৭ বছর পর বাড়ি ফিরল ‘মৃত ব্যক্তি’

মামলায় মৃত ব্যক্তি, তবে ৭ বছর পর জীবিত অবস্থায় বাড়িতে ফিরে এসেছেন তিনি। আর এ হত্যা মামলায় প্রধান আসামি হয়ে সাড়ে চার মাস হাজতবাস করেছেন আজিজার রহমান নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার পৌর এলাকার কর্ণপুর পশ্চিমপাড়া মহল্লায়।

সদর উপজেলা ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

হত্যা ও অপহরণ মামলার বিবরণে জানা গেছে গত ২০১৫ সালে ২ জানুয়ারি কর্নপুর মহল্লার আজিজার রহমান তার বন্ধু শাখারিয়া গ্রামের শাহিনের ছেলে শামীমকে অপহরণের পর হত্যা করে এমন অভিযোগ উঠে। এরপর ডোবাতে লুকিয়ে রাখে তার মরদেহ।

এমন অভিযোগ করে গত ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারিতে শামীমের মা ঝর্না বেগম বগুড়া সদর থানায় মামলা করেন।

এ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ। পরবর্তী সাড়ে ৪ মাস কারাগারে থাকার পর হাইকোর্ট থেকে জামিন পান সে।

সোমবার সকালে মৃত সেই শামীম আসামি আজিজারের বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখেন গ্রামবাসী। এরপর তাকে ধরে পুলিশের সোপর্দ করেছে তারা।

এসএইচ-১২/০৯/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)