সন্ধ্যা ৬:৩২
বৃহস্পতিবার
১৮ ই এপ্রিল ২০২৪ ইংরেজি
৫ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
৯ ই শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

তারকারা কে কোথায় ঈদ করছেন

রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে ঈদের আনন্দে মেতে উঠবে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। কারো প্রিয়জনদের সঙ্গে, কারো ঈদ কাটবে কর্মব্যস্ততার মধ্য দিয়ে।

দেশের শোবিজ অঙ্গনের অধিকাংশ তারকার ঈদ কাটবে প্রিয়জনদের সঙ্গে। কেউ কেউ আবার ব্যস্ত থাকবেন প্রেক্ষাগৃহে নিজেদের সিনেমার মুক্তি নিয়ে। এদের মধ্যে সবার উপরেই থাকবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নাম।

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই তারকার ‘রাজকুমার’ সিনেমা। যে কারণে ঈদের দিন গুলশানে নিজ বাড়িতেই থাকবেন শাকিব। সেখানেই সময় কাটাবেন পরিবারের মানুষদের সঙ্গে।

ঈদের দিন এই নায়ক প্রেক্ষাগৃহে হাজির হয়ে ‘রাজকুমার’ সিনেমা দেখবেন কি না বা ভক্তদের ধরা দিবেন কিনা সেটা চমক হিসেবেই রাখতে চেয়েছেন সকলের জন্য।

শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসও এবারের ঈদ ঢাকাতেই উদযাপন করবেন। কয়েকদিন আগেই ভারত থেকে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে নিজের বাড়িতেই অবস্থান করছেন। ঈদের দিন ছেলেকে নিয়ে শাকিবের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নায়িকার।

এবারের ঈদে দুইটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ‘দেয়ালের দেশ’ ও সাইমন সাদিক, জিয়াউল রোশান ও আনিসুর রহমান মিলনের সঙ্গে ‘মায়া: দ্য লাভ’ নিয়ে পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী। ফলে বুবলীর ঈদ কাটবে সিনেমার প্রচারণার ব্যস্ততাকে কেন্দ্র করেই। ঈদের দিন ঢাকার কিছু প্রেক্ষাগৃহে হাজির হওয়ার কথা রয়েছে নায়িকার।

ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম ঈদ উদযাপনে পরিবারের সকল সদস্যদের নিয়ে উড়াল দিয়েছেন সিঙ্গাপুরে। সেখানেই এবারের ঈদ পালন করছেন তিনি। যেহেতু এই ঈদে নায়িকার কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না, ফলে ঈদের সময়টুকু পরিবারকেই দিতে চেয়েছেন মিম।

এবারের ঈদ ঢাকাতে ছেলে ফারিশকে নিয়েই উদযাপন করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। উত্তরাতে নিজ বাসাতেই ঈদের সকালের শুরুটা করবেন অভিনেত্রী। মাহি বলেন, এবারের ঈদ ঢাকাতেই করছি। আমার একমাত্র ছেলে ফারিশকে নিয়ে ঈদটি ভালো কাটবে বলে প্রত্যাশা করছি। তবে যেহেতু আমি এখন সিঙ্গেল মাদার, তাই ঈদটিও এবার একটু অন্যরকম হবে।

ঈদের ঠিক দুইদিন আগে কলকাতা থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সেখানে সিনেমার শুটিংয়ের কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। পরী জানালেন, ঈদের দিন ঢাকাতেই থাকবেন তিনি। এরপরে গ্রামের বাড়ি বরিশালে যেতে পারেন।

ঈদ প্রসঙ্গে পরীমণি বলেন, আমার ঈদ এখন একমাত্র পুত্র রাজ্যকে ঘিরে। ওর জন্য অনেক আগে থেকেই শপিং করা শুরু করেছি। মা-ছেলে মিলে খুব ভালো একটি ঈদ পার করার ইচ্ছা এবার।

এবারের ঈদ ঢাকায় নিজ বাসাতে ও বন্ধুদের সঙ্গে কাটাবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এই নায়িকা জানালেন, ঈদের দিনের সব রান্না আমিই করি। কেবল রান্নাবান্না নয়, ঘর গোছানো থেকে শুরু করে ঈদের দিনের সব কাজ একাই সামলাই বলা যায়! বাসায় বন্ধুরা আসে। তাদের নিয়ে আড্ডা দেই, খাওয়া-দাওয়া করি।

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের ঈদ কাটবে ঢাকাতেই। এই ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সোনার চড়’ সিনেমা। ঈদের দিন নিজ সিনেমা দেখতে লায়ন সিনেমাস ও ব্লকবাস্টার সিনেমাসে হাজির হতে পারেন এই নায়ক।

জায়েদ খান বলেন, ঈদের শুরুটা ঢাকাতেই করবো। ভাই-বোনদের সঙ্গে দেখা করব। এরপর প্রেক্ষাগৃহে হাজির হতে পারি। ঈদের দুইদিন পর গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতি ঈদে গ্রামের বাড়ি চলে যান চিত্রনায়ক সাইমন সাদিক। এবারও সেটাই করছেন। এই নায়ক বলেন, ঈদ সবসময় আমার প্রাণের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে করার চেষ্টা করি। আমার গ্রামকে আমি কলিজার গ্রাম বলে ডাকি। এবারও ইনশাআল্লাহ্ পরিবার ও বন্ধুদের নিয়ে খুব ভালো একটি ঈদ পার করবো।

এসএ-০৫/১০/২৪(বিনোদন ডেস্ক)

আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই : মিথিলা

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘদিন দেশের শোবিজ অঙ্গনে কাজ করার পরে বর্তমানে ওপার বাংলাতেও ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে সম্প্রতি কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-এর মুখোমুখি হয়েছিলেন এই তারকা।

যেখানে অভিনেত্রী জানিয়েছেন, কাজের ব্যাপারে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নন তিনি। মিথিলা বলেন, ‘আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই। সংখ্যায় অনেক বেশি কাজ করতে হবে, ব্যাপারটি তেমন না। মনে হয় এ পর্যন্ত যা করেছি- আমার জন্য অনেক।’

এক প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই। সংখ্যায় অনেক বেশি কাজ করতে হবে, ব্যাপারটি তেমন না। এখানে দুটো ছবি হলো, বাংলাদেশে কিছু ছবি করেছি, টেলিভিশনে লম্বা সময় কাজ করেছি। মনে হয় এ পর্যন্ত যা করেছি, করছি, আমার জন্য অনেক।’

সিনেমায় মিথিলার অভিনয় দারুণভাবে প্রশংসিত হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মন থেকে কাজ করলে এমনই হয়, যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া যায়। আমি এই ছবিতে সেভাবেই কাজটি করেছি। চরিত্রটি তুলে আনতে পেরেছি। দর্শক পছন্দ করছেন।’

মিথিলাকে কী ওপার বাংলায় আরও সিনেমাতে দেখা যাবে? অভিনেত্রী বললেন, ‘সবাই জানে এটি আমার মূল পেশা নয়। আমার পূর্ণকালীন একটা পেশা আছে। অভিনয় আমি ভালোবাসার জায়গা থেকে করি। সে ক্ষেত্রে ভালো কাজের সুযোগ হলে, ভালো গল্প, চরিত্র এবং সেটি মন থেকে করার ইচ্ছা হলে করি।’

মিথিলার সঙ্গে কথোপকথনে সৃজিত মুখার্জির প্রসঙ্গ অবধারিতভাবেই এসে পড়ে। এই সাক্ষাৎকারে সৃজিতের সঙ্গে সিনেমা করার বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘এটি তো পরিচালক সিদ্ধান্ত নেন, আর্টিস্ট সিদ্ধান্ত নেন না যে কোন ছবিতে কে থাকবে। এ কারণে প্রশ্নটি আমার কাছে বোকা বোকা লাগে।’

সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ‘অভাগীর স্বর্গ’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। সিনেমাটির প্রচারে মিথিলা বর্তমানে কলকাতায় অবস্থান করছেন।

এসএ-০৪/১০/২৪(বিনোদন ডেস্ক)

হৃদয় খানের সঙ্গে জুটি বাঁধলেন ন্যান্সিকন্যা রোদেলা

প্রথমবারের মতো বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে জুটি বাঁধলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বড় মেয়ে রোদেলা। মায়ের পথ ধরে ইতোমধ্যেই সঙ্গীতাঙ্গনে নিজের পরিচিতি তৈরি করেছেন রোদেলা। এবার হৃদয় খানের সঙ্গে একটি দ্বৈত গান নিয়ে হাজির হতে দেখা গেল তাকে।

গানটির শিরোনাম ‘হোক বদনাম’। এর কথা লিখেছেন এসএ হক অলীক। আর সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান। ইতোমধ্যেই ইউটিউবে গানটি প্রকাশ পেয়েছে।

গান প্রসঙ্গে হৃদয় খান বলেন, রোদেলা খুব ট্যালেন্টেড একজন গায়িকা। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে সে ভালো করতেই থাকবে। ‘হোক বদনাম’ গানটি সে অসাধারণ গেয়েছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।

রোদেলা বলেন, হৃদয় আঙ্কেলের সঙ্গে গান করলাম। এটা আমার জন্য বড় পাওয়া। কারণ আমার আম্মু অনেক গানই গেয়েছেন তার সঙ্গে। সেগুলোর সঙ্গে তার অনেক গানই আমার পছন্দের তালিকায় রয়েছে। এবার আমি নিজেই গান করলাম তার সঙ্গে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

এদিকে হৃদয়-রোদেলার গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাজমুন মুনিরা ন্যান্সি। কারণ মেয়ের আগে হৃদয় খানের সঙ্গে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেও।

এসএ-০৩/১০/২৪(বিনোদন ডেস্ক)

শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে ভাবতে পারি না : বুবলী

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী গোপনে বিয়ে করেছিলেন ২০১৮ সালে। বিয়ের দুই বছর পরই তাদের সংসার আলো করে আসে একটি পুত্রসন্তান। সময়ের সাথে সাথে এই দম্পতির মধ্য দূরত্ব বাড়তে শুরু করে। একপর্যায়ে যা গড়ায় বিচ্ছেদের সিদ্ধান্তে।

যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বিচ্ছেদ হওয়া বাকি, তবে বহুদিন ধরেই এক ছাদের নিচে থাকছেন না শাকিব-বুবলী। বিগত সময়গুলোতে দুজনেই তাদের সম্পর্কের ফাটলের চিত্র প্রকাশ্যে এনেছেন।

তবে সম্প্রতি সময়ে শাকিব-বুবলীর মধ্যেকার বরফ যেন গলতে শুরু করেছে। বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে ইতিবাচক কথা বলতে দেখা যাচ্ছে এই নায়িকাকে। যারই ধারাবাহিকতায় সম্প্রতি বুবলী জানালেন, তার জীবনে শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই।

একটি বেসরকারি টেলিভিশনে ঈদ পূর্ববর্তী দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান বুবলী। যেখানে এই নায়িকাকে উপস্থাপক প্রশ্ন করেন, আগামী দিনগুলো কী এভাবেই কাটিয়ে দিবেন কি না?

জবাবে বুবলী বলেন, ‘আমি এভাবেই কাটিয়ে দিব। এ বিষয়ে ভাবতে একবিন্দুও সময় নিব না। আমার সন্তানই এখন সবকিছু। কোনো প্রেম, সম্পর্ক কিছুই আমার কাছে ঘেষতে পারবে না। আগামীতে চলচ্চিত্র, সন্তান, পরিবার সেসবেই সময় দিব।’

উপস্থাপক তাকে পাল্টা প্রশ্ন করেন, যখন নায়িকা হিসেবে ক্যারিয়ার শেষ হবে তখন কী এই সিদ্ধান্ত পরিবর্তন হবে? নতুন কোনো সম্পর্ক বা বিয়ের বিষয়ে ভাববেন না?

বুবলীর সাফ উত্তর, ‘এই সিদ্ধান্ত কখনোই বদল হবে না। আমি যখন নায়িকা থাকবো না, তখনও না। জীবনের এই পর্যায়ে এসে মনে হয়, আমি এভাবেই থাকব। এভাবেই চলতে চাই।’

শাকিব ব্যতীত জীবনে অন্য কোনো পুরুষের জায়গা নেই বলেও জানান বুবলী। এই নায়িকা বলেন, ‘শাকিব খানকে ছাড়া আর দ্বিতীয় কোনো পুরুষকে ভাবতে পারি না। বুবলীর জীবনে রাজকুমার শাকিব। আমাদের ভবিষ্যত কী হবে সেটা হয়তো ভবিষ্যতই বলে দিবে। কিন্তু তার আগে আমাদের একটা কথা বলার জায়গা আছে। পারিবারিকভাবেও কথা বলার জায়গা আছে। কারণ সন্তানের জন্য হয়তো অনেক কিছুই মানিয়ে নিচ্ছি। তবে আমার একটা অভিমান-কষ্টের জায়গা তো থাকছে।’

শাকিবকে বিয়ে করা জীবনের ভুল সিদ্ধান্ত, কখনো এমনটা মনে হয়েছে কি না— প্রশ্নে বুবলী বলেন, ‘হ্যাঁ মনে হয়েছে। কারণ আমার জীবনে অনেক কঠিন সময়ে যখন তাকে পাশে প্রয়োজন ছিল, তখন আমি তাকে পাশে পাইনি। ওই সময়গুলোতে মনে হয়েছে, তাকে বিয়ের সিদ্ধান্তটা ভুল ছিল।’

এসএ-০২/১০/২৪(বিনোদন ডেস্ক)

ইধিকার বার্তার জবাব দিলেন শাকিবের মার্কিনি নায়িকা

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সিনেমা ‘রাজকুমার’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসের মাধ্যমে ‘রাজকুমার’ সিনেমার সমস্ত টিম এবং শাকিব খানকে শুভকামনা জানান ‘প্রিয়তমা’র অভিনেত্রী ইধিকা পাল। এবার ইধিকার শুভকামনা বার্তার প্রত্যুত্তর দিয়েছেন কোর্টনি কফি।

মঙ্গলবার (৯ এপ্রিল) ফেসবুকে ইধিকার প্রতি নিজের বার্তা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। কফি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ইধিকা পালের মহানুভবতার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। ‘রাজকুমার’ ও আমাদের প্রতি শুভকামনা জানিয়ে চমৎকার পোস্টটি দেখে ভীষণ মুগ্ধ হয়েছি।

ইধিকার বিষয়টি আমাকে মনে করিয়ে দিয়েছে, প্রথম দিন তার সঙ্গে দেখা হওয়ার পর আমার প্রতি উদারতা ও অনুগ্রহের কথা।

ইধিকার প্রশংসা করে অভিনেত্রী আরও লিখেছেন, আমরা জানি, ‘প্রিয়তমা’র নায়িকা হিসেবে তিনি ইতোমধ্যে বাংলাদেশে ভালোই প্রভাব বিস্তার করেছেন, যা আমি কেবল আশা করতে পারি। কারণ, অনুসারী হিসেবে তিনি একটা সুন্দর পথ তৈরি করে দিয়েছেন।

কোর্টনি আরও লেখেন, ‘রাজকুমার’ সিনেমাটি তৈরি হতে যা যা করণীয়, সবই ‘প্রিয়তমা’ টিম আন্তরিকভাবে করেছে। আমি ইধিকা পাল এবং সব কলাকুশলীকে ধন্যবাদ জানাতে চাই। আমি জানি, আমি তোমার ‘প্রিয়তমা’র বিকল্প হতে পারবো না, তবে আমি আশা করছি, আমার আগে করা সব কাজকে ভালোভাবেই ছাপিয়ে যেতে পারবো।’

‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরুর আগে ঢাকায় এসেছিলেন ইধিকা পাল। দেখা করে গেছেন শাকিব খান ও কোর্টনি কফির সঙ্গে। সেসময় আড্ডার পাশাপাশি ফটোসেশনেও অংশ নেন তারা।

এসএ-০১/১০/২৪(বিনোদন ডেস্ক)

ঈদে প্রিয়জনকে যেসব মেসেজ পাঠাতে পারেন

ঈদের চাঁদ উঠলো বলে! রমজান শেষ হতে চলেছে। আসছে পবিত্র ঈদুল ফিতর। এই উৎসবের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিলে তা আরও বহুগুণ হয়ে ওঠে। ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রিয়জনকে পাঠাতে পারেন ঈদের শুভেচ্ছা মেসেজ। কী লেখা যায় ভেবে পাচ্ছেন না? চলুন তবে জেনে নেওয়া যাক, এই ঈদে প্রিয়জনকে আপনি কী লিখে মেসেজ পাঠাতে পারেন-

ঈদুল ফিতরের এই বরকতময় উপলক্ষ্যে, আল্লাহর রহমতে আপনার জীবন আনন্দ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ঈদ মোবারক!

যখন রমজানকে বিদায় জানাচ্ছি, ঈদের চেতনা যেন আপনার হৃদয়কে আনন্দে এবং আপনার ঘর হাসিতে ভরিয়ে দেয়। আপনাকে আনন্দময় ঈদুল ফিতরের শুভেচ্ছা!

ঈদ মোবারক! এই বিশেষ দিনটি আপনাকে আপনার পরিবার এবং বন্ধুদের কাছাকাছি নিয়ে আসুক এবং আপনার হৃদয় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ হোক।

ঈদুল ফিতরের উষ্ণ শুভেচ্ছা পাঠাচ্ছি। আল্লাহ আপনার এবং আপনার প্রিয়জনদের উপর তাঁর করুণা বর্ষণ করুন, এখন এবং সব সময়। ঈদ মোবারক!

উজ্জ্বল এক ফালি চাঁদ রমজানের সমাপ্তি ঘোষণা করে, আপনার জীবন অগণিত ভালোবাসা এবং সুখে পূর্ণ হোক। আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক!

এই শুভ দিনে, আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন এবং আপনাকে সুখী করুন। আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক!

ভালোবাসা, শান্তি ও আনন্দে ভরা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদের চাঁদের মতো উজ্জ্বল হোক তোমার দিনগুলো। ঈদ মোবারক!

ঈদুল ফিতরের উদযাপনে আসুন আমরা হতভাগ্যদের স্মরণ করি এবং যারা অভাবী তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সবাইকে ঈদ মোবারক!

ঈদ আপনার জন্য আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক। এই শুভ দিনে আপনাকে এবং আপনার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা পাঠালাম। ঈদ মোবারক!

এই আনন্দের উপলক্ষ্যে, আল্লাহর রহমত আজ, আগামীকাল এবং সব সময় আপনার সঙ্গে থাকুক। আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক!

ঈদ মোবারক! আল্লাহর অশেষ রহমত আপনার জন্য এই বিশেষ দিনে এবং সব সময় আশা, বিশ্বাস এবং সুখ নিয়ে আসুক।

আপনাকে এবং আপনার পরিবারকে ভালোবাসা, হাসি এবং ঐক্যে ভরা সমৃদ্ধ ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!

এই শুভ দিনে, আল্লাহ আপনাকে সুখ, সাফল্য এবং আপনার সমস্ত প্রচেষ্টার পরিপূর্ণতা দিন। আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক!

ঈদ মোবারক! এই বিশেষ দিনে এবং সব সময় আল্লাহর রহমত আপনার সঙ্গে থাকুক। আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

ঈদের চেতনা আপনাকে প্রিয়জনদের আরও কাছে নিয়ে আসুক, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করুক। ঈদ মোবারক!

ঈদ মোবারক! এই ঈদ আপনার হৃদয়ে আনন্দ এবং সুখ বয়ে আনুক এবং সুন্দর স্মৃতি তৈরি করুক যা সারাজীবন স্থায়ী হয়।

ঈদের চাঁদ যেমন উজ্জ্বল হয়ে ওঠে, তেমনই আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক। ঈদ মোবারক!

ভালোবাসা, আনন্দ ও শান্তিতে ভরা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আল্লাহর রহমত আপনার জীবনকে সুখ, সাফল্য এবং সমৃদ্ধিতে পূর্ণ করুক। আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক!

এসএ-১০/০৯/২৪(লাইফস্টাইল ডেস্ক)

ঈদের জন্য স্বাস্থ্যকর খাবার

রমজান শেষ হয়ে এলো। দরজায় উপস্থিত ঈদ। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এই দিনে নানা রকম মজাদার খাবারের আয়োজন থাকবে না, তাই কি হয়! কিন্তু সারা মাস রোজা থাকার পরে হঠাৎ ঈদের দিন হরেক রকম মুখরোচক খাবার আমাদের পেট সহ্য না-ও করতে পারে। তাই ঈদের দিনটিতেও খেতে হবে একটু রয়েসয়ে। ঈদের আয়োজনে রাখতে পারেন স্বাস্থ্যকর এই খাবারগুলো-

ফ্রুট স্মুথি

আপেল- ১টি

কিউবড পাইনাপেল- আধা কাপ

ব্লুবেরি- ১/২ কাপ

দুধ- ১ কাপ

মধু বা চিনি- স্বাদ অনুসারে

সব উপকরণ মিক্সারে ঢেলে স্মুথি তৈরি করুন। এটি খুবই স্বাস্থ্যকর খাবার।

স্যালাড ওমেলেট

ডিম- ২টি

পালং শাক -১ কাপ

টমেটো কিউব- ১/২ কাপ

কাটা পেঁয়াজ- ১/৪ কাপ

লাল মরিচ কিউব- ১/৪ কাপ

লবণ ও গোলমরিচ- স্বাদ অনুসারে

তেল বা মাখন- পরিমাণমতো।

একটি প্যানে তেল বা মাখনর দিয়ে সব সবজি হালকা ভেজে নিন। ডিম ফেটিয়ে দিন এবং সবজির উপর ঢেলে দিন। স্যালাড ওমেলেট তৈরি।

ভেজিটেবল চাওমিন

চাওমিন- ২ কাপ

লাল বেল পেপার কাটা- ১ কাপ

গাজর কাটা- ১ কাপ

কলমি শাক- ১ কাপ

পেঁয়াজ কাটা- ১/২ কাপ

গারলিক মিন্ট পেস্ট- ১ চা চামচ

সয়াসস সস- ২ চা চামচ

লবণ ও গোলমরিচ- স্বাদ অনুসারে

তেল- ২ টেবিল চামচ।

চাওমিন সেদ্ধ করে নিন। একটি প্যানে তেল গরম করে সব সবজি লবণ ও গোলমরিচ দিয়ে ভাজুন। সবজির উপর চাওমিন দিয়ে ঢেকে ঢেকে ২-৩ মিনিট রাখুন। সস দিয়ে মিশিয়ে পরিবেশন করুন।

এসএ-০৯/০৯/২৪(লাইফস্টাইল ডেস্ক)

পাকিস্তানে দেখা গেছে চাঁদ, কাল ঈদ

দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তানে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। দেশটির বিভিন্ন অঞ্চলের পশ্চিম আকাশে চাঁদের দেখা মেলে। ফলে কাল বুধবার পাকিস্তানে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

পাকিস্তানে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। সে হিসেবে আজ দেশটিতে রমজানের ২৯তম দিন ছিল।

মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার প্রস্তুতি নেয়। দেশটির আবহাওয়া দপ্তর মঙ্গলবার সর্বশেষ আপডেটে জানিয়েছিল, আজই চাঁদ দেখা যাবে।

সংস্থাটি জানায়, গতকাল সোমবার রাত ১১টা ২১ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হয়। ফলে আজ মঙ্গলবার সন্ধ্যার পর চাঁদটির বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা।

আবহাওয়া অফিস আরও বলেছিল, সূর্যাস্তের পর চাঁদটি ৫০ মিনিটেরও বেশি সময় ধরে আকাশে থাকবে। অর্থাৎ এটি খুব সহজেই খালি চোখে দেখা যাবে। স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

দেশটির চাঁদ দেখা কমিটির এ বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। যার মধ্যে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবহাওয়া দপ্তর এবং মহাকাশ গবেষণা কমিশনের প্রতিনিধিরা।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শেখপুরা, সারাই আলমগীর, সুখুর এবং করাচি থেকে চাঁদ দেখার জবানবন্দি রেকর্ড করা হয়। এছাড়া কাসুর এবং গুজরানওয়ালা থেকেও চাঁদ দেখার খবর পাওয়া যায়।

পাকিস্তানে সৌদি আরবের একদিন পর পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। এরফলে ধারণা করা হয়েছিল, দেশটিতে ঈদ হবে সৌদির একদিন পরই। কিন্তু রোজার শুরুর দিনে তফাৎ থাকলেও সৌদি-পাকিস্তানে ঈদ একইদিনে উদযাপিত হতে যাচ্ছে।

দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতের কেরালা ও খারগিলে আজ শাওয়ালের চাঁদ দেখা গেছে। তবে দেশটির রাজধানী দিল্লিসহ বড় বড় অঞ্চলগুলোতে চাঁদ দেখা যায়নি। ফলে যেসব অঞ্চলে চাঁদ দেখা গেছে সেসব জায়গায় কাল ঈদুল ফিতর পালিত হবে। আর দিল্লিসহ অন্যান্য জায়গায় ঈদ হবে বৃহস্পতিবার।

পাকিস্তানের মতো আজ সন্ধ্যায় বৈঠকে বসেছিল বাংলাদেশের চাঁদ দেখা কমিটি। তবে বাংলাদেশের কোথাও আজ চাঁদ দেখা যায়নি। ফলে জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালনের ঘোষণা দেয়।

আগামীকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যসহ বেশিরভাগ মুসলিম দেশে নানান আয়োজনে পালিত হবে ঈদ।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এসএ-০৮/০৯/২৪(আন্তর্জাতিক ডেস্ক)

একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার ঈদ পালিত হবে বাংলাদেশে

সব অপেক্ষার অবসান! সিয়াম-সাধনার মাস রমজানও শেষ। বিশ্বের বেশিরভাগ দেশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যের সব দেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে কাল বুধবার (১০ এপ্রিল) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

তবে বাংলাদেশ ও ভারতের বেশিরভাগ অঞ্চলে ঈদ উদযাপিত হবে পরের দিন বৃহস্পতিবার।

এরমধ্যে মুসলিম অধ্যুষিত দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশে বৃহস্পতিবার আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে পালিত হবে ঈদ। মুসলিম দেশগুলোতে কবে ঈদ উদযাপিত হবে এবং কতগুলো রোজা পালন করল সেটির একটি তালিকা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান যুবাইর এহসান হক।

এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশে কবে ঈদ—

ইন্দোনেশিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

মালয়েশিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

পাকিস্তান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি

আরব আমিরাত: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি

কাতার: ১০ এপ্রিল, বুধবার, রোযা, ৩০টি

সৌদি আরব: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি

ইয়েমেন: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি

ওমান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

জর্দান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

ফিলিস্তিন: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি

মিশর: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি

তিউনিসিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি

মরক্কো: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি।

এসএ-০৭/০৯/২৪(আন্তর্জাতিক ডেস্ক)

যেখানে আইপিএলে সবার সেরা মুস্তাফিজ

চলতি আইপিএলে বল হাতে অপ্রতিরোধ্য মুস্তাফিজুর রহমান। এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই পেসার। সবশেষ গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন টাইগার পেসার।

আর এই দুই উইকেট পাওয়ার মধ্যে দিয়ে মুস্তাফিজ আবারও পুনরুদ্ধার করেছেন পার্পল ক্যাপ। প্রতি ম্যাচেই রান আটকানোর পাশাপাশি দলকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিচ্ছেন ফিজ। বিশেষ করে ডেথ ওভারে বল হাতে আলাদা করে জাত চেনাচ্ছেন এই পেসার। চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ ইমপ্যাক্ট রাখছেন প্রতিটি ম্যাচেই।

গতকালও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ডেথ ওভারে দুই ওভার বোলিং করেন টাইগার এই পেসার। ১৮তম ওভারে আন্দ্রে রাসেলকে বেশ ভোগান্তিতে ফেলার পর ইনিংসের শেষ ওভারে মাত্র এক রান দিয়ে দুই উইকেট শিকার করেন তিনি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

চলতি আইপিএলে এখন পর্যন্ত মুস্তাফিজের চেয়ে ডেথ ওভারে বেশি ডট বল করতে পারেনি আর কোনো বোলার। সবমিলিয়ে মুস্তাফিজ ২৩টি ডট বল করেছেন। তার ধারেকাছেও নেই কেউ। তালিকার দুইয়ে রয়েছেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক, তিনি করেছেন ১৪ ডট বল। তিনে থাকা মোহিত শর্মা, তুষার দেশপান্ডে ও মোহাম্মদ সিরাজ করেছেন ১২টি করে ডট বল।

আইপিএলের চলতি আসরে ডেথ ওভারে (১৬ – ২০) ত্রাস ছড়াচ্ছেন দ্য ফিজ। শেষের চার ওভারে সর্বোচ্চ উইকেটশিকারী বাংলাদেশের এই পেসার। পেয়েছেন চার উইকেট। সমান উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ও মোহিত শর্মা। তবে এদের দুজনের তুলনায় ইকোনমিতে অনেকটাই এগিয়ে ফিজ।

আসরে কমপক্ষে ৫ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে ইকোনমি রেটে মুস্তাফিজ দ্বিতীয়। শেষের চার ওভারে বল করেছেন মোটে ৮ ইকোনমিতে। তারচেয়ে ভাল ইকোনমি কেবল আভেশ খানের। ৭.৩৩ ইকোনমিতে বল করেছেন আভেশ।

সবমিলিয়ে ডেথ ওভারে ফিজ এবারের আসরে ৪৮ বল করে রান দিয়েছেন মোটে ৬৪। পেয়েছেন ৪ উইকেট। ইকোনমি রেট ৮ আর প্রতি ১৬ রানের বিনিময়ে পেয়েছেন একটি করে উইকেট।

এসএ-০৬/০৯/২৪(স্পোর্টস ডেস্ক)