ক্যাসিনো ব্যবসায়ীর স্থান আ.লীগে হবে না

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, কোনো দুর্নীতিবাজ, মাদক ও ক্যাসিনো ব্যবসায়ীর স্থান আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনে হবে না। দলের সভানেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বিষয়টি স্পষ্ট করেছেন এবং সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি সহযোগী সংগঠনের সম্মেলনে তার নজির দেখেছে মানুষ। রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে। যারা এটি করবে না তাদের স্থান আওয়ামী লীগে হবে না।

বগুড়া পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে শনিবার দুপুরে শহরের শহীদ খোকন পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন।

এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন ও সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু প্রমুখ।

সম্মেলনে রফি নেওয়াজ খান রবিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে কোনো সমঝোতা না হওয়ায় চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদকের নির্বাচন হবে।

বিএ-১১/১৬-১১ (উত্তরাঞ্চল ডেস্ক)