বগুড়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফাইল ছবি

বগুড়ার ধুনটে বেপরোয়া গতিতে চালানো দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।

শুক্রবার সকালে ধুনট উপজেলার ধুনট-চিকাশী সড়কের পূর্ব গুয়াডহরী এলাকায় দুর্ঘটনায় তারা আহত হন।

পরে দুজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। আহত অপরজন সেখানে চিকিৎসাধীন।

নিহতরা হলেন- ধুনট উপজেলার চিকাশীর বড় চাপড়া গ্রামের মৃত খোকা সরকারের ছেলে সার ব্যবসায়ী রায়হান সরকার (৩৫) ও গোসাইবাড়ি গ্রামের মৃত মো. মঞ্জুর ছেলে গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মাহী (১৪)।

আহত ফ্লাক্সিলোড ব্যবসায়ী আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রায়হানের ভাবি জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডরথী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে রায়হান সরকার ও আলম পিকনিকের মাংস কেনার জন্য বাড়ি থেকে মোটরবাইকে গোসাইবাড়ি বাজার যাচ্ছিলেন। তারা বেলা ১০টার দিকে ধুনট-চিকাশী সড়কের পূর্ব গুয়াডহরী গ্রামে ঈদগাহ মাঠের কাছে পৌঁছেন।

এ সময় নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ধুনটগামী মাহীর মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান, মাহী ও আলম আহন হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুপুরের দিকে রায়হান ও মাহী মারা যান।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আহত একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

বিএ-০৯/২৭-০৯ (উত্তরাঞ্চল ডেস্ক)