বগুড়ায় উপজেলা চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে

বগুড়ার কাহালু উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা তায়েব আলীসহ জামায়াতের ছয় নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

অপর পাঁচ জামায়াতের নেতাকর্মীরা হলেন- কাহালু পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল মোমিন, ফখরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও রেজওয়ান।

কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের দায়ের করা মামলায় জামায়াতের এই ছয় নেতাকর্মী বুধবার আদালতে জামিন নিতে এসেছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর রাতে কাহালু উপজেলা আওয়ামী লীগ অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আব্দুল মান্নান বাদী হয়ে পরদিন বিএনপি-জামায়াতের ৪২জন নেতাকর্মীর নামে কাহালু থানায় মামলা করেন।

মাওলানা তায়েব আলীর আইনজীবী আবু বক্কর সিদ্দিক জানান, একটি ভুয়া এবং গায়েবি মামলায় জামিন চেয়েছিলেন আসামিরা। আসামিদের মধ্যে দুইজন জনপ্রতিনিধি রয়েছেন। তারপরও বিচারক তাদের জামিন নামঞ্জুর করেছেন।

বিএ-১৭/০৫-১২ (উত্তরাঞ্চল ডেস্ক)