রাত ১১:৪৭
মঙ্গলবার
১৬ ই এপ্রিল ২০২৪ ইংরেজি
৩ রা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
৭ ই শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

Setting up a Customer Data Protection Approach

Customer data protection is an important aspect of organization and customers want to know that their private information has been protected. This may include many methods from credit card quantities to interpersonal security quantities.

Creating a customer data cover strategy is an essential part of protecting the consumer’s level of privacy, ensuring that they can trust your small business to keep their sensitive information secure and boosting their very own confidence in you as a brand. In addition, it protects your business from hacks that can cost thousands of dollars in lost or perhaps compromised data.

Laws and Regulations

Precisely as it relates to protecting the customers’ information that is personal, there are several laws and regulations in place that need businesses to abide by certain guidelines. Examples include GDPR, CCPA, and twenty-five state info protection regulations.

How to Guard Your Customer’s Data

First and foremost, make sure you just collect what you want. Don’t request too much PII, and make sure that any information you choose to do collect is usually encrypted and stored on a secure storage space or impair service.

Decrease the External Value of Your Info

PII is certainly valuable to hackers and cybercriminals, but there are ways to decrease their value. For instance , don’t retailer any credit-based card or cultural security information in paper or perhaps digital formats that can very easily be discarded.

Require your workers to adhere to strict confidentiality standards and protect very sensitive data. This will likely not only make them stay useful, but likewise decrease the risk that they can end up being www.dataroommanage.blog/vdr-as-a-secure-document-storage-sharing-tool/ hacked by others.

বিএনপি নেতা সালাহউদ্দিনের দেশে ফিরতে বাধা নেই

অনুপ্রবেশের দায়ে ভারতে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের দেশে ফিরতে বাধা নেই। ভারতের মেঘালয় রাজ্যের শিলং জজ আদালতের আপিল বিভাগ গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেছে। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে ২০১৮ সালের ২৬ অক্টোবর শিলং নিম্ন আদালতের রায়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে করা মামলা থেকে বেকসুর খালাস পান সালাহউদ্দিন আহমেদ। কিন্তু ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করে। এর ফলে তিনি আর তখন দেশে ফিরতে পারেননি। দীর্ঘ চার বছর পর ওই রায় বহাল রেখে ভারত সরকারকে দ্রুত সময়ের মধ্যে সালাহউদ্দিন আহমেদকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে মেঘালয় রাজ্যের শিলং জজ আদালত।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধারের পর সেখানকার একটি মানসিক হাসপাতালে ভর্তি করে। এর পরদিন তাঁকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাঁকে গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা-পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়।

এআর-০৪/০১/০৩ (ন্যাশনাল ডেস্ক)

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩৬

গ্রিসে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৬৬ জন। মঙ্গলবার সন্ধ্যায় লারিসার কাছে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত দুটি ট্রেনের একটি যাত্রীবাহী, অপরটি মালবাহী ছিল।

গ্রিসের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সংঘর্ষে লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলো থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের অন্তত ১৭টি গাড়ি উপস্থিত হয়। তবে কী কারণে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই ট্রেন দুটি থেসালোনিকি এবং লারিসার মধ্যে চলাচল করছিল।

এআর-০৩/০১/০২ (আন্তর্জাতিক ডেস্ক)

পলাতক জঙ্গিদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানী ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পালানো জঙ্গিদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেছেন, আদালত চত্বর থেকে পালানো জঙ্গিদের ধরা যাচ্ছে না– বিষয়টি এমন নয়। আমরা অনেক জঙ্গিকে ধরেছি। অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি। যারা পালিয়েছে, তাদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। আমরা তাদের ধরে ফেলব।

বুধবার রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে’র অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জঙ্গি উত্থান ও তৎপরতা রোধে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। যখন যে তথ্য তারা পাচ্ছে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা জঙ্গিদের মূলোৎপাটন করে নিঃশেষ করতে পারিনি। তবে সবকিছু নিয়ন্ত্রণে এনেছি। আমাদের নিরাপত্তা সংস্থা বিশেষ করে পুলিশ-র‍্যাব ভালো কাজ করছে বলেই সবকিছু নিয়ন্ত্রণে আছে।

সদ্যসমাপ্ত অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো উড়ো চিঠি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন অনেক হুমকি আসে। আমরা সবকিছু শনাক্ত করে ব্যবস্থা নিচ্ছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিস্থিতি এখনও উত্তপ্ত হয়নি। সবাই যে যার মতো কাজ করছে। উত্তপ্ত হওয়ার কোনো কারণ নেই। দেশে যখন নির্বাচন আসে, তখন সব রাজনৈতিক দল মাঠে থাকে। নির্বাচন এলে রাজনৈতিক দল কর্মতৎপর হয়। তারা নিজস্ব কথা বলার চেষ্টা করে। যুগ যুগ ধরে এ অবস্থা চলে আসছে।

কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ পেতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। জেলা প্রশাসকদের মাধ্যমে ওই ক্ষতিপূরণ দেওয়ায় আমলাতান্ত্রিক জটিলতা দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সরকারকে একটি প্রস্তাব দিয়েছি। সেটি বিবেচনায় আছে। আশা করছি, শিগগিরই আমরা এই ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারব। তখন জেলার পুলিশ সুপারের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া যাবে।

কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যদের আত্মত্যাগ ও গৌরবময় অবদানকে স্মরণ করে প্রতিবছর ১ মার্চ দেশব্যাপী পুলিশের সকল ইউনিটে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়। ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে দিনটি পালন করে আসছে বাংলাদেশ পুলিশ। দিবসটি উপলক্ষে আজ সকালে মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্সে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এআর-০২/০১/০৩ (ন্যাশনাল ডেস্ক)

রামেক হাসপাতালে আরও এক নিপাহ ভাইরাস রোগী শনাক্ত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও এক নিপাহ ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসাধীন ওই রোগীর নাম ফরিদা (২৫)। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

বুধবার (১ মার্চ) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে আসা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নিপাহ ভাইরাসে আক্রান্ত ওই যুবতীর বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহমেদ জানান, বেশ কিছু দিন আগে ফরিদাসহ তার শ্বশুরের পরিবারের লোকজন খেজুরের কাঁচা রস পান করেন। রস পানের কয়েকদিনের মধ্যে ওই গৃহবধূর শ্বশুর জ্বরে আক্রান্ত হন। কয়েকদিন আগে তিনি মারা যান।

এদিকে, গত ২২ ফেব্রুয়ারি মস্তিষ্কের প্রদাহ নিয়ে ফরিদা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে আইসিইউ ভেনটিলেশনে রাখা হয়। গত ২৫ ফেব্রুয়ারি তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়। তবে ২৮ ফেব্রুয়ারি নমুনা টেস্টে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় আইইডিসিআর। নিপাহ ভাইরাস শনাক্তের পর তাকে হাসপাতালের স্পেশালাইজড নিপাহ আইসিউইতে স্থানান্তর করা হয়।

এছাড়া ফরিদার শাশুড়িও জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। উদ্ভুত পরিস্থিতিতে তারও নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। রামেক হাসপাতালের নিপাহ ওয়ার্ডে বর্তমানে ছয়জন রোগী ভর্তি আছেন তাদের নমুনা পরীক্ষারও কাজ চলছে।

এআর-০১/০১/০৩ (উত্তরাঞ্চল ডেস্ক)

ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এলো ১৫৬ কোটি ডলার

সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় (প্র‌তি ডলার ১০৭ টাকা ধরে) ১৬ হাজার ৭০ কোটি টাকা। গত বছরের এই মাসে ১৪৯ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।

বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চল‌তি বছ‌রের জানুয়া‌রিতে রেমিট্যান্স এ‌সে‌ছিল ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। তবে জানুয়া‌রির তুলনায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কম আসলেও চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বেশি রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) আট মাসে মোট ১ হাজার ৪০১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৩৪৩ কেটি ৮৫ লাখ মার্কিন ডলার। সে হিসাবে ৫৭ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বেশি এসেছে চলতি অর্থবছরে।

এসএ-১৯/০১/০৩ (জাতীয় ডেস্ক)

সপ্তাহ না পেরোতেই টেস্ট বোলিংয়ের শীর্ষে অশ্বিন

মাত্র এক সপ্তাহ আগেই ৪০ বছর বয়সে টেস্টের বোলারদের শীর্ষস্থান দখল করেছিলেন জেমস অ্যান্ডারসন। সাদা পোশাকে দীর্ঘদিন ধরে এক নম্বরে থাকা প্যাট কামিন্সকে নম্বর ওয়ান থেকে হটান এই ইংলিশ পেসার। তবে তখনো তার ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন ভারতীয় অফ-স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এবার পুরোপুরিভাবেই তিনি অ্যান্ডারসনের জায়গা দখল করে নিয়েছেন।

অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের চলমান টেস্ট সিরিজে ব্যাটারদের নাজেহাল করে ছেড়েছেন অশ্বিন। তিনি ভারতের জয় পাওয়া প্রথম দুটি টেস্টে ১৪ উইকেট নিয়েছেন। যার কল্যাণে সিরিজের তৃতীয় চলাকালেই সুখবর পেয়েছেন অশ্বিন।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৭ উইকেট শিকারের পর সবচেয়ে বেশি বয়সে টপ পজিশনে আসেন অ্যান্ডারসন। এর আগে তার সমান ৪০ বছর বয়সে টেস্ট বোলারদের শীর্ষে ছিলেন অজি স্পিনার ক্ল্যারি গ্রিমেট। কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিন উইকেট পেয়েছিলেন অ্যান্ডারসন। যা তাকে নম্বর ওয়ান অবস্থানে রাখতে যথেষ্ট ছিল না। ফলে দুইয়ে অবনমন হয়েছে তার। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আছেন তিনে।

ভারতের আরেক বোলার জসপ্রিত বুমরা এবং পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি আছেন যথাক্রমে ৪ ও ৫ নম্বর অবস্থানে। যদিও গত জুলাইয়ের পর তাদের কেউই কোনো টেস্ট ম্যাচ খেলেননি। তবে ইংলিশ বোলার ওলি রবিনসনের ৬ নম্বরে নেমে যাওয়ায় বুমরা-আফ্রিদির এই উন্নতি!

অন্যদিকে বোর্ডার-গাভাস্কার সিরিজে দুর্দান্ত পারফর্ম করা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজারও র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। তিনি উঠে এসেছেন ৮ নম্বরে। তবে ১০ উইকেটের পাশাপাশি ২৬ রান করে টেস্ট অলরাউন্ডারের শীর্ষেও উঠেছেন জাদেজা। এই ক্যাটাগরিতে অশ্বিনের অবস্থান দুইয়ে।

এসএ-১৮/০১/০৩ (স্পোর্টস ডেস্ক)

বাংলাদেশের জয়ের স্বপ্ন কেড়ে নিলেন এক মালান

কম রানের পুঁজি নিয়েও আশা জাগিয়েছিলো বাংলাদেশ। তবে পারলো না আর, বলা যায় বাংলাদেশকে পারতে দিলো না এক ডেভিড মালান। দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের ৭ উইকেট ফেলে দিলেও টাইগার বোলারদের সামনে যেন ঢাল হয়ে দাঁড়িয়ে রইলেন মালান।

অনবদ্য সেঞ্চুরিতে ইংলিশদের জয় এনে দিলেন ৩ উইকেটে। ২১০ রানের টার্গেটে এক মালানের সেঞ্চুরিতেই ৮ বল বাকি থাকতেই ৩ উইকেটে টাইগারদের হারিয়ে সিরিজে শুভসূচনা করলো থ্রি লায়নসরা।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের আশা দেখিয়েও অল্পতেই থামে বাংলাদেশ। এক নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে ভর করে ইংল্যান্ডকে ২১০ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

মাত্র ২১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিপদে পড়ে থ্রি লায়নসরা। সাকিবের করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ৪ রানের মাথায় তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জেসন রয়। পাওয়ার প্লে’র শেষের দিকে এসে ইংল্যান্ডের ইনিংসে দ্বিতীয় আঘাত হানেন তাইজুল। দলীয় ৩৫ রানেই ফিল সল্টকে ফেরান দীর্ঘদিন পর ওয়ানডে জার্সিতে ফেরা এই স্পিনার। এক ওভার বাদ দিয়ে ইংল্যান্ডকে আবারও ধাক্কা দেন তাইজুল। ইনিংসের ১৩তম ওভারে জেমস ভিনসকে ফেরান মাত্র ৬ রানেই। ৩ উইকেট হারিয়ে ইংলিশদের রান তখন ৪৫।

ইংল্যান্ডকে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন তাসকিন আহমেদ। ১৭তম ওভারে বল করতে এসে প্রথম বলেই ইংলিশ অধিনায়ক জস বাটলারকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান ‘ঢাকা এক্সপ্রেস’। ১০ বলে ৯ রান করেই সাজঘরের পথ ধরেন বিপদজনক এই ব্যাটার।

৩৫ রানে ৪ ইকেট হারালেও বাংলাদেশের পথের কাটা হয়ে দাড়িয়ে ছিলেন মালান, অভিষিক্ত উইল জ্যাকসের সঙ্গে মিলে ইংল্যান্ডকে এগিয়ে নিতে থাকেন মালান। দুজন মিলে গড়েন ৩৮ রানের জুটি। অবশেষে ২৬তম ওভারে জ্যাকসকে ফিরিয়ে বাংলাদেশের আশা ফিরিয়ে আনেন মেহেদি মিরাজ। ৩১ বলে ২৬ করে ফিরে যান জ্যাকস।

তবে ক্রিজের অপর প্রান্ত আগলে রেখে ইংলিশদের হয়ে লড়াই করে সেতে থাকেন মালান,। তুলে নেনে নিজের অর্ধশতকও। মঈন আলীর সঙ্গে মিলে গড়েন আরেকটি জুটি। ৩৫ তম ওভারে মঈনকেও ১৪ রানে ফেরান মিরাজ। ১৪১ রানেই ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড।

৩৯ তম ওভারে ইংল্যান্ডকে আরেকবার ধাক্কা দেন ম্যাচজুড়ে দুর্দান্ত বোলিং করা তাইজুল। ওভারের শেষ বলে মিড-অন দিয়ে চিপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল উঠে যায় উপরে। ঝাপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন অধিনায়ক তামিম ইকবাল। ১৬১ রানেই ৭ উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে যায় ইংল্যান্ড। তবে ইংলিশদের আশার প্রদীপ হয়ে ৮০ রান নিয়ে তখনও উইকেটে টিকে আছেন মালান।

অষ্টম উইকেট জুটিতে আদিল রশিদকে সঙ্গে নিয়ে ইংলিশদের জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন মালান। তাসকিনের করা ৪৬তম ওভারের তৃতীয় বলে তাসকিনকে বাউন্ডারি ছাড়া করে নিজের সেঞ্চুরি তুলে নেন মালান। ১৩৪ বলে ৬ চার আর ৪ ছক্কায় তিন অংকে পৌঁছান বাংলাদেশকে হার উপহার দেওয়া এই ব্যাটার।

শেষ পর্যন্ত আদিল রশিদকে নিয়ে ৫১ রানের জুটি গড়ে দলকে ৩ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছাড়েন মালান। ৪৯তম ওভারের চতুর্থ বলে ওয়াইড মিড-অন দিয়ে শান্তকে বাউন্ডারি ছাড়া করে দলের জয় নিশ্চিত করেন মালান। ১৪৫ বলে ৮ চার আর ৪ ছক্কায় ১১৪ রানের হার না মানা ইনিংস খেলেন এই ব্যাটার। আদিল রশিদ করেন ২৯ বলে অপরাজিত ১৭ রান। বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৫৪ব রান দিয়ে ৩ উইকেট নেন তাইজুল, আর ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন মিরাজ।

এসএ-১৭/০১/০৩ (স্পোর্টস ডেস্ক)

৫ ছাত্রীকে বহিষ্কার করলো ইবি ছাত্রলীগ

কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে শিক্ষার্থী ফুলপরীকে নির্যাতনের ঘটনায় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার (১ মার্চ ) দুপুরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানায় ছাত্রলীগ।

বহিষ্কৃতরা হলেন সানজিদা চৌধুরী অন্তরা, তাবাসসুম ইসলাম, হালিমা খাতুন ঊর্মি, ইসরাত জাহান মিম ও মোয়াবিয়া জাহান। তাদের মধ্যে অন্তরা ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি বাকিরা কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে জড়িত।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন। ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম, অপচেষ্টা, অপতৎপরতা করলে বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, ছাত্রলীগ র‍্যাগিং বা শিক্ষার্থী নির্যাতনে বিশ্বাস করে না। ছাত্রলীগ শিক্ষার্থীদের সুখ-দুঃখ, হাসি-কান্না, মিলন-বিরহে সার্বক্ষণিক পাশে থাকা সংগঠন। শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের যে আবেদন সেটিও অত্যন্ত প্রবল।

অপরদিকে, ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর ছাত্রী নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ জনকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে হলের প্রভোস্টকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এসএ-১৬/০১/০৩ (জাতীয় ডেস্ক)

ভাঙল বাগদান, জানালেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২০ সালের মার্চে খুব আয়োজন করে বাগদান করেছিলেন রনি রিয়াদ রশিদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে। প্রায় তিন বছর পর সেই সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বুধবার (১ মার্চ) দুপুরে এই ঘোষণা দেন ফারিয়া।

নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে জন্য জানাচ্ছি যে, তিন বছর আগে এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক বাধা এবং চিন্তা পার করে রনি ও আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের দীর্ঘ ৯ বছরের একসঙ্গে পথচলার এখানেই সমাপ্ত হতে যাচ্ছে। আমরা খুবই ভাগ্যবান যে, আমাদের এই সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়া সব সময় আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকবে।’

অভিনেত্রী সবার কাছে দোয়া চেয়ে আরও লিখেছেন, ‘আমি আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব কঠিন সময় পার করতে তারা যেন আমায় প্রার্থনায় রাখেন।’

২০১৩ সালের ২১ মার্চ একটি অনুষ্ঠানে গিয়ে রনি রিয়াদ রশিদের সঙ্গে প্রথম দেখা হয় ফারিয়ার। এরপর দীর্ঘ সাত বছর সময় নিয়ে সম্পর্কের ভিত পোক্ত করেন। ২০২০ সালে পারিবারিভাবেই বাগদান সম্পন্ন করেন দুজন।

এসএ-১৪/০১/০৩ (বিনোদন ডেস্ক)