বিকাল ৩:৪৮
মঙ্গলবার
২৩ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১০ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১৪ ই শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

বাইকে চড়ছে গরু! (ভিডিও)

পোষা কুকুর বা বিড়ালকে সাইকেল বা বাইকে চড়িয়ে অনেকেই ঘুরতে বের হন। এমন দৃশ্য দেখতে আমরা অভ্যস্ত। কিন্তু বাইকে গরুর মতো বড়সড় প্রাণীকে বসিয়ে ঘুরে বেড়ানো চাট্টিখানি কথা নয়। এমন ঘটনা সত্যিই বিরল।

আর সে কারণেই সম্প্রতি গরুকে বাইকে বসিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি বাইক চালাচ্ছেন আর বাইকের সামনের অংশে বসে আছে একটি গরু। গরুটির গায়ে চাদর জড়ানো। ওই ব্যক্তি যখন গরু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তার পাশ দিয়ে বাইক নিয়ে যাওয়া দু’জন এই দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন।

বাইকে গরু নিয়ে ঘোরার এই দৃশ্যটি পাকিস্তানের। এই ঘটনার জন্য অনেকেই ওই ব্যক্তির সমালোচনা করেছেন। আবার কেউ কেউ প্রশংসাও করেছেন। অনেকেরই অভিযোগ এভাবে গরু নিয়ে ঘুরে পশু সুরক্ষা আইন ভঙ্গ করেছেন ওই ব্যক্তি। তবে প্রতিক্রিয়া যাই হোক না কেন, গরুর বাইকে চড়ার এই ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে পুরো হিট।

এসএইচ-১৯/২৮/১৯ (অনলাইন ডেস্ক)

সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর ধরল পুলিশ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রৌহাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

কাজিপুর থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ২৪ এপ্রিল কাজিপুরের সোনামুখী দুলাল ভ্যারাইটি অ্যান্ড ইলেকট্রনিক দোকানে চুরি হয়।

চোরেরা মোবাইল ফোনসহ দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক দুলাল মিয়া থানায় অভিযোগ দেন। পরবর্তীতে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোকানে মালামাল সরবরাহকারী সোহান ফুডসের মনির হোসেন (২১) এবং শাহিন আলম (২৩) নামের দুই কর্মচারীকে আটক করা হয়।

তাদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়। এরপর তাদের দেয়া তথ্যমতে, ভ্যানচালক কাজিপুরের রৌহাবাড়ি গ্রামের রফিকুল ইসলাম (২৮) ও শামীম মিয়াকে (২৫) আটক করা হয়।

কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গৌতম চন্দ্র মালী বলেন, দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই চোরকে শনাক্ত করে আটক করা হয়েছে। পরে তাদের দেয়ার তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএ-১৭/২৭-০৫ (উত্তরাঞ্চল ডেস্ক)

বাবার কাছ থেকে পাওয়া মন্ত্র ছেলেকে দিলেন শচিন

দীর্ঘ প্রায় দুই যুগ আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন ভারতের ব্যাটিং ঈশ্বর শচিন টেন্ডুলকার। টেস্ট বা ওয়ানডে ক্রিকেটে ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই রয়েছে তার দখলে। পুরো ক্যারিয়ারে তার সাফল্য পাওয়ার পেছনে ছিলো একটি মন্ত্র, যা পেয়েছিলেন তার বাবার কাছ থেকে।

সেই একই মন্ত্র শচিন এখন ছড়িয়ে দিয়েছেন নিজের ছেলে অর্জুন টেন্ডুলকারের মাঝেও। কী সেই মন্ত্র? জানিয়েছেন শচিন নিজেই। বর্তমানে মুম্বাইয়ের টি-টোয়েন্টি লিগ খেলছেন শচিনপুত্র অর্জুন। সে টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্বয়ং শচিন নিজেই।

এ সুবাদেই নিয়মিতই ছেলের খেলা উপভোগ করছেন শচিন। এরই ফাঁকে সংবাদমাধ্যমে কথা বলেছেন ছেলের ব্যাপারে। যেখানে তিনি বলেন, ‘আমি অর্জুনকে বলেছি, তুমি যা কিছু করো, কখনো শর্টকাট নিও না। এটা আমার বাবা আমাকে বলেছে। আমিও আমার ছেলেকে বলেছি, নিজের জায়গা থেকে সন্তুষ্ট হওয়ার আগপর্যন্ত পরিশ্রম করে যেতে হবে।’

এসময় অর্জুনের ব্যাপারে মজার একটি তথ্য দেন শচিন। প্রায় সব খেলাতেই সমান আগ্রহ রয়েছে শচিনপুত্রের। এক্ষেত্রে ছেলের পছন্দকেই অগ্রাধিকার দিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক।

শচিন বলেন, ‘সে (অর্জুন) খুবই উৎসাহী যেকোনো কিছুর ব্যাপারে। এ ব্যাপারে আমি কখনো তার বিরুদ্ধে জোর করিনি। আমি কখনোই তাকে বলিনি যে তুমি ক্রিকেটই খেলো। আগে সে ফুটবল খেলতো, মাঝে আবার দাবার দিকে ঝুঁকেছিল। আর এখন সে ক্রিকেট খেলছে।’

তিনি আরও বলেন, ‘অর্জুনকে তাই করতে হবে যা তার দল চায়। এখন সে মুম্বাই লিগে খেলছে, এটা দারুণ প্ল্যাটফর্ম আমার মতে। এখানে উত্থানপতনের মাধ্যমে বাস্তবজীবনের অনেক শিক্ষা সে পাবে। প্রতিনিয়ত শেখা এবং উন্নতি করাই মূল। ফলাফল ঈশ্বরের হাতে, তবে পরিশ্রম দেয়াটা আমাদের নিজেদের হাতেই।’

এসএইচ-১৮/২৮/১৯ (স্পোর্টস ডেস্ক)

কোন ৩টি প্রশ্নের উত্তর খুঁজে হয়রান অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই ম্যাচেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই বিশ্বকাপে পা রাখতে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী ১ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেট মহাযজ্ঞের মূলমঞ্চে যাত্রা শুরু করবে অ্যারন ফিঞ্চের দল। তবে একাদশ গঠন নিয়ে এখনো দলটি রয়েছে মধুর সমস্যায়! অসি টিম ম্যানেজমেন্ট তাই সঠিক একাদশ নির্বাচন নিয়ে পড়েছে দারুণ দ্বিধায়, তারা খুঁজে বেড়াচ্ছে ৩টি প্রশ্নের উত্তর।

খাজা নাকি মার্শ?

নিষেধাজ্ঞা কাটিয়ে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার দলে ফেরায় একাদশে উসমান খাজা ও শন মার্শের জায়গা হয়ে পড়েছে অনিশ্চিত। দুজনের মধ্যে থেকে যেকোনো একজনকে তাই বেঞ্চে বসে পানি-তোয়ালে টানার কাজ করতে দেখা যাবে। তবে দুজনেই একাদশে থাকার যোগ্য। যদিও সাম্প্রতিক ফর্ম কিছুটা হলেও এগিয়ে রাখবে ওপেনার খাজাকে।

এ বছরে এখন পর্যন্ত ১৩ ওয়ানডে খেলে খাজার উইলো থেকে এসেছে ৭৬৯ রান। প্রস্তুতি ম্যাচগুলোতেও তাকে ভিন্ন দুই পজিশনে বাজিয়ে দেখেছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫’এ ব্যাটিং করার পর গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে এই বাঁহাতি করেছেন ইনিংসের সূচনা। যদিও এ দুটি ম্যাচে দুবার ইনজুরিতে পড়েছিলেন তিনি।

এদিকে প্রশ্ন রয়েছে আরও একটি, যদি খাজা খেলেও তবে তিনি কোন জায়গায় ব্যাটিং করবেন? অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেন করবেন নাকি নিচে নেমে যাবেন? যেহেতু ওয়ার্নার দলে ফিরেছেন সেহেতু খাজার ইনিংস ওপেন করার সম্ভাবনা খুবই কম। তাহলে তিনি যদি ব্যাটিং সারির নিচের দিকে নেমে যান, তবে কপাল পুড়ছে মার্শের। তবে সেটা আবার অবিচার হবে মার্শের ওপর। কারণ অসিদের দুঃসময়ের মধ্যেও গেল বছর থেকে এখন পর্যন্ত ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো দলের বিপক্ষে ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্শ।

স্পিনার সংখ্যা কত?

ব্রিসবেনে বিশ্বকাপ ক্যাম্পে অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছিলেন স্পিনার হিসেবে দলের প্রথম পছন্দ তরুণ লেগস্পিনার অ্যাডাম জাম্পা। তবে নাথান লিয়নও খুব একটা পিছিয়ে নেই। ইংল্যান্ডে পৌঁছে সেও নজর কেড়েছে টিম ম্যানেজমেন্টের। তবে নিশ্চিত তিন পরীক্ষিত পেসার নিয়ে খেলতে যাওয়া অস্ট্রেলিয়া একই সঙ্গে দুই স্পিনারকে খেলাবে না।

এদিকে অফস্পিনিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও আছেন দলে। সেহেতু তাদের দুজন থেকে একজনের কাটা পড়া আরও ভালো করে নিশ্চিত হলো। এদিকে ফিঞ্চ তার হাতে আরও বেশি ‘অপশন’ রাখতে দুই প্রস্তুতি ম্যাচেই বল করিয়েছেন স্মিথকে দিয়ে।

স্টার্ক ও কামিন্সের পেস সঙ্গী হবেন কে?

বিশ্বকাপে তিন পেসার নিয়ে খেলবে অস্ট্রেলিয়া, এটি একদম নিশ্চিত। এর মধ্যে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের থাকা নিয়েও নেই কোনো সংশয়। তাহলে তৃতীয় পেসার হিসেবে তাদের সঙ্গী হচ্ছেন কে? নাথান কাউল্টার-নাইল, কেন রিচার্ডসন এবং জেসন বেহরেনডর্ফ- তিনজনের সামনেই সমান সুযোগ আছে একাদশে জায়গা পাবার। কারণ তিনজনই ভিন্ন ভিন্ন দিক থেকে সেরা।

কাউল্টার-নাইল অস্ট্রেলিয়া দলকে ব্যাট হাতে বাড়তি কিছু রান এনে দিতে সাহায্য করবেন। এদিকে রিচার্ডসন কৌশলী বোলিং এবং ডেথ বোলিংয়ের জন্য বেশ সুপরিচিত। আর নতুন বল মুভ করলে বেহরেনডর্ফ হতে পারেন বেশ ভয়ঙ্কর। সুতরাং, মাঠের উইকেট প্রত্যক্ষ ভূমিকা এ তিন পেসারের যেকোনো একজনের সুযোগ পাওয়ার ব্যাপারে।

এসএইচ-১৭/২৮/১৯ (স্পোর্টস ডেস্ক)

নিজেকে ডক্টরেট দাবি করে ট্রলের শিকার শাকিব খান (ভিডিও)

ঢালিউডে বর্তমানের সেরা নায়ক শাকিব খান। আজ ২৮ মে তিনি ক্যারিয়ারের ২০ বছরে পা রাখলেন। এমন একটি বিশেষ দিনেই কী না তিনি ভাইরাল হলেন নেট দুনিয়ায়। সেটাও হাসির খোরাক যোগানো বক্তব্যে।

সম্প্রতি একটি ফ্যাশন হাউজের সেহরি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব খান। সেখানে তার মুক্তি প্রতিক্ষীত ছবি ‘পাসওয়ার্ড’ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি নিজেকে সিনেমাতে ডক্টরেট ডিগ্রিওয়ালা বলে মন্তব্য করেন। নিজের অভিজ্ঞতাকে তুলে ধরতে গিয়েই নায়ক এই মন্তব্য করেন।

কিন্তু বেরসিক অনলাইনবাসী সেটাকেই হাসির খোরাক করে নিয়েছে। যার ফলে সেই মন্তব্য নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়েছে হাসির রোল।

অনুষ্ঠানে শাকিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি শাকিব খান, বাংলাদেশ কেন আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেওয়া হয়, সিনেমার পোকা যেহেতু আছে, আর আমি যেহেতু জানি, আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা, সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারব।’

শাকিব আরও বলেন, ‘এই পাসওয়ার্ড দেখে ইনশাল্লাহ সবাই বলবে যে ইয়েস, ‘এইটা আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ভিরাট ছবি পাসওয়ার্ড।’’

অতি আত্মপ্রশংসায় দুষ্ট কথামালা ও মুখভঙ্গির সঙ্গে শাকিবের ভুল উচ্চারণের এই বক্তব্যের বেশ কয়টি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেগুলো নিয়ে অনেকেই ট্রল করছেন দেশের শীর্ষ নায়ককে। তবে শাকিব খান ভক্তরা বরাবরের মতোই এই ভিডিওটিকে ছবির প্রচারণা হিসেবেই দেখছেন।

এই বক্তব্যে শাকিব খান তার অভিনীত ‘নোলক’ ছবিটি নিয়েও কথা বলেন। ‘নোলক’ নিয়ে সাংবাদিকদের এক বক্তব্যে শাকিব বলেন, ‘নোলকও পাসওয়ার্ডের মতো ভালো ছবি। কিন্তু আমি চাইনি ছবিটি এই ঈদে আসুক। আমার প্রতিটি ছবিই আমার কাছে সন্তানের মতো। আমি তাদের মধ্যে প্রতিযোগিতা চাই না।’

এদিকে, ‘পাসওয়ার্ড’র প্রচারণার অংশ হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শাকিব খান। আজ মঙ্গলবার, ২৮ মে শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম লুক সংবলিত ফ্রেম প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘আপনার Profile Picture এ PASSWORD-এর Frame Add করে নিন।’

মোহাম্মাদ ইকবাল ও শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। এই ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। ছবিটি নির্মাণ করেছেন মালেক আফসারী।

https://youtu.be/nn3pQ5pbvI4

এসএইচ-১৬/২৮/১৯ (বিনোদন ডেস্ক)

চলতি মৌসুমে সরকারকে ৫০ লাখ টন ধান কেনার আহ্বান

বর্তমান বাজারদরে প্রতি মণ ধানে ৩০০ থেকে ৪০০ টাকা লোকসান করছে কৃষক। কৃষকের ক্ষতি পোষাতে সরকারকে ৫০ লাখ টন ধান কেনার পাশাপাশি আসন্ন বাজেটে কৃষি খাতে ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অ্যাকশন এইড-এর সহায়তায় খাদ্য অধিকার বাংলাদেশ আয়োজিত ‘ধানসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক জাতীয় সংলাপে এসব দাবি করেন বক্তারা।

‘খাদ্য অধিকার বাংলাদেশ’ ও ‘পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে খাদ্য অধিকার বাংলাদেশের ভাইস চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক গবেষণা পরিচালক ড. মো. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষির যান্ত্রিকীকরণের পাশাপাশি কৃষকের কথাও আমাদের চিন্তা করতে হবে। ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হলে স্থায়ী মূল্য কমিশন গঠন করা দরকার। আরও দরকার শক্তিশালী কৃষক সংগঠন।

খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, উন্নত দেশগুলোতেও সরকার খাদ্য উৎপাদনে ব্যাপক ভর্তুকি দেয়। আমাদের সরকারও এক্ষেত্রে ভর্তুকি দিয়ে থাকে, কিন্তু এর সুফল আমাদের কৃষকরা সেভাবে পান না মধ্যস্বত্বভোগীদের কারণে। এর একটা বড় কারণ হলো কৃষকরা এ দেশে অসংগঠিত।

আনোয়ার ফারুক বলেন, আমাদের কৃষিপণ্য পরিবহন ও বাজার ব্যবস্থাপনায় সমস্যা রয়েছে। বোরো ধানের উৎপাদন বৃদ্ধির কারণে আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে দাবি করি। কৃষিক্ষেত্রে যা-ই ঘটুক, আমাদের প্রেক্ষাপটে ধান চাষ অব্যাহত থাকবেই। বর্তমানে শ্রমিকের মজুরি গত বছরের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর বিপরীতে সরকারের ধান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা কৃষককে সংকটে ফেলে দিয়েছে। এ মুহূর্তে কৃষককে তিন-চার মাসের জন্য সুদবিহীন ঋণ দেয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের স্থানভেদে বিকল্প কৃষি উৎপাদনের দিকে মনোযোগী হতে হবে।

ড. মো. আসাদুজ্জামান বলেন, আমরা অনেক সুপারিশ করে, কিন্তু কীভাবে তা বাস্তবায়ন করা হবে তা-ই গুরুত্বপূর্ণ। ধান ও চালের বাজারের মধ্যে পার্থক্য রয়েছে, বিশেষত ক্রেতা ও বিক্রেতার সংখ্যায়। কৃষকদের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক কণ্ঠস্বরের অভাব রয়েছে দেশে। সাম্প্রতিক সংকট সমাধানে সরকারকে সংবেদনশীল মনে হয়নি। সরকার মাঠ থেকে দ্রুত প্রকৃত তথ্য নেয়ার চেষ্টা করতে পারত। সরকারের সামর্থ্য না থাকলে গৃহস্থের ঘরেই ধান মজুত রাখার উদ্যোগ নিতে পারত সরকার।

সায়েমা হক বিদিশা বলেন, ভারতের পশ্চিমবঙ্গে মূল্য কমিশনের বেঁধে দেয়া সুনির্দিষ্ট মূল্যে সরকারিভাবে প্রচুর পরিমাণ ধান ক্রয় করা হয়। আমাদের দেশেও এ কমিশন গঠন করে সুফল পেতে পারি। ধান আমদানির ক্ষেত্রে শুল্ক কমানো-বাড়ানোর তাৎক্ষণিক সুফল কৃষকরা পান না। এক্ষেত্রে গবেষণা ও মূল্যায়নের প্রয়োজন রয়েছে, যার পরিপ্রেক্ষিতে কর্মপরিকল্পনা প্রণয়ন সম্ভব।

প্রবন্ধ উপস্থাপনকালে সাহানোয়ার সাঈদ শাহীন দেশের বর্তমান কৃষি খাতের চিত্র তুলে ধরেন। বলেন, দেশে ভূমিহীন কৃষকের সংখ্যা দিন দিন বাড়ছে। কৃষককে বাজারের সঙ্গে সম্পৃক্ত করতে না পারা আমাদের একটি বড় ব্যর্থতা। এক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ক্রমাগত বেড়েই চলছে। উৎপাদিত ধানের মাত্র ৬ শতাংশ মজুতের ক্ষমতা সরকারের রয়েছে। কৃষির যান্ত্রিকীকরণ ও উপকরণ ব্যবহারে অদক্ষতা এবং প্রতারণার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। এছাড়া কৃষি খাতে ভর্তুকি ব্যবহারেও ভারসাম্যহীনতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সুপারিশে তিনি আরও উল্লেখ করেন, সরকারি শস্য মজুতের পরিমাণ আগামী দুই বছরের মধ্যে ৬০ লাখ টনে উন্নীতের পাশাপাশি কমিউনিটিভিত্তিক শস্যভাণ্ডার গড়ে তুলতে হবে। কৃষিবান্ধব যৌক্তিক আমদানিনীতি গ্রহণ করতে হবে। কৃষিনীতির যথাযথ বাস্তবায়ন দরকার। সর্বোপরি সরকার যদি তার নির্বাচনী ইশতেহারে বর্ণিত কৃষি বিষয়ক পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হয় তাহলেই এক্ষেত্রে অগ্রগতি সম্ভব।

বিএ-১৬/২৮-০৫ (ন্যাশনাল ডেস্ক)

হাতুড়িপেটার শিকার স্কুলছাত্রীর চিকিৎসার ভার নিলেন মাশরাফি

বখাটের হাতুড়িপেটার শিকার স্কুলছাত্রীর চিকিৎসার ভার নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এবং সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

শুধু চিকিৎসার ব্যয়ভারই নয়, ওই ছাত্রীকে আইনি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন ম্যাশ। মাশরাফি বর্তমানে বিশ্বকাপের জন্য লন্ডনে অবস্থান করছেন।

সেখানে বসেই তিনি ওই স্কুলছাত্রীর ওপর হামলার খবর জানতে পারেন। লন্ডন থেকেই বিভিন্ন মাধ্যমে ওই ছাত্রীর খবর নিচ্ছেন ম্যাশ। তার অর্থায়নে ইতিমধ্যেই আহত ছাত্রীর ওষুধপত্র কিনে দেওয়া হয়েছে। বাংলাদেশ জার্নাল

মাশরাফির সমাজসেবা বিষয়ক প্রতিনিধি মো. রাসেল বিল্লাহ জানান, মাশরাফি সার্বক্ষণিকভাবে আহত ছাত্রীর খোঁজ খবর রাখছেন। চিকিৎসার যাবতীয় ব্যয়ও তিনিই বহন করবেন। এছাড়া আইনগত সহায়তার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুই তিনি করবেন।

প্রসঙ্গত, গত শনিবার ভোরে লোহাগাড়ায় দুই বখাটের হাতুড়িপেটায় গুরুতর আহত হয় ওই স্কুল ছাত্রী। বর্তমানে নড়াইল সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছাত্রীর বাবা শনিবার রাতেই হামলাকারী ওবায়দুর রহমান (২০) ও কাবুল জমাদ্দারের (২৫) বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করেছেন বলে জানা গেছে।

এসএইচ-১৫/২৮/১৯ (স্পোর্টস ডেস্ক)

শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে বগুড়া ঘোষণা

শিশুর বিরুদ্ধে সকল ধরণের সসিংসতা বন্ধের ব্যাপারে ঐক্যবন্ধভাবে কাজ করা এবং শিশুর বিরুদ্ধে সহিংসতা মুক্ত জেলা গড়ে তোলার ব্যাপারে বিভিন্ন পর্যায়ের পেশাজীবি নেতৃবৃন্দ বগুড়া ঘোষণা দিয়েছেন।

“শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে করনীয়” সম্পর্কে জানতে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ব্যাপারে মঙ্গলবার বগুড়া শহরের হোটেল ক্যাসল সোয়াদ মিলনায়তনে এক উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ ও মিডিয়া বিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র সিসিডি বাংলাদেশ এবং রেডিও মুক্তি ৯৯.২ এফএম যৌথভাবে এই কর্মশালা আয়োজন করে।

কর্মশালায় বগুড়ায় কর্মরত বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির প্রতিনিধি, স্কুল শিক্ষক, উন্নয়নকর্মী, সংবাদকর্মী, আইনজীবি, মানবাধিকার কর্মী, নারী ও শিশুদের নিয়ে কর্মরত প্রতিনিধি, এতিমখানা ও শিশু নিবাসের প্রতিনিধি এবং অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, ও সিসিডি’র যুগ্ম পরিচালক শাহানা পারভীন। সভাপতিত্ব করেন সিসিডি‘র আঞ্চলিক সমন্বয়কারী হাসিবুর রহমান বিলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিডি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামসুননাহার সুইটি।

কর্মশালার টেকনিক্যাল সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শাতিল সিরাজ। টেকনিক্যাল সেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও বিশ্ব ব্যাংকসহ বিশ্বের ১০ টি আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রণীত ইন্সপায়ার টেকনিক্যাল প্যাকেজ-এর সাতটি কৌশলের আলোকে “শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে বিভিন্ন স্টেকহোল্ডারদের করণীয় সম্পর্কে আলোকপাত করা হয় এবং বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা হয়।

এই কর্মশালায় শেষে বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ এই মর্মে ঘোষণা করেন যে, বগুড়া জেলায় “শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে” সবাই স্ব স্ব অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করতে তৎপর থাকবেন। এছাড়া বগুড়া জেলায় “শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে” সরকারী ও বেসরকারী পর্যায়ে কোন উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করা হলে তাতে তাঁরা সম্পৃক্ত হয়ে উৎসাহ যোগাবেন।

কর্মশালায় অংশগ্রহণকারী পেশাজীবি নেতৃবৃন্দ এই মর্মে আরও ঘোষণা করেন যে, ইন্সপায়ার টেকনিক্যাল প্যাকেজ-এর কৌশলগুলোর আলোকে “শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে” তাঁরা ঐক্যবদদ্ধভাবে আওয়াজ তুলবেন এবং পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালন কালে ইন্সপায়ার টেকনিক্যাল প্যাকেজ-এর কৌশলগুলো সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবেন।

এসএইচ-১৪/২৮/১৯ (নিজস্ব প্রতিবেদক)

মেহজাবিন, সাফা একদমই অভিনয় জানেন না!(ভিডিও)

বর্তমান সময়ে নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন অভিনয় পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ইলোরা গহর। সম্প্রতি এক সাক্ষাৎকা‌রে এমনটা দাবি ক‌রে‌ন এই অভিনেত্রী। তিনি ব‌লেন, ‘মেহজা‌বিন দেখ‌তে সুন্দর। ত‌বে অভিনয়টা একদমই জানে না।’

সাক্ষাৎকা‌রে ইলোরা গহরের প্রিয় অভিনেতা-অভিনেত্রীর সম্পর্কে জানতে চাওয়া হয়। সাফা কবির প্রসঙ্গ আসতে ইলোরা গহর হতভম্ব হয়ে জানতে চান, ‘সাফা, এরে তো আমি চিনিই না।’

সাবিলা নূরের সম্পর্কে বলেন, ‘সাবিলা নূর মিডিয়ায় এসে নিজের জায়গা ধরে রাখতে পারেনি। তার শিল্পী হওয়ার যোগ্যতা নেই’।

অপূর্বর অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘অপূর্বর অভিনয় আমার ভালো লাগে না। অভিনয়ে নিজস্ব স্টাইল দিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন এই শিল্পী।’

চলচ্চিত্রে চিত্রনায়ক শাকিব খানকে ছাড়া আর কোনো নায়ককে দেখেন না এই অভিনেত্রী। চলচ্চিত্রে এখন কোনো নায়িকা নেই বলে তার মন্তব্য।

এই অভিনেত্রী সবচেয়ে প্রিয় শিল্পীর তালিকায় আছে ডলি জহুর। আর সুবর্ণা মুস্তাফাকে সবচেয়ে সুন্দর অভিনেত্রী মনে করেন তিনি। এছাড়াও জয়া আহসান, মোশাররফ করিম, ফজরুল রহমান বাবু, নাবিলা, সজল, নিলয়, আফরান নিশো, জোভান, তৌসিফ মাহবুবের অভিনয়ের প্রশংসা করেন ইলোরা গহর। আর বিজরী বরকতুল্লাহ ও তমালিকা কর্মকারকে ছন্নছাড়া অভিনেত্রী বলে আখ্যা দেন তিনি।

উল্লেখ্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত গীতিকবি নয়ীম গহরের মেয়ে অভিনেত্রী ইলোরা গহর। ১৯৭৯ সালে মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি এখনো নিয়মিত অভিনয় করেন।

https://youtu.be/WFCAvbeqz6I

এসএইচ-১৩/২৮/১৯ (বিনোদন ডেস্ক)

দিনে হাজারেরও বেশি লোক খাইয়ে গৌতম কুমারের বিশ্ব রেকর্ড

একদিনে এক হাজারেরও বেশি লোককে খাওয়ান হায়দ্রাবাদের গৌতম কুমার। একদিনে এতো লোক খাইয়ে এ অসম্ভবকে সম্ভব করে বিশ্বরেকর্ড গড়লেন গৌতম কুমার। তিনি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সার্ভে নিডি’-এর প্রতিষ্ঠাতা।

রোববার তার লক্ষ্যই থাকে তিন জায়গায় লোক খাওয়ানোর। হায়দ্রাবাদের তিন জায়গায় খাইয়ে এমন অনন্য কৃতিত্ব অর্জন করেছেন কুমার। প্রথমে তিনি খাওয়ান গান্ধি হাসপাতালে। তারপরে তিনি খাওয়াতে যান রাজেন্দ্রনগরে। শেষ যান চৌতুপ্পালের আম্মা নানা অনাথ আশ্রমে। এক দিনে হাজারেরও বেশি লোক খাওয়ানোর রেকর্ড গড়েন গৌতম।

ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ডের পুরস্কার গৌতমের হাতে তুলে দিয়েছেন সংস্থার ভারতীয় প্রতিনিধি কে.ভি রামন রাও। উপস্থিত ছিলেন তেলেঙ্গানার প্রতিনিধি টি.এম শ্রীলতা।

সংবাদমাধ্যমকে এক সাক্ষাতকারে গৌতম জানান, ‘নিরন্ন মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার লক্ষ্য নিয়েই ২০১৪ সালে সার্ভ নিডি স্বেচ্ছাসেবী সংস্থার জন্ম। পাঁচ বছরে সংস্থায় মোট স্বেচ্ছাসেবীর সংখ্যা ১৪০ জন। ২০১৪ সাল থেকে না খেতে পাওয়া মানুষদের মুখে জোগাচ্ছে সংস্থা। এখন আমি একাই দিনে হাজারেরও বেশই লোককে খাওয়াতে পারি। এটাই আমার গর্ব। এভাবেই রেকর্ড গড়েছি।

রেকর্ড গড়ার জন্য গিনেস বুকও আমায় প্রশংসাপত্র দিয়েছে। আমাদের সংস্থার একমাত্র লক্ষ্য দেশের একজন মানুষও যেন না খেতে পেয়ে মারা না যান। যারা নিরন্ন তাদের পাশে আমরা আছি। এখন সরকার আমাদের আর্থিক অনুদান দিলেই আমরা আরও বেশি সংখ্যক নিরন্ন মানুষের কাছে পৌঁছোতে পারবো।’

এসএইচ-১২/২৮/১৮ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : এনডিটিভি)