নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, প্রাণ গেলো মা-মেয়েসহ তিন জনের

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে পড়েছে মহাসড়কের পাশে খাদে। এতে মা ও মেয়েসহ তিন জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে বগুড়ার শিবগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ভারি বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর খাতুন (২২), তার আড়াই বছরের মেয়ে মঞ্জিলা আকতার ও দিনাজপুরের কাহারোল উপজেলার আল-আমিনের তিন বছরের ছেলে মেহেদী হাসান।

পুলিশ জানিয়েছে, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাহবার এন্টারপ্রাইজের একটি কোচ বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকায় মহাসড়কে পৌঁছে। বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি মহাসড়কের পাশে খাদে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই গৃহবধূ শাবনুর, তার মেয়ে মঞ্জিলা আকতার ও শিশু মেহেদী হাসান ঘটনাস্থলেই মারা যান।

এ সময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্র ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেন।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, দুর্ঘটনাকবলিত কোচটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত অন্তত ৪-৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিএ-০৫/২৫-১০ (উত্তরাঞ্চল ডেস্ক)