‘ডিজিটাল বাংলাদেশে কেউ দুর্নীতি করতে পারবে না’

দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়া হবে না এমন হুশিয়ারি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ডিজিটাল বাংলাদেশে এখন কেউ দুর্নীতি করতে পারবে না।

শুক্রবার দুপুরে আশুলিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। মেধা ও শক্তি দিয়ে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে।

এ সময় শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান ত্রাণমন্ত্রী।

আশুলিয়ার চারিগ্রাম এলাকায় চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন– পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,সাভার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন খাঁন,আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি শামিমুল আলম শামিম,পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও ইউপি সদস্য শফিউল আলম সোহাগসহ প্রমুখ।

বিএ-১২/০৮-০২ (ন্যাশনাল ডেস্ক)