রাত ১:২০
শুক্রবার
২৯ শে মার্চ ২০২৪ ইংরেজি
১৪ ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
১৯ শে রমজান ১৪৪৫ হিজরী
spot_img

দীপক চাহারের বিয়ের ঘটক ধোনি

দীপক চাহার ভেবেছিলেন, পরে বিয়ের প্রস্তাব দেবেন বান্ধবীকে। কিন্তু এমএস ধোনির মনে হয়েছিল, দেরি করা ঠিক হবে না। তাই তিনি পরামর্শ দিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের সতীর্থকে।

ধোনির পরামর্শ মেনে আগেই বিয়ের প্রস্তাব দেন চাহার। এখন তিনি বিবাহিত। তার বিয়ের ঘটক ছিলেন ধোনি। ঘটনাটি ২০২০ সালে আইপিএলের সময়। কোভিডের কারণে সেবার খেলা হয় দুবাইয়ে। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠেছিল চেন্নাই। চাহার ভেবেছিলেন প্লে-অফের সময় বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দেবেন। কিন্তু তা হয়নি।

ধোনি কী বলেছিলেন চাহারকে। চাহার বলেন, ‘ধোনি ভাই বলেছিলেন, প্লে-অফের সময় খেলার চাপ অনেক বেশি থাকবে। সেসময় খেলার বাইরে অন্য কিছু নিয়ে ভাবলে সেটা দলের জন্য খারাপ হবে। মনোযোগ থাকবে না। তারচেয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচের পর তোমার বিয়ের প্রস্তাব দেওয়া উচিত। কারণ, তখন সবার মন ফুরফুরে থাকবে। প্লে-অফে ওঠার আনন্দ থাকবে।’

অধিনায়কের কথা রেখেছিলেন চাহার। পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচের পর সোজা গ্যালারিতে গিয়ে হাঁটু মুড়ে জয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। তখন পাশে ধোনির স্ত্রী সাক্ষী, কন্যা জিভা। অন্য ক্রিকেটারদের পরিবারও সেখানে ছিল। সবাই খুব আনন্দ করেছিল। চাহারের প্রস্তাবে রাজি হয়ে যান জয়া। পরে তাদের বিয়ে হয়।

এসএ-০৯/২৬/২৪(স্পোর্টস ডেস্ক)

ম্যাচের আগের দিনও চূড়ান্ত হয়নি বাংলাদেশ দল

আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরুর আগের দিন ম্যানেজার্স সভায় ২৩ সদস্যের চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রদান করতে হয়। বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে প্রতি ম্যাচের আগের দিন অনুষ্ঠিত ম্যাচ সমন্বয় সভায় (এমসিএম) দুই দলকে চূড়ান্ত তালিকা দিতে হয়। আগামীকাল কিংস অ্যারেনায় ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের জন্য আজ বাংলাদেশ চূড়ান্ত দল দিতে পারেনি।

ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ডেকেছিলেন। কুয়েতে একটি ম্যাচ খেলার পরও কোচ ম্যাচের ২৪ ঘন্টা আগে ২৩ সদস্যের দল চূড়ান্ত করতে পারেননি। প্রাথমিক স্কোয়াড থেকে পাচ জনকে বাদ দিতেই গলদঘর্ম এই স্পেনিশ কোচ। কুয়েতেও প্রায় একই কান্ড ঘটিয়েছিলেন।

আজ বাংলাদেশ দল ২৫ জনের নাম জমা দিয়েছে। ম্যাচ কমিশনারকে অনুরোধ জানিয়েছে আগামীকাল আরো দুই জন বাদ দিয়ে চূড়ান্ত তালিকা প্রদানের। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় ম্যাচ। বারো ঘন্টারও কম সময় বাকি। কোচ এখনো ২৩ জনই ঠিক করতে দোদুল্যমান অবস্থায়। একাদশের পরিস্থিতি তাই অনেকটা অনুমেয়।

প্রাথমিক দল ডাকতেও কোচ অনেক সংযোজন-বিয়োজন করেন। এজন্য ফেডারেশন ভিসা, টিকিট নিয়ে অনেক সময় ঝক্কিতে পড়ে। প্রাথমিক দলের মতো এখন চূড়ান্ত দল প্রদানেও গড়িমসি করছে। চূড়ান্ত দল নির্দিষ্ট সময়ের পর দেয়া অবশ্য আন্তর্জাতিক আইন পরিপন্থি। কোচের এমন কান্ডে বাফুফে জরিমানার শঙ্কায়। বাংলাদেশ জরিমানার শিকার হলে বাফুফে কোচের সম্মানী কর্তন করতে পারে বলে জানা গেছে।

এসএ-০৮/২৬/২৪(স্পোর্টস ডেস্ক)

লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন শান্ত

বাইশগজে দুঃস্বপ্নের মতো সময় পার করছেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর দল থেকেই বাদ পড়েছিলেন। সেই সময়ে লিটনের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন সাদা বলে অধারাবাহিকতার কথা।

লিপু জানান, ‘নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সাথে আর রাখছি না।’ এরপর আজ সোমবার সিলেটে প্রথম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। নতুন এই অধিনায়কের মতে লিটন এখনো দলের সেরা ব্যাটার।

শান্ত বলেন, ‘লাস্ট ওয়ানডেতে যখন লিটন ছিল না, আমরা ওর ব্রেকের কথাই চিন্তা করেছি। কারণ ও অনেক ইম্পরট্যান্ট প্লেয়ার। আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার, এখন পর্যন্ত। হ্যাঁ কয়েকটা ইনিংস খারাপ গেছে। আমাদের উচিত এ সময়টায় তার পাশে থাকা। কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ার সবাই ওকে সাপোর্ট করছে। সে নিজেও এটা নিয়ে চিন্তা করছে। আমি খুবই আশাবাদী পরের ম্যাচে লিটন খুব ভালো করতে পারবে।’

এদিকে গতকাল দ্বিতীয় ইনিংসে লিটনের হতাশাজনক আউট নিয়ে শান্ত বলেন, ‘লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না। আমার আউটটা নিয়ে যেটা বলতে পারব, ভুল বল বেছে নিয়েছিলাম। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপ অর্ডার ব্যাটার হিসেবে ছেড়ে দেওয়া উচিৎ। আমার মনে হয় মিস জাজমেন্ট। পরের ম্যাচে ভালো করার জন্য সবাই চিন্তা করবে এবং ভালোভাবে কামব্যাক করবে।’

উল্লেখ্য, ওয়ানডের দল থেকে বাদ পড়ার পর লিটনের সামনে জাতীয় দলে ফেরার মঞ্চ ছিল টেস্ট সিরিজ। তবে সিরিজের প্রথম টেস্টেও আস্থার প্রতিদান দিতে পারলেন না। প্রথম ইনিংসে ২৫ রানের পর দ্বিতীয় ইনিংসে দৃষ্টিকটু ভাবে ফিরেছেন শূন্য রানে।

এসএ-০৭/২৬/২৪(স্পোর্টস ডেস্ক)

বাংলাদেশকে হারিয়ে যা বললেন লঙ্কান অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। যেখানে বড় অবদান দুই সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভার। তবে লঙ্কান পেসাররাও দুর্দান্ত ছিলেন। তিন পেসার মিলেই সংগ্রহ করেছেন বাংলাদেশের পুরো ২০ উইকেট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক ধনাঞ্জয়া বলেন, ‘এটা (এখানের উইকেট) দেখে পেস বোলিং উইকেট মনে হয়েছিল। তাই আমরা ৩ পেসার খেলিয়েছি। দিনশেষে এটি কাজে লেগেছে বলে আমার মনে হয়। দিন যত গড়িয়েছে পেসারদের গতি কমেছে। তবে আমার মনে হয় যেভাবে আমাদের পেসাররা বোলিং করেছে তাতে আমি বেশ খুশি।’

শ্রীলঙ্কার একাদশে খেলা তিন পেসার হলেন কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা। তাদের বাকি পেসারদের নিয়ে ধনাঞ্জয়া বলেন, ‘আরও অনেকেই আছে। আসলে আমরা বলতে পারি না যে সে প্রথম সে শেষ। সবাই খেলার জন্য প্রস্তুত আছে। নির্বাচকরা আমাদের যে দল দিয়েছে তাতে আমি খুশি।’

‘আসলে আমাদের দেশেও আমরা ৩ পেসার নিয়ে খেলে থাকি। যেকোনো উইকেটে যদি নতুন বলে সুইং থাকে, রিভার্স সুইং থাকে, উইকেট নেওয়ার সুযোগ থাকে। এখানেই (পেসারদের দিয়ে) উইকেট নেওয়ার সুযোগ থাকে অধিনায়কের কাছে। স্পিনারদের উইকেট খুব বেশি সাহায্য করছিল না। ফলে আমি পেসারদের খেলিয়ে খুশি।’-আরও যোগ করেন তিনি।

এসএ-০৬/২৬/২৪(স্পোর্টস ডেস্ক)

প্রয়াত মায়ের কাছে পূজা চেরির আবদার

মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। রোববার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন অভিনেত্রীর মা ঝর্ণা রায়। এরপর গ্রামের বাড়ি খুলনায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পূজা। বেঁচে থাকা অবস্থায় ছায়ার মতো পাশে থাকতেন মা। সেই মানুষটিকে হারিয়ে এখন স্বাভাবিকভাবেই শোকাহত অভিনেত্রী।

মায়ের বিদায়ের শেষমুহূর্তের চিত্রটি ধারণ করে রেখেছেন পূজা। মরদেহ দাহের সেই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে মায়ের কাছে শেষ আবদার জানিয়েছেন তিনি।

রোববার মাঝ রাতে ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে পূজা লেখেন, ‘শেষ…। যেখানেই থাকো, ভালো থেকো মা আমার। একটা আবদার তোমার কাছে , চলে গেছো বলে ভুলে যাবে, তা কিন্তু হবে না। প্রতিদিন আমার খোঁজ নিতে হবে।’

এরপর প্রয়াত মাকে নিয়ে আরও আবেগপ্রবণ হন পূজা। লেখেন, ‘হয়তো মেসেঞ্জারে প্রতিদিন কল দিয়ে জিজ্ঞাস করবে না, “পূজা আসতে কি দেরি হবে?” আমার পাশে এসে বসো, তাতেই আমি বুঝে নিব। আর আরেকটা কথা শোনো, ওইখানে কিন্তু বেশি মিষ্টি খাবে না। সুগার বেড়ে যাবে। আচ্ছা তাহলে থাকো মামুনি।’

এর আগে রোববার বেলা ১১টায় রাজধানীর নিজ বাসায় মৃত্যু হয় পূজার মায়ের। এরপর মরদেহ নেয়া হয় গ্রামের বাড়ি খুলনার গাজিরহাট গ্রামের স্থানীয় শ্মশানে। সেখানে সৎকার করা হয় মরদেহের।

প্রসঙ্গত, ঝর্ণা রায়ের মৃত্যুর কারণ হিসেবে জানা যায় তিনি ডায়াবেটিস রোগী ছিলেন। ডায়াবেটিসসহ দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় প্রায় দুই সপ্তাহ আগে অসুস্থ হলে তাকে বাসার পাশে মিরপুর ডেল্টা কেয়ারে ভর্তি করানো হয়। পরে চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে নেয়া হয়।

সাতদিনের মতো আইসিইউতে থাকার পর কিছুটা সুস্থ হলে চার-পাঁচদিন কেবিনে রাখা হয়। তারপর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এরপর তিন-চার আগে বাসায় ফেরেন ঝর্ণা রায়। এ অবস্থায় রোববার বেলা ১১টায় হঠাৎ করেই সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

এসএ-০৫/২৬/২৪(বিনোদন ডেস্ক)

শাকিবের অভিনয় নিয়ে প্রযোজকের বিস্ফোরক মন্তব্য

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সমসাময়িক সময়ে তাকে টেক্কা দেওয়ার মতো কোনো নায়ক নেই ঢালিউডে। শাকিবের সিনেমা মানেই যেন প্রেক্ষাগৃহে দর্শকের ঢল। তবুও কিনা সেই নায়ককে নিয়েই প্রশ্ন তুললেন টলিউডের প্রযোজক রানা সরকার।

ওপার বাংলার একাধিক সিনেমার এই প্রযোজক মনে করেন, সুপারস্টার হিসেবে শাকিব জনপ্রিয় হলেও অভিনয়ে তিনি খুব ভালো নন। সম্প্রতি দেশের একটি টেলিভিশন চ্যানলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন তিনি।

রানা সরকার বলেন, ‘শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম—সে রকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যারা নাম করছেন, তাদের তুলনায় ভালো নয়।’

বাংলাদেশ-ভারতের বেশ কিছু যৌথ প্রযোজনায় সিনেমায় শাকিবকে দেখা গেলেও পশ্চিমবঙ্গের হলগুলো এই নায়কের সিনেমায় অতটা আগ্রহী নয় বলে মন্তব্য করেন রানা সরকার। তিনি বলেন, ‘শাকিব খানের সিনেমা হলে তো চলেই না, বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলেও তাকে সেই দামটা দেয় না, যে দামটা দেব, জিতের মতো নায়কদের আছে।’

এই প্রযোজকের মতে, শাকিব খান সুপারস্টার ঠিকই, কিন্তু তিনি যদি অভিনয়ের দিকে আরও মনোযোগ দিতেন, তাহলে ভালো হতো!

এদিকে রানা সরকারের এমন মন্তব্য ভালোভাবে নেননি শাকিব ভক্তরা। তাদের মন্তব্য- শুধু শাকিব নয়, এরকম আগেও বহু নায়কদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এই প্রযোজক।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নায়কদের নিয়েও প্রায় সময় কটাক্ষ করেন প্রযোজক রানা সরকার। প্রশ্ন তোলেন তাদের অভিনয় পারা না–পারা ও নানা দুর্বলতা নিয়ে। এবার শাকিব খানের মতো জনপ্রিয় নায়কের অভিনয়-দক্ষতা নিয়েও প্রশ্ন তুললেন এই প্রযোজক।

এসএ-০৪/২৬/২৪(বিনোদন ডেস্ক)

গ্যাংস্টার শাকিব খান, খলনায়ক যীশু

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়ে বাংলাদেশ ও ভারতের তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, এসভিএফ ও চরকি মিলে তৈরি করছে বিগ বাজেটের সিনেমা ‘তুফান’। পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী।

কয়েকদিন আগেই এই সিনেমায় ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী, এপার বাংলার মাসুমা রহমান নাবিলার যুক্ত হওয়ার খবর মিলেছে। এবার শোনা গেল, সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় থাকছেন কলকাতার ‘আবহমান’খ্যাত অভিনেতা যীশু সেনগুপ্ত। তাকে দেখা যাবে ভিলেন চরিত্রে।

যদিও এই বিষয়ে নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, ইতিমধ্যে তুফানে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। শিগগিরই আসছে ঘোষণা।

জানা যায়, পুরোপুরি অ্যাকশন ধাঁচের ‘তুফান’ সিনেমায় খলনায়ক চরিত্রে প্রথমে আফরান নিশোকে প্রস্তাব দেয়া হয়েছিল। তবে তিনি রাজি না হওয়ায় যিশুকেই বেছে নিয়েছেন নির্মাতারা।

এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেছেন, এ ধরনের সিনেমা আমি, শাকিব ভাই কেউ কখনও করিনি। ‘তুফান’ এর মতো সিনেমা বাংলাদেশে আগে কখনও হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম। একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার। যেমন- কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে শাকিব খান। আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা।

ইতোমধ্যেই ‘তুফান’ সিনেমাটির শুটিং সেটের ডামি কিছু ছবি প্রকাশ পেয়েছে। যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। কয়েকদিন আগেই ভারতের হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেন রায়হান রাফি। সেখানে রামুজি ফিল্ম সিটিতে চলছে ‘তুফান’-এর সেট নির্মাণের কাজ। নব্বই দশকের বাড়িঘর, গাড়ি ও অন্যান্য স্থাপনায় সাজানো হবে সেট। সবকিছু ঠিক থাকলে চলতি বছর কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

এসএ-০৩/২৬/২৪(বিনোদন ডেস্ক)

অবশেষে বিয়ে করলেন তাপসী পান্নু!

অবশেষে সব জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে উদয়পুরে গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এক দশক প্রেমের পর প্রেমিক ম্যাথিয়াস বোয়ের গলাতেই মালা পরালেন তাপসী।

নিউজ এইট্টিন -এর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৩ মার্চ) বিয়ে সেরেছেন তাপসী-ম্যাথিয়াস। বুধবার থেকেই শুরু হয়েছিল তাদের প্রি-ওয়েডডিং অনুষ্ঠান।

শুধুমাত্র দুজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন জুটির বিয়েতে। সাত পাক ঘোরার পর ৪৮ ঘন্টা পেরিয়েছে, এখনও বিয়ের খবরে সিলমোহর দেননি তাপসী। সামনে আসেনি নবদম্পতির বিয়ের ছবিও! তারকাদের মধ্যে অনুরাগ কাশ্যপ, কণিকা ধিলোনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

যদিও তাপসী পান্নু কখনো ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। তবে, তার এক সহঅভিনেতা একসঙ্গে একটি পোস্ট করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বো তার জন্মদিনে একটি আবেগী বার্তা লিখেছিলেন।

সেই বার্তায় স্পষ্টভাবে তাপসী পান্নুকে ইঙ্গিত করা হয়েছিল। ম্যাথিয়াস বো সেখানে বার্ধক্য নিয়ে টিজ করেন এবং তাদের সম্পর্ক ও যোগাযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

ম্যাথিয়াস বোয়ের ডেনমার্কের বাসিন্দা। ডেনমার্কের হয়ে অজস্র নজির গড়েছেন এই শাটলার। ২০১২ সালের অলিম্পিকে মেনস সিঙ্গলসে রুপো জিতেছিলেন তাপসীর স্বামী। থমাস কাপ বিজয়ী ডেনমার্ক দলের সদস্য তিনি। ২০২০ সালে, ৩৯ বছর বয়সে পেশাদার ব্যানডমিন্টনকে বিদায় জানান ম্যাথিয়াস। পরে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডবলস কোচ হিসাবে যোগ দেন।

এসএ-০২/২৫/২৪(বিনোদন ডেস্ক)

হেলিকপ্টারে চড়ে সেলুন উদ্বোধনে গেলেন জায়েদ খান

প্রতিনিয়ত নানা কারণে আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। শিল্পী সমিতি নিয়ে বরাবরই তিনি খবরের শিরোনাম হয়েছেন। তাছাড়া ব্যক্তিগত কাজ দিয়েও তৈরি করেছেন ভিন্নধর্মী আলোচনা।

এবার তিনি টাঙ্গাইল উড়াল দিলেন হেলিকপ্টারে চড়ে। মডেল ও উপস্থাপিকা ইসরাত পায়েলের ডাকে সাড়া দিয়ে রোববার টাঙ্গাইলে যান ঢাকাই সিনেমার এই চিত্রনায়ক। সেখানে গিয়ে মি. কাট নামে একটি সেলুনের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেতা ডি এ তায়েব ও ইসরাত পায়েল।

এসময় তাকে দেখার জন্য ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। এ ব্যাপারে সংবাদমাধ্যমকে জায়েদ খান বলেন, এখানে আসতে পেরে অনেক আনন্দিত আমি। টাঙ্গাইলের মানুষের ভালোবাসায় মুগ্ধ। যদি বারবার এখানে আসার সুযোগ হয়, তাহলে বারবার আসতে চাই।

এই অভিনেতা বলেন, আমাকে এ অনুষ্ঠানে অতিথি করার জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। মি. কাট খুবই উন্নত মানের একটি সেলুন। রুচিশীল মানুষরা এখন এখানে বসেই ঢাকার মতো সেবা নিতে পারবেন বলে আশাবাদী আমি।

জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। আসন্ন ঈদে মুক্তির কথা রয়েছে সিনেমাটি। জাহিদ হাসানের পরিচালনায় এতে জায়েদ খান ছাড়াও আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, শবনম পারভীন, শহীদুজ্জামান সেলিম, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

এসএ-০১/২৫/২৪(বিনোদন ডেস্ক)

অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।

সোমবার পাস হওয়া এই প্রস্তাবটিতে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কব্জায় থাকা জিম্মিদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির ব্যাপারটিরও উল্লেখ রয়েছে।

সোমবার প্রস্তাবটি পরিষদের বৈঠকে ভোটের জন্য তোলার পর পরিষদের সব সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। তবে প্রস্তাবটির বিপক্ষে কোনো যুক্তি উপস্থাপন বা ভেটো প্রদান করেনি দেশটি।

এআর-০৩/২৫/০৩ (আন্তর্জাতিক ডেস্ক)