বিকাল ৪:৩৪
শুক্রবার
২৯ শে মার্চ ২০২৪ ইংরেজি
১৫ ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
১৯ শে রমজান ১৪৪৫ হিজরী
spot_img

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত অন্তত ৫২১

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় অন্তত ৫২১ জন নিহত হয়েছেন। এতে বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এর কয়েক ঘণ্টার মধ্যে আরও কয়েকটি কম্পন টের পাওয়া গেছে।

তুরস্ক, সিরিয়া, লেবানন, সাইপ্রাস ও ইসরায়েলের কোটি মানুষ ভূমিকম্পটি টের পেয়েছেন। এর কেন্দ্রস্থল তুরস্কের শহর গাজিয়ান্তেপে।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওক্তায়ে বলেন, তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ২৪৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দুই হাজার ৩২৩ জন।

এদিকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেদেশে সরকার নিয়ন্ত্রিত প্রদেশ আলেপ্পো, লাতাকিয়া, হামা ও তারতুস প্রদেশে নিহতের সংখ্যা ২৩৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৬০০ জন।

তবে বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশগুলোতে হতাহতের সংখ্যা কত তা জানা যায়নি।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়া জুড়ে ৩২০ জনের প্রাণহাণির সংখ্যা ঘোষণা করেছে।

সকালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জরুরি এক বৈঠক করেন।তুরস্কে ৮৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

অনেকে বলছেন, এটি তুরস্কে ৮৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালি ভূমিকম্প। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূকম্পনবিদ স্টিফেন হিকস বলেন, এর আগে ১৯৩৯ সালের ডিসেম্বরে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৩০ হাজার মানুষের প্রাণহাণি ঘটে।

২০২০ সালের জানুয়ারিতে পশ্চিম তুরস্কের এলাজিগ প্রদেশে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৪১ জন নিহত হন। আহত হন ১৬শ’র বেশি মানুষ।

সিরিয়ার জাতীয় ভূকম্পন কেন্দ্রের প্রধান রায়েদ আহমেদ রাষ্ট্রীয় রেডিও স্টেশনকে বলেন, আমাদের কেন্দ্রের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প। ১৯৯৫ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ৪০টি স্বল্পমাত্রার ভূকম্পন হয়েছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থলের কাছে সিরিয়ার লাখো শরণার্থীর বাস। তুরস্ক বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয়দাতা দেশ। দেশটিতে প্রায় ৩৭ লাখ সিরিয়ান নাগরিক আশ্রয় নিয়েছে।

এখনো পর্যন্ত অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে জানা গেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

ইতালির দক্ষিণ অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ।

রাতে এই কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চল থেকে লোকজনকে সরে যেতে পরামর্শ দেয়। ভূমিকম্পের পর সুনামি শঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দেয় কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের কাছাকাছি ট্রেন সার্ভিস প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। পরে তা চালু হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান টুইট করে ভূমিকম্পের ভুক্তভোগীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

তিনি বলেছেন, আশা করছি দ্রুতসম্ভব আমরা কম ক্ষয়ক্ষতিসহ দুর্যোগটি একসঙ্গে কাটিয়ে উঠব।

তিনি বলেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। অন্যান্য ইউনিট সতর্ক রয়েছে।

এসএ-০৬/০২/২৩ (আন্তর্জাতিক ডেস্ক)

রাবির কলা অনুষদ ছাত্র ফেডারেশনের আহ্বায়ক কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কলা অনুষদ শাখা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আরবী বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রবিউল ইসলামকে আহ্বায়ক ও ইসরাফিল ইবনে ইজহারকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট করা হয়।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অনান্য সদস্যরা হলেন- বিষ্ণু, মশিউর রহমান ও রিয়াজ হোসেন।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, আগামী ৯-১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিলকে সামনে রেখে সার্বিক কাজের পরিস্থিতি নিয়ে এক সভায় এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন প্রমুখ।

এলএস-০৮/০৫/০২

ছয় বলে ইফতিখারের ছয় ছক্কা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানের ক্রিকেটার ইফতিখার আহমেদ ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ফরচুন বরিশালের হয়ে দারুণ সময় কাটিয়েছেন তিনি। এখন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঠ মাতানোর অপেক্ষায়। তার আগেই দেখালেন ব্যাটিং কারিশমা। বলা চলে পিএসএলের আগে অন্যান্য দলগুলোকে এক প্রকার মেসেজও দিয়ে রাখলেন তিনি।

কোয়েটা গ্লাডিয়েটর্স ও পেশোয়ার জালমির মধ্যকার এক প্রদর্শনী ম্যাচে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এক্ষেত্রে বোলার ছিলেন বিপিএল চলাকালে পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাওয়া পেশোয়ারের বোলার ওয়াহাব রিয়াজ।

পেশোয়ারের অধিনায়ক বাবর আজম টস জিতে ফিল্ডিং নেন। ওয়াহাব তার দ্বিতীয় ওভারে আহসান আলী ও উমর আকমলকে ফিরিয়ে দারুণ শুরু এনে দেন। কিন্তু ইফতিখার শেষ ওভারে চড়াও হন। ৫০ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

৪২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ইফতিখার। বাকি রান করেন আর ৮ বল খেলে। তার ব্যাটে ভর করে ১৮৪ রান তোলে কোয়েটা।

ওয়াহাবের শেষ ওভারে প্রথম ছক্কা মারেন স্কয়ার লেগ দিয়ে। পরেরটি সোজা শট খেলে। তৃতীয় ছক্কা মারেন বোলারের মাথার উপর দিয়ে। চতুর্থ বলটি অ্যারাউন্ড দ্য উইকেটে করেন ওয়াহাব। তারপরও থামাতে পারেননি ইফতিখারকে। কভার বাউন্ডারি দিয়ে বল ওড়ান। থার্ড ম্যান দিয়ে শেষ দুটি ছয় মারেন তিনি।

এআর-০৯/০৫/০১ (স্পোর্টস ডেস্ক)

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানে ‘পাঠান’

মুক্তির পর থেকে বিশ্বজুড়ে ব্যবসা করে চলেছে বলিউডের কিংখ্যাত শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। মুক্তির ১০ দিনেই বিশ্বজুড়ে সিনেমাটির আয় ৭০০ কোটি রুপি। তবে এই ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল পাকিস্তানে। এবার সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলো ‘পাঠান’।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, অন্য ভারতীয় ছবির মতোই পাকিস্তানে মুক্তির ছাড়পত্র পায়নি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘পাঠান’। তবে সিন্ধ সেন্সর বোর্ডের সেই নিষেধাজ্ঞাকে পাত্তাই দেয়নি দেশটির ‘ফায়ারওয়ার্ক ইভেন্ট’ নামক একটি সংস্থা। দেশটির প্রেক্ষাগৃহে বেআইনিভাবেই জোগাড় করে দেখানো হয় ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর এই ছবি। এদিন পাকিস্তানি ৯০০ রুপির টিকিটেও হাউসফুল ছিল ‘পাঠান’-এর শো।

এদিকে, দেশটিতে এই সিনেমা প্রদর্শনের পরপরই নড়েচড়ে বসেছে সিন্ধ সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। ফায়ারওয়ার্ক ইভেন্টকে অবিলম্বে ‘পাঠান’-এর সব প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়ে এক বিবৃতি জারি করেছে বোর্ড।

বিবৃতিতে বলা হয়, কেউ যদি বেআইনিভাবে ‘পাঠান’ প্রদর্শন করেন, তা হলে অপরাধ হিসেবে গণ্য হবে। এর শাস্তি হিসেবে হল মালিককে এক লাখ রুপি জরিমানা থেকে শুরু করে তিন বছরের জেল পর্যন্ত হতে পারে।

এআর-০৮/০৫/০১ (বিনোদন ডেস্ক)

ওবায়দুল কাদেরের সঙ্গে ভোটের মাঠে খেলতে চান হিরো আলম

ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ এনে বগুড়া-৪ আসনের উপনির্বাচনের ভোট পুনর্গণনার আবেদন করেছেন হিরো আলম।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন জমা দেন তিনি।

এ সময় উপস্থিত সাংবাদিকদের হিরো আলম বলেন, বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু উপজেলা) আসনের নির্বাচনী ফলাফল নিয়ে আমার সন্দেহ ছিল। তাই সবগুলো ভোটকেন্দ্রের ফলাফল সংগ্রহ করেছি। কিছু কেন্দ্রে প্রায় সব প্রার্থী অস্বাভাবিক ভোট পেয়েছেন। ওই কেন্দ্রগুলো উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে পুনরায় ভোট গণনার আবেদন করেছি। তারা আমার আবেদন গ্রহণ করেছেন। তবে কবে আবার ভোট গণনা করা হবে সে বিষয়ে কিছু জানাননি। যদি তারা সাড়া না দেন আমি হাইকোর্টে যাব।

হিরো আলম বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল স্যার বলেছেন, হিরো আলম জিরো হয়ে গেছে। তিনি আমাকে নিয়ে তাচ্ছিল্য করে কথা বলেছেন। তবে একজন মন্ত্রী দেশের কোনো নাগরিককে তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না। তিনি কথায় কথায় বলেন ‘আসুন খেলা হবে’। শক্তিশালী দলের সঙ্গে খেলতে চান।

আমি ওবায়দুল স্যারকে জোর গলায় বলতে চাই, খেলা সবার সঙ্গে করতে হবে না, আমি হিরো আলমের সাথে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াব আর আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কি না। খেলার জন্য নাকি উনি মাঠে প্লেয়ার খুঁজে পান না। আমার সঙ্গে একটু প্রতি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিয়ে ভোটারদের ভয় না দেখিয়ে সুষ্ঠু ভোট দিয়ে দেখেন। উনি কেন আমাকে ছোট করে কথা বলেন। ওনাকে বলব, বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) থেকে ভোট করুন। আমাকে যে আসনে হারিয়ে দেওয়া হয়েছে।

বিএনপি হিরো আলমের পক্ষে কাজ করেছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আমার পক্ষে কাজ করলে ভোটের দিন তারা মাঠেই থাকত। বিএনপির কোনো লোক আমার সঙ্গে ছিল না। এসব কিছু লোকের বানানো কথা। শুধু মির্জা ফখরুল স্যার নয় সারাবিশ্ব ও বাংলাদেশ আমার পক্ষে কথা বলেছে।

এআর-০৯/০৫/০২ (আঞ্চলিক ডেস্ক)

রাসিক মেয়রের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের নবনির্বাচিত দুই এমপি‘র সাক্ষাৎ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত দুই সংসদ সদস্য। এ সময় তাদের মিষ্টিমুখ করান রাসিক মেয়র।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ বিশ্বাস জয়লাভ করেন।

এলএস-০৭/০৫/০২ (উত্তরাঞ্চল ডেস্ক)

বিষ প্রয়োগে ২৫ লাখ টাকার মাছ নিধন

রাজশাহীর বাগমারার কাদারবিলে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে বিষ প্রয়োগে প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়। এতে মাছচাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে দিশাহারা হয়ে পড়েছেন চাষিরা।

বিলের মৎস্য চাষ প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, এলাকার লোকজন নিয়ে বিলের প্রায় ২০০০ বিঘা জমিতে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছিলেন। বিলের ৩৬টি কুয়াতে (গভীর ছোট আকৃতির পুকুর) বোয়াল, আইড়, শোলসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ সংরক্ষণ করা হয়। বেশি দাম ও পরবর্তী সময়ে চাষের জন্য মাছগুলো সেখানে সংরক্ষণ করা হয়েছিল। গতকাল রাতের কোনো এক সময়ে দুষ্কৃতকারীরা কয়েকটি কুয়াতে বিষ প্রয়োগ করে। শনিবার সকালে কুয়ায় থাকায় মাছগুলো মরে ভেসে ওঠে। পরে বিষয়টি টের পান প্রকল্পের লোকজন।

প্রকল্পের কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন বলেন, স্থানীয় কিছু দুষ্কৃতকারী তাঁদের মাছ চাষকে ব্যাহত ও ক্ষতিগ্রস্ত করার জন্য সেখানে বিষ দিয়ে প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। এই বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এই বিষয়ে এখনো কোনো মামলা বা অভিযোগ হয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম বলেন, এটা অমানবিক কাজ। বিলগুলোতে মাছ চাষের ফলে অনেক দেশীয় প্রজাতির মাছ রক্ষা হয়।

এলএস-০৬/০৫/০২ (উত্তরাঞ্চল ডেস্ক)

চারঘাটে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন ইউনিয়নের তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতার্ত ও অতি দরিদ্র পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন করা হয়েছে।

উপজেলা প্রশাসন রোববার (৫ ফেব্রুয়ারি) ১১ টার দিকে নন্দনগাছি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১শত ৪২ জনের মাঝে শীতার্ত ও অতি দরিদ্র পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। পরে দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার ৬০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ও ইউএনও সোহরাব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্দে, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, নিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক লিটন, শিক্ষক রেজাউল করিমসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এলএস-০৫/০৫/০২ (উত্তরাঞ্চল ডেস্ক)

বাগমারায় করোনার চতুর্থ ডোজ টিকা নিলেন এমপি এনামুল হক

করোনা ভ্যাকসিনের চতুর্থ ডোজ টিকা গ্রহণ করলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

শনিবার দুপুরে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে ভাইজারের চতুর্থ ডোজ টিকা গ্রহণ করেন। দেশব্যাপি করোনা ভাইরাসের শুরুতে আনুষ্ঠানিক ভাবে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধে টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় ডোজ টিকা গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও চতুর্থ ডোজ টিকা গ্রহণ করেন।

করোনা ভাইরাস প্রতিরোধে চতুর্থ ডোজ টিকা গ্রহণ শেষে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, আমি করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছি এবং সুস্থ আছি। সকলকে করোনা ভাইরাসের চতুর্থ ডোজ টিকা নেয়ার পরামর্শ প্রদান করেন তিনি।

টিকা গ্রহণ কালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন।

এলএস-০৪/০৫/০২ (উত্তরাঞ্চল ডেস্ক)

মার্চেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আদানির বিদ্যুৎ

ফাইল ফটো

আদানির বিদ্যুৎ মার্চেই জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেছেন, দাম নিয়ে কোনো সমস্যা নেই। এ বিদ্যুতের দাম পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে বেশি হবে না। এছাড়া আদানির দ্বিতীয় ইউনিট থেকে এপ্রিলে বিদ্যুৎ পাবে বাংলাদেশ।

আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

নসরুল হামিদ বলেন, বলেন, আদানির বিদ্যুৎ নিয়ে যেসব কথা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। আমরা প্রতিযোগিতামূলক বাজার দরেই বিদ্যুৎ পাব। এ নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই। মার্চে প্রথম ইউনিট থেকে আসবে ৭৫০ মেগাওয়াট। এপ্রিল মাসে দ্বিতীয় ইউনিট থেকে আসবে আরও ৭৫০ মেগাওয়াট।

তিনি বলেন, আসছে সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগের কিছু নেই। আমাদের বেশকিছু কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসবে। রামপাল এসেছে, এসএস পাওয়ার আসবে, বরিশাল বিদ্যুৎ কেন্দ্র আসবে।

তিনি আরও বলেন, সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছি, সেচ মৌসুম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্পর্ট মার্কেট থেকে এলএনজি আমদানি শুরু হয়েছে। গ্যাস সরবরাহ বেড়ে যাবে। স্পর্ট মার্কেট থেকে ৮ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনার রয়েছে।

এআর-০৮/০৫/০২ (ন্যাশনাল ডেস্ক)