বাগুড়ায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাই খুন

বগুড়ার নন্দীগ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে প্রতিপক্ষের লাঠির আঘাতে খুন হয়েছেন শাহীন আলম (২৬) নামে এক যুবক। মঙ্গলবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহীন রাজশাহীর বাগমারা থানার জোগীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের জামালপুর গ্রামের মামুনুর রশিদ ও সামছুল আলমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এ সময় মামুনের বাড়িতে বেড়াতে আসা জামাই শাহীন আলমসহ পাঁচজন প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামাই শাহীন আলম মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে মারা যান।

এদিকে ঘটনায় মামুনুর রশিদ বাদী হয়ে ১২ জনের নামে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। এই সুযোগে সোমবার (২৩ ডিসেম্বর) রাতে আসামি সামছুল হকের বাড়িতে চুরি হয়েছে। চোরেরা ঘরের তালা ভেঙে স্বর্ণের গহনাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

এ বিষয়ে থালতা মাঝগ্রাম ইউনিয়েনের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, চুরির ঘটনা লোকমুখে শুনেছি।

নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবীর বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বিএ-০৩/২৪-১২ (উত্তরাঞ্চল ডেস্ক)