে, ১২ ঘণ্টায় ২৩০ বার আক্রমণ চালানো হয় পাক ঘাঁটিগুলোতে। তেজগাঁও ও কুর্মিটোলা বিমান ঘাঁটিতে ৫০ টনের মতো বোমা ফেলা হয়। তীব্র বিমান আক্রমণে বড় রাস্তা দিয়ে পাক সেনাবাহিনীর যাতায়াতও প্রায় বন্ধ হয়ে যায়।

বলতে গেলে পুরো আকাশ ভারতীয়, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর দখলে চলে আসে। শুধু আকাশেই নয়, স্থলেও মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী ঢাকার দিকে এগিয়ে চলে বীরদর্পে। একে একে জেলাগুলো শত্রুমুক্ত হচ্ছে, উড়ছে রক্তস্নাত মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা। চলছে জেলায় জেলায় বিজয় উল্লাস, আর নতমস্তকে হানাদারদের আত্মসমর্পণের চিত্র।

যুদ্ধের বাস্তব অবস্থা বুঝতে পারল পাক জল্লাদ জেনারেল নিয়াজীও। চতুর্দিক থেকে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের অগ্রগতির খবর পৌঁছল ঢাকায়। সেই সঙ্গে আসতে থাকল দেশের অধিকাংশস্থানে পাকবাহিনীর বিপর্যয়ের খবর। নিয়াজী আরও জানতে পারল মিত্রবাহিনীর সবক’টা কলাম মূল পাক ঘাঁটি এবং সুরক্ষিত পথগুলো এড়িয়ে এগিয়ে এসেছে। নিয়াজীসহ পাক সমর নায়করা বুঝলেন, মিত্রবাহিনী ঢাকার দিকে এগোবেই। নিয়াজী তাই অন্য পাক সমর নায়কদের সঙ্গে পরামর্শ করে সেদিনই সর্বত্র হুকুম পাঠিয়ে দিলেন- পুল ব্যাক। নিয়াজীর এমন নির্দেশ পেয়েই বাংলাদেশের পাক হানাদার বাহিনী একেবারেই ভেঙ্গে পড়ল।

পাক হানাদাররা এতদিন সীমান্ত লড়াইয়ের জন্য তৈরি হয়েছে। এখন হঠাৎ এলো পিছু হটার নির্দেশ! কিন্তু পিছু হটাও যে তখন সহজ নয়। কারণ ততক্ষণে বিভিন্ন এলাকার পাকিস্তানী বাহিনী খবর পেয়ে গেছে যে তাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখছে আকাশে উড়ছে ভারতীয় জঙ্গীবিমান। এ দিন সূর্য ওঠার আগ থেকে পাক বাহিনীর পিছু হঠা শুরু হয়ে যায়। পাকিস্তানী নবম ডিভিশনের পলায়নপর্বও দেখার মতো। এমনভাবে জীবন বাঁচাতে হানাদাররা ছুটছে যেন গোটা বাহিনীটাই ঢাকার দিকে পালাবে। কিন্তু তা তারা পারল না। কারণ ততক্ষণে ভারতীয় চতুর্থ ও নবম ডিভিশন যশোর-ঢাকা মহাসড়কের দুটো অঞ্চলে ঘাঁটি গেড়ে বসে আছে। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের শানিত আক্রমণে প্রত্যেকস্থানেই ছত্রভঙ্গ অবস্থা হানাদারদের। যাতে কোথাও হানাদাররা একসঙ্গে জড়ো হতে না পারে।

এদিকে পশ্চিম পাকিস্তানের একটি কারাগারে পায়চারী করছেন দীর্ঘদেহী একজন। প্রহসনের বিচার শেষ হয়েছে মাত্র দু’দিন আগে। ইয়াহিয়া সব বিচারক অর্থাৎ লেফটেন্যান্ট, কর্নেল, ব্রিগেডিয়ারকে রাওয়ালপিন্ডিতে ডেকে পাঠিয়েছেন। সামরিক ফরমানে দ্রুত রায় লিখতে বলা হয়েছে। পায়চারীর এক পর্যায়ে চোখে পড়ে গর্ত খোঁড়ার দৃশ্য। কবর? কার? উত্তর তার জানা। ওই দীর্ঘদেহী ব্যক্তিটি আর কেউ নন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই বিজয়ের এই মাসে প্রতিদিন, প্রতিক্ষণ বাঙালী জাতি তাদের প্রাণের শ্রদ্ধা-ভালবাসা নিবেদন করছেন জাতির জনকের প্রতি।

এসএইচ-০১/০৬/১৯ (অনলাইন ডেস্ক)

নোয়াখালীতে প্রেমঘটিত কারণে সহপাঠীকে কোপাল ‘কিশোর গ্যাং’

প্রেমঘটিত কারণে কিশোর গ্যাংয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে নোয়াখালী সদরের হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে সহপাঠীরা।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাইজদী শহরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী শহরের বিশ্বনাথ এলাকার বাসিন্দা। নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন সে।

আহত শিক্ষার্থী জানায়, দুপুরে মডেল স্টেস্ট পরীক্ষা দিতে বিদ্যালয়ে আসার সময় বাসার কিছুটা দূরে গুপ্তাংক এলাকায় পৌঁছলে সহপাঠী জাবেদ, অনিক, আহনার, অপূর্বসহ কয়েকজন আমাকে ঘিরে ধরে। সেই সঙ্গে বেধড়ক মারধর ও ধারালো ছুরি দিয়ে কোমরের নিচে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে কি জন্য তাকে সহপাঠীরা মেরেছে তা বলেনি এই শিক্ষার্থী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কিশোর গ্যাংয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর সহপাঠীরা কিশোর গ্যাংয়ের সদস্য। এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, আহত শিক্ষার্থীর সঙ্গে একই বিদ্যালয়ের এক মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের জেরে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে আগে একবার হাতাহাতিতে আহত হয় শিক্ষার্থী। পরে বিষয়টি সিনিয়ররা সমঝোতা করে। কিন্তু ওই ঘটনার জেরে তাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে তারা।

বিএ-১৯/০৫-১২ (আঞ্চলিক ডেস্ক)

ডাক ও টেলিযোগাযোগের নতুন সচিব নূর-উর রহমান

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নূর-উর রহমান। তিনি বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন বিসিএসের ৮ম ব্যাচের এ কর্মকর্তা।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মো. নূর-উর রহমান ১৯৬১ সালের ৮ অক্টোবর ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেনে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণিতে বিএসসি (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন।

১৯৮৯ সালে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদানকারী মো. নূর-উর রহমান চাকরি জীবনে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এবং জেলা প্রশাসক, মাদারীপুর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব , বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সদস্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা মোতাবেক বিভাগীয় কমিশনারগণের মধ্য হতে তিনি শুদ্ধাচার পুরস্কার ২০১৭-১৮ এবং তার সৃজনশীল কাজের স্বীকৃতিসরূপ জনপ্রশাসন পদক ২০১৯ অর্জন করেন।

প্রশিক্ষণ ও পেশাগত প্রয়োজনে জনাব মো. নূর-উর রহমান যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, ইতালি, সিংগাপুর, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, চীন এবং সুইজারল্যান্ড ভ্রমণ করেছেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র এবং দুই কন্যা সন্তানের জনক।

বিএ-১৮/০৫-১২ (ন্যাশনাল ডেস্ক)

বিএনপি সভাপতি এখন আ’লীগের সাধারণ সম্পাদক!

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি থেকে আওয়ামী লীগের কমিটিতে সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. নেদা মণ্ডল নামে এক নেতা।

বিএনপির সভাপতি রাতারাতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পাওয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে বইছে সমালোচনার ঝড়।

ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. মজদুল আকন্দ স্বাক্ষরিত অভিযোগে জানা গেছে, মো. নেদা মণ্ডল ওই ওয়ার্ড বিএনপির সভাপতি পদে এখনও বহাল আছেন। বিএনপির সভাপতির পদে থেকেই গত ২৯ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের শাখা কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে মো. নেদা মণ্ডল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হন।

কাউন্সিল শেষে বিএনপির সভাপতি নেদা মণ্ডলের নাম ঘোষণা করা হয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে। কাউন্সিলে দুর্নীতির মাধ্যমে এমনটি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি তদন্ত করে দেখতে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

আওয়ামী লীগ নেতা মো. মজদুল আকন্দ জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে আওয়ামী পরিবারগুলোর ওপর পাশবিক নির্যাতনসহ নানাভাবে হয়রানি করা নেদা মণ্ডলকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। যারা জেলজুলুম হুলিয়া মাথায় নিয়ে পালিয়ে থেকেছে, নানা নির্যাতনের শিকার হয়েছে এ সব ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দেয়া হয়েছে। নতুন কমিটিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের স্থান দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সভাপতি থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পাওয়া নেদা মণ্ডল বলেন, এ সব ছোটখাটো বিষয়ে নিউজ করে কী করবেন। আওয়ামী লীগ বড় দল। বর্তমানে ক্ষমতায় আছে। আমি শুরু থেকেই বিএনপিতে ছিলাম। ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলাম। এক বছর আগে ওয়ার্ড বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি নিয়ে আওয়ামী লীগে যোগদান করি। এখন আমি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দলে অনুপ্রবেশকারী নেদা মণ্ডল কীভাবে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন- এমন প্রশ্নে চরপুটিমারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার জানান, নেদা মণ্ডল খুব ভালো লোক। সৎ লোক। তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়ায় আওয়ামী লীগ চাঙ্গা হয়েছে। আমাদের অনেক উপকার হয়েছে। সে আমাদের সঙ্গেই থাকে। তাকে ডাকলেই পাওয়া যায়। আমি বা আমরা কোনো টাকার বিনিময়ে কমিটি অনুমোদন করিনি।

তিনি বলেন, তিনি বিএনপিতে ছিলেন শুরু থেকেই। উপজেলা পরিষদ নির্বাচনের দুই মাস আগে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আওয়ামী লীগের ভোট বৃদ্ধির জন্যই এই পদে তাকে চেয়েছিলাম। এখন আওয়ামী লীগের পক্ষেই কাজ করেন।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকীবিল্লাহ সাংবাদিকদের বলেন, এটা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র বিরোধী। অন্য কোনো দল থেকে এসে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ সহসাই পাওয়ার কোনো সুযোগ নেই। জেলা আওয়ামী লীগের পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিএ-১৭/০৫-১২ (আঞ্চলিক ডেস্ক)

রাজশাহীতে দুই জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতুলি নির্মলচরের পার্শ্বে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে দুই জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে দুই জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ।

ওই দুই জেলে হলেন আব্দুর রহিম (৫৬) ও ওমর আলী (৩২)। আটককৃত দুই জেলে প্রেমতলী কাঁঠাল বাড়িয়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক ও মোশাররফ হোসেনের ছেলে।

জানা যায়, আটকৃত দুইজেলে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে বাংলাদেশের ভিতর ফরহাদপুর নির্মল চর এলাকায় মাছ ধরে নিয়ে আসার সময় ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশ প্রবেশ করে তাদের ধরে নিয়ে চলে যায়। এই জন্য বর্তমানে এলকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রেমতলী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফরিদ হোসেন বলেন, প্রেমতুলি এলাকার দুই জেলেকে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে গেছে সেটা তাদের পরিবারের কাছে জানতে পারলাম। শুক্রবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহীনি (বিএসএফ) এর সাথে পতাকা বৈঠক করার জন্য চিঠি পাঠিয়েছি।

জেলেদের বাংলাদেশের ভিতর থেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে বিজিবির এই কর্মকর্তা বলেন, জেলেদের ফিরিয়ে নিয়ে না আসা পর্যন্ত কিছইু বলতে পারছিনা, এ ব্যাপারে পরে জানাবো।

বিএ-১৫/০৫-১২ (নিজস্ব প্রতিবেদক)

ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপ

ইউরোপ ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানালেও ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এখন ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের বিরুদ্ধে হুমকি দিচ্ছে। ইউরোপের প্রভাবশালী এই তিনটি দেশ আমেরিকার সঙ্গে জোট বেধে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্থেনিও গুতেরেসের কাছে চিঠি দেয়া হয়। ওই চিঠিতে দাবি করা হয়, ইরানের কিছু কিছু ক্ষেপণাস্ত্র কর্মসূচি এই সংস্থার নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন।

ওই চিঠিতে তারা জাতিসংঘের পরবর্তী প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যে এই সংস্থার ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন সে বিষয়টি উল্লেখ করার জন্য গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছে। ইউরোপের এ তিনটি দেশ এর আগেও এ ধরনের আবদার জানিয়েছিল। কিন্তু ইরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঙ্গে নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের কোনো সম্পর্ক না থাকায় এ ইস্যুতে তারা ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করতে পারেনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, যারা পরমাণু সমঝোতার বিভিন্ন ধারার সঙ্গে পরিচিতি তারা জানেন ইরানের কৃত্রিম উপগ্রহবাহী রকেট উৎক্ষেপ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন নয়।

এই প্রস্তাবে কেবলমাত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে জারিফ আরও বলেন, ইরানের পরমাণু অস্ত্রের কোনো কর্মসূচি নেই।

জারিফের এ বক্তব্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতিবেদনেও বহুবার উল্লেখ করা হয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা সবসময়ই প্রযুক্তির ওপর একক আধিপত্য বজায় রাখার চেষ্টা করে আসছে এবং তারা দাবি করছে ইরানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন। অথচ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির লক্ষ্য কেবলই আত্মরক্ষা।

এসএইচ-২৩/০৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)

ষষ্ঠ ব্যালন ডি’অর জয় আশাও করিননি মেসির মা

বিশ্বজুড়ে সাংবাদিকদের ভোটে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এতদিন সমান পাঁচবার করে পুরস্কারটি জয়ের রেকর্ড ছিল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর।

যদিও বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকার এই পুরস্কারে বেশ বিস্মিতই হয়েছেন তার মা সেলিয়া কুচ্চিট্টিনি।

তিনি জানান, মেসির এবারের ব্যালন ডি’অর জয় আশা করেননি।

সিএনএন রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে কুচ্চিট্টিনি বলেন, ‘তার অর্জনগুলো আমাদের প্রতিদিন বিস্মিত করে। আমি খুবই খুশি। আমরা অবশ্য তার এই পুরস্কার জয় আশাও করিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম তার পঞ্চম (ব্যালন ডি’অর) পুরস্কারটিই শেষ। সে আমাদের সারপ্রাইজই দিল।

এসএইচ-২২/০৫/১৯ (স্পোর্টস ডেস্ক)

সুনামগঞ্জে ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যা

ঋণের চাপে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আবদুল মতিন (৫২) নামের এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামে নিজ বাড়ির সম্মুখস্থ একটি আম গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আবদুল মতিন উপজেলার ৯নং সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের মৃত ফজলুল হকের পুত্র। তিনি সুরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম বলেন, আত্মহত্যার সঠিক কারণ পাওয়া যায়নি। তবে অতিরিক্ত ঋণের চাপে ইউপি সদস্য আব্দুল মতিন মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।

বিএ-১৪/০৫-১২ (আঞ্চলিক ডেস্ক)

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে রবিউল ইসলাম রবি (৩৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার আমনুরা-বাইপাস এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত রবিউল ইসলাম রবি সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আমনুরা-কলোনীপাড়ার মৃত আব্দুল বারী মিন্টু চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানান, রবিউল ইসলাম তার দুই সহযোগিকে নিয়ে মোটরসাইকেলযোগে আমনুরা থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন।

পথে বাইপাস এলাকায় দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে রবিউল ইসলামকে এলোপাথারি কোপাতে থাকে।

দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়া হয়। এসময় হাসপাতালের জরুরী বিভাহের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলার সময় রবিউলের সঙ্গে থাকা একই এলাকার শাহীন আলম ও আব্দুল হান্নান সামান্য আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এনিয়ে আইনত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।

বিএ-১৩/০৫-১২ (উত্তরাঞ্চল ডেস্ক)

রাজশাহীতে হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাজশাহীতে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ সারোয়ার জাহান ওরেফে তুষার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেফতার তুষার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর শেখালীপুরের দুরুল হুদার ছেলে।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ে করে পুলিশ।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন জানান, বাস টার্মিনালে তুষার যাত্রীবেসে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

গোপন সংবাদ পেয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন মাদক চোরাচালানে নিজের সম্পৃক্ততার দায় স্বীকার করেন তিনি।

পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।

বিএ-১২/০৫-১২ (নিজস্ব প্রতিবেদক)